ছাত্রলীগ নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন জারি
রাষ্ট্রপতি থাকা না থাকার ইস্যুতে অংশীজনদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা চায় না বিএনপি। পাঁচ বছর পর নরেন্দ্র মোদী-শি জিনপিং বৈঠক। ঘূর্ণিঝড় ‘দানা’র আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সতর্কতা জারি। এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ৫৩ জন আটক।
সরাসরি কভারেজ
বুধবার সারাদিন যা যা ঘটলো
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ
ছাত্রলীগকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
“রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক বিষয় নয়, এখন এটি রাজনৈতিক বিষয়” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের তরফে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক
হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু রাজনৈতিক দল নানা উপায়ে
রাষ্ট্রপতিকে অপসারণের বিরোধিতা করছে।
এর আগে বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে বিএনপি শূন্যতা চায় না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিএনপি'র প্রতিনিধি দল। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে জামায়াতে ইসলামী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছর পর এই প্রথম মুখোমুখি কোনও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সিনিয়র সচিব
হেলালুদ্দীন আহমদকে বুধবার রাতে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে।
এবারের এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে
ঢুকে বিক্ষোভ করার সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি
আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় এবার ‘ঘূর্ণিঝড়
দানা’য় পরিণত হয়েছে। সমুদ্র বন্দরে তিন নম্বরে সতর্কতা সংকেত জারি।
জুলাই-অগাস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশ
পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ
তাজুল ইসলাম।
পাঁচ বছর পর নরেন্দ্র মোদী-শি জিনপিং বৈঠক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছর পর এই প্রথম মুখোমুখি কোনও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। তাদের দুজনের মধ্যেকার এই বৈঠক আজ (বুধবার) রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বা অবকাশে অনুষ্ঠিত হয়েছে।
২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকেই দুই দেশের সম্পর্ক একরকম তলানিতে ঠেকেছিল। তারপর এই প্রথম ভারত ও চীনের সর্বোচ্চ নেতারা নিজেদের মধ্যে বৈঠকে বসলেন।
ছাত্রলীগ নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন জারি
ছবির ক্যাপশান, বাংলাদেশ ছাত্রলীগের লোগো
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী ক্ষমতাবলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং ওই আইনের তফসিল-২ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করা হলো।
সরকারের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ''যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত ১৫ বৎসরের স্বৈরাচারী মাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ, যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সকল গণমাধ্যমে প্রমাণিত হয়েছে এভং কিছু সন্ত্রাষী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হইয়াছে,''
''যেহেতু ১৫ জুলাই ২০২৪ তারিখ হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উম্মক্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করিয়া শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করিয়াছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করিয়াছে; এবং''
যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্যপ্রমাণ রহিয়াছে যে, পাঁচ অগাস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরেও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সাথে জড়িত রহিয়াছে;''
এসব কারণে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারকে আলটিমেটাম দেয়া হয়েছিল যেন, বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।
ছবির ক্যাপশান, ছাত্রলীগ নিষিদ্ধের গেজেট
কিছু রাজনৈতিক দল রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করছে: হাসনাত আব্দুল্লাহ
ছবির উৎস, ARIFUL ISLAM ADEEB
ছবির ক্যাপশান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক
হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু রাজনৈতিক দল নানা উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের
বিরোধিতা করছে।
যে কারণে রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে
অবস্থান পরিষ্কারের আহবান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বুধবার বিকালেই বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেছিলেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কা রয়েছে।
এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বক্তব্য সামনে এলো।
যৌথভাবে এই সংবাদ সম্মেলন আয়োজন
করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এই সংবাদ সম্মেলন থেকে
সংবিধান বাতিল ও রাষ্ট্রপতিকে অপসারণে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়।
সংবাদ সস্মেলনে মি. আব্দুল্লাহ বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক অর্জন শেখ হাসিনার পতন
নিশ্চিত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপের যে প্রশ্নটি,
সেটি এখনও অমীমাংসিত। যেসব রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষে
একাত্মতা জানিয়েছে, তারা কখনো '৭২ এর
সংবিধানের পক্ষে থাকতে পারে না”।
এ সময় '৭২ এর সংবিধান ও গণঅভ্যুত্থানের প্রশ্নে বাংলাদেশের
গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী প্রতিটি দলকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান
জানান তিনি।
মি. আব্দুল্লাহ বলেন, “যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তারা '৭২ এর সংবিধানের পক্ষ থাকতে পারে না”।
তিনি বলেন, প্রথমত গণতন্ত্রকামী যেসব দল রয়েছে, আমরা তাদের ঐক্য চাচ্ছি। এই ঐক্যের মধ্যে দিয়ে আমরা নতুন করে সংবিধান
লিখব। যে সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে”।
“দ্বিতীয়ত; আমাদের '৭২ এর সংবিধান বাতিল
হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নটি আর থাকে না।
এমনিতেই তিনি চলে যেতে বাধ্য হবেন”, বলেন মি. আব্দুল্লাহ।
এসময় ছাত্রলীগ নিষিদ্ধেরও দাবি জানান বক্তারা।
এর আগে বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, “এই মুহূর্তে সর্বোচ্চ এই রাষ্ট্রীয় পদে শূন্যতা সাংবিধানিক সংকট তৈরি সৃষ্টি করবে। যেটা জাতির কাছে কাম্য নয়”।
তিনি বলেন, “রাষ্ট্রপতির পদটা সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে হোক, শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিকভাবে শূন্যতা সৃষ্টি হবে”।
দুপুরের দিকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আটক
ছবির ক্যাপশান, হেলালুদ্দীন আহমদ
নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সিনিয়র সচিব
হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে
তাকে আটক করে পুলিশ।
সাবেক এই কর্মকর্তাকে চট্টগ্রাম থেকে আটক করার
কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মি. আহমদ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় নির্বাচন
কমিশনের সচিবের দায়িত্বে ছিলেন।
পরে ২০২২ সালে স্থানীয় সরকার
মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান।
অবসরে যাওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া
হয় তাঁকে।
গত ১৮ই সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে একরামুল করিম নামের একজন মুক্তিযোদ্ধার করা মামলায় সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের
আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছিল।
এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
এই
মুহূর্তে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কা করছে বিএনপি।
বুধবার
বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে
এ কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সাংবাদিকরা
তার কাছে জানতে চেয়েছিল বিএনপি কী রাষ্ট্রপতির পদত্যাগ চায় কী-না।
জবাবে
বিএনপি নেতা মি. আহমেদ বলেন, “এই মুহূর্তে সর্বোচ্চ এই রাষ্ট্রীয় পদে শূন্যতা সাংবিধানিক সংকট তৈরি
সৃষ্টি করবে। যেটা জাতির কাছে কাম্য নয়”।
তিনি
বলেন,
“রাষ্ট্রপতির পদটা সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে
পদত্যাগের মাধ্যমে হোক, শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিকভাবে শূন্যতা সৃষ্টি হবে”।
মি.
আহমদ বলেন,
“রাষ্ট্রপতির পদত্যাগের কারণে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি হলে গণতন্ত্র
উত্তরণের পথটা বিলম্বিত হয় বা বাধাগ্রস্ত হলে তা জাতির কাম্য হতে পারে না”।
বিএনপির
এই নেতা অভিযোগ করে বলেন,
ফ্যাসিবাদ ও তার দোসররা নানারকম ষড়যন্ত্র করে এখানে অন্যকিছুর
পায়তারা করতে পারে। সে কারণে আমরা সবাইকে সবাইকে সজাগ থাকার আহবান জানাচ্ছি”।
এর আগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ৫৩ জন আটক
ছবির ক্যাপশান, এইচএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ফল বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভকালে কয়েকজনকে আটকও করা হয়েছে।
এবারের এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে বুধবার দুপুরে ওই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফল
বাতিলের দাবিতে হঠাৎ সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করে।
তারা সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা। সচিবালয়ের ওই ভবনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সেখানে অবস্থান নিয়ে
অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফলাফল অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে
তারা। এই বিক্ষোভে প্রায় শ’খানেক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের বেশিরভাগ ওই পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল।
পরে তাদের সাথে কথা
বলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সচিবালয়ে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা সেখানেই অবস্থান নিয়ে
শ্লোগান দিতে থাকে।
এক পর্যায়ে পুলিশ ও
সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।
সে সময় কেউ কেউ বের
হয়ে যেতে পারলেও অনেকেই সচিবালয়ের বিভিন্ন জায়গায় আটকা পড়ে যায়। পরে তাদেরকে
একত্রিত করা হয়। পুলিশ হেফাজতে নেয়া হয় কাউকে কাউকে।
সচিবালয়ের নিরাপত্তায়
সবগুলো গেট বন্ধ করা হয় বিকেল সাড়ে তিনটার দিকে।
পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে ৫৩জন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত রবিবার একই
দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে এইচএসসিতে
অকৃতকার্য হওয়া শিক্ষার্থী। এসময় তারা শিক্ষা বোর্ডের
ভেতর ঢুকে হামলাও চালায়। ভাঙচুর করে বোর্ড চেয়ারম্যানের রুম।
গত
১৫ই অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ওই
ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে 'এইচএসসি
ব্যাচ ২০২৪' ব্যানারে একদল শিক্ষার্থী গত কয়েকদিন ধরে আন্দোলন
করে আসছে।
ঢাকা
ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
ছবির ক্যাপশান, বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা নেয়া হয়েছে পুলিশ হেফাজতে
ছবির ক্যাপশান, দুপুরে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরা
দুদকের মামলা থেকে খালাস বাবর, আট বছরের সাজা বাতিল
ছবির উৎস, Getty Images
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা একটি মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
খালাস পাওয়ায় ওই মামলায় তার আট বছরের সাজাও বাতিল হয়ে গেছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই মামলাটি করা হয়েছিল।
সেই মামলায় প্রাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের রায়ে খালাস পেলেন মি. বাবর।
বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চে আপিলের শুনানি হয়।
রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক বিষয় নয়, এখন এটি রাজনৈতিক বিষয়: নাহিদ ইসলাম
“রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক বিষয় নয়, এখন এটি রাজনৈতিক বিষয়” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা সকলেই জানি, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে আমরা সেইসময় বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই সরকার গঠন করেছিলাম।”
“কিন্তু আমাদের যদি মনে হয়, এই সেট-আপে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনা কার্যক্রম ব্যহত হচ্ছে অথবা জনগণ এই সেট-আপে অসন্তুষ্ট, তাহলে এই সেট-আপ নিয়ে আমরা ভাববো।”
রাষ্ট্রপতি নিয়ে চলমান বিতর্ক নিয়ে তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এ প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনও আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটা একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত।”
তাই, “রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে” এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে বলে মনে করেন তিনি। বিভিন্ন অংশীজনদের সাথে সেই আলোচনা ইতোমধ্যে চলছে বলেও তিনি জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত আসবে।
মি. ইসলাম আরও বলেন যে রাষ্ট্রপতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার “রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শৃঙ্খলা”, এই তিনটি বিষয়কে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটি-ই আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি।”
সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত ইস্যুকে ঘিরে রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন অনেকেই। গতকাল দুপুর থেকে রাতভর এ নিয়ে বিক্ষোভও হয়েছে।
তথ্য উপদেষ্টা সেই বিক্ষোভ কর্মসূচিকে উদ্দেশ্য করে বলেন, “বঙ্গভবন বা অন্য কোথাও বিক্ষোভের প্রয়োজন নেই। জনগণের মেসেজ আমরা পেয়েছি।”
তিনি এখন সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আরও বলেন যে বর্তমানে নানা ধরনের “দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে”। সেই ষড়যন্ত্রকারীরা যেন কোনও সুবিধা নিতে পারে, সে বিষয়ে সাবধান করেন তিনি।
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চার মামলা হাইকোর্টে বাতিল
ছবির ক্যাপশান, তারেক রহমান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল যথাযথ (এবসিলিউট) ঘোষণা করে রায় দেন।
আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল।
একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে।
২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে।
আইনজীবী কায়সার কামাল জানান, ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের বিরুদ্ধে হওয়া ১৭ টি মামলার মধ্যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাজা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘দানা’র আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সতর্কতা জারি
বুধবার সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘দানা’।
পশ্চিমবঙ্গের মৌসম ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার দূরে রয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার স্বাগরদ্বীপের স্থলভাগে।
ওড়িশা এবং পশ্চিমবঙ্গের একাধিক উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।
মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুই রাজ্যেই ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ও দক্ষিণ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
রাষ্ট্রপতি ইস্যুতে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ছবির উৎস, TV Grab
ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের তরফে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি, বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, "এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু হলে আপনারা জানবেন।"
বুধবার সকালে বিএনপি'র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
সকালে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা, যা এখন প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে দেখা করতে যান।
প্রতিনিধি দলে থাকা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, নতুন করে কেউ দেশে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সেটিকে এবার 'ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা হবে'।
এদিকে, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি’র সাথে প্রধান উপদেষ্টার কোনো কথা হয়েছে কী-না সে প্রশ্ন এড়িয়ে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মি. আলম।
তিনি বলেন, "এ ব্যাপারে বিএনপি নেতারাই সাংবাদিকদের জানানোর কথা।
এর আগে সকাল ১১টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে।
বিএনপি'র সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
ছবির ক্যাপশান, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিএনপি'র প্রতিনিধি দল।
বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, “পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা নানা কৌশলে-নানাভাবে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে।”
কেউ যাতে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, তাই 'সব রাজনৈতিক দল, শ্রেণিপেশার সংগঠন, সবার দৃঢ় ঐক্য গড়ে তোলা দরকার' বলে মন্তব্য করেন তিনি।
নতুন করে কেউ সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সেটিকে এবার “ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা হবে” করা হবে বলেও জানান এই বিএনপি নেতা।
“দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এই পরিবর্তন সুরক্ষায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য সুদৃঢ় করা দরকার।”
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।
তিনি বলেন, বিএনপি’র সাথে যে বৈঠক হয়েছে সেটা চলমান সংলাপের একটা অংশ। “রাজনৈতিক দলগুলো সরকারের অংশীজন,” যোগ করেন মি. আলম।
রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি’র সাথে আলোচনা হয়েছে কী-না এমন প্রশ্নের তিনি সরাসরি জবাব দেননি।
গভীর নিম্নচাপটি ‘ঘূর্ণিঝড় দানা’য় পরিণত হয়েছে
ছবির উৎস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় এবার ‘ঘূর্ণিঝড় দানা’য় পরিণত হয়েছে।
আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।
এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
সকাল ছয়টায় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঝড়ো হাওয়ার কারণে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সেইসাথে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় যেতে পারে।
বুধবার সকালে এ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিবিসিকে বলেছেন, ঘূর্ণিঝড়টি আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত হানতে পারে, এবং এতে বাংলাদেশের বরিশাল ও খুলনা অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ঘূর্ণিঝড় দানা’র সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘দানা’ রেখেছে কাতার।
গতকাল আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেছিলেন, “এটি আরবি শব্দ। কাতারের দেয়া নাম। অর্থ বড় মুক্তার দানা”।
বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে একটি প্যানেল।
এ অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলো হয়, ২০০২ সাল থেকে এ প্যানেলের সদস্য দেশগুলো সেগুলোর নামকরণ করে থাকে।
হাসিনাসহ ৪৬ জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপির কাছে পাঠানো হয়েছে
ছবির উৎস, Getty Images
জুলাই-অগাস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার সকালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
গত ১৭ই অক্টোবর জুলাই-অগাস্টের ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, “অগ্রগতির হিসাবটা আসলে আমরা জানবো না। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারি পরোয়ানা পৌঁছানো হয়েছে।”
“এর মাঝে অনেকেই ইতোমধ্যে গ্রেফতার আছে। সেগুলোর রিপোর্ট আমরা পাবো। আর বাকিদের গ্রেফতারের ব্যাপারে তারা চেষ্টা করবেন এবং তাদেরই দায়িত্ব এটা নিশ্চিত করা।”
রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক কিছুক্ষণের মধ্যে
রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
"রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যাচ্ছি," বলেন মি. ভূঁইয়া।
মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধের পর রাতে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে বিভিন্ন সংগঠনের কর্মীরা।
পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মধ্যরাত পর্যন্ত সেখানে উত্তেজনা চলে।
সংঘর্ষ আহত অবস্থায় পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে, সেখানেও অন্যতম দফা হিসেবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, "ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আমাদের সাথে আলোচনার জন্য আগামীকাল (বুধবার) সময় দিয়েছেন।"
"আমরা প্রত্যাশা করি, ছাত্রজনতার পাঁচ দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনার পর সিদ্ধান্ত নেবে।"
প্রসঙ্গত, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার লেখা এক রিপোর্টে উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন ‘শেখ হাসিনার পদত্যাগের কোন দালিলিক প্রমাণ তার হাতে নেই’।
এরপর থেকে, সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকার সমর্থক ও আওয়ামী লীগ বিরোধীরা রাষ্ট্রপতির তীব্র সমালোচনা করে তার পদত্যাগ কিংবা তাকে সরিয়ে দেয়ার জোর দাবি জানাতে থাকে।
তবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের অনেকেই তার বিদায় চাইলেও আইন ও সংবিধান অনুযায়ী তাকে পদ থেকে সরিয়ে দেয়ার সুযোগ আছে কিনা, সে ব্যাপারেও রয়েছে আলোচনাও।
প্রধান উপদেষ্টার জন্য মেডিকেল টিম গঠন রুটিন ওয়ার্ক: বিএসএমএমইউ ভিসি
ছবির উৎস, Chief Adviser GOB/Facebook
ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা নিয়ে কোন ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।
মঙ্গলবার রাত ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি নিয়ে দিনভর আলোচনা-বিক্ষোভের মধ্যে রাতে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে কিছু গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এর মধ্যে প্রধান উপদেষ্টা অসুস্থ এবং তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে - এমন গুঞ্জনও ছিল।
সে প্রেক্ষাপটেই বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করে প্রধান উপদেষ্টার কার্যালয়।
ওই বার্তায় বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক রহমানকে উদ্ধৃত করে বলা হয়, “এটি একটি নৈমিত্তিক বা রুটিন বিষয়।
রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাতভর আলোচনা, প্রধান বিচারপতির সাথে উপদেষ্টাদের বৈঠক
ছবির উৎস, BANGABHABAN
ছবির ক্যাপশান, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরদার হলে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার বিকেলে প্রধান বিচাপতির দপ্তরে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কী কী আলোচিত হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আজ বুধবার সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়েছিলেন অধ্যাপক আসিফ নজরুল।
সেখানে সাংবাদিকরা তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগ এবং বৈঠকের বিষয়ে জানতে চাইলে তা এড়িয়ে যান অধ্যাপক আসিফ নজরুল।
মূলত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুর থেকেই শতশত বিক্ষোভকারী বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও সেই পরিস্থিতি শান্ত হয়নি।
বরং, সন্ধ্যার পর থেকে উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন।
এ সময় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাঁধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ধাওয়া দেয় পুলিশ ও সেনাবাহিনী। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এই সময় অন্তত পাঁচ জন আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাত ১১টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম আন্দোলনকারীদের কাছ থেকে দুই দিন সময় চেয়ে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করেন।
রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের সম্ভাবনা এবং তার আইনি দিক জানতে পড়তে পারেন নিচের রিপোর্টসমূহ: