কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত

কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করেছে জুলাই অগাস্টে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্লাটফর্মটি। বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট, তুলা, সয়াবিন, গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, ঢাকার গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির ঘটনায় চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগুচ্ছে”।
    • ইসরায়েল দশ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত ঘোষণার পর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলতে শুরু করেছে।
    • রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
    • কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করেছে জুলাই অগাস্টে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের এই প্লাটফর্মটি।
    • যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
    • জাতীয় ঐকমত্য কমিশনের সহ - সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলকে জুলাই সনদের খসড়া দেওয়া হবে।
    • গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
    • রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
    • চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দুইজন নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। সোমবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি- নাহিদ ইসলাম

    শেরপুরে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে কথা বলছেন নাহিদ ইসলাম

    ছবির উৎস, NCP

    ছবির ক্যাপশান, শেরপুরে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে কথা বলছেন নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার শেরপুরে এক পথসভায় এ কথা বলেন মি. ইসলাম।

    তিনি বলেন, “দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি, পাঁচই অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সাথে জুলাই ঘোষণা পত্রও ঘোষণা করতে হবে”।

    মি. ইসলাম বলেন, “ঐকমত্য কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। যদি পাঁচই অগাস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, তাহলে তেসরা অগাস্ট আমরা ঢাকায় আসছি। জুলাই ঘোষণাপত্র আদায় না করে আমরা ঢাকার শহীদ মিনার ছাড়বো না”।

    সংস্কার প্রসঙ্গ টেনে মি. ইসলাম বলেন, “আমরা বলেছি, যে কারণে একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্রের আমরা পরিবর্তন চাই”।

    তিনি বলেন, “এ জন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে। এই উচ্চ কক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে সাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন জুলাই সনদের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে নাগরিক পার্টি সমর্থন দেবে না”।

  3. সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগোচ্ছে: মির্জা ফখরুল

    সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কারে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগুচ্ছে”।

    রোববার ঢাকায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত এক সেমিনারে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

    সংস্কার প্রসঙ্গে এসময় বিএনপি মহাসচিব মি. আলমগীর বলেন, “অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগেই থেকে উপলব্ধি করেছি। আমরা ২০১৬ সালে আমরা প্রথম ভিশন-২০৩০ দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা প্রথম বিএনপির পক্ষ থেকে বলেছি, আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন। আমরা ২০২২ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়েছেন”।

    তিনি বলেন, ‘‘সুতরাং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে, জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন…সচেতন ভাবেই আমরা সামনের দিকে এগুচ্ছি।”

  4. বিমান থেকে গাজায় খাবার ফেলতে শুরু করেছে জর্ডান ও আরব আমিরাত

    গাজায় বিমান থেকে খাদ্য ও মানবিক সহায়তা ফেলতে শুরু করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজায় বিমান থেকে খাদ্য ও মানবিক সহায়তা ফেলতে শুরু করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত

    ইসরায়েল দশ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত ঘোষণার পর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলতে শুরু করেছে।

    এই ঘোষণা এমন এক সময় আসলো যখন বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গাজায় অনাহার ও অপুষ্টি ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল।

    রোববার জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে গাজায় ২৫ টন খাবার ও মানবিক ফেলেছে জর্ডান ও আরব আমিরাত।

    এতে অংশ নিয়েছে জর্ডানের সি-১৩০ মডেলের দুটি এবং আরব আমিরাতের একটি বিমান। গাজার একাধিক স্থানে এসব খাবার ফেলা হচ্ছে।

    জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরো বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আকাশ থেকে ১২৭ বার সেখানে খাবার ফেলা হয়েছে জর্ডান।

    তবে ত্রাণ সংস্থাগুলো বলছে যে, বিমান থেকে যে ত্রাণ ফেলা গাজার চলমান সংকট মোকাবিলার জন্য একেবারেই পর্যাপ্ত নয়।

    বিবিসির সংবাদদাতা জো ইনউড লিখেছেন, গাজার প্রায় ২০ লাখ মানুষের জন্য মাত্র একবেলার খাবার নিশ্চিত করতে হলেও অন্তত ১৬০টি বিমানের প্রয়োজন হবে।

    হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন অপুষ্টিতে মারা গেছে।

    গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই রোববার থেকে ইসরায়েল ১০ ঘণ্টার ‘কৌশলগত বিরতির’ ঘোষণা দেয়।

    প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় কার্যকর থাকবে। এমন পদক্ষেপের উদ্দেশ্যই ছিল মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ তৈরি করা।

    তবে বিরতির ঘোষণার পরপরই রোববার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

  5. গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আটক চার জন সাত দিনের রিমান্ডে

    গ্রেফতারকৃতদের রোববার আদালতে আনা হলে চারজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত

    ছবির উৎস, RONY TALUKDER

    ছবির ক্যাপশান, গ্রেফতারকৃতদের রোববার আদালতে আনা হলে চারজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত

    রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।

    রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালত রোববার এ আদেশ দেয়।

    রিমান্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন।

    শনিবার রাতে গুলশান থানায় গ্রেফতারকৃত পাঁচজনকে রোববার তাদেরকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ।

    পরে শুনানি শেষে আদালত রাজ্জাকসহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

    গুলশান থানা পুলিশের পক্ষ থেকে আদালতের শুনানিতে বলা হয়, আসামিরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন।

    এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের কমিটিগুলো স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে দলটি।

  6. কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত

    রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়

    কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করেছে জুলাই অগাস্টে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের এই প্লাটফর্মটি।

    বিকেলে শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ।

    শনিবার রাতে ঢাকার গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন নেতাকর্মী আটক হন।

    এর প্রেক্ষিতে তাদেরকে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়। রোববারের সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সারাদেশে চাঁদাবাজি অপকর্ম অনেকদিন ধরে হয়ে আসছে।

    সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেন, “গতকালের ঘটনা ও সারাদেশের বিভিন্ন ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে”।

    তিনি বলেন, “এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল তখন দায়িত্বে যারা ছিলেন তারা বিভিন্ন রাজনৈতিক দল ও মতের মধ্যে চলে গেছে। জুলাই অভ্যুত্থানের যোদ্ধা যারা তারাও বিপথগামী হয়েছে। এর মধ্যে দিয়ে তাদের মধ্যে দুর্নীতির বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি”।

    মি. রশিদ বলেন, ''এই মুহূর্তে আমাদের পক্ষে দৃশ্যমানভাবে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। তাদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত, সারাদেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হচ্ছে”।

    তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কিভাব পরিচালিত হবে সেটা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

  7. এক বছরের ব্যবধানে প্রায় ১৪ গুণ আয় বেড়েছে বিএনপির

    রোববার দলের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে বিএনপি

    ছবির উৎস, MAHMUDUL HASAN PARVEZ

    ছবির ক্যাপশান, রোববার দলের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে বিএনপি

    মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয় বেড়েছে প্রায় ১৪ গুণ। সেই সাথে ব্যয়ও বেড়েছে দলটির।

    ২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। এর বিপরীতে দলটির ব্যয় ছিল চার কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা।

    আগের বছর অর্থাৎ ২০২৩ সালে বিএনপির আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। ব্যয় হয়েছিল তিন কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

    রোববার ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের দলটির আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধিদল।

    পরে সাংবাদিকদের এ-সংক্রান্ত তথ্য জানান প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    এসময় তিনি জানান, গত বছর বিএনপির আয়ের তুলনায় ব্যয় কম হয়। ফলে অর্থ উদ্বৃত্ত ছিল। উদ্বৃত্ত অর্থের পরিমাণ ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। এই টাকা দলের ব্যাংক হিসাবে জমা রয়েছে।

    মি. রিজভী বলেন, ২০২৪ সালে বিএনপির আয়ের খাতের মধ্যে ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বইপুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংক থেকে অর্জিত সুদ ইত্যাদি।

    তিনি জানান, এই সময়ে দলটির ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যক্তিকে আর্থিক অনুদান, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার-লিফলেট ছাপানো, বিভিন্ন সভার হল ভাড়া, দাপ্তরিক ক্রোড়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল ও অফিশিয়াল বিভিন্ন খরচ।

    অবশ্য ২০২২ সালে বিএনপির আয় দেখানো হয়েছিল পাঁচ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ব্যয় হয় ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

    নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১শে জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। সে অনুযায়ী, আজ ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি।

  8. যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনা হবে: বাণিজ্য সচিব

    যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ২৫টি বোয়িং এয়ারক্রাফ্ট কেনার কথা জানিয়েছে সরকার

    ছবির উৎস, BIMAN BANGLADESH AIRLINES

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ২৫টি বোয়িং এয়ারক্রাফ্ট কেনার কথা জানিয়েছে সরকার

    যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট, তুলা, সয়াবিন, গম আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে।

    রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

    বাণিজ্য সচিব মি. রহমান জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে সোমবার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

    তিনি বলেন, “বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ৫০টি”।

    তিনি জানান, বোয়িং কোম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। এবং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে বলেও জানান তিনি।

    বাণিজ্য সচিব মি. রহমান বলেন, “হয়তো আমরা দুয়েক বছরের মধ্যে কিছু পাবো। আমাদের বিমানের বহর বাড়াতে হবে। সেই পরিকল্পনা আগে থেকেই ছিল। নতুন করে ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশ দিচ্ছি। আগে ১৪টা ছিল পরে সেটা ২৫টা করেছি”।

  9. 'তাদের শেকড় অনেক গভীরে', চাঁদাবাজিতে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে সাবেক মুখপাত্র উমামা ফাতেমা

    সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
    ছবির ক্যাপশান, 'তাদের শেকড় অনেক গভীরে', চাঁদাবাজিতে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে ফেসবুক পোস্টে সাবেক মুখপাত্র উমামা ফাতেমা

    রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন আটক হওয়ার পর এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

    মিজ ফাতেমা লিখেছেন, এ ঘটনায় অনেকে আশচর্য হওয়ার অভিনয় করছে, তিনিই সব থেকে কম আশ্চর্য হয়েছেন এবং এই আটকদের শেকড় অনেক গভীরে।

    গ্রেফতারকৃতদের ছবি সংবলিত একটি সংবাদের কার্ড শেয়ার করে এ কথা লিখেছেন উমামা ফাতেমা।

    তিনি লিখেছেন, “এই চাঁদাবাজির খবরে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে।

    ইশ! মানুষ কত নিঃষ্পাপ! সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করল?! অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে। ”

    গত ২৭শে জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র পদ থেকে সরে দাঁড়ান উমামা ফাতেমা।

    পোস্টে তিনি লিখেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্বার্যান্বিত হওয়ার অভিনয় করছেন যে, আমার মনে হচ্ছে আমিই সব থেকে কম আশ্বর্য হয়েছি। এই ছেলেগুলাকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ।”

    এই ব্যক্তিরা সচিবালয় থেকে শুরু করে মিছিল-মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত, বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে বলে লিখেছেন মিজ ফাতেমা।

    পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীনভাবে তাদের বিরুদ্ধে ছিল।”

    ছবিতে থাকা গ্রেফতার রিয়াদ নামের ব্যক্তি গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে মিজ ফাতেমার সামনে অত্যন্ত উশৃঙ্খল আচরণ করেছিল উল্লেখ করে তিনি লিখেছেন, “ আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর পাল্টা চড়াও হয়। ঐ ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি, ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে।”

    মিজ ফাতেমা এ বিষয়ে জেনে তখন মোটেও অবাক হননি বলে উল্লেখ করেছেন।

    “কারণ ততদিনে বৈষম্যবিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনাই সর্বত্র টের পাওয়া যেত। ঠিকই তারা রূপায়ন টাওয়ারে অবাধে আসা যাওয়া করত” ফেসবুকে লিখেছেন সংগঠনটির সাবেক এই মুখপাত্র।

    এই প্ল্যাটফর্মকে নষ্ট করা হচ্ছে এমন অনুযোগ করেছেন তিনি।

    “কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিনড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিনেশেষে এক্সেস করে নেয়। আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাইনা কোনো?! যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে ” লিখেছেন মিজ ফাতেমা।

  10. আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেওয়া হবে: আলী রীয়াজ

    আলী রীয়াজ
    ছবির ক্যাপশান, আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেওয়া হবে: আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ - সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলকে জুলাই সনদের খসড়া দেওয়া হবে।

    তিনি বলেন, “কমিটমেন্টের জায়গাগুলোর একটা খসড়া কমিশন তৈরি করেছে। কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে প্রেরণ করবে বিবেচনার জন্য।”

    আজ রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শুরু হলে তিনি এ কথা জানান।

    খসড়া নিয়ে কমিশনে আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, “এগুলো শব্দের ব্যাপার যদি বড় রকমের মৌলিক কোন আপত্তি ওঠে, তাহলে আমরা ফ্লোরে আনব নাহলে আনব না। আপনারা যদি মতামত দেন সেগুলোকে সন্নিবেশিত করেই চূড়ান্ত সনদের প্রাথমিক বক্তব্যগুলো থাকবে, প্রক্রিয়াটাও থাকবে এবং কমিটমেন্টের যে জায়গাগুলো সেগুলোও থাকবে।”

    আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব এবং পুলিশ কমিশন নিয়ে কথা হবে। এছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়েও আলোচনা করা হবে বলে জানান মি. রীয়াজ।

    “আমাদের বিশ্বাস যে এই বিষয়ে ঐকমত্য তৈরি করতে পারবো” বলেন ঐকমত্য কমিশনের সহ – সভাপতি।

  11. গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে: আইন ও সালিশ কেন্দ্র

    গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সহিংসতা

    ছবির উৎস, Sardar Ronie

    ছবির ক্যাপশান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে: আইন ও সালিশ কেন্দ্র

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

    এ ঘটনায় গোপালগঞ্জে একটি প্রাথমিক তথ্যানুসন্ধান করেছে সংগঠনটি।

    ২১শে জুলাই থেকে ২২শে জুলাই দুই দিনব্যাপী চার সদস্যের প্রতিনিধিদল সরেজমিনে তথ্য সংগ্রহ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। গত ২৫শে জুলাই এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।

    গত ১৬ই জুলাই মার্চ টু গোপালগঞ্জ নামে ওই কর্মসূচি পালন করে এনসিপি।

    সমাবেশের আগের দিন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ স্থলের কাছে দোকান - পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের নির্দেশে দোকান বন্ধ রাখেন দোকান মালিকেরা।

    সমাবেশের দিন প্রশাসনের লোকজন জোরপূর্বক দোকান বন্ধ করে দেয় এবং কোথাও কোথাও দোকানের শাটার নামিয়ে ভেতরে থাকা মানুষদের আটকে রাখার ঘটনা ঘটেছে বলেও তথ্য পাওয়ার কথা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

    এছাড়া সমাবেশের দিন সকাল থেকেই স্থানীয় আওয়ামী লীগ এবং তাদের সমর্থকেরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে মানবাধিকার সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের হাতে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র ছিল।

    আসকের অনুসন্ধান দল নিশ্চিত যে, নিহত পাঁচজনের মধ্যে শুধুমাত্র ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রমজান মুন্সীর ময়না তদন্ত হয়েছে। ওই প্রতিবেদনে শরীরে গুলির চিহ্ন থাকার কথা উল্লেখ করে এই সুরতহাল প্রতিবেদন তারা সংগ্রহ করেছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এছাড়া ২১শে জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেফতার ১৮ শিশুকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে আসক।

    এই অনুসন্ধান কাজে গোপালগঞ্জ সদর থানায় তারা তথ্য সংগ্রহ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে।

    এছাড়া সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাক্ষাৎ করতে পারেনি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসক।

  12. উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন

    বিমান দুর্ঘটনা
    ছবির ক্যাপশান, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

    আজ রোববার সকাল দশটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া আহত ও নিহতদের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

    এছাড়া লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে অজ্ঞাত একজন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে একজন মারা গেছেন।

    এছাড়া এসব হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৮ জন।

  13. চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা আটক ও বহিষ্কার

    চাঁদাবাজির টাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা আটক ও বহিষ্কার

    চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দুইজন নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এই পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের থানায় নেওয়া হয়েছে।

    গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    মি. রহমান বলেন, “ জিজ্ঞাসাবাদে তারা চাঁদা দাবির কথা স্বীকার করেছে। এ সংক্রান্ত ভিডিও আছে। এটা ১৭ তারিখের।”

    আজ রোববার দুপুরেই তাদের আদালতে হাজির করা হবে। একইসাথে তাদের ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

    যার কাছে চাঁদা দাবি করা হয়েছিল, সেই মিজ আহমেদ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

    চাঁদা দাবির অভিযোগে আটককৃতরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না, মো. সাকাদাউন সিয়াম, সাদাব, আমিনুল ইসলাম এবং আব্দুর রাজ্জাক রিয়াদ।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    সংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোন রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বাগছাস জানিয়েছে, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্রের ধারা ৩.১ অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশনায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    এদিকে চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে হয়েছে। সেখানে দেখা গেছে, ১৭ই জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছেন দুই যুবক।