ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে আছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরসহ দুই জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে মি. মোসাব্বির মারা গেছেন।
    • ভেনেজুয়েলান তেলের ট্যাংকার জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে মি. হেগসেথ এ তথ্য জানিয়েছেন।
    • ন্যূনতম পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য বলে ঘোষণা দিতে পারবেন এ সংক্রান্ত ট্রাইব্যুনাল।
    • আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে আলটিমেটাম দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
    • ঢাকা- করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরার পর প্রথমবারের মতো চার দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বলে বিএনপির একটি প্রেস রিলিজে জানানো হয়েছে।
    • বাংলাদেশের কাছে জেএফ - ১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের আলোচনা হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মনে করছে জামায়াতে ইসলামী, দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সামনে এই কথা বলেন।
    • আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে বিভিন্ন ব্যাংকের ৫৩টি হিসাবে থাকা ৬৫ লাখ টাকার বেশি অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

    ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরসহ দুই জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে মি. মোসাব্বির মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

    বুধবার রাত সাড়ে আটটার কিছু পরে বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

    তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, গুলিবিদ্ধ অবস্থায় আজিজুর রহমান মোসাব্বিরকে পান্থপথের একটি হাসপাতালে নেওয়া হয়।

    তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান মি. ইকবাল।

  3. তেলবাহী জাহাজ মেরিনেরার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দাবি রাশিয়ার

    তেলবাহী জাহাজ মেরিনেরার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে রাশিয়ান পরিবহন মন্ত্রণালয়।

    তারা জানায়, "কোনো রাষ্ট্রেরই অন্য দেশের এখতিয়ারে গিয়ে সঠিকভাবে নিবন্ধিত জাহাজের বিরুদ্ধে বল প্রয়োগের অধিকার নেই"।

    এতে আরও বলা হয়েছে, মস্কোর সময় প্রায় বিকেল তিনটায় মার্কিন বাহিনী মেরিনেরায় আরোহণ করে, এরপরেই ওই জাহাজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    গত ২৪ শে ডিসেম্বর মেরিনেরা রাশিয়ান পতাকা নিয়ে চলাচলের জন্য 'অস্থায়ী অনুমতি' পেয়েছিল বলে পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

  4. ভেনেজুয়েলার তেলের উপর অবরোধ 'পূর্ণাঙ্গভাবে কার্যকর', জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলান তেল ট্যাংকার জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ভেনেজুয়েলান তেলের ট্যাংকার জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে মি. হেগসেথ এ তথ্য জানিয়েছেন।

    তিনি লিখেছেন, "নিষেধাজ্ঞার শিকার এবং অবৈধ ভেনেজুয়েলার তেলের ওপর বিশ্বের যে কোনো জায়গায় অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর করা হয়েছে"।

    পরে তিনি ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ট্যাংকার জব্দ করার একটি ভিডিওর পাশাপাশি একই রকম আরেকটি বার্তা শেয়ার করেছেন।

  5. ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

    এবার ক্যারিবীয়ান সাগরে ভেনেজুয়েলান দ্বিতীয় একটি তেলের ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র।

    ইউএস সাউদার্ন কমান্ড এ তথ্য জানিয়েছে।

    মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, "রাষ্ট্রের পরিচয়হীন, নিষেধাজ্ঞার শিকার ডার্ক ফ্লিটের অংশ এই ট্যাংকার", যেটিকে ভোরের আগে একটি অভিযানে আটক করা হয়েছিল।

    "এম/টি সোফিয়া ক্যারিবীয় সাগরে আন্তর্জাতিক জলসীমায় অবৈধ কার্যকলাপ পরিচালনা করছিল" বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী এবং তারা বলে "চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন কোস্টগার্ড এম/টি সোফিয়াকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে"।

  6. ন্যূনতম পাঁচ বছর গুম থাকলে ব্যক্তিগত সম্পত্তি বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা যাবে

    কারাগারে থাকা ব্যক্তির প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    ন্যূনতম পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ওই গুম হওয়া ব্যক্তির সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য বলে ঘোষণা দিতে পারবেন এ সংক্রান্ত ট্রাইব্যুনাল।

    এ ক্ষেত্রে বৈধ উত্তরাধিকারীদের আবেদন করতে হবে।

    অন্তর্বর্তী সরকার মঙ্গলবার গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ জারি করেছে।

    এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, ট্রাইব্যুনাল ওই ঘোষণা দিতে পারবে।

    এর আগে, গত ১৮ ই ডিসেম্বর সংশোধিত এই অধ্যাদেশের অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

    সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনার জন্য এ সংক্রান্ত কমিশনের সুপারিশে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ করা হবে।

    ভুক্তভোগী ব্যক্তিগত উদ্যোগেও আইনজীবী নিয়োগ করতে পারবেন।

    কমিশন গঠিত না হওয়া পর্যন্ত বা কমিশন না থাকা অবস্থায় সরকার পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারবে।

    অধ্যাদেশ অনুযায়ী, ট্রাইব্যুনাল যেই জেলায় বা বিভাগে অবস্থিত, সেই জেলা ও বিভাগের সদর দপ্তরের পাবলিক প্রসিকিউটর বা অতিরিক্ত প্রসিকিউটরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে।

  7. ভেনেজুয়েলান একটি তেলের ট্যাংকার আটকে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র

    মেরিনেরা নামে ভেনেজুয়েলান একটি তেলের ট্যাংকার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মেরিনেরা নামে ভেনেজুয়েলান একটি তেলের ট্যাংকার আটকের জন্য অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র

    মেরিনেরা নামে ভেনেজুয়েলান একটি তেলের ট্যাংকার আটকের জন্য আটলান্টিক মহাসাগরে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

    বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

    এই অয়েল ট্যাংকারটি আগে বেলা-১ নামে পরিচিত ছিল।

    এর আগে, মেরিনেরা জাহাজের দিকে অগ্রসর হয়ে উত্তর আটলান্টিকের ওপর দিয়ে যাওয়া বেশ কয়েকটি সামরিক বিমানকে ট্র্যাক করা হয়েছিল।

    যুক্তরাষ্ট্রের একটি যানকে ওই জাহাজের কাছাকাছি দেখা যাচ্ছে বলে রাশিয়ান গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে।

    বিবিসি ভেরিফাই এই তেলের ট্যাংকারটির যাত্রা অনুসরণ করছে, এটি আইসল্যান্ড থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণে এবং সম্প্রতি গতিপথ পরিবর্তন করেছে।

    মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ইরানি তেল পরিবহনের অভিযোগে অভিযুক্ত। তবে এর ইতিহাস বলছে, এতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করা হয়।

    কিন্তু সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই মেরিনেরা জাহাজটি খালি রয়েছে।

    এর আগে, প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়া আটলান্টিক মহাসাগরে ট্যাংকারটিকে পাহারা দেওয়ার জন্য একটি সাবমেরিন এবং অন্যান্য যান মোতায়েন করেছে।

  8. ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে দুই পর্বে

    পুলিশ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা সমন্বয় করবেন ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনার বিষয়টি।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রটি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে।

    পরিপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি–শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, কোস্টগার্ড নিয়োগ করা এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকার কথা পরিপত্রে বলা হয়েছে।

    প্রথম পর্বে, চলমান যারা মোতায়েন রয়েছেন, তারা বলবৎ থাকবেন।

    দ্বিতীয় পর্বে, ভোটকেন্দ্রিক মোতায়েন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আট থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন দায়িত্ব পালন করবেন বলে পরিপত্রে জানানো হয়েছে।

    নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

    সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে এবং তার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবে বলে পরিপত্রে জানিয়েছে সরকার।

    একইসাথে প্রয়োজনে মোবাইল ও স্ট্রাইকিং টিম পুনর্বিন্যাসও করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

  9. ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির কাছে উদ্বেগ জানিয়েছে জামায়াত

    জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মনে করছে জামায়াতে ইসলামী, দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সামনে এই কথা বলেন।

    বুধবার বিকেলে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাত করে জামায়াতের প্রতিনিধি দল।

    এর পর এক ব্রিফিংয়ে মি. তাহের বলেন, “গত কয়েক দিনের সরকারের আচরণে এবং প্রটেকশনের নামে যে বাড়াবাড়িটা চলছে সেসব আচরণে এই আশঙ্কা তো শুধু আমাদের মনেই তো নয়, আপনাদের মনেও এটা স্বাভাবিকভাবে জাগার কথা যে লেভেল প্লেয়িং ফিল্ডটা নাই।”

    গত কয়েক দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে দলটি উদ্বেগও জানিয়ে বলেও তিনি জানান।

    দেশের অনেক জায়গায় প্রশাসনের কর্মকর্তারা বৈষম্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা।

    “ডিসি-এসপির তালিকা স্পেসিফিক দেই নাই। আমরা বলেছি, এরকম ডিসি-এসপিদের ভেতরে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। আমরা অবজার্ভ করবো। অবজার্ভ করে আমরা তালিকায় যাবো,” বলেন মি. তাহের।

    সুষ্ঠু নির্বাচন হলে রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

    দেশে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি দাবি করে মি. তাহের বলেন, “যেভাবে একেবারে সিরিয়াস সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা সেভাবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। কিছুটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে ৯১ সালে ও ২০০১ সালে। গ্রহণযোগ্য নির্বাচন ও শতভাগ সুষ্ঠু নির্বাচনের মধ্যে পার্থক্য আছে।”

    দ্বৈত নাগরিকত্বের ব্যক্তিদের মনোনয়ন গ্রহণ ও বাতিল বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, একটা স্ট্যান্ডার্ড তো হইতে হবে।

    “যাদেরকে এক্সেপ্ট করা হয়েছে কিসের ভিত্তিতে, যাদেরকে রিজেক্ট করা হইছে কিসের ভিত্তিতে, আইন তো এখানে খুব স্পষ্ট। এখানে বৈষম্যটা হইছে এজন্য যে ওই সমস্ত জায়গার ডিসিদের মানসিকতার কারণে। যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করে এবং অন্য কাউকে পছন্দ করতে চায় না তারা চেষ্টা করছে এটা করার জন্য,” বলেন মি. তাহের।

    তারেক রহমানের সফরের প্রতি ইঙ্গিত করে এই জামায়াত নেতা বলেন, “আমাদের কথা হচ্ছে যে আরপিও যারা ভায়োলেট করবে যেমন কোনো কোনো নেতৃবৃন্দের সফরের নিউজ আমরা পাচ্ছি। ২১ তারিখের আগে তো ওইভাবে রাজনৈতিক সফর বা নিজের মার্কা নিয়ে সফর করার সুযোগ নাই। তো আমরা দেখি নির্বাচন কমিশন কী করে, বা ওনারাই বা কী করে।”

    এখন পর্যন্ত নির্বাচন কমিশনের প্রতি এই দলটি আস্থা রাখতে চাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামী নেতা মি. তাহের।

  10. ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল

    ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

    বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে দেশের মর্যাদার বিনিময়ে খেলতে চায় না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

    ক্রিকেটারদের নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস নয় বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

    বুধবার সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    মি. নজরুল বলেন, “আইসিসির চিঠি পড়ে মনে হয়েছে তারা ভারতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বুঝতে সক্ষম হয়নি। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই।”

    তিনি জানান, অপর আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ।

    পরে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “যে কোনো বিদেশি ট্রিপে যাওয়ার আগে আমাদের সরকারি অর্ডার লাগে। সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি। এই সেইফটি অ্যান্ড সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে, তাহলে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস।”

    তিনি দাবি করেন, “আমরা তো একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা রেইজ করেছি। এতোগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এ ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হয়েছে তাই আমরা এটা রেইজ করেছি স্ট্রংলি।"

    আইসিসি যদি সেখানেই খেলতে হবে বলে তাহলে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করবে কি না এমন প্রশ্নে মি. ইসলাম জানান, আইসিসিকে বোঝানো হবে।

    “আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে তার মূল কারণই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি আমাদের যে রিজনগুলা আছে সেগুলো আমরা স্টাবলিশ করতে পারবো। আমরা ভ্যালিড রিজন নিয়ে কথা বলেছি। মোস্তাফিজকে দেখেন, সিকিউরিটি দিতে অসুবিধার কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে। তখন একটা দল, বাংলাদেশের জনগোষ্ঠি যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি রাখছি,” বলেন মি. ইসলাম।

    তিনি উল্লেখ করেন, “যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি। পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে একটা সঠিক অ্যান্সার পাবো।”

    বিশ্বকাপ কনসিডার করার প্রশ্নে মি. ইসলাম বলেন, “সিচুয়েশন আমাদের বলে দেবে। আমরা আমাদের ব্যাপারে অনড়।”

    বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিশ্বকাপ কনসিডার করার প্রশ্নে মি. ইসলাম বলেন, “ সিচুয়েশন আমাদেরকে বলে দিবে, আমরা আমাদের ব্যাপারে অনড়।”
  11. হাদি হত্যা মামলার প্রধান আসামির ৬৫ লাখ টাকার বেশি অবরুদ্ধের আদেশ

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি

    ছবির উৎস, Osman Hadi/FB

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে বিভিন্ন ব্যাংকের ৫৩টি হিসাবে থাকা ৬৫ লাখ টাকার বেশি অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    একই সাথে ওই টাকা অবরুদ্ধ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে।

    বুধবার সিআইডি পুলিশের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

    সিআইডি পুলিশের পক্ষে এসআই আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে টাকা বাজেয়াপ্তের আবেদন করেন।

    আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং বিষয়ক অভিযোগের অনুসন্ধান চলছে।

    তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যথেষ্ট সন্দেহজনক বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

    সে কারণেই সিআইডি এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেছে।

    গত ১২ ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

  12. বাংলাদেশের কাছে পাকিস্তানের থান্ডার যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনা

    জেএফ - ১৭ থান্ডার যুদ্ধবিমান

    ছবির উৎস, REUTERS/Saiyna Bashir/File Photo Purchase Licensing Rights

    ছবির ক্যাপশান, বাংলাদেশের কাছে জেএফ - ১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের আলোচনা হয়েছে।

    বাংলাদেশের কাছে জেএফ - ১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের আলোচনা হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য প্রকাশ করেছে।

    জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে পাকিস্তানে তৈরি করা হয়। মিয়ানমার, আজারবাইজান বা নাইজেরিয়ার মতো দেশ পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান কিনেছে।

    ইসলামাবাদ বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদার এবং অস্ত্র সরবরাহের উচ্চাকাঙ্ক্ষা আরও বিস্তৃত করছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

    এই আলোচনা এমন এক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে, যখন পাকিস্তান গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সাথে সংঘাতে তার বিমান বাহিনীর সাফল্যকে পুঁজি করে দেখানোর চেষ্টা করছে।

    ওই সংঘাত ছিল প্রায় তিন দশকের মধ্যে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই।

    পাকিস্তান সেনাবাহিনীর প্রেস উইং জানিয়েছে, চীনের সাথে যৌথভাবে তৈরি এই বহুমুখী যুদ্ধবিমান জেএফ - ১৭ থান্ডার এর প্রকিউরমেন্টের বিষয়ে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের সিধু এবং বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ খান বিস্তারিত আলোচনা করেছেন।

    মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে, পাকিস্তান বাংলাদেশকে “সুপার মুশশাক প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহ, একটি সম্পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা করা হবে” বলে নিশ্চিত করেছে।

  13. নয়টি জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরার পর প্রথমবারের মতো চার দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বলে বিএনপির একটি প্রেস রিলিজে জানানো হয়েছে।

    আগামী ১১ থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত ৯টি জেলা সফর করবেন তিনি।

    তবে তার এই সফর ‘ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ’ হিসেবে আয়োজন করা হচ্ছে এবং এর ফলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে না বলে দাবি করা হয়েছে প্রেস রিলিজে।

    তিনি এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গত বছর জুলাই আন্দোলনের সময় আবু সাঈদসহ নিহত অন্যদের কবর জিয়ারত করবেন বলেও জানানো হয়েছে।

    জুলাই আন্দোলনে আহতদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।

    যেসব জেলায় তিনি যাচ্ছেন তার মধ্যে রয়েছে––টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।

  14. ঢাকা-করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করছে বিমান

    বিমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আগামী ২৯শে জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হতে যাচ্ছে

    ঢাকা- করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    আগামী ২৯ শে জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হতে যাচ্ছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে।

    প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইট দুটি চলাচল করবে।

    নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

  15. বিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা মীর আরশাদুল হক

    বিএনপিতে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, বিএনপিতে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক

    জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

    বিএনপির এক প্রেস রিলিজে জানানো হয়েছে, আজ ৭ই জানুয়ারি বুধবার দুপুর ২টায় গুলশানের বিএনপির চেয়ারপার্সনের অফিসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন মি. হক।

    এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে আবেদনপত্র দিয়ে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হয়েছেন তিনি।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন মীর আরশাদুল হক। গত ২৫শে ডিসেম্বর তিনি এক ফেসবুক পোস্টে এনসিপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং বিএনপির প্রতি সমর্থন জানান।

    জামায়াতের সঙ্গে এনসিপির জোটে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নন বলে ওই পোস্টে লিখেছিলেন তিনি।

  16. আইসিসির আলটিমেটাম সংক্রান্ত খবর 'ভিত্তিহীন ও অসত্য' দাবি বিসিবির

    একপাশে বিসিবির লোগো, অন্যপাশে মোস্তাফিজ

    ছবির উৎস, BCB/Reuters

    আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে আলটিমেটাম দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    এর আগে, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও কিছু সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে বার্তা দিয়েছে যে হয় ভারতেই খেলতে হবে, নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে হবে।

    তবে আলটিমেটাম দেওয়ার এই খবর প্রত্যাখ্যান করেছে বিসিবি। এসব প্রতিবেদনের সত্যতা নেই বলেও তারা দাবি করেছে।

    বিসিবি জানিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আনুষ্ঠানিকভাবে জবাব পাওয়া গেছে।

    তবে সেই যোগাযোগে কোনো ধরনের আলটিমেটাম বা চাপের বিষয় ছিল না বলে বিসিবির দাবি।

    বিসিবি দাবি করেছে, আইসিসি তাদের বার্তায় টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

    একইসাথে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত উদ্বেগ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    বিসিবি আরও জানায়, বাংলাদেশ দলের নিরাপদ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক ও পেশাদার আলোচনায় তারা অব্যাহত থাকবে।

    জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও খেলোয়াড়দের কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়া এবং তার প্রতিবাদে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর ক্রিকেটেও দুই দেশের মধ্যে বৈরিতা স্পষ্ট হয়।

  17. মঙ্গলবারের গুরুত্বপূর্ণ কিছু খবর

    • পাকিস্তান সুপার লিগে তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়।
    • ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। কেউ কেউ মাদুরোকে বন্দি করার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন, আবার অনেকে ভেনেজুয়েলার স্বাধীনতার আহ্বানও জানিয়েছেন।
    • ভেনেজুয়েলার কারাকাস শহরে কয়েক ডজন সামরিক চেকপোস্ট বসানো হয়েছে বলে জানা গেছে। এমনকি শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিদেশি সাংবাদিকদেরও।
    • ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান “আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে অবজ্ঞা করেছে” বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর।
    • নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সংস্থাটির সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।
    • দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
    • একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
    • ব্যক্তি খাতের কারসাজির কারণেই বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে