আ. লীগের ভোটে আসা নিয়ে বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধীদের, রূপালী ব্যাংকের জিম্মিরা মুক্ত, আটক তিন

শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্যকে পরস্পরবিরোধী বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনের ঘটনাপ্রবাহ জানুন বিবিসি বাংলার লাইভ পাতায়।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা ঘটেছে

    • নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
    • ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে একটি 'ডাকাত' দল। পরে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। কোনো হতাহত বা ভল্ট ভাঙার ঘটনা ঘটেনি।
    • পাকিস্তানকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বাণিজ্য সম্পর্ক জোরদারে ঐকমত্য।
    • পিলখানায় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বজনরা। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকিসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
    • কক্সবাজারের পেকুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।
    • জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গণমাধ্যমে এমন তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
    • মিয়ানমার পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডে বৈঠক করেছে সীমান্তবর্তী দেশগুলো। বৈঠকে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ভারত, চীন ও লাওসের প্রতিনিধিরাও অংশ নেন।
    • নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য পরস্পরবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. 'জনসমর্থনহীন সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, লুটেপুটে নিতে পারবে', বিএনপি'র প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান

    বিএনপি'র কর্মশালায় কথা বলছেন তারেক রহমান

    ছবির উৎস, BNP MEDIA CELL

    বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে বলে মন্তব্য করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না, এ রকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এ দেশ থেকে অনেকে অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে।"

    বৃহস্পতিবার মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি'র প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

    মি. রহমান বলেন, দলের ভেতরে কিংবা বাইরে হোক, অথবা দেশে ও দেশের বাইরে হোক, ষড়যন্ত্র থেমে নেই।

    "যদি জনগণের সরকার থাকে, তখন এই দেশ ও জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এই দেশের অর্থসম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে আছে, তখন তারা দশবার চিন্তা করবে," যোগ করেন তিনি।

  3. নতুন সভ্যতা গড়তে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মুহাম্মদ ইউনূসের

    মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, BSS

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যবসাকে শুধু সম্পদ গড়ে তোলার মাধ্যম হিসেবে না দেখে এটি যেন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে সেভাবে রূপান্তরিত করতে হবে।

    একটি নতুন সভ্যতা গড়ে তুলতে উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন তিনি।।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস- এর খবরে জানানো হয়েছে, মিশরের রাজধানী কায়রোতে একাদশ ডি-এইট শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা একথা বলেন।

    তিনি বলেন, কর্মসংস্থান ধরন যেভাবে দ্রুত বিকশিত হচ্ছে তার সঙ্গে তাল মেলাতে ডি-এইট দেশগুলোকে তাদের ছেলে-মেয়েদের জন্য নতুন ধরনের ‘শিক্ষা’ উদ্ভাবন করতে হবে, যাতে তারা অর্থনীতিকে নেতৃত্ব দিতে পারে।

    উদ্যোক্তাদের জন্য উচ্চতর শিক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন মুহাম্মদ ইউনূস।

  4. পি কে হালদারের জামিন আবেদনের শুনানি শেষ

    পি কে হালদারের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে আজ। তবে তিনি জামিন পাবেন কি না, সে রায় এখনও দেননি বিচারক।

    বৃহস্পতিবার আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষে সরকারি আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জামিনের বিরোধিতা করে বলেন "বাংলাদেশে মি. হালদারের সাজা হয়ে গেছে, তাই ভারতেও তিনি জামিন পেতে পারেন না।

    "আমরা আদালতের কাছে এই যুক্তি তুলে ধরেছি। কিন্তু বিচারপতি রায় ঘোষণা করেননি এখনও," জানিয়েছেন মি. চক্রবর্তী।

    অন্যদিকে পি কে হালদারের পক্ষে সওয়াল করা অন্যতম আইনজীবী বিশ্বজিৎ মান্না বিবিসি বাংলাকে জানিয়েছেন, "যে ধারায় মি. হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাতে সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে। ভারতের নতুন আইন অনুযায়ী সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ কারাগারে থাকা হয়ে গেলে তিনি জামিন পেতে পারেন।ইতোমধ্যেই দু'বছর চার মাস তিনি কারাগারে আছেন, তাই জামিন পাওয়ার অধিকার আছে তার," বলেছেন মি. মান্না।

    জানুয়ারি মাসের নয় তারিখে পি কে হালদারকে সশরীরে হাজির করতে হবে। তারপরেই অর্থ পাচারের মামলার বিচার শুরু হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

    বাংলাদেশের অন্তত চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

    দুর্নীতি, অর্থ পাচারের মামলায় বাংলাদেশের আদালতে তাকে ২২ বছরের কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে।

    ভারতের এই আদালতে চলছে পি কে হালদারের বিচার
    ছবির ক্যাপশান, ভারতের এই আদালতে চলছে পি কে হালদারের বিচার
  5. আ. লীগের ভোটে আসা নিয়ে বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধীদের

    নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    মুখপাত্র উমাম ফাতেমার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী।... আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ।"

    বিবৃতিতে আরো বলা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে।"

    বদিউল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে বৈষম্যবিরোধীদের পক্ষ থেকে।

    এদিকে, কিছু গণমাধ্যম তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে বলে দাবি করেছেন বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, "বলেছি, ভবিষ্যতে আইন-কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখতে পাচ্ছি না। এছাড়াও এটি নির্বাচন কমিশনের বিষয়।"

    বৃহস্পতিবার সকালে রংপুরে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মি. মজুমদার বলেছিলেন, কোনো বাধা দেখতে পাচ্ছেন না তিনি।

  6. ব্যাংক 'জিম্মি'র অবসান, তিনজনের আত্মসমর্পণ, কোনো ক্ষয়ক্ষতি ও হতাহত নেই

    অবসান হলো কয়েক ঘণ্টার জিম্মি পরিস্থিতির। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করা ডাকাত দলটি আত্মসমর্পণ করেছে।

    সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জিম্মিকারী তিন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা যাচ্ছে।

    এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বলছে, 'ডাকাতরা' ব্যাংকের ভল্ট ভাঙতে পারেননি।

    কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ওই শাখাটিতে বৃহস্পতিবার দুপুরে ডাকাত দল হানা দেয়।

    এরপর বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

  7. ব্যাংকে জিম্মি পরিস্থিতি: 'ডাকাতদের সাথে ফোনে কথা হচ্ছে', একটা পরিস্থিতির মধ্যে আছি - বিবিসিকে রূপালী ব্যাংক কর্মকর্তা

    ঢাকার উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি ব্যাংকে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করেছে একটি ডাকাত দল।

    কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংকের ওই শাখাটিতে বৃহস্পতিবার দুপুরে ডাকাত দল হানা দেয়।

    এরপর বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত জিম্মি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান অপরিবর্তিত আছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

    ডাকাতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

    "সঠিক সংখ্যাটা বলতে পারছি না। আমাদের ধারণা ওরা পাঁচ-ছয়জন। ওরা তো দাবি করতেছে ওরা ১৬ জন," বিবিসি বাংলাকে বলছিলেন মি. ইসলাম।

    তিনি জানান, ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।

    "যোগাযোগ হয়েছে, ফোনে কথা হচ্ছে। তারা সেইফ এক্সিটসহ বিভিন্ন দাবির কথা বলছে," যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

    এখন পর্যন্ত পুলিশের কাছে তথ্য রয়েছে, ডাকাতরা পিস্তল জাতীয় ছোট অস্ত্র বহন করছে।

    ঘটনাস্থলে র‍্যাব, পুলিশের পাশাপাশি, সেনাবাহিনীও অবস্থান করছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি।

    এদিকে, ব্যাংকের চারপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন।

    বিবিসিকে যা বললেন ব্যাংক কর্মকর্তা

    প্রাথমিকভাবে ডাকাতির তথ্য আসার পর যাচাইয়ের জন্য বিবিসি বাংলার তরফে ফোন করা হয় রূপালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে।

    তিনি বিবিসি বাংলাকে বলেন, "আমরা একটা পরিস্থিতির ভেতরে আছি। আইনশৃঙ্খলাবাহিনী পুলিশ, র‍্যাবসহ অন্যরা আছেন।"

    সবাই নিরাপদে আছেন কি না জানতে চাইলে তিনি এক শব্দে জানান, হ্যাঁ।

    রূপালী ব্যাংক জিনজিরা শাখা

    ছবির উৎস, Screen Grab

  8. পাকিস্তানকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার, বাণিজ্য সম্পর্ক জোরদারে ঐকমত্য, কায়রোতে ইউনূস-শরিফ বৈঠক

    শাহবাজ শরিফ ও মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, শাহবাজ শরিফ ও মুহাম্মদ ইউনূস

    বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন।

    আজ ডি-৮ সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, ‘বিষয়গুলো বারবার আসছে। আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি।’ .

    জবাবে শরিফ বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে, কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে, তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন।

    অধ্যাপক ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে।

    এছাড়া, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন দেশ দু'টির সরকার প্রধান।

    মিসরের কায়রোতে ডি-এইট সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠক করেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বৈঠকে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  9. নির্বাচন কমিশনে দুদকের অভিযান

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

    এনআইডি সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান চালানো হয়।

    এসময় কমিশনের বাইরে থেকে এনআইডি সেবা দেয়ার বিনিময়ে অর্থ নেয়ার অভিযোগে দু'জনকে আটক করে দুদকের টিম।

    আটক ব্যক্তিরা অনুবিভাগের একটি প্রকল্পের কর্মচারী বলে সাংবাদিকদের জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

    মি. কবীর বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য তিন লাখ ৭৮ হাজার আবেদন জমা পড়ে আছে।

    এর ফলে সৃষ্ট দীর্ঘসূত্রতাই দুর্নীতির কারণ বলে মনে করেন তিনি।

    তিনি বলেন, আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে পারলে এ ধরনের দুর্নীতির সুযোগ কমে আসবে।

  10. পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা, মইন ইউ আহমেদসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

    ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বজনরা।

    এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকিসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এসময় তৎকালীন বিডিয়ারের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ, কর্নেল মুজিবুর হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমানসহ ১৫-২০ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

    ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা।

    পিলখানায় বিদ্রোহী জওয়ান

    ছবির উৎস, AFP

  11. কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

    কক্সবাজারের পেকুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।

    আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।

    কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

    “রাস্তাটা বেশ সংকীর্ণ। এ কারণে গাড়ি লেন থেকে কিছুটা সরে গেলেই দুর্ঘটনার আশঙ্কা অনেক বেড়ে যায়। দুটো গাড়ি বা একটি গাড়ির অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে,” বলছিলেন মি. চৌধুরী।

    দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  12. শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন পলক: চিফ প্রসিকিউটর

    জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    জিজ্ঞাসাবাদে জুনাইদ আহমেদ পলক এ তথ্য দিয়েছেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    তিনি বলেন, “তিনি স্বয়ং স্বীকারোক্তি দিয়েছেন, এই ইন্টারনেট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ আসার পর তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে নির্দেশ দেয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয়, করার পর জানাও যে, ইট ইজ ডান।”

    “এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাই এর জন্য সেই সংশ্লিষ্ট আসামীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি এটা সত্যায়ন করেছেন।”

    তিনি আরো বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল।

    কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পেছনে জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা কথা বলেছিলেন।

    সেসময় মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছিল, ‘সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে।’

    পরে ১৩ই অগাস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, জুনাইদ আহমেদ পলক নিজে, বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত।

    সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
  13. সাবেক পুলিশ প্রধান মামুন ও জিয়াউল ট্রাইব্যুনালে, দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ

    সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

    আগামী ২০শে ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

    এর আগে সকাল কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

    এর আগে গত ২০শে নভেম্বরে এই দুইজনসহ মোট আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের কারাগারে রাখার নির্দেশ দেয়া হয়।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  14. মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে জরুরি বৈঠক আজ

    মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে থাইল্যান্ডে বৈঠক হওয়ার কথা রয়েছে।

    বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় ওই বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ লক্ষ্যে বুধবার তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।

    বৈঠকে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ভারত, চীন ও লাওসের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গিয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, অপরাধ তৎপরতা, দেশটির ভবিষ্যৎ এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে নিয়ে আলোচনার কথা রয়েছে।

    মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে ১৩ লাখেরও মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের নিরাপদে ও অধিকারের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

    মূলত মিয়ানমারের বর্তমান যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়ে এলে তাদের যাতে ফেরত পাঠানো যায় এ লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ।

    বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ পরিস্থিতির কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে।

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
  15. নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী: ফখরুল

    নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য পরস্পরবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

    গত ১৬ই ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, “যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে।”

    “আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়,” বলেছিলেন প্রধান উপদেষ্টা।

    পরদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, “চূড়ান্ত তারিখ কী? সেটা নির্ভর করবে সংস্কারের ওপর। প্রধান উপদেষ্টা একটা সময় দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন ২০২৬ সালের ৩০শে জুনের মধ্যে নির্বাচন হবে।”

    তাদের দুজনের এমন বক্তব্য নিয়ে মির্জা ফখরুল বলেন, “বিজয় দিবসে জাতির উদ্দেশে দেয়া ড. ইউনূসের ভাষণে নির্বাচনের সময় একেবারে অস্পষ্ট। নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। তিনি ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী। এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াবে। আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে।”

    তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।