বৃহস্পতিবার যা যা ঘটেছে
- নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
- ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে একটি 'ডাকাত' দল। পরে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। কোনো হতাহত বা ভল্ট ভাঙার ঘটনা ঘটেনি।
- পাকিস্তানকে একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বাণিজ্য সম্পর্ক জোরদারে ঐকমত্য।
- পিলখানায় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বজনরা। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকিসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
- কক্সবাজারের পেকুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।
- জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গণমাধ্যমে এমন তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
- মিয়ানমার পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডে বৈঠক করেছে সীমান্তবর্তী দেশগুলো। বৈঠকে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ভারত, চীন ও লাওসের প্রতিনিধিরাও অংশ নেন।
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য পরস্পরবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।











