ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে: আসিফ মাহমুদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। ভারত এবং বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতির সমাধান করুক এমনটাই চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট ১২৬টি শহরের মাঝে বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। দিনের ঘটনাপ্রবাহ জানুন একনজরে...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • বিদ্যুৎ খাতের বিদ্যমান চুক্তিগুলো অসামঞ্জস্যপূর্ণ হলেও বাতিল করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
    • রাজাকারের কোনো তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নেই এবং তালিকা করতে চাইলেও করা যাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম।
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ক্রিয়াশীল সংগঠন নয়, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে মাঠে রয়েছে বলে জানিয়েছেন আহবায়ক হাসনাত আবদুল্লাহ।
    • রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনাসহ মোট তিনটি আবেদন নামঞ্জুর করেছে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।
    • ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
    • ভারত এবং বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতির সমাধান করুক এমনটাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার।
    • আগামী ১৫ই ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট (মেশিন-রিডেবল-পাসপোর্ট) প্রবাসী বাংলাদেশিরা পাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
    • ‘শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে, বিচার করতে কোনও বাধা নেই’ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।
    • ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ জানাতে ঢাকা থেকে ভারতের আখাউড়ায় (আগরতলা সীমান্ত) যাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

    বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    ১৬ই ডিসেম্বর রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপির ফেসবুকের ভেরিফায়েড পেইজে এ তথ্য জানানো হয়েছে।

    বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন।

    বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

    ছবির উৎস, BNP/FACEBOOK

    ছবির ক্যাপশান, বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ
  3. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চার জন মারা গেছেন

    ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরও চার জন মারা গেছেন
    ছবির ক্যাপশান, ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরও চার জন মারা গেছেন

    বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও চার জন মারা গেছেন। এ বছর এখন পর্যন্ত এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৬ জন।

    এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪৪ জন।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    যে চার জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে তিন জনই ঢাকার বাসিন্দা। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে আরেকজনের মারা গেছেন।

    গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    এদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং বরিশাল বিভাগে ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে তিন জন এবং সিলেট বিভাগে দুই জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

  4. আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

    আগামী সাত দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের স্থাবর, অস্থাবর সম্পদ এবং আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

    বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে নিজের নতুন কর্মস্থলে যোগদানের পর এ কথা বলেন তিনি।

    মি. মোমেন তার নিজের বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রসঙ্গে বলেন, "যেসব অভিযোগ আছে, সেগুলো দুদকে এসেছিল ২০০৯ সালে। ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত এগুলো নিয়ে বহু তদন্ত হয়েছে।"

    "২০২৩ সালে ওই সব অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রত্যয়ন দিয়েছে দুদক। এটা কিন্তু পাঁচ অগাস্টের পরে নয়, আরও অনেক আগে," বলেন মি. মোমেন।

    মি. মোমেন বলেন, "রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করবো। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো, সেই প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। আমরা যেন সাধ্যমত কাজ করতে পারি, সেটি দেখতে হবে। ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে কাজ করবো।"

    এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের আয় ও সম্পদ বিবরণীর তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

    একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও নজিরবিহীন প্রাণহানি ও ত্যাগের বিনিময়ে সৃষ্ট ‘নতুন বাংলাদেশের’ অভীষ্টের প্রতি অনঢ় ও সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকারেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    মঙ্গলবার দুদকের এ নতুন কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

  5. বিদ্যুৎ খাতের বিদ্যমান চুক্তিগুলো অসামঞ্জস্যপূর্ণ হলেও বাতিল করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ: পরিবেশ উপদেষ্টা

    জ্বালানি খাতকে টেকসই এবং ব্যয় সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    আজ বুধবার ঢাকার বিয়াম ফাউন্ডেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘বাংলাদেশ শক্তি সমৃদ্ধি ২০৫০’ সম্মেলনে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

    বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান চুক্তিগুলো অসামঞ্জস্যপূর্ণ হলেও সেগুলো বাতিল করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

    তাই পরিকল্পনা করে কাজ এগিয়ে নিতে হবে। বিদ্যুৎ প্রকল্পগুলোর পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা।

    তিনি বলেন, এ লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় নীতিমালা এবং আইনি কাঠামো গ্রহণ করবে। এক্ষেত্রে জনগণের মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। জ্বালানি খাতের সংশোধিত কর্মপরিকল্পনায় জনগণের মতামত ফলিত হবে।

    বিদ্যুৎ খাতের বিদ্যমান চুক্তিগুলো অসামঞ্জস্যপূর্ণ হলেও বাতিল করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ: পরিবেশ উপদেষ্টা

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বিদ্যুৎ খাতের বিদ্যমান চুক্তিগুলো অসামঞ্জস্যপূর্ণ হলেও বাতিল করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ: পরিবেশ উপদেষ্টা
  6. ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে: আসিফ মাহমুদ

    আগে ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি ছিল উল্লেখ করে বর্তমান অন্তর্বর্তী সরকার সে অবস্থান থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

    কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    মি. মাহমুদ বলেন, “আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যে নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তী সরকার সরে এসেছি। আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখে। অর্থাৎ জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে ..আমরা কোনো ইন্টারন্যাশনাল রিলেশন বিশ্বাস করি না।”

    ভারতীয় অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, “আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় আপনারা দেখেছেন, ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে তাঁর বৈঠক হয়েছে।”

    “রাষ্ট্রীয়ভাবে আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে ভারত। তবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় উল্লেখ করা প্রয়োজন। আমাদের দিক থেকে জানিয়েছি গণ হত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দিতে এবং তিনি যে ভারতে বসে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন, সেগুলো বন্ধ করতে। পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে” বলেন স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ।

    ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে: আসিফ মাহমুদ

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে: আসিফ মাহমুদ
  7. রাজাকারের কোনো তালিকা মন্ত্রণালয়ে নেই, চাইলেও করা যাবে না- মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

    রাজাকারের কোনো তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নেই এবং চাইলেও করা যাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, রাজাকারের কোনো তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নেই এবং চাইলেও করা যাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

    রাজাকারের কোনো তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নেই এবং তালিকা করতে চাইলেও করা যাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম।

    বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, “রাজাকারের তালিকার ব্যাপারে মন্ত্রণালয়ে আমি কোনো ফাইল পাইনি। এখনো আমার কাছে আসেনি। সচিব মহোদয় বলছেন মন্ত্রণালয়ের কাছে এ রাজাকারের তালিকার কোনো কপি, কোনো নথি নেই।”

    “রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না। যে রকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। বাস্তবকে অস্বীকার করে তো আমরা কিছুই করতে পারবো না। ৫০ বছর পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা এখন কোথায় কে আছে না আছে কার কাছ থেকে কী নথি পেয়ে আমরা এগুলো করবো, এটা তো আমার মনে হয় অনেক বেশি দুরূহ কাজ,” বলেন মি. আজম।

    মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও যারা তালিকাভুক্ত হয়ে সুবিধা নিয়েছেন তাদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন মি. আজম।

    তিনি বলেন, “বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধার তালিকায় তালিকাভুক্ত হয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা গ্রহণ করছেন। আমার দৃষ্টিতে এটা জাতির সঙ্গে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। যখন নির্ণিত হবে তাদেরতো বাতিল করবোই, প্রয়োজনীয় সাজার ব্যবস্থা করবো।”

    “অমুক্তিযোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছে, আমরা যাচাই-বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করলে তাদের ব্যাপারেও একই রকমের ব্যবস্থা হবে,” বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।

    তিনি বলেন, "আমরা একটা ইনডেমনিটিও হয়তো দেব যে যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান। তাহলে হয়তো সাধারণ ক্ষমাও পেতে পারেন। "

  8. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি

    ছবির উৎস, BANGLADESH GOVERNMENT

    ছবির ক্যাপশান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

    গত সোমবার (নয়ই ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

    মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে। বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের তালিকা জানিয়ে রাখতে হবে।

    অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একই মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের একসঙ্গে ভ্রমণ পরিহার করার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে জাতীয় স্বার্থে ভ্রমণ অপরিহার্য হলে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।

    এতে আরও বলা হয়েছে, “সকল স্তরের সরকারি কর্মকর্তাগণ বিদেশে বিনোদন ভ্রমণ পরিহার করবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতে যাওয়া পরিহার করবেন।”

    এছাড়াও বিদেশ ভ্রমণের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে প্রস্তাবিত কর্মকর্তার পূর্ববর্তী এক বছরের বিদেশ ভ্রমণের বিস্তারিত সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

    এতে সকল স্তরের সরকারি কর্মকর্তাদের একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে।

    মন্ত্রণালয়ের সচিব ও অধীনস্ত অধিদপ্তর বা সংস্থা প্রধানরা ‘একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ’ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    এছাড়া, কেনাকাটা, প্রি-শিপমেন্ট ইন্সপেকশন বা এমন ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পাঠানোর বিষয় বিবেচনা করতে হবে। সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

  9. ক্রিয়াশীল সংগঠন নয়, ঐক্যের প্রতীক হিসেবে মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হাসনাত আব্দুল্লাহ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঐক্যের প্রতীক হিসেবে মাঠে: হাসনাত আব্দুল্লাহ

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঐক্যের প্রতীক হিসেবে মাঠে: হাসনাত আব্দুল্লাহ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ক্রিয়াশীল সংগঠন নয়, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে মাঠে রয়েছে বলে জানিয়েছেন এর আহবায়ক হাসনাত আবদুল্লাহ।

    তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন ক্রিয়াশীল সংগঠন নয়। ফ্যাসিবাদবিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল, এই শক্তিগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত মাঠে রয়েছে।”

    আজ বুধবার ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে ‌‘ঢাকা কলেজের অবদান’ শীর্ষক এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মি. আবদুল্লাহ বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের আওয়ামী লীগের জাহেলিয়াতের যুগ পার করতে হয়েছে। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু কখনো ভাবতে হয়নি আমাদের বাসায় পুলিশ যাবে।”

    “আমরা অধিকাংশ সময় দেখি দেশের কিছু টকশোজীবীরা আহাজারি করে বলেন, ‘চার মাসে আমরা কি পেলাম? দেশ রসাতলে গিয়েছে, শোক কষ্ট তারা বর্ণনা করতে থাকে। কিন্তু গত ১৬ বছরে এ আহাজারি অন্যায়, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে টকশোতে প্রকাশ করতে দেখিনি। তরণ প্রজন্মের ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে। সেসব কলমের বিরুদ্ধে- যারা ফ্যাসিবাদের সমর্থনে লিখে গেছে। ক্ষোভ রয়েছে সেসব বিচারপতির বিরুদ্ধে যারা কলম দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লিখেছে,” বলেন মি. আব্দুল্লাহ।

  10. সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনাসহ তিন আবেদন নামঞ্জুর

    সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনাসহ তিন আবেদন নামঞ্জুর

    ছবির উৎস, KAMOL DAS

    ছবির ক্যাপশান, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন শুনানি এগিয়ে আনাসহ তিন আবেদন নামঞ্জুর

    রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনাসহ মোট তিনটি আবেদন নামঞ্জুর করেছে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।

    মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুঁইয়া বিবিসি বাংলাকে বলেন, “আদালত ওনাকে অনুমতি দেয়নি। ঢাকা থেকে একজন লইয়ার এসেছেন। তিনটি আবেদন করেছেন একটা জামিন এগিয়ে এনে শুনানির আবেদন, একটা অনুমতি দানের প্রার্থনা ও আরেকটা মামলার নথি উপস্থাপনের আবেদন করেছেন।”

    তবে, “ওকালতনামা ছিল না তার। আইনগতভাবে এটা হয়নি, এ কারণে নামঞ্জুর করেছে,” বলেন মি. ভুঁইয়া।

    সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময় দাসের পক্ষে এ আবেদনগুলো করেছিলেন।

    ওনাকে প্রচুর পরিমাণে প্রটোকল দেয়া হয়েছে। কোর্ট বিল্ডিংয়ের উপর থেকে নিচে ওনাকে প্রটোকল দেয়া হয়েছে। অ্যাজ পার প্রটোকল বের হওয়ার সময় ওনাকে পুলিশ প্রোটেকশন দেয়া হয়েছে।”

    এদিকে, চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বিবিসি বাংলাকে জানান, “সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী একজন সিনিয়র লইয়ার দেশের যে কোনো আদালতে শুনানি করতে পারবেন। ওকালতনামার দরকার নাই।”

    তিনি আদালতে ‘হ্যারাসমেন্টে’র শিকার হয়েছেন বলে দাবি করেন।

    এ মামলার অন্য দুই আসামিরও জামিন আবেদন শুনানির দিন নির্ধারিত ছিল এ দিন। কোনো আইনজীবী না থাকার কারণে মামলার পরবর্তী শুনানির দিন দোসরা জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।

    এর আগে গত তেসরা ডিসেম্বর চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানিতে কোনো আইনজীবী না থাকায় আগামী দোসরা জানুয়ারি শুনানির দিন ঠিক করে আদালত।

  11. ভারত-বাংলাদেশ নিজেরা মতভেদ দূর করুক: যুক্তরাষ্ট্র

    ভারত এবং বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতির সমাধান করুক এমনটাই চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিককালে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখা গিয়েছে সে বিষয়ে মঙ্গলবারের প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলারকে জিজ্ঞাসা করা হয়েছিল। তার উত্তরেই তিনি একথা জানিয়েছেন।

    দুই দেশের মাঝে উত্তেজনার আবহে ভারত এবং বাংলাদেশ দু’জনেই একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ গিয়েছিলেন। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কী বক্তব্য তা জানতে চাওয়া হয়েছিল মি. মিলারের কাছে।

    উত্তরে ম্যাথু মিলার বলেন, “আমরা চাই সবপক্ষ একসঙ্গে বসে তাদের মধ্যেকার মতভেদের সমাধান করুক।”

    হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে উত্তেজনা রয়েছে। বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়।

    চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ভারতে একাধিক মিছিল-সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ভারতের পক্ষ থেকে আগরতলার ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।

    এরপর একদিকে ভারতের হিন্দুত্ববাদীরা অভিযোগ তুলতে থাকে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ব্যাপকহারে অত্যাচার চলছে। অন্যদিকে, বাংলাদেশ দাবি করে, ভারতীয় মিডিয়া বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার।
  12. বিএনপির লং মার্চের প্রেক্ষিতে আগরতলা সীমান্তে সতকর্তা বাড়িয়েছে ভারত

    আগরতলায় সীমান্ত চেক পোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করেছে ভারত

    ছবির উৎস, NITAI DE

    ছবির ক্যাপশান, আগরতলায় সীমান্ত চেক পোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করেছে ভারত

    বিএনপির আগরতলা অভিমুখে লং মার্চের প্রেক্ষিতে ভারতের দিকে সীমান্তে সতকর্তা বাড়ানো হয়েছে।

    আগরতলায় আন্তর্জাতিক সীমান্ত চেক পোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমার কে।

    তিনি বলেছেন, “গত এক সপ্তাহ ধরেই আমরা বাড়তি পুলিশ বসিয়েছি এখানে। ২৪ ঘণ্টা সতর্কতা রয়েছে। বিএসএফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। সীমান্তবর্তী অঞ্চল ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে টহল দেওয়া চলছে। সীমান্তেও প্রহরা বাড়ানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”

    সীমান্ত চেকপোস্টে গিয়ে দেখা যায়, সেখানে সীমান্তের কাছে বিএসএফ যেমন বাড়তি বাহিনী মোতায়েন করেছে, তার সঙ্গেই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলস-এর সদস্যরাও রয়েছেন।

    সীমান্ত অবশ্য বন্ধ করা হয়নি। কয়েকজনকে সীমান্ত পেরিয়ে ভারতে আসতেও দেখা গেছে।

    আগরতলায় সীমান্ত চেক পোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করেছে ভারত

    ছবির উৎস, NITAI DE

    ছবির ক্যাপশান, আগরতলায় সীমান্ত চেক পোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করেছে ভারত
  13. শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার কথা বললেন প্রধান উপদেষ্টা

    পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে: প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে: প্রধান উপদেষ্টা

    শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজিত 'পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা' শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওই কথা বলেছেন বলে জানিয়েছে বিএসএস।

    তিনি বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারতো, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। এটা হওয়ার কথা না।”

    “আপনাদের ফসল, ফল-ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়। আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে,” বলেন তিনি।

    নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, “বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের এলাকার মেয়েরা কী দুর্দান্ত খেলল! কীভাবে বলবেন পিছিয়ে আছে? যারা আপনাদের এলাকা থেকে এসেছে তাদের সাথে আমি কথা বলেছি। কী কঠিন পরিস্থিতি! কত কষ্ট করে পাহাড় ভেঙে বাড়িতে পৌঁছাতে হয়! বাবা মা ঢাকায় আসলে কত কষ্ট করে তাদের আসতে হয়। এই প্রতিকূলতার মধ্যেই কিন্তু তারা বিশ্ব জয় করে এসেছে।”

  14. ভারত চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক: রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ জনগণের কথায় চলুক, ভারত তা চায় না।

    আজ বুধবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা-আগরতলা লংমার্চ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    রিজভী বলেন, “ভারত নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা চায় না বাংলাদেশ এর জনগণের কথায় চলুক। বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব- এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি।”

    তিনি বলেন, “আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি। এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেবো? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো?”

    বাংলাদেশ সংবাদ সংস্থা’র খবর অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৭টার পর থেকে বিএনপির তিন সংগঠনের নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

    সর্বশেষ তথ্য অনযায়ী, লং মার্চের আয়োজক জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ‘ঢাকা টু আখাউড়া’ যাত্রাপথে ভৈরবে সমাবেশ করে।

    জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত লং মার্চ।

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত লং মার্চ।
  15. ১৫ই ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা

    আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ১৫ই ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট (মেশিন-রিডেবল-পাসপোর্ট) পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

    আজ বুধবার নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

    পাসপোর্টের জন্য অনেকদিন ধরেই সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হাহাকার চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে।

    প্রবাসীদের উদ্দেশে মি. নজরল বলেন, “আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।”

    তবে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে সৌদি আরব ও মালয়েশিয়াকে প্রাধান্য দেওয়া হবে বলেও তিনি জানান এবং বলেন, “এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।”

    আইন উপদেষ্টা আরও বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনও হবে না।”

    পাসপোর্ট নিয়ে তৈরি হওয়া এই জটিলতার কারণকে ব্যাখ্যা করে তিনি বলেন, “এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেই সরকারের আমলের তৎকালীন মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়া চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স-টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় ক্ষেপণ হয়।”

    তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পুরো প্রক্রিয়াটি বাতিল করেছে। সেজন্য একটু সময় লেগেছে এবং এই অতিরিক্ত সময় লাগার কারণে প্রবাসীদের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।

    নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় ধ্যাপক ড. আসিফ নজরুল এ ঘোষণা দেন

    ছবির উৎস, Dr. Asif Nazrul/Facebook

    ছবির ক্যাপশান, নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় অধ্যাপক ড. আসিফ নজরুল এ ঘোষণা দেন
  16. পি কে হালদারের জামিন শুনানি পিছিয়েছে

    হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার হালদারের (যিনি পি.কে. হালদার নামে পরিচিত) জামিনের শুনানি পিছিয়েছে।

    বিবিসি’র কলকাতা সংবাদদাতা জানিয়েছে, আগামী ১৯শে ডিসেম্বর বেলা তিনটার সময় জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

    বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক খাতে পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনার পরে মুখ থুবড়ে পড়েছিলো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অন্তত চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।

    ২০২০ সালের শুরুতে পি কে হালদারের দেশ থেকে পালিয়ে যাওয়ার তথ্য প্রকাশ পায়। সে সময় তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হাইকোর্ট আদেশও দেয়। একইসাথে তার মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।

    পরে ২০২১ সালের ডিসেম্বরে তাকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে সরকার।

    সেই ধারাবাহিকতায় ২০২২ সালের মে মাসে তিনি ভারতে গ্রেফতার হন। ভারতেরই একটি আদালতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

    বর্তমানে ভারতের কারাগারে সাজা খাটছেন তিনি।

    ভারতে গ্রেফতার হওয়ার পর পি কে হালদার
    ছবির ক্যাপশান, ভারতে গ্রেফতার হওয়ার পর পি কে হালদার
  17. দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ

    সামরিক আইন জারির করার চেষ্টার ঘটনায় এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সউলের কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।

    গত সপ্তাহে সামরিক আইন প্রয়োগের ব্যর্থ প্রচেষ্টার পর দক্ষিণ কোরিয়ায় রাজনীতিতে এটিই সর্বশেষ ও সবচেয়ে বড় ঘটনা।

    প্রেসিডেন্ট ইউনকে অভিশংসন করা হয়েছে এবং তাকে পদত্যাগ করার জন্য বারবার আহ্বান জানানোর পরও তিনি একই পদে বহাল রয়েছেন।

    বর্তমানে সরকারের বিভিন্ন শাখা থেকে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এমনকি, তার বিরুদ্ধে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

    যদিও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে, এমন কোনও আদেশ আর কখনও দেওয়া হবে না।

    সামরিক আইন ঘোষণার পর গত মঙ্গলবার রাতে ন্যাশনাল অ্যাসেম্বলি তা দ্রুত বাতিল করার পর থেকেই প্রেসিডেন্ট ইউন অভিশংসনের মুখোমুখি হয়েছেন।

    তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, সংসদে অভিশংসিত হলেও প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হয় না। সেদেশে অভিশংসনের জন্য যে নয় সদস্যের কমিটি রয়েছে, সেখানে অন্তত ছয় জন সদস্য একমত হলে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হবেন।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল
  18. শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে, বিচার করতে কোনও বাধা নেই: টবি ক্যাডম্যান

    ‘শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে, বিচার করতে কোনও বাধা নেই’ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

    আজ বুধবার সকাল ৯টার দিকে ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

    টবি ক্যাডম্যান বলেন, “জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে।”

    পলাতক দেখিয়ে বিচার করতে কোনও বাধা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “ভারত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত না দিলেও সেটি বিচারকাজকে বাধাগ্রস্ত করবে না।”

    এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার অভিজ্ঞতা থাকার কারণেই টবি ক্যাডম্যানকে প্রসিকিউশন এজেন্সির পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

    “এই বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিকভাবে যেন কোনোরকম প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমরা তার সাহায্য গ্রহণ করছি। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি বলেছেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, তার গণতন্ত্র ও আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং বাংলাদেশ সরকার যদি কোনও ফরমাল রিকুয়েস্ট করে, সেটির প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন।”

    ভারত না দিতে চাইলে “আইসিসি’র কোনও সহযোগিতা নেওয়া যায় কি না, সেটি পরে বাংলাদেশ সরকার ঠিক করবেন,” টবি ক্যাডম্যানকে উদ্ধৃত করে বলেম মি. ইসলাম।

    সাংবাদিকদের সাথে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

    ছবির উৎস, TV Grab

    ছবির ক্যাপশান, সাংবাদিকদের সাথে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।
  19. বায়ু দূষণে আজ বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা

    বিশ্বের মোট ১২৬টি শহরের মাঝে বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

    সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৪৮।

    একিউ ইনডেক্সে ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর হিসাবে বিবেচনা করা হয়।

    আজ ঢাকার যেসব এলাকায় বায়ু মান খুব অস্বাস্থ্যকর, সেগুলো হল— ইস্টার্ন হাউজিং-২, বেচারাম দেউড়ী, কল্যাণপুর, হেমায়েতপুর, গুলশান-২ ইত্যাদি।

    এদিন ওই সময়ে ২৮১ স্কোর নিয়ে বায়ু দূষণে শীর্ষ স্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর।

    এদিকে, ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান প্রায়ই খুঁকিপূর্ণ হয়ে ওঠায় সবাইকে ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে আরও বলা হয় যে যারা বেশি সংবেদনশীল, তারা যেন পারতপক্ষে ঘরের বাইরে না যায়।

    বিশ্বের মোট ১২৬টি শহরের মাঝে বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিশ্বের মোট ১২৬টি শহরের মাঝে বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
  20. বিএনপির তিন অঙ্গসংগঠনের ঢাকা টু আগরতলা লংমার্চ শুরু

    ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ জানাতে ঢাকা থেকে ভারতের আখাউড়ার (আগরতলা সীমান্ত) দিকে যাত্রা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি’র ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজেও কিছুক্ষণ পর পর এই বিক্ষোভ কর্মসূচি বিষয়ক নতুন নতুন আপডেট দেওয়া হচ্ছে।

    বিএনপি’র এই ‘ঢাকা টু আখাউড়া লং মার্চ’ এর উদ্বোধনী সমাবেশ হয়েছে ঢাকার নয়াপল্টনে। আজ বুধবার সকাল ৯টার দিকে আয়োজিত সেই সমাবেশে অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    আর, যেসব সংগঠন এই লং মার্চের নেতৃত্ব দিচ্ছে, সেগুলো হল: যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

    জানা গেছে, লংমার্চটি ঢাকা থেকে যাত্রা শুরু করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা করা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাপনী সমাবেশ করে শেষ হবে কর্মসূচি।