আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, প্রত্যাশা পূরণের জন্য ধৈর্য ধরতে হবে: অধ্যাপক ইউনূস
সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত। আনসারে বড় রদবদল। দায়িত্ব গ্রহণের ১৭দিন পর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের ১১টি জেলা বন্যা কবলিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ লাখ পরিবার, মৃত্যু হয়েছে ১৮ জনের।
সার সংক্ষেপ
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে মিছিল-মিটিং ও জমায়েত নিষিদ্ধ করে ডিএমপির গণবিজ্ঞপ্তি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল করা হয়েছে।
সচিবালয়ের সামনে আনসার সদস্য এবং শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
বাংলাদেশে বন্যায় পানিবন্দি ১১ জেলার প্রায় ১০ লাখ পরিবার।
বন্যায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
সরাসরি কভারেজ
রোববার যা যা হলো
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের আশেপাশে মিছিল-মিটিং ও জমায়েত নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি।
রাজধানীর সচিবালয় সংলগ্ন এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
আন্দোলনরত আনসার সদস্যদের সাথে রাতে শিক্ষার্থীদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে কিছুটা সময় লাগবে। এজন্য তাদের ধৈর্য ধরার আহ্বান জানান। সরকারের মেয়াদ জনগণের হাতে বলেও জানান তিনি। একইসাথে নির্বাচন কবে হবে সে বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় লাভ করেছে বাংলাদেশ। দশ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
বিডিআর বিদ্রোহের একজন আসামির মুত্যুর ঘটনায় পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক, ও পরে সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ, সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১১জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশের বন্যা দুর্গত এলাকাগুলোর পরিস্থিতি উন্নতির আভাস দিয়ে পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেয়ার ছয় ঘণ্টা পর দুপুর দুইটায় সেগুলো বন্ধ করা দেয়া হয়েছে। এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় সকাল আটটায় কাপ্তাই বাঁধের সবগুলো গেট খুলে দেয়া হয়েছিল।
গত ৩৩ বছরে রাষ্ট্রপতি কত জনের মৃত্যুদণ্ড ও কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
প্রায় ৩৭ দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার মেট্রোরেলের নিয়মিত চলাচল শুরু হয়েছে।
সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তি
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের আশেপাশে মিছিল-মিটিং ও জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি কমিশনারের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
আনসারের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে সমন্বয়ক হাসনাত আহত, অন্তত ৩০ জন ঢাকা মেডিকেলে ভর্তি
রাজধানীর সচিবালয় সংলগ্ন এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (২৫ আগস্ট) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে অভিযোগ করেন, আনসার সদস্যরা ছাত্রনেতাদের অবরুদ্ধ করে রেখেছে। এসময় তাকে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানাতে দেখা যায়।
এদিন দুপুর থেকেই বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আনসার বাহিনীর সদস্যরা। এ সময় সচিবালয়, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় ব্যারিকেড দিয়ে আন্দোলন করছিলেন তারা।
ফলে যান চলাচল বন্ধ হয়ে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তাদের দাবির মধ্যে রেস্ট প্রথা বাতিল, জাতীয়করণের দাবি অন্যতম।
বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের সাথে বৈঠক শেষে জানিয়েছিলেন, রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ আনসারের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
রোববার দিনভর সচিবালয় ঘেরাও ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল করা হয়েছে। বাহিনীর উপমহাপরিচালক (ডিডিজি) পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ এর উপসচিব ফৌজিয়া খানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আনসার একাডেমির ডেপুটি কমান্ডার নুরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিডিজি সাইফুল্লাহ রাসেলকে সদর দপ্তরের (অপারেশন), খুলনা রেঞ্জের ডিডিজি শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেটের ডিডিজি মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ ও রাজশাহী রেঞ্জের ডিডিজি কামরুন নাহারকে আনসার একাডেমির ডেপুটি কমান্ডার করা হয়েছে।
এছাড়া, সদর দপ্তরের ডিডিজি অপারেশন ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের ডিডিজি সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের ডিডিজি আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের ডিডিজি জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জ বদলি করা হয়েছে।
সদর দপ্তরের পরিচালক, ভিডিপি (প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিনকে খাগড়াছড়ি দিঘীনালা জামতলা ১৭ আনসার ব্যাটালিয়নে, সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহকে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নে, রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানকে সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ), সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলীকে রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান লামা চম্পাতলীর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে সদর দপ্তরের পরিচালক (অপারেশনস), সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) তাসকিন আরাকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে, গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে বরিশাল রেঞ্জের পরিচালক, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক, খাগড়াছড়ি দিঘীনালা জামতলার পরিচালক ফাতেমা-তুজ-জোহরাকে সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) এবং রাঙ্গামাটি ঘাগড়ার পরিচালক মুন মুন সুলতানাকে সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।
সচিবালয়ের সামনে পরিস্থিতি থমথমে, আনসার ছত্রভঙ্গ
ঢাকায় সচিবালয়ের সামনে শিক্ষার্থী বনাম আনসার সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া কিছুটা থেমেছে। পুলিশ জানিয়েছে, সেখানে বিক্ষোভরত আনসার বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ পড়ে পড়েছেন।
রমনা জোনের পুলিশ কর্মকর্তা হাসান মোঃ নাসের বিবিসিকে বলেছেন, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তবে, বেসরকারি কয়েকটি টেলিভিশনের লাইভে দেখা যায়, রাত ১১টার দিকেও উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
তবে, সেখানকার পরিস্থিতি এখনো উত্তপ্ত।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের ওপর আনসার বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে, এবং সমন্বয়ক সারজিস আলমসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
তারা সচিবালয়ে 'আনসার লীগ কতৃক শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা'র প্রতিবাদ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করবে বলে জানিয়েছে।
এর আগে রাত পৌনে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে অভিযোগ করেন, আনসার সদস্যরা ছাত্রনেতাদের অবরুদ্ধ করে রেখেছে।
লাইভে তাকে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানাতে দেখা যায়।
এর আগে, বেসরকারি টেলিভিশনের লাইভে দেখা যায়, শার্ট ছাড়া খালি গায়ে কিংবা গেঞ্জি পরা কিছু সংখ্যক আনসার সদস্যকে রাস্তায় বসে আছেন।
এ সময় শিক্ষার্থী ও আনসার সদস্যদের মাঝে ব্যারিকেড হয়ে সেনা সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সেনা সদস্যরা উভয় পক্ষকে শান্ত হতে অনুরোধ করছিলেন।
এ সময় আনসার সদস্যদের শার্ট পোড়াতে দেখা যায় শিক্ষার্থীদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানান, দুইজন সমন্বয়ককে অবরুদ্ধ করার খবর পেয়ে রাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে সচিবালয়ের সামনে আসতে থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন এ সময় তাদের উপর চড়াও হয় আনসার বাহিনীর সদস্যরা।
একইসাথে গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
একইসাথে ত্রাণের ট্রাকও আটকে দিয়েছে আনসার বাহিনীর সদস্যরা।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে জানানো হয়েছে, আহত অবস্থায় অনেক শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, রোববার দিনভর সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা
ছবির উৎস, Hasnat Abdullah
ছবির ক্যাপশান, হাসনাত আবদুল্লাহর লাইভ ফিড থেকে নেয়া
ছবির ক্যাপশান, সচিবালয়ের সামনে রাতে আনসার সদস্যরা
আনসার বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ
রোববার রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। এরই মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে এখন কাজ করছে সেনাবাহিনী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সমন্বয়ক সারজিস আলমসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
রোববার দুপুর থেকেই বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় সচিবালয়, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় ব্যারিকেড দিয়ে আন্দোলন করছিলেন তারা।
ফলে যান চলাচল বন্ধ হয়ে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তাদের দাবির মধ্যে রেস্ট প্রথা বাতিল, জাতীয়করণের দাবি অন্যতম।
এর আগে, বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের সাথে বৈঠক শেষে জানিয়েছিলেন, রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
প্রত্যাশা পূরণের জন্য ধৈর্য ধরতে হবে: অধ্যাপক মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক, সে প্রত্যাশা পূরণে মানুষকে কিছুটা ধৈর্য ধরতে হবে, বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার ১৭দিন পর আজই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক ইউনূস।
২৬ মিনিট দীর্ঘ ভাষণে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কাজে সমর্থন দেয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকার প্রস্তুত, কিন্তু সেজন্য ধৈর্য ধরতে হবে।
তিনি বলেছেন, “এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি-বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই একধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে।”
“ছাত্র–জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যাহত হবে।”
দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সব খাতে সংস্কার করা হবে।
আয়নাঘরের মত অপকর্মের বিচার, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং পুলিশ কমিশন গঠনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া জাতির উদ্দেশে দেয়া নিজের প্রথম ভাষণে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং এজন্য আইনের নিপীড়নমূলক ধারা সংশোধনের কথাও বলেছেন অধ্যাপক ইউনূস।
আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র–জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা।
জুলাই ও অগাস্টে ছাত্রবিক্ষোভ দমনে চালানো নিপীড়ন তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, এ সপ্তাহেই সে কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া জুলাই গণহত্যার স্মৃতি ধরে রাখতে একটি ফাউন্ডেশন গঠন করা হবে, যার চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্ব পালন করবেন বলে তিনি জানিয়েছেন।
তিনি প্রতিশ্রুতি দেন জুলাই অগাস্ট মাসে ছাত্রদের আন্দোলন দমনে সময় করা গায়েবি সব মামলা প্রত্যাহার হবে।
চলতি মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর আটই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
পরদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন উপদেষ্টারা।
ছবির উৎস, PID
শিক্ষার্থী হত্যা মামলায় পলক-টুকুসহ দশ জনের ১০ দিনের রিমান্ড আবেদন
সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ ১০ জনের আবারো
দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
ঢাকার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ
হত্যা মামলায় লালবাগ থানার তদন্ত কর্মকর্তা আক্কাস মিয়া এ আবেদন করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল
মোহাম্মদ সোহায়েল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর
হাসান সৈকত প্রমুখ।
ঢাকার
বিভিন্ন এলাকা থেকে তাদের
গ্রেপ্তার করা হয়। এর আগে কয়েক দফা তাদের রিমান্ডে নেয়া হয়।
ওই রিমান্ড শেষে তাদেরকে
আবারো রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।
সোশ্যাল ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ
ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন
নিশ্চিতের জন্য ১৯৯১ সালের ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী এ ব্যাংকে নতুনভাবে পরিচালনা
পর্ষদ গঠন করা হয়েছে।
একইসাথে ব্যাংকটি আগের পর্ষদ বাতিল করা হয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ারহোল্ডার মেজর (অব:) ডা. মো.
রেজাউল হককে পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া আরো চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া
হয়েছে।
স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক
মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম।
এছাড়া রূপালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার এবং
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোঃ আনোয়ার হোসেনকেও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ
দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর আজই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস।
তার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
চলতি মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পন আটই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
পরদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন উপদেষ্টারা।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
রাঙামাটির কাপ্তাই বাঁধের খুলে দেয়া গেট বন্ধ করা হয়েছে
কাপ্তাই বাঁধের ১৬ টি গেট খুলে দেয়ার ছয় ঘন্টা পর দুপুর দুইটায় সেগুলো বন্ধ করা দেয়া হয়েছে।
এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় সকাল আটটায় কাপ্তাই বাঁধের সবগুলো গেট খুলে দেয়া হয়েছিল।
কাপ্তাইয়ের উপজেলা চেয়ারম্যান মোঃ মাফিজুল হক বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাপ্তাই বাঁধের গেট খোলার
ফলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়লেও কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই, বলে
গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রকল্প সংশ্লিষ্টরা।
বরং পানি না ছাড়লে
বাঘাইছড়ি উপজেলা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ার আশংকা ছিল বলে জানান তারা।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয়
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে জয় লাভ করেছে বাংলাদেশ।
দশ উইকেটে
পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। টেস্টে
বাংলাদেশের এটিই প্রথম দশ উইকেটে জয়।
এর আগে
পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলেছে বাংলাদেশ, যার ১২টিতেই বাংলাদেশ হেরেছে। একটিতে ড্র হয়েছিল।
১৪তম টেস্টে এসে দশ উইকেটের এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশের।
এই টেস্টে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।
ম্যাচের প্রাইজমানি তিনি বাংলাদেশের বন্যার্ত মানুষের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছেন। প্রথম ইনিংসে তার ১৯১ রানের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুশফিকুর রহিম।
টেস্টে
পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের হারিয়েছে বাংলাদেশ। এখন বাকি শুধু দক্ষিণ আফ্রিকা এবং ভারত।
১৩১ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি, পদোন্নতি
যুগ্ম সচিব থেকে
সরকারের অতিরিক্ত সচিব পদে ১৩১ জনকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব মো. আলমগীর
কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে,
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা
হিসেবে নিয়োগ করা হলো।
পরবর্তীতে কোন
কর্মকর্তার বিরুদ্ধে কোন রকম বিরূপ বা ভিন্ন রূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই
আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে
উল্লেখ করা হয়েছে।
গত ৫ই অগাস্ট শেখ
হাসিনার সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে ব্যাপক রদবদল করেছে
। এখন পর্যন্ত একসাথে ব্যাপক সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয় এ প্রজ্ঞাপনে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ গ্রেপ্তার
রাজধানীর
তেজগাঁওয়ের নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস
সোবহান গোলাপকে।
তেজগাঁও জোনের সহকারী
কমিশনার মো. ইমরান হোসেন বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনুমানিক
তিনটার দিকে পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখান থেকে তাকে
মিডিয়া সেন্টারে নিয়ে যাওয়া হবে। পরে কোন মামলায় সেটা সেখান থেকে জানানো হবে।
মি.
সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে
আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
২০২২
সালের ডিসেম্বরে অনুষ্ঠিত
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে
কেন্দ্রীয় কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। এর আগে দলের কেন্দ্রীয় দপ্তর
সম্পাদকও ছিলেন
তিনি।
ছবির ক্যাপশান, আওয়ামীলীগের সংসদ সদস্য
বিচারিক আদালতে আসামীদের পক্ষে আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী নিয়োগ
শেখ হাসিনার সরকারের
পতনের পর তার মন্ত্রিসভার সদস্য এবং যেসব সংসদ সদস্যকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা
হয়েছে বিচারিক আদালতে তাদের উপস্থাপনের পর সেখানে তাদের পক্ষে ছিল না কোন আইনজীবী।
রোববার সুপ্রিম
কোর্টের হাইকোর্ট বিভাগের দেয়া এক বিজ্ঞপ্তিতে আসামীদের পক্ষে কোন আইনজীবী না
থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের প্যানেল থেকে আইনজীবী নিয়োগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান
বিচারপতির নির্দেশে এ আদেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ
করা হয়েছে, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতে উপস্থিত আসামীদের আইনগত
সহায়তা নিশ্চিত করা আবশ্যক।
আদালতে উপস্থিত আসামীদের
কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন সে কারণে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের
রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা
হয়েছে, আসামীদের পক্ষে নিযুক্ত আইনজীবীরা যাতে নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের
দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে সকলকে সহযোগীতা করার নির্দেশও দেয়া হয়েছে।
শনিবার বিকেলে
আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ, মারধোর ও
শারীরিকভাবে হেনস্তা করে।
পরে রাতে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বর্তমানে তিনি আইসিইউ এর একটি কেবিনে পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ভূইঁয়া
বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তার চিকিৎসায় বিভাগীয় প্রধানদের নিয়ে একটি মেডিকেল বোর্ড
গঠন করা হয়েছে জানিয়ে মি. রহমান বলেন, “তিনি আগে থেকেই নানা ধরণের শারীরিক জটিলতায়
ভুগছেন। তার ডায়াবেটিস আছে, হার্টে দুটো রিং পরানো হয়েছে। তবে তার অস্ত্রপচার সফল
হয়েছে। সব ঠিক থাকলে তাকে দুই তিনদের মধ্যে ছেড়ে দেয়া হবে।”
এর আগে
শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়
বিচারপতি মানিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
পরে পুলিশ
তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে শনিবার বিকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১
আলমগীর হোসেনের আদালতে হাজির করে।
আদালত তাকে
কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে আনার পথেই তিনি
হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বিডিআর বিদ্রোহের একজন আসামির মুত্যর ঘটনায় পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক, ও পরে সাবেক সেনাপ্রধান
ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ, সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১১জনের নামে
হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার ঢাকার মহানগর
হাকিম মোঃ আখতারুজ্জামানের আদালতে এ মামলা করা হয়।
২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের
ঘটনায় ঢাকার চকবাজার থানায়
হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
মামলায় বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুর
রহিমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে কারাগারেই তার মৃত্যু হয়।
মৃত আব্দুর রহিমের ছেলে আইনজীবী আব্দুল আজিজ রোববার ঢাকার
মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।
মামলায় অন্য আসামিরা হলেন—সাবেক কারা মহাপরিদর্শক
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশরাফুল ইসলাম খান, সংসদ সদস্য
শেখ সেলিম, নুর আলম
চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর
কবির নানক, মির্জা আজম এবং হাসানুল হক ইনু।
এ ছাড়া কেন্দ্রীয় কারাগারের
জেল সুপার কারাগারের চিকিৎসকসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বিডিআর বিদ্রোহের পর সেটি ভেঙ্গে দিয়ে বাহিনী পুনর্গঠন করা হয়।
গত ৩৩ বছরে প্রেসিডেন্ট কতজনের মৃত্যুদণ্ড
ও কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা
হ্রাস করেছেন তার তালিকা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক স্বরাষ্ট্র
সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ
সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠান।
বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দণ্ড
মওকুফ, স্থগিত বা হ্রাস করার
ক্ষমতা দেয়া হয়েছে।
এই আইনি নোটিসে মূলত ১৯৯১ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪
সালের জুলাই মাস পর্যন্ত প্রেসিডেন্ট কর্তৃক দণ্ড মওকুফের হিসাব
চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির
মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে
আবার মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে।
রাষ্ট্রপতি কীভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে সাজাপ্রাপ্তদের দণ্ড মওকুফ করে থাকেন তা মানুষের জানার অধিকার আছে বলে নোটিসে উল্লেখ করা হয়।
গত ৩৩ বছরে যাদের দণ্ড মাফ করা হয়েছে তাদের নামের তালিকা ও
কী প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বিশদ বর্ণনা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের
মধ্যে দেয়ার অনুরোধ করা হয়েছে।
এইসময়ের মধ্যে দণ্ড মওকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ
আদালতে রিট করা হবে
বলেও নোটিসে উল্লেখ করা হয়।
ছবির উৎস, Getty Images
আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
দেশের দক্ষিণ, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় বৃষ্টিপাতের
আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার সবশেষ বুলেটিন অনুযায়ী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা
ও সিলেট বিভাগের অনেক জায়গায় সেইসাথে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু
জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ
বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
এই
পরিস্থিতি পরবর্তী দুইদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা
গিয়েছে।
চলতি সপ্তাহে ব্যাংক থেকে তোলা যাবে চার লাখ টাকা
চলতি সপ্তাহে ব্যাংক থেকে চার লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে।
এ কারণে একটি হিসাব থেকে চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না।
নগদ টাকা উত্তোলনে সীমা
থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। শনিবার পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকার কথা
রয়েছে।
বাংলাদেশ
ব্যাংকের মুখমাত্র মেজবাউল হক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নগদ উত্তোলনের
এই সীমা বেধে দেয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, পুলিশ এখনও
পুরোদমে পেট্রোলিং শুরু না করায় টাকা পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার আশঙ্কা এখনো আছে।
এ ছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত
অস্থিতিশীল করতে পারেন—এমন আশঙ্কার কথাও জানান তিনি।
এমন বাস্তবতায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ
করা হয়েছে। তবে প্রতি সপ্তাহেই সেই সীমা বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।
গত সপ্তাহে নগদ টাকা
উত্তোলনে সীমা ছিল তিন লাখ টাকা পর্যন্ত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ দুই
লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল।এর আগে
ছিল সর্বোচ্চ এক লাখ টাকা। অর্থাৎ প্রতি সপ্তাহে টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে।
শেখ হাসিনার সরকার পতনের পর গত ৮ই অগাস্ট
থেকে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। এসময় পুলিশ প্রশাসন কাজে না ফেরায় নগদ টাকা পরিবহনে
নিরাপত্তার শঙ্কা দেখা দেয়।