বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটলো
- হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এই বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ইসরায়েলের দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।
- ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের অংশীদারিত্বের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয় বলেও দাবি করেছেন নেতানিয়াহু।
- ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
- যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
- বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন। ট্রাম্পের প্রকাশ্য বার্তাগুলো "বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী" বলে তিনি উল্লেখ করেছেন।
- ইসরায়েল-ইরান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ বিদ্যমান পরিস্থিতিকে “আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে” বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইরানি জনগণের উদ্দেশে বলেছেন, "যদি শত্রু বুঝতে পারে যে আপনি তাদের ভয় পান, তাহলে তারা আপনাকে ছেড়ে দেবে না।" তিনি ইরানিদের 'সর্বশক্তি' নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির "অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না"।
- ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
- ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি'র স্থলবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
- ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও নাতাঞ্জ শহরের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুক্রবার লাইভ পেজটি পুনরায় চালু হবে।



















