বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনে সরকারের মালিকানা কমানো হয়েছে। সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং ব্যাংকের সুবিধাভোগীদের জন্য ৯০ শতাংশ রাখা হয়েছে।
- সংস্কার কমিশনের সুপারিশ ‘স্প্রেডশিট’ এ পাঠিয়ে হ্যাঁ/না জবাব চাওয়ার বিষয় বিভ্রান্তিকর: বিএনপি
- স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার চেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
- ঢাকার ধানমন্ডি থানায় দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
- জনগণের দাবি অনুযায়ী সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
- নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে তিন মাস বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
- পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।
- ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানালো বাংলাদেশ।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।













