সাবেক তথ্যমন্ত্রী ইনু গ্রেপ্তার, ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত

বন্যার পানি কমতে শুরু করলেও এখনো অনেক মানুষ পানিবন্দি অবস্থায় ও ত্রাণের সংকটে রয়েছে। সচিবালয়ে সহিংসতার ঘটনায় চার মামলায় গ্রেপ্তার আনসার বাহিনীর ৩৭৭ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে নেয়া হয়েছে বিভিন্ন মামলায় আটক কয়েকজন আসামিকে। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে। একনজরে সোমবারের ঘটনাপ্রবাহ।

সার সংক্ষেপ

  • চার মামলায় ৩৭৭ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
  • জাসদের সভাপতি হাসানুল হক ইনু রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার।
  • বন্যার পানি নামতে শুরু করলেও এখনো অনেক মানুষ পানিবন্দি রয়েছে।
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন, নিখোঁজ দুই জন।
  • সংঘর্ষের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে চার মামলা, আসামি কয়েক হাজার।
  • পাকিস্তানে রাস্তায় গাড়ি থামিয়ে বেছে বেছে গুলি, নিহত ২২।
  • জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার বাতিল হতে পারে, দাবি আইনজীবীর।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • সচিবালয়ের সামনে গাড়ি ভাঙচুরসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগে বিভিন্ন থানার পৃথক চার মামলায় ৩৭৭ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
    • পৃথক দুইটি হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাতদিন ও সাংবাদিক দম্পতি ফারজানা রুপা - শাকিল আহমেদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
    • শেখ হাসিনার সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
    • চাকরি জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর সদস্যদের আন্দোলন বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যারা এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। আনসারের ছদ্মবেশে শিক্ষার্থীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
    • প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণে রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • বাংলাদেশে বর্তমান বন্যায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুইজন।
    • সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের প্রজ্ঞাপন দ্রুততম সময় বা মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার করা হতে পারে দাবি করেছেন সংগঠনটির আইনজীবী শিশির মনির।
  2. ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত

    ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশে গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ফারাক্কা বাঁধ সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে, এক বিবৃতিতে দেশটির সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা গণমাধ্যমে প্রতিবেদন দেখেছি যে, ফারাক্কা বাঁধের গেট খোলা হলে গঙ্গা/পদ্মা নদীর ভাটিতে প্রাকৃতিক গতিপথে ১১ লক্ষ কিউসেকেরও বেশি পানি প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক মৌসুমী ক্রমবৃদ্ধি যা উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে থাকে।”

    মি. জয়সওয়াল বলছেন, “এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, এটি কোনো ড্যাম নয়। যখনই, পানির স্তর পুকুরের স্তরে পৌঁছায়, যে প্রবাহ আসে তা প্রবাহিত হয়ে যায়। এটি শুধুমাত্র একটি কাঠামো যা মূল গঙ্গা/পদ্মা নদীর ওপর একটি গেট সিস্টেমকে সাবধানতার সাথে ব্যবহার করে ফারাক্কা ক্যানালে ৪০,০০০ কিউসেক পানি প্রবাহিত করা হয় এবং সামঞ্জস্যপূর্ণভাবে পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়।”

    “প্রোটোকল অনুযায়ী তথ্য-উপাত্ত নিয়মিত ও সময়মত বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদেরকে জানানো হয়। এবারও সেটাই করা হয়েছে। আমরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ভুয়া ভিডিও, গুজব ও ভয়ভীতির প্রদর্শন দেখেছি। এটা দৃঢ়ভাবে প্রকৃত তথ্য দিয়ে প্রতিহত করা উচিত,” যোগ করেন তিনি।

  3. আনসারের ৩৭৭ সদস্য কারাগারে

    পৃথক চার মামলায় গ্রেপ্তার আনসার বাহিনীর ৩৭৭ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

    এদিন রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় আনসার সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

    পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শাহবাগ থানায় দায়ের করা মামলায় ১৯১ আনসার সদস্য, রমনা থানার মামলায় ৮৫, পল্টন থানার মামলায় ৯৫ ও বিমানবন্দর থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

    মামলায় অভিযোগ আনা হয়েছে, ৮ থেকে ১০ হাজার আনসার সদস্য অনুমতি না নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অমান্য করে কর্মসূচি সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অবরুদ্ধ করেন এবং সচিবালয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন। একই সঙ্গে আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

  4. আ'লীগ নেতা গোলাপ সাতদিনের ও সাংবাদিক রুপা-শাকিল পাঁচ দিনের রিমান্ডে

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরের গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    এছাড়া একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার পাঁচদিনের রিমান্ড দেয়া হয়েছে।

    সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

    এ দিন মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে আদালতে হাজির করেন।

    শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানোসহ দশ দিনের রিমান্ড চাওয়া হয়। আওয়ামী লীগ নেতা গোলাপেরও দশ দিনের রিমান্ড চাওয়া হয়।

    আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

    শুনানি শেষে আদালত রিমান্ডের ওই আদেশ দেন।

    এর আগে রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে মি. গোলাপকে গ্রেপ্তার করা হয়।

    আর গত ২১শে অগাস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।

  5. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে এ বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলেও বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে।

    অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    গত ১০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন মাকসুদ কামাল।

  6. আনসারের ছদ্মবেশে হামলা করা হয় শিক্ষার্থীদের উপর: আইন উপদেষ্টা

    চাকরি জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর সদস্যদের আন্দোলন বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যারা এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

    সোমবার দুপুরে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা।

    সেখানে তারা তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

    পরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরাতো প্রচলিত আইনে ব্যবস্থা নেব। এছাড়া ছাত্র সমাজ জাগ্রত আছে।”

    তিনি আরো বলেন, আনসারের ছদ্মবেশে রোববার হামলা করা হয় শিক্ষার্থীদের উপর।

    রোববার রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

    সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ এখন বিপদমুক্ত। মাথায় আঘাত থাকার কারণে অজ্ঞান হয়ে গেছেন তিনি। এখন মোটামুটি ভালো আছেন, কেবিনে শিফট করা হয়েছে তাকে। অতিরিক্ত ভিড় এড়াতে দুপুরের পর হাসনাতকে সিএমএইচে পাঠানো হয়েছে।

    তবে পাঁচজনের মধ্যে দুইজনের অস্ত্রোপচার লাগবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

  7. সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার

    রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    এর আগে, মি. ইনুর গ্রেপ্তার প্রসঙ্গের উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, উত্তরার ১৪ নম্বর সেক্টর থেকে আটকের কথা শুনেছি। কিন্তু আমার থানা পুলিশ তাকে আটক করেনি। আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে, অন্য কেউ আটক করতে পারে। তবে আমার থানায় আনা হয়নি।

    জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম নেতা ছিলেন। তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তার মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।

    হাসানুল হক ইনু
    ছবির ক্যাপশান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
  8. অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আলটিমেটাম রিকশাচালকদের

    অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন পায়ে চালিত রিকশাচালকরা। সোমবার রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

    এ সময় তারা ‘অবৈধ অটোরিকশা চলতে দেওয়া হবে না’, ‘চলবে না চলবে না, অটোরিকশা চলবে না’, ‘বাংলাদেশে বৈষম্য. মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন।

    এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পায়ে চালিত রিকশাচালকরা।

    দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ মোড় ছেড়ে দেওয়ার সময় বিক্ষোভরত রিকশাচালকরা জানান, এখন প্র্রধান সড়কগুলোতেও অটোরিকশা চলছে। এ কারণে তারা উপার্জন করতে হিমশিম খাচ্ছেন। আগের নিয়ম চালুর জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

  9. অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি, বললেন ফখরুল, 'প্রধান উপদেষ্টা এ বিষয়ে স্পষ্ট কিছু তুলে ধরেননি'

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণে রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে স্পষ্ট কিছু তুলে ধরেননি। আশায় ছিলাম।"

    সোমবার (২৬শে আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

    প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, "আমাদের প্রায় ৬০ লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। পত্রিকায় দেখলাম প্রধান উপদেষ্টার মামলা ওঠানো হয়েছে। আরেকজন উপদেষ্টার মামলা তুলে নেওয়া হয়েছে। আমরা চাই আমাদের ১ লাখ ৪৫ হাজার মামলা অবিলম্বে তুলে নিতে হবে। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ দেবে, কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে সেটা শুনতে পাইনি।"

    রোববার আনসারদের সচিবালয় ঘেরাও ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, "গতকাল সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যদের পোশাক ব্যবহার করে একটা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটা নস্যাৎ করে দিয়েছে। এটা কিন্তু অশনি সংকেত। অর্থ্যাৎ যারা পরাজিত শক্তি তারা চায় বিভিন্নভাবে এই বিজয়কে নস্যাৎ করার জন্য। আমরা জনগণকে আহ্বান জানাবো এই বিষয়গুলোকে প্রশ্রয় না দেওয়ার জন্য।"

    বিএনপি মহাসচিব বলেন, "গতকাল সচিবালয়ে আনসারদের ঘেরাও কর্মসূচি ও পরে গোলযোগ তৈরির চেষ্টা এটা অশনি সংকেত। যারা পরাজিত তারা এখনও চক্রান্ত করছে, বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য। জনগণকে সতর্ক থাকতে হবে।"

    মির্জা ফখরুল বলেন, "যখন ফ্যাসিবাদ ছিল, তখন তো দাঁড়াবার কথাও চিন্তা করেননি। সময় দিন নতুন সরকারকে, তার নিশ্চয় বিষয়টি দেখবে। সচিবালয় ঘেরাও করে কোনো কিছু আদায়ের চেষ্টা করবেন না, জনগণ ভালো চোখে দেখবে না।"

    "দেশে সকল পরিবর্তন এনেছে ছাত্ররা। আমি শিক্ষক হিসেবে আহ্বান জানাতে চাই, অযথা বলপ্রয়োগ করে কোনো কিছু করবেন না," যোগ করেন মি. আলমগীর।

    তিনি বলেন, "প্রশাসনে এখনও সেই সমস্ত ব্যক্তিকে দেখছি, যারা আওয়ামী লীগ সরকারকে মদদ দিয়েছে, হত্যায় সহযোগিতা করেছে। প্রশ্নবিদ্ধ মানুষদের প্রশাসন থেকে সরিয়ে দিতে হবে। অনতিবিলম্বে দেশপ্রেমিক মানুষকে নিয়ে সরকার চালাতে হবে।"

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ছবির উৎস, BNP FACEBOOK

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  10. সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে চার মামলা, আসামি কয়েক হাজার

    শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগে ঢাকার চারটি থানায় নসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

    সোমবার ঢাকার শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় মোট চারটি মামলা দায়ের হয়। এখানে নাম উল্লেখ করে আসামী করা হয়েছে ৪২৬ জনকে। এছাড়া অজ্ঞাতনামা হিসাবে কয়েক হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

    এরমধ্যে শাহবাগ থানায় ২০৮ জনের নাম উল্লেখ করে এবং দুই/তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে, পল্টন থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে এবং তিন/চার হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, পল্টন থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং দুই/তিন হাজার অজ্ঞাতনামার বিরুদ্ধে এবং বিমানবন্দর থানায় ছয় জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করা হয়েছে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, মামলা দায়ের পর দুই নারীসহ ২৪৯ জন আনসার সদস্যকে ইতোমধ্যে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়েছে।

    তারা বর্তমানে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আছেন। বিকেলে তাদের আদালতে তোলার কথা রয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো.সারোয়ার জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।

    মামলায় আসামীদের বিরুদ্ধে অবৈধভাবে দলবদ্ধ হয়ে অবরুদ্ধ ও সহিংসতায় লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে।

    চাকরি স্থায়ীকরণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা রোববার সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখে। এসময় ভেতরে সচিবালয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সমন্বয়ক আটকা পড়েন।

    পরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিলে হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে পৌঁছায়।

    এসময় আনসার সদস্যদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

    রাত থেকেই আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া শুরু করা হয় বলে জানিয়েছে পুলিশ।

  11. বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন, নিখোঁজ দুই জন

    বাংলাদেশে বর্তমান বন্যায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুইজন।

    এর আগে সর্বশেষ তথ্যে ১৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। বন্যায় এখন পর্যন্ত ৫৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সোমবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

    এই ২৩ জনের মধ্যে কুমিল্লায় ছয় জন, ফেনীতে এক জন, চট্টগ্রামে পাঁচ জন, খাগড়ছড়িতে এক জন, নোয়াখালীতে পাঁচ জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে এক জন ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।

  12. জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার বাতিল হতে পারে, দাবি আইনজীবীর

    সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের প্রজ্ঞাপন দ্রুততম সময় বা মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার করা হতে পারে দাবি করেছেন সংগঠনটির আইনজীবী শিশির মনির।

    সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে মি. মনির এ কথা জানান।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে গত পহেলা অগাস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে শেখ হাসিনার সরকার।

    জামায়াতের আইনজীবী মি. মনির জানান, গত ১২ই অগাস্ট প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আলোচনা অনুযায়ী এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হয় এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

    ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে একাধিক বৈঠকে আইনী বিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

    মি. মনির গণমাধ্যমকে জানান, সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। তাই ওই আইনের ১৯ ধারা অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেয়া যেতে পারে। যারা নিষিদ্ধ করেছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এটা বাতিল করতে পারে।

    গত ৫ই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের তিন দিন পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। ওইসময় সেনা প্রধানের সাথে আলোচনা, উপদেষ্টা মণ্ডলীর শপথ অনুষ্ঠানসহ পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনাতেও জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়।

    মি. মনির জানান, "নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হয়ে যাওয়ার পরে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া মামলাটি পুনরুজ্জীবিতের আবেদন করা হবে। অর্থাৎ আপিল পুনরায় শুনানির জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে"।

    "আশা করি বিদ্যমান পরিস্থিতিতে ন্যায়বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট ন্যায় নীতির পক্ষে অবস্থান করবেন। এবং জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন আইনগতভাবে ফিরিয়ে দেবেন"।

    ২০১৩ সালের পহেলাঅগাস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

    এরপর ২০১৮ সালের সাতই ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি।

    গত বছরের ১৯ শে নভেম্বর ওই আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ।

    জামায়াতে ইসলামী

    ছবির উৎস, জামায়াতে ইসলামীর ওয়েবসাইট

  13. চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে ‘চাপানউতোর’

    আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের যে কর্মসূচি রয়েছে সেখানে ষড়যন্ত্র চলছে ', এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। মঙ্গলবার নবান্নের উদ্দেশ্যে ওই মিছিলের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’, যাদেরদাবি তারা কোনও রাজনৈতিক মঞ্চ নয়।কিন্তু তৃণমূলের অভিযোগ এই এই কর্মসূচির পিছনে রয়েছে বিরোধীদল। পুলিশের তরফেও ওই অভিযানে বিশৃঙ্খলা ছড়ানো হতে পারে বলে আশঙ্কা জানানো হয়েছে।

    সোমবার সকালে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে কুণাল ঘোষ বলেন, “একটা চক্র কাজ করছে । এটাকে বিজেপি, এবিভিপি, আরএসএস প্রমোট করছে। সিপিএম মনোভাবাপন্ন কিছু গোষ্ঠী এর মধ্যে রয়েছে।”

    তার বক্তব্যের স্বপক্ষে দুটো গোপন ভিডিয়োও প্রকাশ করেছেন কুণাল ঘোষ। এই ভিডিওর সতত্যাযাচাই করেনি বিবিসি বাংলা।ভিডিওতে যে কথোপকথন শোনা গিয়েছে তা প্রকাশ্যে এনে মি. ঘোষ বলেছেন, “মঙ্গলবারের ওই মিছিল বেআইনি এবং অবৈধ। মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। মিছিলেবাইরে থেকেও লোক আনা হতে পারে। এমনকি, তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানোর মত ঘটনাও ঘটতে পারে। কারণ এরা বডি চাইছে।”

    এদিকে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের সাংবাদিক বৈঠকের পরেই বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে।’’

    প্রসঙ্গত, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী দিক কয়েক আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিযানের সময় গুলি চালানো হতে পারে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিও তুলেছেন তিনি ।

    মঙ্গলবার দুপুরে পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনেও দাবি করা হয় আসন্ন নবান্ন অভিযান ‘অবৈধ ও বেআইনি’। শুধু তাই নয়, আহ্বায়কদের মধ্যে একজন ইতিমধ্যে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, “ আমাদের কাছে নির্দিষ্টতথ্য রয়েছে যে ওই কর্মসূচিতে নাশকতার চেষ্টা করা হতে পারে। সামনে নারীদের রেখে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হতে পারে।’’

    একইসঙ্গে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শান্তি কর্মসূচিতে বাধা না দেওয়া ও পুলিশি সহযোগিতার বিষয়ে আদালতের যে নির্দেশ রয়েছে তার ব্যাখ্যা করে বলা হয় কেন আসন্ন নবান্ন অভিযানকে কেন্দ্র করে উদ্বেগ রয়েছে প্রশাসনের। জানানো হয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক দফতর।সেই স্থান বাদে নিয়ম মেনে কর্মসূচির কথা আগাম জানিয়ে অন্যত্র প্রতিবাদ মিছিল হলে কোনও অসুবিধা নেই।

    অন্যদিকে, বামেদের পক্ষ থেকে আসন্ন এই কর্মসূচিতে সামিল না থাকার কথা জানানো হয়েছে।

  14. পাকিস্তানে রাস্তায় গাড়ি থামিয়ে বেছে বেছে গুলি, নিহত ২২

    পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চরমপন্থীরা মহাসড়কে যানবাহন থামিয়ে গুলি চালিয়ে ২২ জন যাত্রীকে হত্যা করেছে। রোববার রাতে মুসাখেল জেলায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

    মুসাখেল জেলার সহকারী কমিশনার নজিবুল্লাহ কাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঞ্জাবের সঙ্গে বেলুচিস্তান সংযোগ সড়কে একদল বন্দুকধারী অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন থামায় এবং যাত্রীদের গাড়ি থেকে নামায়।

    এরপর তাদের জাতিগত পরিচয় যাচাই করার পর যাত্রীদের বেছে বেছেগুলি চালিয়ে হত্যা করে। এরপরে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।

    মূলত পাঞ্জাব থেকে আসা ব্যক্তিদের ওপর গুলি চালানো হয়।

    এ ব্যাপারে নজিবুল্লাহ কাকার বলেছেন, "জঙ্গিরা ৩০ থেকে ৪০ এর মতো ছিল। তারা ২২টি গাড়ি থামায়। পাঞ্জাব থেকে আসা যানবাহনগুলো তারা নজরদারি করছিল এবং পাঞ্জাব থেকে আসা ব্যক্তিদের তারা চিহ্নিত করে গুলি চালায়।"

    বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

    বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বিএলএ বলেছে যে তারা বেসামরিক পোশাকে ভ্রমণকারী সামরিক কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।

    গুলিবর্ষণের ফলে আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    হামলাকারীরা দশটিরও বেশি গাড়ি ভাঙচুর করেছে বলে তিনি জানান।

    প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুসাখেল ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনা তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

    এছাড়া বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় শনিবার ও রোববারের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

  15. সচিবালয়ে আনসারের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা জানালো আইএসপিআর

    রোববার ঢাকার কর্তৃক সচিবালয় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সহিংসতা নিয়ে একটি বক্তব্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

    সেখানে বলা হয়েছে, গতকাল বিভিন্ন সময়ে আনুমানিক ১০ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাত জন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে।

    উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক, আনসার ও ভিডিপি সচিবালয়ে আসেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন।

    এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের তিন নম্বর গেট ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে।

    এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠি দ্বারা আঘাত করে।

    এ সময় ছয় জন সেনাসদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের জনের অবস্থা গুরুতর।

    এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনাসদস্যরা আকাশের দিকে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

    এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা, ডিজি আনসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তাগণ সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন।

    সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রাথর্নাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে সেনা সদস্যরা।

    সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা সদস্যরা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা সদস্যরা
  16. আনসার সদস্যদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি পুলিশের

    চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

    দাবি আদায়ে রোববার সকাল থেকে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সচিবালয় অবরুদ্ধ করে ফেলে।

    এতে সরকারি কর্মকর্তারাসহ অনেকে ভেতরে আটকা পড়েন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিষয়টি ফেসবুক পোস্ট জানালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান।

    সেখানে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘাতে বেশ কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা তাদের অবস্থান জোরদার করলে আনসার সদস্যরা সরে দাঁড়ান।

    শাহবাগ থানা ওসি এ.কে.এম শাহাবুদ্দিন শাহীন জানিয়েছেন, আনসার সদস্যরা সহিংসতায় লিপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।

    এ পর্যন্ত তিন শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে আছেন। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

  17. গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল

    আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে বেসামরিক নাগরিকদের দেয়া সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে অস্ত্র এবং গোলাবারুদ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    সেখানে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ই জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই অগাস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো।

    তাদের আগামী ৩রা সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

    অস্ত্র এবং গোলাবারুদ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    ছবির উৎস, Birgit R / EyeEm

    ছবির ক্যাপশান, অস্ত্র এবং গোলাবারুদ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
  18. ব্যাটারির রিক্সা বন্ধের দাবিতে পায়ে চালিত রিক্সাচালকদের অবস্থান

    ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে ঢাকার শাহবাগে সমাবেশ করেছেন শত শত রিক্সাচালক। সোমবার সকাল ১০ টার দিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে রিক্সাচালকরা সেখানে এসে জড়ো হন।

    তারা বলেছেন, ঢাকায় ব্যাটারিচালিত রিক্সা চালানোর অনুমতি না থাকার পরেও সব পথে এ ধরনের রিক্সা চলছে। তাদের কারণে পায়ে চালিত রিক্সাচালকরা যাত্রী ও ন্যায্য ভাড়া পান না।

    হাইকোর্টের আদেশের পর এ বছরের ১৫ই মে থেকে ব্যাটারিচালিত রিক্সা সব মহাসড়ক ও প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে ব্যাটারি চালিত রিক্সা চালকরা বিক্ষোভ করতে শুরু করে। পরে ২০শে মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটোরিক্সা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত বাতিল করেন।

    আগে অলিগলিতে ব্যাটারিচালিত রিক্সা চলাচল করতে দেখা গেলেও এরপর থেকে প্রধান সড়কগুলোতেও এ জাতীয় রিক্সা চলাচল করতে দেখা যাচ্ছে।

  19. সচিবালয়-প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা বিক্ষোভ নিষিদ্ধ

    বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের আদেশক্রমে ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়,সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার (২৬শে আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

    ছবির উৎস, DMP

    ছবির ক্যাপশান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
  20. নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আগুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানার আগুন সারা রাতের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি।

    রোববার রাত কারখানার পাঁচ তলা ভবনে আগুন লাগে, এ সময় থেমে থেমে বিস্ফোরণের শব্দও পান আশেপাশের মানুষ।

    পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমেআগুন লাগার খবর পায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

    ক্রমেই আগুন ভয়াবহ রূপ নিলে ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১২টি ইউনিটের অন্তত ১২০ জন কর্মী।

    টায়ারের কারখানা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

    তিনি বলেন, “টায়ার এমন একটা বস্তু যেটায় আগুন ধরলে পানি কাজ করে না। এটা নিজে নিজে সম্পূর্ণ নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এছাড়া কারখানার ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।”

    স্থানীয় অনেকে বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয়।

    এর মধ্যে ভবনে আগুন ধরে গেলে লুট করতে গিয়ে আসা অনেকেই ভেতরে অনেকেই আটকা পড়ে গিয়েছে বলে স্থানীয় কয়েকজন ফায়ার সার্ভিসকে জানিয়েছে।

    যদিও ফায়ার সার্ভিস প্রাথমিক অবস্থায় খোঁজ করে ভেতরে কাউকে পায়নি। তবে তারা নিখোঁজের আত্মীয় দাবি করা স্বজনদের থেকে ১৮ জনের একটি তালিকা তৈরি করার কথা জানিয়েছে।

    কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    গাজী টায়ার কারখানার আগুন সারা রাতের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি।

    ছবির উৎস, Fire Service

    ছবির ক্যাপশান, গাজী টায়ার কারখানার আগুন সারা রাতের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি।