সংস্কারের জন্য ছয়টি কমিশন, ছয় জনকে দায়িত্ব দেয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনূস। নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। সারাদিনের ঘটনাপ্রবাহ দেখুন বিবিসি বাংলার লাইভ পাতায়।

সার সংক্ষেপ

  • সংস্কারের জন্য ছয়টি কমিশনে ছয় জনকে দায়িত্ব
  • নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে হামলা
  • মাশরাফীসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা
  • গাইবান্ধায় যৌথ অভিযানে আটকের পর দু’জনের মৃত্যু
  • ভারতের মনিপুরে কারফিউ অব্যাহত, ইন্টারনেট বন্ধ
  • বিক্ষোভের মুখে নবনিযুক্ত ডিসিদের আটজনের নিয়োগ বাতিল
  • ১৫ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

সরাসরি কভারেজ

  1. রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিশন, কাজ শুরু অক্টোবরে: অধ্যাপক ইউনূস

    অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মাঠ প্রশাসনকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।একই সাথে জুলাই গণঅভ্যত্থানের বার্তাকে প্রতিফলিত করতে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন বলেও জানান তিনি।

    দায়িত্ব নেয়ার এক মাস পর বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা জানান অধ্যাপক ইউনূস।

    দীর্ঘ আধাঘণ্টার এই ভাষণে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

    গত পনেরো বছরেরও বেশি সময়ে দেশের প্রশাসন, অর্থনৈতিক খাত কিংবা বিভিন্ন জায়গায় যে সব সংকট তৈরি হয়েছে সেগুলোর কথা তুলে ধরেন তিনি।

    এর পাশাপাশি এই সংকট নিরসনে সরকারের নেয়া নানা উদ্যোগ ও ভবিষ্যত সংস্কার পরিকল্পনার কথাও জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

    প্রধান উপদেষ্টা জানান, বিভিন্নবিষয়ে সংস্কারে ছয়টি কমিশন গঠন করে ছয়জন বিশিষ্ট নাগরিককেএই কমিশনগুলি পরিচালিনা করার দায়িত্ব দেয়া হয়েছে।

    এ জন্য দেশের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সরফ রাজ হোসেন, বিচারবিভাগ সংস্কারের দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী এবংসংবিধান সংস্কারকমিশনের দায়িত্ব থাকছে ড. শাহদীন মালিকের হাতে।

    এসবকমিশন প্রধানরা পূর্ণাঙ্গভাবেগঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে আগামী পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করবে।

    এবং তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

    কমিশনেররিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শসভারআয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলেরপ্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিকতিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতেসংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা।

  2. বুধবার সারাদিন যা যা হলো

    • জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় 'বিশিষ্ট নাগরিক'কে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
    • নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সমন্বয়ক মাহিন সরকার।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে একটি হত্যা মামলায় চারদিনের দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
    • পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    • বৈষম্যহীন ও গতিশীল অর্থনীতি তৈরির জন্য ১২ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। বিআইডিএস'র সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদকে এই টাস্কফোর্সের প্রধান করা হয়েছে।
    • নিখোঁজ হওয়ার ছয়দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
    • আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৫ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
    • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে গুলি করে মারার দুইদিন পর বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমারের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
  3. সংস্কারের জন্য ছয়টি কমিশনে ছয় জনকে দায়িত্ব দিলেন প্রধান উপদেষ্টা

    রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় 'বিশিষ্ট নাগরিক'কে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা জানান।

    ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচালিনা করার দায়িত্ব দিয়েছি। এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো।

    অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানাভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি করে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি।

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, অধ্যাপক মুহাম্মদ ইউনূস
  4. নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে 'ছাত্রদলের হামলা', বিএনপি আমাদের থ্রেট হিসেবে নিয়েছে- সমন্বয়ক মাহিন

    নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

    বুধবার দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

    এসময় নাটোরে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম ও ফয়সাল আহমেদ।

    সমন্বয়ক মাহিন সরকার বিবিসি বাংলাকে জানান, “আমাদের এগারোটার প্রোগ্রামে সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছিলো এবং তিনটার প্রোগ্রামের স্টেজ ভেঙে ফেলা হয়েছে।”

    মি. সরকার বলেন, আমরা প্রশাসনের সাথে জেলার নানা সমস্যা নিয়ে কথা বলছিলাম। দুপুর আড়াইটার দিকে আমরা খবর পাই অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন থেকে আমাদের সেখানে না যেতে বলা হয়। তবে আমরা গিয়ে অনুষ্ঠান করি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আমাদের থ্রেট হিসেবে নিয়েছে। তারেক রহমানের সমালোচনা করার প্রেক্ষিতে এমন হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি।

    এরপর বগুড়ায় তাদের কর্মসূচি আছে জানিয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানান এই সমন্বয়ক। বলেন, বগুড়ায় বিএনপির অবস্থান শক্ত।

    এর আগে, সিরাজগঞ্জেও তাদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানান মি. সরকার।

  5. তৌফিক-ই-ইলাহী চৌধুরী চার দিনের রিমান্ডে

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে একটি হত্যা মামলায় চারদিনের দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

    বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।

    বিকেলে সাবেক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

    শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

  6. বিসিবির পরিচালক পদ থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন।

    জাতীয় দলের সাবেক এই অধিনায়কের পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

    ২০১৩ সালে বিসিবিতে যোগ দেন মি. সুজন। বিসিবি পরিচালকের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন তিনি।

    এছাড়াও ক্রিকেট অপারেশন্সের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তবর্তী কোচও ছিলেন তিনি।

    সুজনের আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি।

  7. 'বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেবে মার্কিন প্রতিনিধি দল', ভারত ও বাংলাদেশ সফরে ডোনাল্ড লু

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা – বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

    মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটের বরাতে বাসস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন।

    এতে বলা হয়, ‘সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন।’

    প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।ঢাকায় অবস্থানকালে লুয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সুশীল সমাজের বিভিন্ন সদস্যের সাথে দেখা করার কথা রয়েছে।

    গত আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটিই প্রথম এ ধরনের সফর হতে যাচ্ছে।

  8. বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ হবে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন: উপদেষ্টা আসিফ মাহমুদ

    পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বুধবার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

    এ সময় উপদেষ্টা মি. ভূঁইয়া জানান, সাভার আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে সেগুলোতে আজ কিংবা বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

    তিনি বলেন, “ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ এ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।”

    শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে বলেও জানান তিনি।

    তিনি বলেন, একটা প্রতিষ্ঠান ঘিরে বড় ধরনের সমস্যা হচ্ছে তাদের ঋণ দেয়া হচ্ছে। সচিব আগামীকাল মাঠ পর্যায়ে যাবেন। শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান টু কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমরা।

  9. বৈষম্যহীন ও গতিশীল অর্থনীতির জন্য টাস্কফোর্স গঠন

    বৈষম্যহীন ও গতিশীল অর্থনীতি তৈরির জন্য ১২ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশের সরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদকে এই টাস্কফোর্সের প্রধান করা হয়েছে।

    পরিকল্পনা বিভাগ থেকে মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

    টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপনে আগামী তিনমাসের মধ্যে এই টাস্কফোর্স একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করবে।

    টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন- বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. আবদুর রাজ্জাক, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, এমসিসিআই’র সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. মনজুর আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিডিজবস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাওসার আহমেদ।

  10. নিখোঁজের ছয়দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

    শিক্ষার্থী কদরুল হাসান গত ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, শিক্ষার্থী কদরুল হাসান গত ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন

    নিখোঁজ হওয়ার ছয়দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার ভোরে খুলনা নগরের দারোগার লেনে সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা' (বাসস)।

    পরে মি. হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার সাথে ঠিক কী হয়েছিল বা এতদিন কোথায় ছিলেন, সেটি এখনও জানা যায়নি বলে জানিয়েছেন লবণচরা থানার এসআই অনুপ কুমার।

    মি. হাসানকে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা। পরে তার সন্ধান চেয়ে সোমবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।

  11. ১৫ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

    দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি

    আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৫ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

    একইসঙ্গে, আগামী ১৪ই সেপ্টেম্বর গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

    এই দুই কর্মসূচি নিয়ে মঙ্গলবার ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

  12. রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

    সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক
    ছবির ক্যাপশান, সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হককে।

    বুধবার সকালে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. আলী হায়দার।

    এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার নিউ মার্কেট এলাকার গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর মামলায় গত তেসরা সেপ্টেম্বর মি. হককে গ্রেফতার করে পুলিশ।

    পরদিন আদালতে তুলে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলে সাত দিনে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

  13. দুইদিন পর বাংলাদেশি কিশোরের মরদেহ ফেরত দিলো বিএসএফ

    ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত সোমবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টাকালে বিএসএফের গুলিতে মারা যান মি. কুমার

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে গুলি করে মারার দুইদিন পর বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমারের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

    বুধবার মধ্যরাতে উপজেলার ধনতলা সীমান্তে তারা মরদেহ হস্তান্তর করে বলে সাংবাদিকদের জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির।

    গত সোমবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টাকালে বিএসএফের গুলিতে মারা যান মি. কুমার। ওই ঘটনায় তার বাবা মহাদেব কুমারসহ আরও দু'জন গুলিবিদ্ধ হন।

    হত্যার পর মি. কুমারের মরদেহ নিয়ে গিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষীরা। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফেরত আনার উদ্যোগ নেয় বিজিবি।

    এছাড়া কিশোর জয়ন্ত কুমারকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলেও মঙ্গলবার মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

  14. বিক্ষোভের মুখে নবনিযুক্ত ডিসিদের আটজনের নিয়োগ বাতিল

    বাংলাদেশ সচিবালয়
    ছবির ক্যাপশান, বাংলাদেশ সচিবালয়

    কর্মকর্তাদের বিক্ষোভের মুখে নবনিযুক্ত ডিসিদের মধ্যে আটজনের নিয়োগ বাতিল ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান সচিব মো. মোখলেস উর রহমান।

    যে আট জেলার নবনিযুক্ত ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে, সেগুলো হলো: লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর এবং রাজবাড়ী।

    নিয়োগ বাতিল হওয়ায় কর্মকর্তারা আগে যে যেখানে কর্মরত ছিলেন, সে সেখানেই কাজ করবেন বলে জানানো হয়েছে।

    উল্লেখ্য যে, গত দুই দিনে দেশের অন্তত ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মঙ্গলবার সারা দিন নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

    অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে নিয়োগের দু’টি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে আসছিলেন ক্ষুব্ধ কর্মকর্তারা।

    বুধবার তাদের সঙ্গে বৈঠক শেষে নতুন এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন সচিব

  15. ভারতের মনিপুর থেকে সর্বশেষ

    মনিপুরে ছাত্র ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গত দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, মনিপুরে ছাত্র ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গত দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে

    ভারতের মনিপুরে গত দুদিন ধরে ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরে বুধবার সকাল থেকে নতুন করে কোনও সংঘর্ষের খবর পাওয়া যায় নি, যদিও রাজধানী ইম্ফলে উত্তেজনা রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা।

    ইম্ফলের সিনিয়র সাংবাদিক ওয়াই রূপাচন্দ্র সিং বলছেন যে কাল রাত পর্যন্তও তিনি অশান্তির খবর পেয়েছেন। কিন্তু দুপুর পর্যন্ত নতুন করে কোনও ঘটনা হয় নি।

    রাস্তায় কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনীর যৌথ টহল চলছে বলে জানাচ্ছেন তিনি।

    রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও দুই হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যকে ওই রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার।

    মঙ্গলবার থেকে ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে। রাতে প্রথমে পুরো রাজ্যে, তারপর সেই নির্দেশ বদল করে পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার।

    মঙ্গলবার দুপুরে রাজ্যপালের বাসভবন রাজভবনের কাছে ছাত্র আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রাজ্য পুলিশের মহানির্দেশককে সরিয়ে দেওয়ার দাবি তুলে ছাত্ররা রাজভবনের দিকে এগোচ্ছিল।

    ওই সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত ৫৫ জন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

    রাজভবন থেকে রাতে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ছাত্রদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ পেশ করেছে।

    ছাত্র বিক্ষোভের জেরে রাজ্যের স্কুল-কলেজগুলি বুধ ও বৃহস্পতিবার বন্ধ করার ঘোষণা করা হয়েছে।

    সংবাদ সংস্থা পিটিআই বলছে কাংপোকপি জেলায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে।

    সেপ্টেম্বর মাসের শুরু থেকে মনিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়। রাজ্য পুলিশ বলছে কথিত কুকি সশস্ত্র গোষ্ঠীগুলি মেইতেই এলাকায় ড্রোনের মাধ্যমে বোমা ফেলতে শুরু করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

  16. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস।

    এর আগে সর্বশেষ ২৫শে অগাস্ট ড. ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

  17. গাইবান্ধায় যৌথ অভিযানে আটকের পর দু’জনের মৃত্যু

    গাইবান্ধার যৌথ অভিযানে আটকের পর সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলাম নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মোশারফ হোসেন।

    ঘটনার বর্ণনা দিয়ে মি. হোসেন আরও জানান, চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সাঘাটা উপজেলায় অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা।

    সেখানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট ও তার সঙ্গীদের বাড়ি থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় মি. সুইটসহ পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    “থানায় নেওয়ার আগে যেহেতু আসামিদের স্বাস্থ্য পরীক্ষার নিয়ম রয়েছে, সেজন্য তাদের সবাইকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল,” বলেন পুলিশ সুপার মি. হোসেন।

    সেখানে অসুস্থ হয়ে পড়ায় সোহরাব হোসেন আপেলকে জেলা সদর হাসপাতালে এবং শফিকুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ওই দুই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনার পর নিহতদের স্বজনরা অভিযোগ তুলেছেন যে,আটক করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনেই মি. আপেল এবং মি. ইসলামের মৃত্যু হয়েছে।

    বিষয়টি অস্বীকার করলেও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মি. হোসেন।

    অন্যদিকে, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    আটক হওয়া ইউপি চেয়ারম্যান মি. সুইট সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

    গাইবান্ধার যৌথ অভিযানে আটকের পর সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলাম নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

    ছবির উৎস, Zillur Rahman Polash

    ছবির ক্যাপশান, গাইবান্ধার যৌথ অভিযানে আটকের পর সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলাম নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
  18. ডিসি নিয়োগ নিয়ে আজকেও বিক্ষোভ হচ্ছে সচিবালয়ে

    জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন ঘিরে বুধবারেও সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।

    দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ অবস্থায় তাদের দাবি-দাওয়ার বিষয়ে কথা বলতে সঙ্গে বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে বৈঠকে বসেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১২টা পর্যন্ত পাওয়া খবরে বৈঠক চলছে বলে জানা গেছে।

    উল্লেখ্য যে, গত দুই দিনে দেশের অন্তত ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মঙ্গলবার সারা দিন নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

    অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে নিয়োগের দু’টি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ কর্মকর্তারা।

  19. সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।

    ডিএমপির জনসংযোগ শাখা থেকে মঙ্গলবার রাতে এই তথ্য জানানো হয়েছে।

    তাকে ঢাকা গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

  20. মাশরাফিসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

    নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজা, তার পিতা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নামে মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে।

    বার্তা সংস্থা বাসস এই তথ্য দিয়েছে।

    অন্যান্য আসামীরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন চক্রবর্ত্তি, নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুন্ডুসহ আওয়ামীলীগও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৯০ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি বাসসকে নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বাহিরগ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।