ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হবেন কি না দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এই বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প। এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটলো

    • হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এই বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ইসরায়েলের দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।
    • ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের অংশীদারিত্বের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রতিদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয় বলেও দাবি করেছেন নেতানিয়াহু।
    • ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
    • যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন। ট্রাম্পের প্রকাশ্য বার্তাগুলো "বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী" বলে তিনি উল্লেখ করেছেন।
    • ইসরায়েল-ইরান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ বিদ্যমান পরিস্থিতিকে “আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে” বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
    • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইরানি জনগণের উদ্দেশে বলেছেন, "যদি শত্রু বুঝতে পারে যে আপনি তাদের ভয় পান, তাহলে তারা আপনাকে ছেড়ে দেবে না।" তিনি ইরানিদের 'সর্বশক্তি' নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
    • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির "অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না"।
    • ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
    • ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি'র স্থলবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
    • ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও নাতাঞ্জ শহরের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুক্রবার লাইভ পেজটি পুনরায় চালু হবে।

  2. ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হবেন কি না দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

    ক্যারোলিন লেভিট

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

    ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এই বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    হোয়াইট হাউজের এক প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা জানান তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

    লেভিট বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত থাকবে কিনা এমন খবরের মধ্যে ট্রাম্প বলেছেন, "অদূর ভবিষ্যতে ইরানের সাথে আলোচনা হতে পারে বা নাও হতে পারে তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই বিষয়টির ওপর ভিত্তি করে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব যে আমি যাব কিনা।"

  3. ইরান থেকে নিজ দেশে চলে যাচ্ছেন হাজারো আফগান, বাবরাক এহসাস, আফগানিস্তানের হেরাত থেকে

    ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন

    ইরান সীমান্তবর্তী পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রতিদিন হাজারো মানুষ ইরান থেকে ফিরে আসছে।

    কাবুলের ২৪ বছর বয়সী সাফিউল্লাহ, যিনি গত দুই মাস ধরে ইসফাহানে বসবাস করছেন এমন কয়েক ডজন আফগানের সাথে আমার দেখা হয়েছে যাদের ইরানে থাকার ভিসা থাকলেও যুদ্ধের পর আফগানিস্তান থেকে পালিয়ে এসেছেন।

    "আমি আফগানিস্তানে ফিরে যাওয়ার জন্য টিকিট পেতে তিন দিন ধরে অপেক্ষা করেছি। এখন টিকিট পাওয়া অনেক কঠিন এবং দামও তিনগুণ বেড়েছে। পরিস্থিতি দেখে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি," বলেন তিনি।

    তেহরানের প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইসফাহান বারবার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

    ৩৫ বছর বয়সী মেহরান বেশ কয়েক বছর ধরে ইরানে নির্মাণকাজ করছিলেন।

    তিনি বলেছিলেন, ইরানিদের শহর ছেড়ে গ্রামাঞ্চলে চলে যাওয়ার চেষ্টা করতে দেখেছেন তিনি।

    "খাবার ও অন্য সবকিছুর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বেকারিতে রুটি খুঁজে পাওয়াও কঠিন ছিল। আমি তিনটি নির্মাণ প্রকল্পে কাজ করছিলাম, যার সবগুলো বন্ধ হয়ে গেছে। হামলা শুরুর পর আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই,” বলেন তিনি।

  4. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিন্দা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস

    ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদানম ঘেব্রেয়েসুস লিখেছেন, "স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে এখন পর্যন্ত যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা ভয়াবহ।“

    ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে হামলার পাশাপাশি তেহরানে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর খবরও পোস্টে উল্লেখ করেছেন তেড্রোস।

    "আমরা সব পক্ষকে সব সময় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের রক্ষা করার আহ্বান জানাই। দ্য বেস্ট মেডিসিন ইজ পিস,” তিনি লিখেছেন।

  5. বিবিসির ফুটেজ বিশ্লেষণ- হাসপাতালে আঘাত ছিল 'সরাসরি'

    হাসপাতাল ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে
    ছবির ক্যাপশান, হাসপাতাল ভবনের ক্ষতিগ্রস্ত ছাদ থেকে ধোঁয়া বের হচ্ছে

    আমাদের প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে, আজ সকালে দক্ষিণ ইসরায়েলের বিরশেবার সোরোকা হাসপাতাল ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইরান সরাসরি সেখানে আঘাত হেনেছে বলে ইসরায়েল দাবি করেছে। তবে সেখানকার কর্তৃপক্ষের বরাত দিয়ে হাসপাতালের পাশের একটি সামরিক অবকাঠামোয় আঘাত হানার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। হাসপাতালটি "বিস্ফোরণের কারণে" ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

    হাসপাতালটির বাইরের অংশের একটি ভিডিও যাচাই করেছে বিবিসি ভেরিফাই, যেখানে ভবনটির ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে এবং ছাদটি আংশিক ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে।

    ঘটনার যাচাইকৃত ভিডিও এবং ছবি যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞদের কাছে তুলে ধরে, কী ঘটেছে সে বিষয়ে তাদের মূল্যায়ন জানতে চেয়েছে বিবিসি ভেরিফাই।

    ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরক বিশেষজ্ঞ ট্রেভর লরেন্স বলেছেন, “ভিডিওতে ভবনটির ওপরের দিকে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে। কিন্তু পাশে তুলনামূলকভাবে খুব কম ক্ষয়ক্ষতি হয়েছে। এটা কাছাকাছি এলাকায় বিস্ফোরণের প্রভাবের চেয়ে সরাসরি আঘাতেরই ইঙ্গিত দেয়।”

    রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক জাস্টিন ব্রংক একমত হয়েছেন যে, এটি “ছাদে সরাসরি আঘাতের মতোই দেখাচ্ছে”।

    ক্ষতিগ্রস্ত হাসপাতাল ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সোরোকা হাসপাতালে হামলার ঘটনায় ৭১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়
    ইসরায়েলের বেয়ারশেবার সোরোকা হাসপাতাল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হাসপাতালে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে ইসরায়েল
    হাসপাতালে ক্ষয়ক্ষতির চিত্র

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান
  6. হাসপাতালে হামলার অভিযোগ প্রত্যাখ্যান, হামলাগুলো 'সুনির্দিষ্ট'- দাবি ইরানের

    ইসরায়েলের বেয়ারশেবার সোরোকা হাসপাতাল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের বেয়ারশেবার সোরোকা হাসপাতাল

    ইসরায়েলের দক্ষিণের বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।

    জাতিসংঘের ইরানি মিশন সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে বলেছে, ইসরায়েল "মিথ্যা দাবি" করেছে এবং এটা "স্পষ্টভাবে প্রত্যাখ্যান" করছে তারা।

    এতে বলা হয়েছে, ইরানের হামলাগুলো "সুনির্দিষ্ট" এবং শুধু "ইরানের ওপর ইসরায়েলের আক্রমণে সরাসরি জড়িত এবং সমর্থনকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করেই চালানো হয়েছে”।

    এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের "বিস্ফোরণ" হাসপাতালের "সামান্য ক্ষতি" করেছে।

    হাসপাতালে হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের এই হামলা "ইচ্ছাকৃত" এবং "অপরাধমূলক"।

    এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে–– আজ বৃহস্পতিবার সকাল থেকে ইরানের হামলায় ২৭১ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭১ জনই আহত হন সোরোকা হাসপাতালে হামলার ঘটনায়।

  7. ট্রাম্পের সাথে ইসরায়েলের অংশীদারিত্ব 'অবিশ্বাস্য'- নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের অংশীদারিত্বের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি এটাকে "অবিশ্বাস্য" বলে অভিহিত করেছেন।

    ইসরায়েলের দক্ষিণে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন নেতানিয়াহু। তিনি জানান, "প্রায় প্রতিদিন" মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেন তিনি।

    "আমি মনে করি তার দৃঢ় সংকল্প, তার দৃঢ় চিত্ত এবং তার স্পষ্টতা, যখন তিনি বলেন যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।“

    “তিনি তাদের আলোচনার মাধ্যমে এটি (ইউরেনিয়ামসমৃদ্ধকরণ বন্ধ করা) করার সুযোগ দিয়েছিলেন। তারা তার সঙ্গে ছলনা করলো, আপনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটা করতে পারেন না।"

    সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু বলেন, "এটি প্রেসিডেন্টের (ট্রাম্প) সিদ্ধান্ত নেওয়ার বিষয়, কিন্তু তারা ইতোমধ্যেই অনেক সাহায্য করছে।"

    সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল ইরানেরদিক থেকে পারমাণবিক হুমকি "অপসারণ" করবে বলেও তিনি উল্লেখ করেন।

    "এই অভিযানের শেষে, ইসরায়েলের জন্য কোনো পারমাণবিক হুমকি থাকবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিও থাকবে না," তিনি সোরোকা হাসপাতালে সাংবাদিকদের বলেন।

    নেতানিয়াহু আরও বলেন যে ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে "খুব জোরালোভাবে" ক্ষতিগ্রস্ত করেছে।

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন কি না জানতে চাইলে নেতানিয়াহু বলেন, "কেউই নিরাপদ নয়"।

  8. ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

    ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

    তিনি বলেছেন, এখানে সংঘাত "বৃদ্ধির বড় ঝুঁকি" রয়েছে।

    তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

    মি. স্টারমার বলেছেন, এর আগে "মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে" এবং "আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়"।

    এমন সময়ে তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সাথেও দেখা করবেন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করবেন।

  9. ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

    যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আগামীকাল জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সাথেও তার দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

    ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনার পর আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন।

    এএফপি জানিয়েছে, এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন আরাঘচি।

  10. 'অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল'

    ইরান পারমাণবিক চুক্তি মেনে নিলে সংঘাত এড়ানো যেত––ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ বলেছেন, ইসরায়েল বোমা মেরে “নাশকতা” শুরুর আগ পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

    ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেন, "এটা অর্থহীন, আপনি অনুমান অথবা উদ্দেশ্যের ভিত্তিতে যুদ্ধ শুরু করতে পারেন না।"

    নিজের কাছে পারমাণবিক অস্ত্র থাকার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য তিনি ইসরায়েলকে দোষারোপ করেন। তিনি এটিকে "খুবই খারাপ পদক্ষেপ" বলে উল্লেখ করেন।

    ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয়, যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার কোনোটিই করে না।

  11. ইরানে বোমা বর্ষণ অব্যাহত থাকলে, কেউ আলোচনায় যেতে পারবে না: দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী

    বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিস ডুসেটের সঙ্গে সাক্ষাৎকারে, সব বিকল্প পথ খোলা রয়েছে, এই বক্তব্যের মাধ্যমে ইরান কী বোঝাতে চাইছে, এ বিষয়ে জানতে চাইলে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, “ইরান কূটনীতি চায় - কিন্তু তার দেশের বিরুদ্ধে বোমাবর্ষণ অব্যাহত থাকলে- কেউ আলোচনায় যেতে পারবে না।”

    "যে মুহূর্তে এই আগ্রাসন বন্ধ হবে, অবশ্যই কূটনীতিই প্রথম বিকল্প," তিনি বলেন।

    সাঈদ খাতিবজাদেহ আরও বলেন, এটি "আমেরিকার যুদ্ধ নয়", তবুও ট্রাম্প যদি জড়িত হন, তাহলে সবসময় তাকে এমন একজন রাষ্ট্রপতি হিসেবে স্মরণ করা হবে, যিনি এমন একটি যুদ্ধে যুক্ত হয়েছিলেন যার অংশই তিনি ছিলেন না।

    মার্কিন সামরিক সক্ষমতার সঙ্গে ইরান পেরে উঠবে কিনা? এ বিষয়ে তিনি বলেন, বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে এখানে "জাতীয় ঐক্য" রয়েছে, তাই কার শক্তি বেশি তা বিবেচ্য নয় - এটি প্রতিরোধের বিষয়।

  12. ট্রাম্পের বক্তব্য 'বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী'- বিবিসিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ
    ছবির ক্যাপশান, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ

    বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন।

    ডোনাল্ড ট্রাম্প একটি সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন এবং এক্ষেত্রে তেহরান কী আশা করছে–– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "পুরো প্রক্রিয়াটি নষ্ট" করার উদ্দেশ্যে ইসরায়েলের আক্রমণের আগেই আমেরিকার সাথে পারমাণবিক আলোচনায় "একটি চুক্তিতে পৌঁছানোর দ্বারপ্রান্তে" ছিল ইরান।

    গত রোববার আমেরিকার সাথে আলোচনা বাতিল করে ইরান। শুক্রবার তারা বলেছিল, ইসরায়েলের আক্রমণের জবাব দেবে তারা।

    খাতিবজাদেহ আরও বলেন, আমেরিকার কাছ থেকে তারা "ব্যাকডোর ম্যাসেজ" আড়ালে আসা বার্তা পাচ্ছে যে ওয়াশিংটন জড়িত নয় এবং জড়িত হবে না, কিন্তু ট্রাম্পের প্রকাশ্য বার্তাগুলো "বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী" যা মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দেয়।

    ট্রাম্প গতকাল বলেছিলেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউসে যেতে চান। তবে খাতিবজাদেহ বলছেন, ইরান ট্রাম্প প্রশাসনের সাথে কোনো যোগাযোগ করেনি।

    যুদ্ধ শেষ করার কোনো উপায় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আক্রমণের পরে ইরান আত্মরক্ষা করছে, যেখানে শত শত ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

    তিনি আরও বলেন, ইসরায়েল ইরানের শীর্ষ কমান্ডারদের এমন সময় হত্যা করেছে যখন কূটনৈতিক প্রক্রিয়া চলমান ছিল।

    "আমরা আত্মরক্ষা করছি... এবং আমরা এই আত্মরক্ষা চালিয়ে যাব যতক্ষণ না আক্রমণকারী এই শিক্ষা পাচ্ছে যে চাইলেই তারা আরেকটি দেশকে আক্রমণ করতে পারে।"

  13. ইরানে হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, দিমিত্রি পেসকভ বলেছেন, ইরানে মার্কিন হস্তক্ষেপ "ভয়াবহ" হবে।

    ইসরায়েল-ইরান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ পরিবেশকে “আরেকটি ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে,” রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে একথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

    এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলাদাভাবে দুই পক্ষকে সমর্থন করছে।

    ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে "নিঃশর্ত আত্মসমর্পণ” এবং তাদের বিরুদ্ধে হামলার কথা ভাবলেও, মস্কো তেহরানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেই দেখে।

    এই বছরের শুরুতে, ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যেখানে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহের কথা জানিয়েছে দুই দেশ।

    ইরান মস্কোকে ‘শাহেদ ড্রোন’ সরবরাহ করেছে যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    ইরানে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই পদক্ষেপকে উস্কানিমূলক বলেও উল্লেখ করেছে।

    এছাড়া গতকালই ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার জন্য আমেরিকাকেও সতর্ক করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

    "এটি নাটকীয়ভাবে পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করবে," তিনি বলেছেন।

    এমন প্রেক্ষাপট ইসরায়েল-ইরান সংকট নিয়ে মস্কো এবং ওয়াশিংটনকে সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকে রাশিয়া-মার্কিন সম্পর্কের উন্নতির ক্ষেত্রে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

  14. ইরানিদের 'শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার' আহ্বান খামেনির

    আয়াতোল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আয়াতোল্লাহ আলী খামেনি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি ইরানি জনগণের উদ্দেশে বলেছেন, "যদি শত্রু বুঝতে পারে যে আপনি তাদের ভয় পান, তাহলে তারা আপনাকে ছেড়ে দেবে না।"

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর একটি পোস্টে তিনি বলেছেন, "এখন পর্যন্ত আপনাদের যে আচরণ ছিল তা চালিয়ে যান; শক্তি নিয়ে এই আচরণ চালিয়ে যান।"

  15. এক নজরে ইসরায়েল-ইরান সংঘর্ষের সবশেষ খবর

    সোরোকা হাসপাতালের ক্ষতিগ্রস্ত ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সোরোকা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, বেশ কয়েকটি ওয়ার্ড সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে

    ইসরায়েলে যা হয়েছে

    • দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবার সোরোকা হাসপাতাল ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • এই হামলার ফলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির "অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না"।
    • ইরান বলেছে যে, তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের কাছে থাকা একটি সামরিক স্থাপনা।
    • ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় রাতভর হামলা চালানো হয়েছে, যেখানে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

    ইরানে যা হয়েছে

    • ইসরায়েলি বাহিনী বলেছে, ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও নাতাঞ্জসহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা।
    • আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে এসব হামলার কথা জানিয়েছে ইরান।
    • ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, "আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।“
    • বিবিসির মার্কিন অংশীদার সিবিএস বলছে, ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণের পরিকল্পনা অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
  16. খামেনির 'অস্তিত্ব' থাকা উচিত নয়, বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির "অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না"। দেশটির স্থানীয় গণমাধ্যম এবং এএফপি এই তথ্য জানায়।

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সোকোরা হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তেল আভিভের কাছে হলোনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোয় গুলি চালানোর নির্দেশ দেন।"

    "তিনি ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসকে একটি লক্ষ্য বলে মনে করেন...এই ধরনের ব্যক্তির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না," বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

  17. ভারতকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান অ্যামনেস্টির

    রোহিঙ্গা শরণার্থীদের নির্বাসন বন্ধের আহ্বান অ্যামনেস্টির

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রোহিঙ্গা শরণার্থীদের নির্বাসন বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

    ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

    একইসঙ্গে মানবাধিকার সংস্থাটি ভারতকে রোহিঙ্গা শরণার্থীদের সীমান্তে ঠেলে না দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার আহ্বানও জানিয়েছে।

    আন্তর্জাতিক শরণার্থী দিবসের একদিন আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, “রোহিঙ্গা শরণার্থীদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।”

    সংস্থাটি জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ গত মাসেই অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে নৌবাহিনীর জাহাজ থেকে লাইফ জ্যাকেট পরিয়ে জোর করে মিয়ানমারের কাছে আন্তর্জাতিক জলসীমায় পরিত্যাক্ত অবস্থায় ফেলে আসে।

    এছাড়া পৃথক আরেকটি ঘটনায় কমপক্ষে একশ জন রোহিঙ্গা শরণার্থীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয়েছে বলেও জানায় অ্যামনেস্টি।

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান আকার প্যাটেল বলছেন, “দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ব্যক্তিদের জন্য একটি আশ্রয়স্থল ভারত। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়া এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক তাদেরকে বের করে দেওয়ার মতো সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিহাস মনে রাখবে।”

    সংস্থাটি বলছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানের পর থেকে রোহিঙ্গারা তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ সহিংসতা এবং নিপীড়ন সহ্য করছে।

    এছাড়াও, বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার রোহিঙ্গা খাদ্য, পর্যাপ্ত আশ্রয় এবং চিকিৎসার মতো প্রয়োজনীয় সহায়তা পেতে তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক সহায়তা কমার ফলে যা আরও তীব্র হয়েছে।

  18. জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় ইরানের অভিযোগ

    ইরানের আরাক পারমাণবিক চুল্লি ও নাতাঞ্জসহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে এসব হামলার কথা জানিয়েছে ইরান।

    ইসরায়েলের বিরুদ্ধে "পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আইনের পরিপন্থি আগ্রাসন অব্যাহত রাখার" অভিযোগ করেছে দেশটি।

    আরাক পারমাণবিক স্থাপনায় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে সংস্থাটি।

  19. মার্কিন কূটনীতিকের মতে ইরানে হামলার ইস্যুতে ওয়াশিংটন দ্বিধাবিভক্ত যে কারণে

    মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ড

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ড

    মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ড বলেছেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে ওয়াশিংটনের মতবিরোধের কারণ–– ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার 'প্রভাব' নিয়ে নয়।

    "এটি বরং এই জন্য গুরুত্বপূর্ণ যে এই ধরনের পদক্ষেপ আসলেই ইরানের পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত অবসান ঘটাতে পারবে কি না," বিবিসি রেডিও ফাইভ লাইভকে বলেন মি. স্যাটারফিল্ড।

    তিনি আরও বলেন, "আমেরিকার জন্য ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করা এক জিনিস। আর নিজের বিমান ও অস্ত্র ব্যবহার করে ইরানের মাটিতে হামলা করা অন্য জিনিস।"

    ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করেছে। ইরানের পারমাণবিক বোমা তৈরি না করার কথা বলেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ডও। কিন্তু ট্রাম্প তার এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন।

  20. যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

    বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেন

    বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন।

    উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

    মি. রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়েও আলোচনা করেন বলে জানানো হয়েছে।