বুধবার সারাদিন যা যা হলো
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো সময় দেয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা একেবারেই সন্তুষ্ট না"।
- প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকের পর তাদের "আনন্দিত মনে হয়েছে" বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
- বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে এবং তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন।
- আগামী এক মাসের মধ্যে সংস্কার শেষ হলে ডিসেম্বরের আগেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
- দেশের অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
- আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির আমির শফিকুর রহমান।
- আগামী জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
- জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব করেছে হোয়াইট হাউজ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'য় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৃহস্পতিবার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।















