গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে

পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন, স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ৪৩২ কোটি ডলার চেয়েছে। এদিকে, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনে সরকারের মালিকানা কমানো হয়েছে। সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং ব্যাংকের সুবিধাভোগীদের জন্য ৯০ শতাংশ রাখা হয়েছে।
    • সংস্কার কমিশনের সুপারিশ ‘স্প্রেডশিট’ এ পাঠিয়ে হ্যাঁ/না জবাব চাওয়ার বিষয় বিভ্রান্তিকর: বিএনপি
    • স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার চেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
    • ঢাকার ধানমন্ডি থানায় দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
    • জনগণের দাবি অনুযায়ী সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে তিন মাস বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
    • পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
    • ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানালো বাংলাদেশ।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

    আজ বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এই সমর্থনের কথা জানান। বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    এ সময় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করে প্রতিনিধি দলটি।

    যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান।

    মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

    বাসস জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।

  3. সংস্কার কমিশনের সুপারিশ ‘স্প্রেডশিট’ এ পাঠিয়ে হ্যাঁ/না জবাব চাওয়ার বিষয় বিভ্রান্তিকর: বিএনপি

    বিএনপির সংবাদ সম্মেলন

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, সংস্কার কমিশনের সুপারিশ ‘স্প্রেডশিট’ এ পাঠিয়ে হ্যাঁ/না জবাব চাওয়ার বিষয় বিভ্রান্তিকর: বিএনপি

    বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ ‘স্প্রেডশিট’ আকারে পাঠিয়ে যে মতামত চাওয়া হয়েছে, তার অনেকগুলোই বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

    সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে স্প্রেডশিটের ‘বিস্তর ফারাক’ তারা দেখতে পেয়েছেন বলে অভিযোগ করেছেন এই নেতা।

    আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহ উদ্দিন।

    তিনি বলেন, “স্প্রেডশিটে সংক্ষিপ্ত হ্যাঁ/না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো দিল, তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিস লিড করা হয়েছে। স্প্রেডশিট দিয়ে আমাদের উনারা বিভ্রান্ত করেছেন, মিস লিড করেছে। এটা দেওয়া উচিত হয়নি।"

    বিএনপি এই আলোচনায় সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন নিয়ে বিস্তারিত মতামত জমা দিয়েছে বলে জানান মি. উদ্দিন।

    তিনি বলেন, "আজকে হার্ড কপি জমা দিয়েছি। এগুলোর ওপরে বিস্তারিত আলোচনা চলছে। সংবিধান সংস্কার দিয়ে শুরু করেছি। তারপরে বিচার বিভাগ, নির্বাচন নিয়ে আলোচনা হবে। তারপরও আলোচনা চলমান রাখতে চাই, আজকে শেষ না হলে পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস।"

    সংবিধান সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে ১৩১টি প্রস্তাব থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ৭০ বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

    বিএনপি সংবিধান সংস্কার কমিশনের ২৫টি প্রস্তাবে একমত, ২৫টির মতো বিষয়ে আংশিকভাবে একমত। বাকি বিষয়গুলোতে একমত হতে পারেনি বলেও জানান তিনি।

    বিচার বিভাগের মতামত নিয়ে প্রতিবেদনে ‘মিস লিড’ করা হয়েছে মন্তব্য করেন মি. আহমেদ।

    বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় জানিয়ে তিনি বলেন, "প্রক্রিয়া যাতে আইনানুগ ও সাংবিধানিক পদ্ধতিতে হয়, সেজন্য বিস্তারিত মতামত দেব। লিখিতও দিয়েছি।”

    নির্বাচন ব্যবস্থা সংস্কারের অধিকাংশ বিষয় ‘সংবিধান সংশোধন সংক্রান্ত’– এমন পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, “কিছু কিছু বিষয়ে তারা এমন প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা বজায় থাকবে না।"

    বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে জাতীয় সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য বলে জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

  4. ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানালো বাংলাদেশ

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসাথে প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

    আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন।

    তিনি বলেন, "মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।"

    বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায় বলে উল্লেখ করেন মি. আলম।

    তিনি বলেন, "আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।"

    প্রসঙ্গত, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে।

    মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

  5. নতুন দল নিবন্ধনে আবেদনের সময়সীমা কমপক্ষে তিন মাস বাড়াতে ইসিকে অনুরোধ এনসিপির

    এনসিপি
    ছবির ক্যাপশান, নতুন দল নিবন্ধনে আবেদনের সময়সীমা কমপক্ষে তিন মাস বাড়াতে ইসিকে অনুরোধ এনসিপির

    নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে তিন মাস বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    আজ বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানানো হয়েছে।

    দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে লিখিতভাবে এই আবেদন জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন এবং সদস্য মনিরুজ্জামান।

    ইসির জ্যেষ্ঠ সচিব বরাবর 'নির্বাচন কমিশন সংস্কার ও রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সময়সীমা বৃদ্ধির আবেদন' শিরোনামে এই চিঠি দিয়েছে দলটি।

    চিঠিতে বলা হয়েছে, গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম শুরু করে।

    এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন একটি প্রতিবেদনসহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের কাছে দিলেও এখন পর্যন্ত মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে দাবি এনসিপি'র।

    নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার এবং বিদ্যমান আইন যুগোপযোগী না করেই বর্তমান ইসি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গত ১০ ই মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

    এনসিপি বলেছে, সংস্কারের আগেই দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে সমালোচনার জন্ম দেয়।

    ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ও প্রাসঙ্গিক আইনের অধীনে রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলোকে 'সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক' বলে আখ্যা দিয়েছে এনসিপি।

    এমন অবস্থায় দ্রুত নির্বাচন কমিশন সংক্রান্ত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ন্যূনতম ৯০ দিন বাড়াতে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি।

  6. স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ৪৩২ কোটি ডলার পাকিস্তানের কাছে চেয়েছে: পররাষ্ট্র সচিব

    পররাষ্ট্র সচিব

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ৪৩২ কোটি ডলার পাকিস্তানের কাছে চেয়েছে: পররাষ্ট্র সচিব

    স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার চেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

    পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বংলাদেশের পররাষ্ট্র সচিব।

    তিনি জানান, "বাংলাদেশের আগের একটি হিসাবে ৪০০ কোটি ডলার এবং আরেকটা হিসাবে ৪৩২ কোটি ডলার। এ হিসাব আজকের আলোচনায় বলেছি।"

    পররাষ্ট্র সচিব জানান, অমীমাংসিত যেসব সমস্যা আছে, সেগুলো নিয়ে পাকিস্তান আলোচনায় থাকবে বলে বাংলাদেশকে জানিয়েছে।

    বাংলাদেশ ভারতের পরিবর্তে পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে মি. উদ্দিন বলেন, "বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সেটাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গেলে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করা প্রয়োজন।"

    পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, "এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে ঝোঁকা মনে হয় না। আমরা পাকিস্তানের সাথে যেভাবে এনগেজ হচ্ছি সেটার ভিত্তি হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক লাভ। আমরা আমাদের লাভের দিকে দেখছি।"

    একাত্তরের অপরাধের জন্য পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে এ বৈঠকে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মি. উদ্দিন।

    তিনি বলেন, “কূটনীতির কাজ হচ্ছে আমাদের অবস্থানটা তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। তারা বলেছে এ বিষয় তারা ভবিষ্যতে আলোচনায় রাখতে চান।”

    এছাড়া বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানীদের প্রসঙ্গও আলোচনায় এসেছে বলে জানান তিনি।

    "বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানী নাগরিকদের যখন অপশন দেওয়া হয়, কেউ কেউ বাংলাদেশে থেকে যেতে চান, কেউ কেউ পাকিস্তানে ফিরে যেতে চেয়েছেন। আটকে পড়া পাকিস্তানীর সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৪৪৭ জন।"

    এখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আগামী ২৭ ও ২৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেন বলে জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

  7. সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে: জামায়াতের আমির

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami/Facebook

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    জনগণের দাবি অনুযায়ী সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    রাজধানীর একটি হোটেলে ইউরোপ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    মি. রহমান বলেন, "দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে।"

    সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার দাবি পূরণ না করা হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

    মি. রহমান বলেছেন, “খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এ জাতিকে দেখাতে হবে-যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনীদের বিচার হবে, অপরাধের বিচার হবে। এদেশে আমরা ন্যায় বিচার দেখতে চাচ্ছি।”

    এছাড়া রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, আর হেরে গেলে দুষ্টু- এ মানসিকতা পরিহার করতে হবে। নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে।”

    একইসাথে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময় দেওয়া হয়েছে, এই সময় সীমা যাতে অতিক্রম করে না যায়- সে বিষয়ে জামায়াতে ইসলামি সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানান মি. রহমান।

  8. গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে

    প্রেস ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, প্রেস ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনে এতে সরকারের মালিকানা কমানো হয়েছে। সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং ব্যাংকের সুবিধাভোগীদের জন্য ৯০ শতাংশ রাখা হয়েছে।

    বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক অপরাধ যে গোষ্ঠীগুলো করেছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    রিজওয়ানা হাসান বলেন, “প্রাথমিক কাজগুলো হয়েছে। এখন ফিনান্সিয়াল অপরাধে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে তদন্ত শুরু করতে আলাদা কমিটি গঠন করেছি।”

    এছাড়া কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস করা হয়েছে বলে জানান মিজ হাসান।

    তিনি বলেন, “আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাস করেছি। আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

    “ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনায় সাধারণ আমানতকারীদের পড়তে না হয় সেজন্য এইক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনা হবে, বাংলাদেশ ব্যাংককে কতটুকু ক্ষমতা দেয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে সেগুলো এতোদিন স্পষ্ট ছিল না আইনে, এখন স্পষ্ট করা হলো” বলেন মিজ হাসান।

    একইসাথে দেওয়ানী মামলার আইন ‘দ্য কোড অব সিভিল প্রসিডিউর - ১৯০৮’ (সিপিসি) তে বেশ কিছু সংশোধনী এনে আধুনিক করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

    মিজ হাসান জানান, “মামলায় কতবার সময় নেয়া যাবে এমন বিষয় সংশোধন করা হয়েছে। লিস্টে পূর্ণ শুনানি ও আংশিক শুনানির মামলা কতবার আসবে সেগুলো সুনিদিষ্ট করা হয়েছে। বিচার প্রক্রিয়া অনেকাংশেই সেকেলে রয়ে গেছে। বিচার প্রক্রিয়াকে আধুনিকায়নের কথা বলা হয়েছে।”

    এখন থেকে সমন জারি টেলিফোন, এসএমএস ও আধুনিক ডিভাইসের মাধ্যমে করা যাবে বলে জানান এই উপদেষ্টা। এছাড়া ফাঁসিয়ে দেয়ার জন্য যেসব মামলা করা হয় তার শাস্তি আগে ২০ হাজার টাকা ছিল। এখন সেটি পরিবর্তন করে ৫০ হাজার টাকা করা হয়েছে।

    অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুইটা আইন রয়েছে। এর একটিতে বাংলাদেশ অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

  9. পশ্চিমবঙ্গে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

    চাকরি হারা শিক্ষকদের আন্দোলন, ফাইল ছবি

    ছবির উৎস, Subham Dutta

    ছবির ক্যাপশান, চাকরিহারা শিক্ষকদের আন্দোলন, ফাইল ছবি

    পশ্চিমবঙ্গের যে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল ভারতের শীর্ষ আদালত, তাদের মধ্যে যারা ‘চিহ্নিত অযোগ্য’, তারা বাদে বাকিরা স্কুলে ফিরতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

    পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আদালতের কাছে আবেদন জানিয়েছিল যে একসঙ্গে হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট কিছু শর্তসাপেক্ষে এই নির্দেশ দিয়েছে।

    আদালত বলেছে, প্রায় আট হাজার শিক্ষককে আগেই চিহ্নিত করা হয়েছিল অযোগ্য বলে, অর্থাৎ যারা কথিতভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন, তারা আর স্কুলে ফিরতে পারবেন না। তবে এরা ছাড়া বাকি শিক্ষকরা স্কুলে যেতে পারবেন।

    নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা স্কুলে পড়াতে পারবেন, এই নির্দেশও দিয়েছে আদালত। নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যদের বাছাই করার জন্য ৩১শে মে-র মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে আর এ বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে ওই প্রক্রিয়া শেষ করতে হবে।

    নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরাও অংশ নিতে পারবেন। কিন্তু যদি তারা সেই পরীক্ষায় পাস না করতে পারেন, তাহলে ৩১শে ডিসেম্বরই হবে তাদের চাকরির শেষ দিন।

    অযোগ্যদের ক্ষেত্রে সুদসহ বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ আদালত আগেই দিয়েছিল, সেটাও বহাল থাকবে।

    এপ্রিল মাসের তিন তারিখ শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, তাতে শিক্ষক ছাড়াও শিক্ষাকর্মীরাও ছিলেন। বৃহস্পতিবার অবশ্য শিক্ষাকর্মীদের নিয়ে কোনো নির্দেশ দেয়নি আদালত।

    পশ্চিমবঙ্গে ২০১৬ সালে যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর দীর্ঘদিন ধরে মামলা চলে। গত বছর ২২শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে পুরো নিয়োগই বাতিল করে দেয়।

    ওই রায়ের কারণে হঠাৎ করেই চাকরি হারিয়ে পথে বসেছিলেন ২৫ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক যেমন ছিলেন, তেমনই ছিলেন শিক্ষাকর্মীরা।

    গত ৭ই এপ্রিল কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চাকরিহারা কয়েক হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর সঙ্গে বৈঠক করেন। তিনি তাদের বলেন, ''আমরা দু'মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না।"

    যতদিন না সরকার বরখাস্তের নোটিশ পাঠাচ্ছে, ততদিন কাজ চালিয়ে যেতে বলেন তিনি।

    আরও পড়তে পারেন:

  10. তারা যখন সংস্কারের ‘স’ উচ্চারণ করে নাই, তখন খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: নজরুল ইসলাম খান

    ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

    ছবির উৎস, BNP media cell

    ছবির ক্যাপশান, ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘‘কেউ কেউ নানা কথা বলেন। তারা যখন সংস্কারের ‘স’ উচ্চারণ করে নাই… তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন। কেউ যখন সংস্কারের কথা ভাবেনি তখন শহীদ জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়েছেন।

    “সংস্কার একটা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে।…কিন্তু খুব ভালো করার জন্য যেন আমরা এতো সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্তিমিত হয়ে যায়," যুক্তকরেন তিনি।

    আজ বৃহস্পতিবার সকালে দলের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক হয়।

    নজরুল ইসলাম খান বলেন, “আমরা কালকেও প্রধান উপদেষ্টাকে বলেছি, বিএনপির চাইতে বেশি সংস্কার বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করেছে? রাজনৈতিকভাবে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে, বহু দলীয় গণতন্ত্র তো বিএনপি পুণঃপ্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি প্রতিষ্ঠা করেছে।”

    মি. খান আরও বলেন, “আমরা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং আমরা এটা বলেছি, এর চেয়ে ভালো প্রস্তাব থাকলে সেটা সাদরে গ্রহন করব। কাজেই যদি ঐকমত্য কমিশনের সনদ নাও হয় বিএনপির জন্য সনদ আছে একটা… সংস্কারের সনদ। কাজেই আমরা সংস্কারের পক্ষে।”

    নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

    ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্র্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার।

    গত ১৫ ফেব্রুয়ারি বেইলি রোড়ে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দলের সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন।

    এরপর থেকে সংসদ ভবনের এলডি হলে আলী রীয়াজের নেতৃত্বে কমিশন সদস্যরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে।

  11. আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

    বৃষ্টি
    ছবির ক্যাপশান, আট বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, ফাইল ছবি

    রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

    আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

  12. পহেলা মে থেকে দেশজুড়ে ডিম-মুরগির খামার 'বন্ধের ঘোষণা'

    ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা, প্রতীকী ছবি

    পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

    বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে বিপিএ’র সভাপতি মো. সুমন হাওলাদার অভিযোগ করেন, পোল্ট্রি শিল্প সিন্ডিকেটের কবলে পড়ে ঈদের মৌসুমেও ভয়াবহ লোকসান করেছে। দুই মাসে ডিম ও মুরগির খাতে লোকসান দাঁড়িয়েছে এক হাজার ২৬০ কোটি টাকা।

    রমজান ও ঈদ উপলক্ষে প্রান্তিক খামারিরা প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করেছেন। প্রতি কেজিতে ৩০ টাকা লোকসানে, এক মাসে প্রায় ৯০০ কোটি টাকা লোকসান হয়েছে বলে তিনি জানান।

    অন্যদিকে, এই মৌসুমে প্রান্তিক খামারিরা উৎপাদন করে তিন কোটি ডিম। প্রতি ডিমে দুই টাকা করে লোকসানে, দুই মাসে ডিমে লোকসান হয়েছে ৩৬০ কোটি টাকা।

    এমন অবস্থায় সারা দেশে প্রান্তিক ডিম ও মুরগির খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে অথচ সরকার নিশ্চুপ ভূমিকায় রয়েছেন বলে অভিযোগ করেন বিপিএ’র সভাপতি।

    সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে বলেও অভিযোগ তার।

    বিবৃতিতে বলা হয়, করপোরেট কোম্পানিগুলো ফিড, বাচ্চা ও ওষুধের পাশাপাশি ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে। তারা কৃত্রিম সংকট তৈরি করে ‘কন্ট্রাক্ট ফার্মিংয়ের দাসত্বের' দিকে ঠেলে দিচ্ছে প্রান্তিক খামারিদের।

    এর বিরুদ্ধে আগামী পহেলা মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন বলে বিবৃতিতে ঘোষণা দেয়া হয়। সরকার যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেবে, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে উল্লেখ করা হয়।

    বিবৃতিতে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) পক্ষ থেকে ১০ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো:

    ১) পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন।

    ২) ‘কন্ট্রাক্ট ফার্মিং’ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন।

    ৩) পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন।

    ৪) ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের পুনর্বাসন প্যাকেজ।

    ৫) খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড দেয়া।

    ৬) কোম্পানিকে শুধু কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা।

    ৭) কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করা।

    ৮) কেজিভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন।

    ৯) ডিম-মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধি।

    ১০) পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন।

    বিবৃতিতে এসব দাবি না মানা হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

  13. পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাভ খানসহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ড

    রাজধানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আট আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

    এই মামলায় দণ্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলেন মি. খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান।

    দুবাইয়ে পলাতক রয়েছেন মি. খান।

    ২০১৮ সালের সাতই জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিন দিন পর তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন।

    তদন্ত শেষে ২০১৯ সালের ৩১শে মার্চ এই মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এর দুই বছর পর ২০২১ সালের নভেম্বরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

  14. 'মিছিলে নেতৃত্ব দেওয়া' আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ আটক

    গত ছয়ই এপ্রিল ঢাকার বায়তুল মোকাররম এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন দলটির ঢাকা দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

    ১৭ই এপ্রিল বৃহস্পতিবার শাহে আলম মুরাদকে আটক করে পুলিশ।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

    "উত্তরা থেকে গ্রেফতার করে কিছুক্ষণ আগে তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখন জিজ্ঞাসবাদ করা হবে," বলেন মি. ইসলাম।

    শাহে আলম মুরাদের নামে 'অনেক মামলা' আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে এখনো কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে বিবিসি বাংলাকে জানান তিনি।

  15. ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

    সৈয়দ নজরুল ইসলাম

    ছবির উৎস, liberationwarmuseumbd

    ছবির ক্যাপশান, সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করে গঠন করা হয় মুজিবনগর সরকার

    ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় এক আমবাগানে শপথ নিয়েছিলো সদ্য স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

    এই মুজিবনগর সরকারের অধীনেই পরিচালিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ।

    শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের জেলে। তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়।

    মেহেরপুরে তাৎক্ষণিকভাবে আয়োজিত ওই অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রিপরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

    সেখানে পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ ছাড়াও তিনি মন্ত্রী হিসাবে অনুষ্ঠানে হাজির করেন ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।

    সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে কর্নেল আতাউল গনি ওসমানীর নাম ঘোষণা করা হয়।

    আরও পড়তে পারেন:

  16. ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

    বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান

    পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।

    পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল, সাবেক সচিব মনিরুজ্জামান।

    ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন- কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্র্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

    গত ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি কমিশন গঠন করে।

    কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

    জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

    জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ই ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করে।

    এদিন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দলের প্রথম বৈঠক হয়। মূলত সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন।

    সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করার কথা রয়েছে, যার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

  17. বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক শুরু

    বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ

    ছবির উৎস, Ministry of Foreign Affairs Bangladesh/Ministry of Foreign Affairs Pakistan

    ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ

    বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিতে দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসেছেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ ক‌রেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

    এবার সুনির্দিষ্ট এজেন্ডায় সীমাবদ্ধ না থেকে দুই দেশের মধ্যকার 'সব বিষয়ই' এ বৈঠকে উঠে আসবে বলে জানিয়েছেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

    বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

    এছাড়া সার্ক, ওআইসি, ডি-৮ এর মতো প্ল্যাটফর্মগুলোতে আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

    'ফরেন অফিস কনসালটেশন' বা 'এফওসি' শীর্ষক এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত বুধবার ঢাকায় এসে পৌছান।

    বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক 'স্বাভাবিকীকরণের' আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে পররাষ্ট্র সচিবদের বৈঠকের মধ্য দিয়ে, যাতে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য ও উভয় দেশের জাতীয় নিরাপত্তা ইস্যু।

    আজ এফওসি-র পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

  18. এবার চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার মেঘনা আলম

    মেঘনা আলম

    ছবির উৎস, MEGHNA ALAM/FACEBOOK

    ছবির ক্যাপশান, মেঘনা আলম

    ঢাকার ধানমন্ডি থানায় দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

    রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান।

    মামলার এজাহারে মেঘনা আলমের পাশাপাশি দেওয়ান সমির ও লুৎফুর রহমানকে আসামি দেখানো হয়।

    তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক বা প্রতিনিধি বা দেশীয় ধর্নাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে সুকৌশলে বিভিন্ন অবৈধ পন্থায় তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে।

    গত ৯ই এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে তার নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

    পরদিন ১০ই এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

    এরপর মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

    সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

    এ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা সঠিক হয়নি।

    আরও পড়তে পারেন:

  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে