গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢালা নিয়ে কী ঘটেছিল জানাল পুলিশ, পাঁচজনকে আটক

ঢাকার গুলশানের নর্দা এলাকায় একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র 'জোরপূর্বক আটক' করার পর দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এদিকে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো-

    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনী ধরে নিয়ে যাওয়ার পরে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সরকারের সমর্থকরা।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত গুম সংক্রান্ত কমিশন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল।
    • ঢাকার গুলশানের নর্দা এলাকায় একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করে সারাদেশের ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে ৬৪টি জেলার রিটার্নিং কর্মকর্তারা।
    • ভোক্তা পর্যায়ে আরও এক দফায় বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়া পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি চালানোর কথা বললেও এখন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাতে রয়েছে মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজনেরা।
    • নিকোলাস মাদুরোর পতন নিয়ে যুক্তরাজ্য "চোখের জল ফেলবে না" বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
    • নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে 'জোরপূর্বক আটক' করে এনেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে মন্তব্য করেছে চীন।
    • মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. মাদুরো সরকারের অন্য সদস্যদের কেন গ্রেপ্তার করেনি যুক্তরাষ্ট্র?

    মার্কিন সামরিক হেলিকপ্টার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন সামরিক হেলিকপ্টার

    বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রশ্ন করা হয়েছিল কেন যুক্তরাষ্ট্র মাদুরোর সরকারের অন্য সদস্যদের গ্রেপ্তার করেনি?

    এই প্রশ্ন এই কারণে সামনে এসেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে গ্রেপ্তার ২৫ মিলিয়ন ডলার পর্যন্ত ঘোষণা করেছিল। আর প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর জন্য ঘোষণা করা হয়েছিল ১৫ মিলিয়ন ডলার।

    মি. রুবিওকে এই প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন, “ব্যাপারটা খুবই সহজ। আপনি গিয়ে সবাইকে একসঙ্গে ধরে ফেলতে পারবেন না”।

    তিনি বলেন, “আরও অনেককে ধরতে যুক্তরাষ্ট্রের বাহিনী যদি দেশটিতে আরও বেশি সময় অবস্থান করত, তাহলে কী ধরনের প্রতিরোধের মুখে পড়তে পারতো সেটি কল্পনা করতে পারেন”?

    পরে রুবিও বলেন, “আমরা সর্বোচ্চ অগ্রাধিকারকেই গুরুত্ব দিয়েছি এবং সেটিই অর্জন করেছি”।

  3. মার্কিন মিডিয়াকে যা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলায় হামলা প্রসঙ্গে যা যা বলেছেন, তা হলো:

    • ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে আনার পর তিনি বলেছেন, 'এই যুদ্ধ ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়'
    • ভেনেজুয়েলাবাসী এখন কী করবে, সেটা দেখে তাদের বিষয়ে বিচার বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। নিজেদের স্বার্থ রক্ষায় ওয়াশিংটন অনেককিছু হাতে রেখেছে বলে তিনি জানান।
    • এবিসি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই হামলার জন্য আগে কংগ্রেসের অনুমোদনের দরকার নেই, কারণ মার্কিন সৈন্যরা সরাসরি সেদেশে আগ্রাসন চালাচ্ছে না
    • তিনি আশা প্রকাশ করে বলেছেন যে, মাদুরোকে অপসারণের ফলে ভেনেজুয়েলার উন্নতি হবে। কিন্তু তিনি এও বলেছেন, এখানে প্রধান লক্ষ্য হচ্ছে আমেরিকার স্বার্থ।
    • অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসাবে তিনি মনে করেন কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ভেনেজুয়েলার সরকারকে বৈধ সরকার বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না।
  4. গুম থেকে ফিরে আসা ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের, ২২ শতাংশ বিএনপি ও অঙ্গ সংগঠনের

    রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গুম কমিশন

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গুম কমিশন

    অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত ‘কমিশন অফ ইনকোয়ারি’ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

    রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় এই কমিশন।

    কমিশন জানায়, মোট ১,৯১৩টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরিতে পড়েছে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশন সদস্যরা।

    গুম কমিশন বলেছে, “আমরা যে ডেটা পেয়েছি তা দিয়ে প্রমাণিত যে এটি পলিটিক্যালি মোটিভিটেড ক্রাইম”।

    প্রতিবেদনে কমিশন জানায়, “গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী, ২২ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। যারা এখনো নিখোঁজ তাদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ২২ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী”।

  5. গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢালা নিয়ে কী ঘটেছিল জানাল পুলিশ, পাঁচজনকে আটক

    গুলশান থানা

    ছবির উৎস, Mahfuzul Haque

    ছবির ক্যাপশান, গুলশান থানা

    ঢাকার গুলশানের নর্দা এলাকায় একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

    গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

    এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এতে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। তবে ভুক্তভোগী ওই নারী বর্তমানে কোথায় আছেন সেটি নিশ্চিত নয় পুলিশ।

    পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখেই তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও আটককৃতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে পুলিশ।

    পুলিশ কর্মকর্তা মি. মাসুদ বিবিসি বাংলাকে জানান, যেখান এই ঘটনাটি ঘটেছে সেটি ছিল পুরুষ ছাত্রদের মাদ্রাসা।

    এই ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই দিন আগে নর্দা এলাকার একটি স্থানীয় মাদ্রাসা থেকে ওই নারীকে আটক করে মাদ্রাসার বাইরে নিয়ে আসে তারা।

    আটককৃতরা পুলিশকে জানিয়েছে, ওই নারী যখন মাদ্রাসার ভেতরে ঢোকেন তখন ছিল খুব সকাল। তখন মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল এবং তাদের পাঞ্জাবিগুলো হ্যাঙ্গারে ঝুলানো ছিল।

    তখন ওই নারী মাদ্রাসার একটি ফ্লোরে গিয়ে ছাত্রদের পাঞ্জাবির পকেট হাত দিয়েছিল বলেও ছাত্ররা পুলিশকে জানিয়েছে। তখন ছাত্ররা চোর সন্দেহ চিৎকার করলে তখন কিছু শিক্ষার্থী ও স্থানীয়রা এসে তাকে আটক করে।

    পুলিশ জানায়, একটা পর্যায়ে জিজ্ঞাসাবাদে ওই নারী প্রথমে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান, তিনি তার মেয়েকে ভর্তি করাতে সেখানে গিয়েছিলেন। মাদ্রাসাটি শুধু ছেলেদের জন্য জানানো হলে তিনি কথা বদলে বলেন, ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন।

    জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে ওই নারী নিজেকে যৌনকর্মী বলেও ছাত্র ও স্থানীয়দের কাছে দাবি করেছে বলেও আটকৃতরা জানিয়েছে পুলিশকে।

    মি. মাসুদ জানান, নারীকে খুঁজে বের করতে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

  6. বাছাইয়ে সাতশো’রও বেশি মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা

    ঢাকাসহ সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে
    ছবির ক্যাপশান, ঢাকাসহ সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করে সারাদেশের ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে ৬৪টি জেলার রিটার্নিং কর্মকর্তারা।

    রোববার মনোনয়ন বাছাই শেষে রাতে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে জানানো হয়, গত ২৯শে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে দুই হাজার ৫৬৮টি মনোনয়ন জমা পড়েছিল।

    গত ৩০শে ডিসেম্বর থেকে আজ চৌঠা জানুয়ারি পর্যন্ত মনোনয়ন সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই করা হয়।

    প্রাথমিক বাছাইয়ে তাদের মধ্যে ৭২৩ জনেরই মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীও রয়েছেন।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী পাঁচই জানুয়ারি হতে ৯ই জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। পরে সেগুলোর ওপর নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হবে।

    এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ছোটখাটো ভুলের কারণে মনোনয়ন বাতিল না করার নির্দেশনা দিলেও অনেক ক্ষেত্রে তা মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

  7. সাবেক এমপি শেখ জুয়েলের ১২৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে সিআইডি

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েলের ১২৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিট।

    রোববার সন্ধ্যায় সিআইডি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

    এতে বলা হয়, মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে এই ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়। এই একাউন্টগুলোতে ৪৮কোটি ৪৭ লাখ এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে।

    সিআইডি জানিয়েছে, তারা প্রাথমিক অনুসন্ধানে চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করে মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে। পরে আদালত ওই ব্যাংক হিসাবগুলো ফ্রিজের আদেশ প্রদান করে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মি. জুয়েল ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সিআইডি, ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিটের কার্যক্রম চলমান রয়েছে।

  8. মাদুরোকে আটকে ট্রাম্পের পদক্ষেপ কি আইনসম্মত? তিনি কি সত্যিই ভেনেজুয়েলা চালাতে পারবেন?, কেট উইলিয়ামস

    চ্যাথাম হাউসের থিঙ্ক ট্যাংক, আন্তর্জাতিক আইন প্রোগ্রামের পরিচালক মার্ক ওয়েলার সাথে কথা বলেছে বিবিসি।

    মাদুরোকে যেভাবে সরানো হয়েছে তা কি আইনসম্মত এবং যুক্তরাষ্ট্র কি সত্যিই ভেনেজুয়েলা চালাতে পারবে? এমন প্রশ্ন করা হয়েছিলে ওয়েলারকে।

    জবাবে ওয়েলার বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, তারা মাদক পাচারের বিষয়ে বিচারসংক্রান্ত আইনে আইনগত ব্যবস্থা নিতে পারে। এমনকি সেটি যদি অন্য দেশের অন্য নাগরিকদের দ্বারাও সংগঠিত হয়।

    তবে তিনি মাদুরোকে আটকের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার রাতের অভিযানকে একটি সশস্ত্র আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন।

    ওয়েলার মনে করেন, সন্দেহভাজনকে আদালতে নিয়ে আসার পদ্ধতি গুরুত্বপূর্ণ নয়, এমনকি যদি তা আন্তর্জাতিকভাবে অবৈধ উপায়েও হয়।

    ওয়েলারের মতে, এভাবে বল প্রয়োগের মাধ্যমে কাউকে আটকের পেছনে কোনো আইনসম্মত যুক্তি নেই।

    “এক্ষেত্রে একমাত্র বৈধ পদ্ধতি হতে পারতো জাতিসংঘের ম্যান্ডেট। কিন্তু সেটিও যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি”, যোগ করেন তিনি।

    এদিকে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে- এমন বক্তব্যকে ওয়েলার বেশ অদ্ভুত বলেই আখ্যা দিয়েছেন।

  9. মাদুরোর মিত্ররাই এখনো ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায়, ইয়োন ওয়েলস, দক্ষিণ আমেরিকা সংবাদদাতা

    শুক্রবার রাতে মার্কিন সেনাদের অভিযানের পর ভেনেজুয়েলার রাজধানীর চিত্র

    ছবির উৎস, CBS News

    ছবির ক্যাপশান, শুক্রবার রাতে মার্কিন সেনাদের অভিযানের পর ভেনেজুয়েলার রাজধানীর চিত্র

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন এবং আছেন।

    মাদুরো আটকের মি. রদ্রিগেজকে তাকে শপথবাক্য পাঠ করিয়েছে সুপ্রিম কোর্ট। যে আদালতটিও মাদুরোর রাজনৈতিক আন্দোলনের প্রতি অনুগত এবং সেখানের দায়িত্বেও রয়েছেন তার অনুগতরাই।

    এটি খুব জোর দিয়ে বলাই যায় যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে' বলে যে ঘোষণা দিয়েছিলেন, বাস্তবতা তেমন নয়। কারণ দেশটির ক্ষমতায় এখনো যুক্তরাষ্ট্র নয়, মাদুরোর মিত্ররাই বহাল রয়েছে।

    অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ যেখানে বলেছেন, ভেনেজুয়েলা নিজেকে রক্ষা করবে, সেখানে ট্রাম্পের বক্তব্যের ইঙ্গিত তিনি আশা করছেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। অর্থাৎ ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়টি।

    কিন্তু এই কথা বলে যুক্তরাষ্ট্র আসলে কী বোঝাতে চাইছে?

    এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলার মাটিতে নেই। যদিও ট্রাম্প সে সম্ভাবনা পুরোপুরি নাকচও করেননি।

    তবে আপাতত যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ভিন্ন ধরনের এক নিয়ন্ত্রণক্ষমতা। মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার যে চিত্র সামনে আনা হয়েছে, সেটি এখনো ক্ষমতায় থাকা অনুগতদের সামনে কার্যত এক ধরনের হুমকিস্বরূপ বার্তা।

    মাদুরোর প্রতি যারা অনুগত তারা অবশ্য এটিও ভালো করে জানেন যে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ না করলে তারাও হতে পারেন পরবর্তী লক্ষ্য।

    কাগজে-কলমে তারা এখনো ক্ষমতায় থাকলেও, বাস্তবে যুক্তরাষ্ট্রকে ‘না’ বলার মতো অবস্থানে কতটা আছেন মাদুরোর মিত্ররা সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।

  10. মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

    ঢাকার কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছুড়ে পুলিশ ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও র‌্যাবও মোতায়েন করা হয়।

    রোববার দুপুরে কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নিলে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটে।

    জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা এনইআইআর চালুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

    এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

    দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে তখন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

    এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মোবাইল ব্যবসায়ীদের। এসময় মোবাইল ব্যবসায়ীদের মারধর, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

    এক পর্যায়ে জলকামান নিক্ষেপ ও ব্যাপক মারধর করা হয়। আটক করা হয় কয়েকজন মোবাইল ব্যবসায়ীকে।

  11. আরো এক দফায় বাড়ল এলপি গ্যাসের দাম

    আরো এক দফায় বাড়ল এলপিজি'র দাম

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আরো এক দফায় বাড়ল এলপিজি'র দাম

    ভোক্তা পর্যায়ে আরও এক দফায় বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

    এছাড়া অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

    বিইআরসি নির্ধারিত দামে বাজারে গ্যাস পাওয়া নিয়ে বিভিন্ন সময় ভোক্তাদের এ নিয়ে নানা অসন্তোষ দেখা গেছে।

    গত ডিসেম্বরে নির্ধারিত দাম এক হাজার ২৫৩ টাকা থাকলেও খুচরা বাজারে আরো বাড়তি দাম রাখা হতো।

  12. মাদুরো এখন কোথায়, তার পরিণতি কী হতে পারে?

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

    ছবির উৎস, @REALlDonaldTrump/Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

    ভেনেজুয়েলায় গ্রেপ্তারের পর প্রেসিডেন্ট মাদুরোকে কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমা’য় তোলা হয়।

    সেখানে তোলা একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন। এরপর কিউবা হয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়।

    নিউইয়র্কে পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ এর দপ্তরে নেওয়া হয়।

    একটি ভিডিওতে দেখা যায়, মাদুরো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ডিইএ কর্মকর্তাদের পাহারায় দপ্তরের ভেতর দিয়ে হেটে যাচ্ছিলেন।

    পরবর্তীতে তাকে ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আদালতে হাজির করার কথা রয়েছে। সোমবারই তাকে আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    মাদুরোকে মাদক সম্রাট হিসেবে আখ্যা দেওয়া হলেও তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

  13. ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সেখানকার জনগণ: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

    প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হেগসেথ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হেগসেথ

    সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে 'জোরপূর্বক আটকের' পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন।

    তিনি বলেছেন, “আমি আমেরিকার জন্য সেরাটাই চিন্তা করবো। আমরা দেখেছি এমন নারী পুরুষ রয়েছেন যারা আমাদের দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন”।

    ভেনেজুয়েলা নিয়ে পরবর্তী কি সিদ্ধান্ত হবে এবং সেটি কংগ্রেসে অনুমোদন পাবে কী-না, সেই প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেছেন, “এটা ছিল আইন প্রয়োগকারী সংস্থার একটি অভিযান। আমরা এর সাথে কংগ্রেসকেও সম্পৃক্ত রাখবো”।

    তিনি আরও বলেন, “এরপর কী হবে, তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণই। তবে শেষ পর্যন্ত আমেরিকা এতে উপকৃত হবে, নিরাপত্তা এবং সমৃদ্ধির দিক থেকে। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার মানুষও এতে লাভবান হতে পারে।”

    হেগসেথ ট্রাম্পের প্রশংসা করে বলেন, আমরা বিশ্বাস করি ট্রাম্প সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

    “এই বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না”, যোগ করেন হেগসেথ।

    মার্কিন প্রতিরক্ষা সচিব আরও জানান, এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের জন্য “তেল-সমৃদ্ধি” একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবেও কাজ করেছে।

  14. ভেনেজুয়েলায় হামলা নিয়ে যুক্তরাজ্য, জাপান ও মালয়েশিয়া যা বলছে

    মার্কিন হামলার পর ভেনেজুয়েলার রাজধানীতে বিস্ফোরণের দৃশ্য

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন হামলার পর ভেনেজুয়েলার রাজধানীতে বিস্ফোরণের দৃশ্য

    নিকোলাস মাদুরোর পতন নিয়ে যুক্তরাজ্য "চোখের জল ফেলবে না" বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

    তবে সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি-না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

    এদিকে, জি-সেভেন গ্রুপের দেশ হিসেবে জাপান তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

    মার্কিন হামলার প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলায় 'গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভেনেজুয়েলার পরিস্থিতি স্থিতিশীল করার' বিষয়ে তারা সমর্থন দিচ্ছেন।

    তবে কড়া ভাষায় ভেনেজুয়েলায় হামলার বিরোধিতা করেছে মালয়েশিয়া।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা 'অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সকল ধরনের বিদেশি হস্তক্ষেপের পাশাপাশি হুমকি বা বলপ্রয়োগের বিরোধিতা করে'।

  15. মাদুরোকে বন্দি করার প্রতিক্রিয়ায় চীন ও রাশিয়া কী বলছে?

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ফাইল ছবি)

    সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে 'জোরপূর্বক আটক' করে এনেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে মন্তব্য করেছে চীন।

    এ ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

    রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।

    একইভাবে, রাশিয়াও ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

    যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান 'পুনর্বিবেচনা' করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সেইসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে যে, সমস্যা সমাধানে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি 'সংলাপ' হওয়া দরকার।

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'স্বাধীন সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট' অভিহিত করে তার ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।

  16. স্যাটেলাইটের ছবিতে ভেনেজুয়েলার সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি

    স্যাটেলাইটের ছবিতে ভেনেজুয়েলার ফুয়ের্তে তিউনা নামের গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

    ভ্যান্টরের ধারণকৃত ছবিতে সামরিক স্থাপনাটির কমপক্ষে ছয়টি কাঠামোতে গুরুতর ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। ছবিগুলে বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই।

    একটি ছবিতে লাল ছাদযুক্ত একটি বড় অবকাঠামো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটার দক্ষিণে তিনটি ছোট ভবন প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

    হামলার আগে ফুয়ের্তে তিউনা সামরিক স্থাপনার উত্তর পাশের ছবি

    ছবির উৎস, Vantor

    ছবির ক্যাপশান, হামলার আগে ফুয়ের্তে তিউনা সামরিক স্থাপনার উত্তর পাশের ছবি
    হামলার পর সামরিক স্থাপনাটির উত্তর পাশের ছবি

    ছবির উৎস, Vantor

    ছবির ক্যাপশান, হামলার পর সামরিক স্থাপনাটির উত্তর পাশের ছবি
    হামলার আগে সামরিক স্থাপনাটির পশ্চিম পাশের ছবি

    ছবির উৎস, Vantor

    ছবির ক্যাপশান, হামলার আগে সামরিক স্থাপনাটির পশ্চিম পাশের ছবি
    হামলার পর সামরিক স্থাপনাটির পশ্চিম পাশের ছবি

    ছবির উৎস, Vantor

    ছবির ক্যাপশান, হামলার পর সামরিক স্থাপনাটির পশ্চিম পাশের ছবি
  17. ভেনেজুয়েলার যেসব স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    স্যাটেলাইট চিত্রে ফুয়ের্তে তিউনা নামে কারাকাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি

    ছবির উৎস, Vantor

    ছবির ক্যাপশান, স্যাটেলাইট চিত্রে ফুয়ের্তে তিউনা নামে কারাকাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করার আগে দেশটির রাজধানী কারাকাস ও আশপাশের বিভিন্ন এলাকায় হামলা চালায় মার্কিন সেনারা।

    হামলার ঘটনার পর বিস্ফোরণ, আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও দেখে অন্তত পাঁচটি স্থাপনা শনাক্ত করতে সক্ষম হয়েছে বিবিসি ফেরিফাই।

    সেগুলোর মধ্যে রয়েছে:

    • জেনারেলিসিমো ফ্রান্সিসকো ডি মিরান্ডা বিমান ঘাঁটি, যা লা কার্লোতা নামে পরিচিত।
    • ফুয়ের্তে তিউনা নামে কারাকাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।
    • ক্যারিবীয় সাগরের সঙ্গে কারাকাসের প্রধান সংযোগ বন্দর পোর্ত লা গুয়েরা, যা মিরান্ডা অঙ্গরাজ্যে অবস্থিত।
    • কারাকাসের ঠিক পূর্বে অবস্থিত হিগুয়েরোতে বিমানবন্দর।
    • মিরান্ডা রাজ্যের সেরো এল ভলকানের একটি সুউচ্চ টেলিকম টাওয়ার, যা অ্যান্টেনাস এল ভলকান নামে পরিচিত।
  18. আটকের পর মাদুরোকে ভেনেজুয়েলা থেকে নিউ ইয়র্কে নেওয়া হয় যেভাবে

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস (পুরনো ছবি)

    ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে।

    সেখানে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) কার্যালয়ে নেওয়ার পর মাদুরোকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

    এর আগে, মার্কিন অভিযানে বন্দি হওয়ার পর শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশটির রাজধানী কারাকাস থেকে হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয়।

    তাদেরকে নিয়ে যাওয়া হয় ক্যারিবীয় সাগরের অজ্ঞাত একটি স্থানে অবস্থানরত মার্কিন নৌ জাহাজে, যার নাম 'ইউএসএস আইডাব্লিউও জিমা'।

    সেখান থেকে হেলিকপ্টারে করে মাদুরো ও তার স্ত্রীকে কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

    এরপর অন্য একটি উড়োজাহাজে করে তাদেরকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের অরেঞ্জ কাউন্টির স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

    পরে বিমান ঘাঁটি থেকে আরেকটি হেলিকপ্টারে করে মাদুরোকে নিউ ইয়র্ক শহরে নেওয়া হয়।

    ভেনেজুয়েলার এই নেতা বন্দি হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবতরণ করা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় ২,১০০ মাইল (৩,৩০০ কিলোমিটার) পথ পাড়ি দিয়েছেন বলে জানা যাচ্ছে।

  19. মার্কিন হামলার পর ভেনেজুয়েলার রাজধানীতে যে চিত্র দেখা গেছে

    ভেনেজুয়েলায় মধ্যরাতে আকস্মিকভাবে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে বন্দি করে নিয়ে যাওয়ার পরদিন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা।

    স্বাভাবিক সময়ে বাজার, শপিংমলসহ যেসব এলাকায় মানুষের ভীড় দেখা যেত, সেসব এলাকায় এখন শুনশান নিরবতা বিরাজ করছে।

    তবে কিছু কিছু এলাকায় ফার্মেসি ও সুপারশপ খুলতে দেখা গেছে। সেখানে অনেকেই ছুঁটে যাচ্ছেন, প্রয়োজনীয় কেনা-কাটা সারছেন।

    তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।

    কোথাও কোথাও প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ করছেন।

    মার্কিন হামলার পরদিন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন হামলার পরদিন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা
    প্রয়োজনীয় কেনা-কাটা সারতে সুপারশপের সামনে মানুষের ভিড়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, প্রয়োজনীয় কেনা-কাটা সারতে সুপারশপের সামনে মানুষের ভিড়
  20. ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক

    অতীতে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ম-কানুন আরোপ করতে দেখা গেছে

    ছবির উৎস, DKosig/Getty Images

    ছবির ক্যাপশান, অতীতে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ম-কানুন আরোপ করতে দেখা গেছে

    মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক।

    সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে স্টারলিংক জানিয়েছে যে, তারা এখন থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবেন।

    স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী স্টারলিংকের মূল মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স, যার প্রতিষ্ঠাতা হলেন ইলন মাস্ক।

    অতীতে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ম-কানুন আরোপ করতে দেখা গেছে। সেখানে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ইন্টারনেটের ধীরগতি ইতিহাসও রয়েছে।