নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো সময় দেননি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, দেশের অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো সময় দেয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা একেবারেই সন্তুষ্ট না"।
    • প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকের পর তাদের "আনন্দিত মনে হয়েছে" বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
    • বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে এবং তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন।
    • আগামী এক মাসের মধ্যে সংস্কার শেষ হলে ডিসেম্বরের আগেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
    • দেশের অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির আমির শফিকুর রহমান।
    • আগামী জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
    • জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব করেছে হোয়াইট হাউজ।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'য় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।

  2. টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় অধ্যাপক ইউনূস

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    মার্কিন সাময়িকী টাইম প্রকাশিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বুধবার চলতি বছরের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম, এতে ‘লিডার' ক্যাটাগরিতে রয়েছে অধ্যাপক ইউনূসের নাম।

    প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে এই ম্যাগাজিন। ম্যাগাজিনে অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

    এতে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে গতবছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা- শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূস।

    এতে আরও বলা হয়, অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন অধ্যাপক ইউনূস। তার এই উদ্যোগের সুফল পেয়েছে লাখো মানুষ—যাদের ৯৭ শতাংশ নারী।

    টাইম ম্যাগাজিনের এ তালিকায় বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে।

    এতে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নামও রয়েছে।

  3. জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্তের আশা কমিশনের

    প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান

    বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে, তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন।

    বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান।

    পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান এসময় বলেন, "আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।"

    তিনি বলেন, "আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে ৮ জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন।"

    এসময় তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার কথাও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    তিনি বলেন, “পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে। এ রহস্য উদঘাটন করতেই হবে।”

    বৈঠকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

  4. ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন সম্ভব: আমীর খসরু

    সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

    ছবির উৎস, BNP media cell

    ছবির ক্যাপশান, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

    আগামী এক মাসের মধ্যে সংস্কার শেষ হলে ডিসেম্বরের আগেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি।

    বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    তিনি বলেন, “আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে, সেটাও বলেছি। এখানে সংস্কারের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যেসব বিষয়ে সকলের ঐকমত্য থাকবে সেসব বিষয়ে সংস্কার করা হবে।”

    “সহজ বিষয়- আমরা সংস্কার প্রস্তাব জমা দিয়েছি। সকলের যেসব বিষয়ে ঐকমত্য আছে আমরা সেটি দিয়েছি। ঐকমত্য হলে সেটা এক মাসের মধ্যেই হয়ে যাবে।”

    গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এই সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

    মি. চৌধুরী বলেন, “মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছে বিএনপির পলিসি কী হবে। অর্থনৈতিক পলিসি কী হবে সেটা আমরা তাদেরকে বলেছি। অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে। আমরা তাদের বলেছি আমরা আগামী দিনে আরও বড় অর্থনৈতিক সংস্কারের দিকে যাবো। সেটাতে তারা আশ্বস্ত হয়েছে।”

    এর আগে দুপুরে মার্কিন প্রতিনিধি দল জামায়াত ইসলামীর সাথে বৈঠক শেষে দলটির আমির শফিকুর রহমান জানান, তারা আশা করেন আগামী রমজানের আগে অর্থাৎ মধ্য ফেব্রুয়ারি মধ্যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এই প্রসঙ্গে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নভেম্বর-ডিসেম্বর বিষয় না। বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখান থেকে গণতান্ত্রিক সরকারে ফেরা দরকার দ্রুত। সেটা করতে কতদিন সময় লাগে সেটা নিয়ে আমরা কথা বলেছি।”

    এর আগে আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় জানতে চায় বিএনপি।

    তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো সময় দেননি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট না।”

  5. অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

    নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ফাইল ছবি

    দেশের অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

    বুধবার বিকেলে মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

    কোনো ধরনের পরিবর্তন বা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে কি না সেটাও বিবেচনাধীন থাকবে বলে তিনি মন্তব্য করেছেন।

    নাহিদ বলেন, "প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে।"

    মি. ইসলাম বলেন, "আমরা দেখছি প্রশাসন নিরপেক্ষ না। তারা প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায় চাঁদাবাজি চলছে। সে জায়গায়ও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।”

    “আমরা বলেছি এই ধরনের একটি প্রশাসন যদি থাকে, তাদের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেয়িং ফিল্ড, নিরপেক্ষ আমলাতন্ত্র ও নিরপেক্ষ প্রশাসন আমাদের নিশ্চিত করতে হবে।”

    কবে নাগাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় এনসিপি এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। সেটি আমরা সমর্থন করেছি। কিন্তু বিচার ও জুলাই সনদ কার্যকর ছাড়া নির্বাচনের সময় নিয়ে আলোচনা করে লাভ নাই।”

    আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ নিয়ে বিস্তারিত আলাপ হয়নি। তবে আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের সুযোগ আছে বলে আমরা মনে করি না।”

  6. প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি

    প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

    দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দলের পক্ষ থেকে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে ‘দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত করণীয় কিছু বিষয়ে মতামত ও পরামর্শ’ শীর্ষক এই চিঠি তুলে দেন তিনি।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায় চিঠিতে বিএনপি উল্লেখ করেছে, “দীর্ঘ ১৬ বছরের লড়াইয়ে ১৭শ’র বেশি বিরোধী নেতা-কর্মী গুম, সহস্রাধিক খুন এবং ৬০ লাখের বেশি নেতা-কর্মী আহত,পঙ্গু ও গায়েবি মামলায় হয়রানির শিকার হয়েছেন”। এছাড়াও, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে “দুই সহস্রাধিক তরুণ, ছাত্র, শ্রমিক ও নারী-শিশু জীবন উৎসর্গ করেছেন এবং আরও কয়েক হাজার আহত ও পঙ্গু হয়েছেন”।

    বিএনপি “ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই”কে অসীম আত্মত্যাগ ও সাহসী লড়াইয়ের এক “গৌরবজনক ইতিহাস” বলে অভিহিত করেছে।

    দলটি আশা প্রকাশ করে, অধ্যাপক ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা হলো “দ্রুত ফ্যাসিবাদী দল, তাদের দলীয় সরকার ও সহযোগীদের আইনের আওতায় এনে গণবিরোধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার, দুর্নীতি ও লুটপাটের বিচার এবং পাচারকৃত অর্থ ফেরত আনা, নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করা, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার উন্নতি ঘটানো এবং দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্রক্ষমতা ফিরিয়ে দেওয়া”।

    বিএনপি মনে করে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান, আইন, বিধি ও প্রতিষ্ঠানে পরিবর্তন ও সংস্কার অপরিহার্য। এক্ষেত্রে সরকারের যেকোনো উদ্যোগে তারা সমর্থন জানাবে।

    চিঠিতে বিএনপি ‘আগে উন্নয়ন পরে গণতন্ত্র’ এবং ‘আগে সংস্কার পরে গণতন্ত্র’ উভয় তত্ত্বকেই “ভ্রান্ত” আখ্যায়িত করে। তারা মনে করে, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমেই সবার জন্য উন্নয়ন সম্ভব এবং এর জন্য রাষ্ট্রব্যবস্থা, আইন ও নীতির সংস্কার জরুরি।

    চিঠির শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তি অবসানে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

  7. জুলাইয়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জানালো ইসি

    বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন

    আগামী জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান।

    তিনি বলেন, “শপথ নেয়ার পর থেকেই আমরা নির্বাচন আয়োজনের বিভিন্ন কাজ শুরু করেছি। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন কাজ এরইমধ্যে শুরু করেছি।”

    ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, সরকারঘোষিত সময়সীমা ঘিরেই তারা এগোচ্ছেন। সেটি হচ্ছে ডিসেম্বর।

    আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “এখন থেকে আগামী তিন মাসের মধ্যে প্রি ওয়ার্কগুলো হয়ে যাবে। তখন আমরা সরকারঘোষিত টাইমলাইন মাথায় রেখেই এগিয়ে যাচ্ছি আমরা।”

    দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, “আমি বেশকিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছে, তারা আরও ইমপ্রুভ করবে। আইনশৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে।”

    আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচনের তফসিল ঘোষণার আগে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করতে হবে। নতুন যেসব দল নিবন্ধন পাবে এবং পুরানো দল—সবাইকে নিয়ে মতবিনিময় করতে চান তারা। নিবন্ধনের কাজ শেষ করা না হলে নতুন রাজনৈতিক দলগুলোর ভেতরে কষ্ট থাকবে। সেদিক বিবেচনা করে, ইসি সঠিক সময়ে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে।"

    আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে বিভিন্ন বক্তব্যে জানিয়ে আসছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ তার নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের সদস্যরা।

  8. মুর্শিদাবাদের সহিংসতায় ‘বাংলাদেশ-যোগ’ নিয়ে কী বললেন মমতা ব্যানার্জী

    ইমাম-মুয়াজ্জিনদের সভায় ভাষণ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

    ছবির উৎস, Mamata Banerjee / FB

    ছবির ক্যাপশান, ইমাম-মুয়াজ্জিনদের সভায় ভাষণ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

    ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষিতে বাংলাদেশের কথা একাধিকবার টেনে এনেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

    কলকাতায় বুধবার পশ্চিমবঙ্গের ইমাম-মুয়াজ্জিনদের এক সভায় ভাষণ দিতে গিয়ে মিজ. ব্যানার্জী কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন। দেশের ভালো হলে খুশি হবো। কিন্তু আপনাদের প্ল্যানিংটা কী? কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা?"

    মুখ্যমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে ভাষণের যে লাইভ দেখানো হয়েছে, সেখানেই এই প্রসঙ্গগুলো আছে।

    সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের একটি পোস্টের প্রসঙ্গে মমতা ব্যানার্জী বলেন, "কাল আমি এএনআই-এর একটি টুইট দেখেছি, হোম মিনিস্ট্রির সোর্স কোট করে বলেছে যে- ইসমে বাংলাদেশ কা হাথ হ্যায়।"

    মমতা ব্যানার্জীর বক্তব্যের শেষ অংশটি হিন্দিতে, যার অর্থ হলো- 'এতে বাংলাদেশের হাত আছে'।

    এর পরেই তিনি বলেন, যদি এই সহিংসতায় বাংলাদেশের হাত থাকে, তাহলে তার দায় তো কেন্দ্র সরকারের। সীমান্ত সামলানোর দায়িত্ব বিএসএফের। রাজ্যের হাত নেই এতে।

    মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের সংশ্লিষ্টতা এবং বিএসএফের দায় নিয়ে এই একই কথা ভাষণের শেষ দিকে আরও একবার বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

    "আপনারা অ্যালাউ করলেন কেন? বিজেপির লোক কীভাবে বাইরে থেকে এসে গণ্ডগোল পাকিয়ে পালিয়ে গেল," প্রশ্ন মমতা ব্যানার্জীর।

    এদিনের ভাষণে মমতা ব্যানার্জী একাধিকবার এই মন্তব্যও করেছেন যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতা “বিজেপির পরিকল্পনা”।

    তার কথায়, "এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত দাঙ্গা। আমিও সাধারণ মানুষের কাছ থেকে অনেক তথ্য পাচ্ছি।"

    “বাইরে থেকে গুণ্ডা নিয়ে আসার পরিকল্পনাটা বিজেপির। প্রথমে ওদের পরিকল্পনা ছিল রাম-নবমীর দিনের। কিন্তু আপনারা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন,” বলেছেন মিজ ব্যানার্জী।

    কলকাতার বৈঠকে হাজির ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা শান্ত থাকুন। বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা ভূমিকা পালন করতে হবে। আমি কিন্তু খুঁজে বার করব সীমান্ত এলাকায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ-ছয় হাজার টাকার বিনিময়ে ইঁট ছুঁড়িয়েছে।"

    মমতা ব্যানার্জীর তোলা অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিএসএফ।

    উল্লেখ্য, ভারতের পার্লামেন্টে পাস হওয়া ওয়াকফ আইনের সংশোধনি নিয়ে প্রথম দফায় গত মঙ্গল ও বুধবার এবং দ্বিতীয় দফায় শুক্র ও শনিবার বাংলাদেশে সীমান্তবর্তী সুতি ও সামশেরগঞ্জ এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়েছিল। ওই সহিংসতার জেরে শনিবার তিনজনের মৃ্ত্যু হয়েছিল – যাদের দুজন হিন্দু ও একজন মুসলমান বলে রাজ্য পুলিশ জানায়।

    আরও পড়তে পারেন:

  9. আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির আমির শফিকুর রহমান।

    তিনি বলেন, “মার্কিন প্রতিনিধি দল জানতে চাচ্ছে আমরা কখন এই নির্বাচনটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবে।”

    “আমাদের ভিউ (দৃষ্টিভঙ্গী) হচ্ছে রমজানের আগেই নির্বাচন শেষ হওয়া উচিত। জুন পর্যন্ত অপেক্ষা করে তখন বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে। তখন আবার নির্বাচনটা অনিশ্চিত হয়ে যেতে পারে,” যোগ করেন তিনি।

    জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “ওই আশঙ্কার কারণেই রমজানের আগেই যেন নির্বাচন হয়ে যায়। এটা আমাদের মতামত।”

    তিনি জানান, নির্বাচন নিয়ে জামায়াতের দলগত অবস্থান, সরকার গঠন করলে গণতান্ত্রিক চর্চা কিংবা নির্বাচন পদ্ধতি সম্পর্কেও জানাতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল।

    এর জবাবে জামায়াত ইসলামী মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে, জামায়াত আগামী নির্বাচন আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে দেখতে চায়। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়েও দলটি কথা বলেছে মার্কিন প্রতিনিধি দলের কাছে।

    আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “জুলাই-অগাস্টে আহত অনেকে হাসপাতালের বিছানায় পড়ে আছে। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। এই বিচারও সুষ্ঠু হতে হবে।”

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী মন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় এসেছেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

    আজ গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনাসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করছেন নিকোল চুলিক।

  10. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    কঙ্গো জাতিসংঘের সবচেয়ে বড় শান্তিরক্ষা মিশন রয়েছে

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, কঙ্গো জাতিসংঘের সবচেয়ে বড় শান্তিরক্ষা মিশন রয়েছে

    জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব করেছে হোয়াইট হাউজ। মালি, লেবানন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউজের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়োইট হাউজের অভ্যন্তরীণ গোপনীয় নথিতে তারা এই প্রস্তাব দেখতে পেয়েছে।

    জাতিসংঘ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এরপরেই রয়েছে চীনের অবস্থান।

    প্রতিবছর জাতিসংঘ বাজেটের ২২ শতাংশ বা ৩.৭ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান দিয়ে থাকে। আর শান্তিরক্ষা মিশনের ২৭ শতাংশ বা ৫.৬ বিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র। এই আর্থিক সহায়তা দেয়া বাধ্যতামূলক।

    রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য যে তহবিলের অনুরোধ জানিয়েছে, তার জবাবে হোয়াইট হাউজের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) দপ্তর যে জবাব দিয়েছে, সেখানেই শান্তিরক্ষা মিশনের জন্য তহবিল বাতিলের এই সুপারিশ রয়েছে।

    তাদের পরিকল্পনা হচ্ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মোট বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনা।

    তবে নতুন যে বাজেট তৈরি করা হবে, সেটি অবশ্যই কংগ্রেসে অনুমোদন পেতে হবে। যেসব কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে, কংগ্রেস চাইলে এর কিছু কিছু অথবা পুরোটাই পুনর্বহাল করতে পারে।

    হোয়াইট হাউজের বাজেট অফিস যে প্রস্তাব দিয়েছে, মঙ্গলবারের মধ্যে তার জবাব দেয়ার কথা রয়েছে পররাষ্ট্র দপ্তরের।

    প্রথম মেয়াদের সময়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সহয়াতা বাজেটের এক তৃতীয়াংশ কাটছাঁট করতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস ট্রাম্পের সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে দিয়েছিল।

  11. দুর্নীতির মামলায় স্বাস্থ্যের গাড়িচালক মালেকের পাঁচ বছরের কারাদণ্ড

    দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক গাড়িচালক আব্দুল মালেকের পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

    পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।

    আজ বুধবার ঢাকার বিচারিক আদালত জ্ঞাত - আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় এ রায় দেয়।

    আসামীদের জ্ঞাত আয় বর্হিভূত এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা।

    জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন।

  12. প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে বিএনপিকে খুশি মনে হয়েছে: আসিফ নজরুল

    ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল

    প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকের পর তাদের আনন্দিত মনে হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    এর আগে বৈঠকের পরই নির্বাচনের সুনির্দিষ্ট ডেটলাইন না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

    পরে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে প্রশ্ন করা হলে মি. নজরুল বলেন, “ বিএনপির মহাসচিবের এটা বলার অবশ্যই অধিকার আছে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে। মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল সেগুলোর উত্তর তারা পেয়েছেন। আমার কাছে তা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে।”

    নির্বাচনের সময় সম্পর্কে বলেন, "ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে- মে বা জুন মাসে করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা করবো। অকারণে আমরা এক মাস দুই মাস থাকবো বিষয়টা সেটা না। ক্ষমতায় থাকার জন্য দেরি করা হবে না।"

    "জনগণের একটা আকাঙ্খা আছে যেন আমরা বিচার করে যাই। হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। আমরা যদি কোন বিচার না করি তাহলে মানুষ কেন, নিজেদের কাছে জবাব দেবো কীভাবে" বলেন মি. নজরুল।

    তিনি জানান, "ফলে ইলেকশন, সংস্কার বিচার আরও কিছু পদক্ষেপের উপর নির্ভর করে ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। আমরা ক্যাটাগরিকেলি বলেছি এটা কোন অবস্থাতেই জুনের পরে যাওয়া হবে না। এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। অযথা কালক্ষেপনের কোনো সম্ভাবনা নেই। যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই।"

  13. নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি

    বৈঠক

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, নির্বাচনের সুনির্দিষ্ট ডেটলাইন না পাওয়ায় অসন্তোষ বিএনপির

    নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোন সময় দেয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    তিনি বলেন, “প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোন ডেটলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নয়।”

    “আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে” বলেন মি. আলমগীর।

    নিজেদের উদ্বেগের কারণগুলো প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি।

    মি. আলমগীর বলেন, "নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ বেশ কিছু কাল থেকে বলে আসছি সেই বিষয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা বলেছি, দেশের যে অবস্থা তাতে আমরা বিশ্বাস করি অতি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই সমস্যাগুলোর সমাধান করতে হবে। একইসঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে তাতে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি।"

  14. ছয় দাবিতে ঢাকাসহ সারাদেশে ব্লকেড কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা

    ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটরদের পদে পদোন্নতি দিতে হাইকোর্টের দেয়া রায় বাতিলসহ ছয় দফা দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলো।

    পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল এগারটা থেকে ঢাকার তেজগাঁয়ে সাতরাস্তার মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। এর ফলে চারদিকের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

    মহাখালী, মগবাজার, কারওয়ান বাজারগামী সড়কগুলোতে এ সময় যানজটে আটকা পড়ে শত শত মানুষ, গাড়ি।

    শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

    রাজশাহী ও দিনাজপুরে রেলপথ অবরোধ করায় রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল।

    অবরোধ কর্মসূচি

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, ছয় দাবিতে ঢাকাসহ সারাদেশে ব্লকেড কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা
  15. 'ফ্যাসিবাদের প্রতিকৃতি' মোটিফ নির্মাণকারী সন্দেহে শিল্পীর বাড়িতে আগুন

    পোড়া বাড়ি

    ছবির উৎস, MANABENDRA GHOSH/FACEBOOK

    ছবির ক্যাপশান, পহেলা বৈশাখের মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত করছে প্রশাসন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'য় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এই শিল্পীর বাড়িতে মঙ্গলবার রাতে আগুন দেয়া হয়।

    শিল্পী মি. ঘোষ এবারের বর্ষবরণের শোভাযাত্রায় বাঘের মোটিফ নির্মাণ করেছিলেন।

    তবে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয় যে, তিনি 'ফ্যাসিবাদের প্রতিকৃতি' মোটিফ তৈরি করেছেন, যার সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বের মিল রয়েছে বলে অনেকে অভিযোগ করছেন।

    চারুকলার 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'র শুরুতে থাকা ওই মোটিফ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পহেলা বৈশাখের আগেরদিন ভোররাতে প্রথম মোটিফটিতে সন্দেহভাজন একজন ব্যক্তি আগুন দিলে পুরোটা পুড়ে যায়। পরে আরেকটি মোটিফ তৈরি করা হয়, যা শোভাযাত্রার সামনের সাড়িতে ছিল।

    অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ীতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

    তিনি লিখেছেন, "গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’! এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।"

    মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

    প্রেস উইং থেকে জানানো হয়েছে, মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেছেন, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মি. ঘোষ পোড়া বাড়ির বেশ কিছু ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, "সকলের কল্যাণ হোক"।

    পোড়া ভাস্কর্য

    ছবির উৎস, MANABENDRA GHOSH/FACEBOOK

    ছবির ক্যাপশান, পহেলা বৈশাখের মোটিফ নির্মানকারী শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত করছে প্রশাসন
  16. ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কাল

    প্রায় ১৫ বছর পর, বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে ঢাকায়।

    বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক করবে দুই দেশের সচিবরা।

    পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ঢাকায় এসে পৌঁছেছেন।

    রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

    কর্মকর্তা বলেন, “এত দীর্ঘ বিরতির পর, আগে থেকে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া কঠিন, তবে ব্যাপক ভিত্তিক আলোচনা হবে।”

    পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান এই বৈঠকে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন।

  17. ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্র উপ-সহকারী মন্ত্রী

    যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ - সহকারী মন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ - সহকারী মন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপের তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসার কথা রয়েছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর এটি।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তারা বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি প্রতিনিধিদের সাথে দেখা করবেন।

    বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পৃথকভাবে বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রতিনিধি দলটির।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন।

    অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

  18. প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। এ বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় জানতে চাইবে বিএনপি।

    দুপুর ১২টা ওই বৈঠক শুরু হয়েছে।

    গতকাল মঙ্গলবার রাতে বৈঠকের এজেন্ডা ঠিক করতে দলটির স্থায়ী কমিটির বৈঠকও হয়েছে।

    বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেছেন, "এবার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তুটি খানিকটা ভিন্ন। আমরা মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতেই যাচ্ছি।"

    অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সম্প্রতি সরকারের একজন উপদেষ্টার মন্তব্য, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংশোধিত বিজ্ঞপ্তি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এর আগেও বিভিন্ন সময়ে বৈঠক হয়েছে। (ফাইফ ফটো)

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এর আগেও বিভিন্ন সময়ে বৈঠক হয়েছে। (ফাইফ ফটো)
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে