বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-অগাস্টে নিহত ৬৪০ জন, 'শহীদদের সম্মান জানাবে সরকার'

কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার। সীমান্তে মানুষ হত্যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারের পথে একটি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। দিনের সব খবর জানুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-অগাস্টে নিহত ৬৪০ জন
  • ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
  • শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় ৭৯ কারখানা বন্ধ
  • বিডিআর বিদ্রোহ মামলার প্রসিকিউটরদের নিয়োগ বাতিল
  • মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল'র এমডি এম এ এন ছিদ্দিককের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সরাসরি কভারেজ

  1. সোমবার যা যা দেখা গেল

    • বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি সম্মান জানাতে আগামী ১৪ই সেপ্টেম্বর স্মরণসভার আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সেখানে নিহত ব্যক্তি ও তাদের পরিবারকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
    • সীমান্তে মানুষ হত্যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারের পথে একটি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার নিহত হওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার 'কড়া' প্রতিবাদ জানাবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
    • বাংলাদেশের পুলিশ বাহিনীতে সংস্কার আনতে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে ৯৭ জনের প্রাণ গেলো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, গত একদিনে সারা দেশে নতুন করে ড্ঙ্গেু আক্রান্তদের মধ্যে কমপক্ষে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অর্ধেকই ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে।
    • যাত্রীর ব্যাগ থেকে অর্থ চুরির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মী আটক করে থানায় দিয়েছে কর্তৃপক্ষ।
    • আগামী পহেলা অক্টোবর থেকে সারা দেশের সুপারশপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
  2. শেখ মুজিবের পরিবারের নিরাপত্তা আইন বাতিল করে অধ্যাদেশ জারি

    অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

    ছবির উৎস, BD Ministry of Law

    ছবির ক্যাপশান, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় পাশ করা বিশেষ আইন বাতিল অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় পাশ করা বিশেষ আইন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

    সোমবার এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

    নতুন অধ্যাদেশে বলা হয়েছে, "যেহেতু জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।"

    অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

    এর আগে, গত ২৯শে অগাস্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন দেওয়া হওয়া হয়।

  3. রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য গ্রেফতার

    কোটা আন্দোলন চলাকালে গত ১৬ই জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে মারা যান শিক্ষার্থী আবু সাঈদ

    ছবির উৎস, Sharier Mim

    ছবির ক্যাপশান, কোটা আন্দোলন চলাকালে গত ১৬ই জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে মারা যান শিক্ষার্থী আবু সাঈদ

    কোটা আন্দোলন চলাকালে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন।

    সোমবার তাদেরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. মজিদ আলী।

    গ্রেফতার হওয়া পুলিশ সদস্যরা হলেন: পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাদের দু'জনকেই কিছুদিন আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

    কোটা আন্দোলন চলাকালে গত ১৬ই জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হন শিক্ষার্থী আবু সাঈদ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ওই ঘটনার একমাসেরও বেশি সময় পর গত ১৯শে অগাস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মি. সাঈদের বড় ভাই রমজান আলী।

    সেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের প্রায় ডজনখানেক কর্মকর্তাসহ ছাড়াও অজ্ঞাতনামা আরও কমপক্ষে ৩০ জনকে আসামি করা হয়।

  4. ১৪ই সেপ্টেম্বর স্মরণসভায় শহীদদের সম্মান জানাবে সরকার: নাহিদ ইসলাম

    স্মরণসভার প্রস্তুতি সভায় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, স্মরণসভার প্রস্তুতি সভায় অন্যদের সঙ্গে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

    বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি সম্মান জানাতে আগামী ১৪ই সেপ্টেম্বর স্মরণসভার আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

    সেখানে নিহত ব্যক্তি ও তাদের পরিবারকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

    সোমবার 'ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে' অনুষ্ঠিতব্য ওই স্মরণসভার প্রস্তুতি সভায় তিনি একথা জানান বলে বাসসের একটি খবরে বলা হয়েছে

  5. সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা

    সীমান্তে মানুষ হত্যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারের পথে একটি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    "বাংলাদেশ-ভারত সম্পর্ক জনমানুষের পর্যায়ে জোরদার করা দরকার। সীমান্তে হত্যাকাণ্ড ঘটলে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে...আমরা এটা চাই না," বলেন মি. হোসেন।

    তিনি আরও বলেন, "সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয়, এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা চাই না।"

    রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার নিহত হওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার 'কড়া' প্রতিবাদ জানাবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

    "আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি। এটা পেলেই আমরা নয়াদিল্লির কাছে কড়া প্রতিবাদ জানাবো," বলেন মি. হোসেন।

    ভারতের সঙ্গে বাংলাদেশ 'সার্বভৌম সমতার ভিত্তিতে' সুসম্পর্ক রাখতে চায় বলেও জানিয়েছেন তিনি।

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
  6. পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের পুলিশ বাহিনীতে সংস্কার আনতে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার সচিবালয়ের নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি'র আবাসিক কর্মকর্তা স্টেফান লিলারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

    "এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি, তবে শীঘ্রই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে," ইউএনডিপি'র প্রতিনিধি দলকে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    কোন প্রক্রিয়ায়, কীভাবে এবং কাদেরকে অন্তর্ভুক্ত করে পুলিশের সংস্কার করা হবে, প্রাথমিক ওই কমিটিই সেটি নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি।

    বিষয়টি নিয়ে ইউএনডিপি'র আবাসিক কর্মকর্তা স্টেফান লিলার বলেন, "বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়।"

    এক্ষেত্রে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে পুলিশের সংস্কার কাজ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তিনি।

    সংস্কার কাজে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে জাতিসংঘ প্রস্তুত বলেও জানিয়েছেন মি. লিলার।

    সাক্ষাৎকালে বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধ স্টেফান লিলার

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরীর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধ স্টেফান লিলার
  7. পাচারের অর্থ ফেরত আনতে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কানাডার

    কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার লিলি নিকোলস।

    সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে একথা জানিয়েছেন মিজ নিকোলস।

    সাক্ষাতের শুরুতে, বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে উপদেষ্টা ঢাকাস্থ হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    "বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার করে সেখানে আশ্রয় নিয়েছে," কানাডার হাইকমিশনারকে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    এর জবাবে পাচারের অর্থ উদ্ধারে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন হাইকমিশনার।

    "অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ, কিন্তু অসম্ভব নয়," বলেন মিজ নিকোলস।

    অর্থ উদ্ধারের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আনুষ্ঠানিক প্রস্তাব ও চিঠি প্রেরণের অনুরোধ জানান তিনি।

    বাংলাদেশে বসবাসরত কানাডার নাগরিকসহ সকল বিদেশির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে হাইকমিশনারকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডার হাইকমিশনার লিলি নিকোলস
  8. ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬১৫ জন

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে ৯৭ জনের প্রাণ গেলো।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

    সেখানে আরও বলা হয়েছে, গত একদিনে সারা দেশে নতুন করে ড্ঙ্গেু আক্রান্তদের মধ্যে কমপক্ষে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অর্ধেকই ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে।

    এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৩৭ জন।

    এর বাইরে, ঢাকা বিভাগের অন্য জেলার হাসপাতালে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনায় ৬০ জন, বরিশালে ২৪ জন, রাজশাহীতে ১৩ জন, ময়মনসিংহে ছয় জন এবং রংপুর বিভাগে দুই জন ভর্তি হয়েছেন।

    সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন মানুষ।

    আর মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ৫১ দশমিক পাঁচ শতাংশ নারী এবং ৪৮ দশমিক পাঁচ শতাংশ পুরুষ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে ৯৭ জনের প্রাণ গেলো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে
  9. যাত্রীর ব্যাগ থেকে অর্থ চুরির অভিযোগে বিমানের পাঁচ কর্মী আটক

    যাত্রীর ব্যাগ থেকে অর্থ চুরির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মী আটক করে থানায় দিয়েছে কর্তৃপক্ষ।

    প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় জড়িত অন্য এক কর্মী পলাতক রয়েছে বলেও জানানো হয়েছে।

    আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে ভুক্তভোগি যাত্রীর কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    বিবৃতি বলা হয়েছে, গত দোসরা অগাস্ট বাংলাদেশ বিমানের এক যাত্রী লিখিত অভিযোগ করে জানান যে, তার ব্যাগে রাখা বিদেশি মুদ্রা চুরি গেছে।

    এরপর ঘটনার তদন্ত শুরু করে বিমান কর্তৃপক্ষ। তদন্তে ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, যাদের পাঁচজনকে পুলিশ দেওয়া হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা অর্থ সরানোর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছে বলে বিমান কর্তৃপক্ষের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    সেইসঙ্গে, মূল্যবান সামগ্রী, টাকাপয়সা ও অলঙ্কার চেকড ব্যাগেজে না রেখে নিজেদের হাতে থাকা ব্যাগে বহনের জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

    আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে ভুক্তভোগি যাত্রীর কাছে বুঝিয়ে দেওয়া হবে

    ছবির উৎস, BIMAN BANGLADESH AIRLINES

    ছবির ক্যাপশান, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে ভুক্তভোগি যাত্রীর কাছে বুঝিয়ে দেওয়া হবে
  10. শেয়ারবাজারে সালমান এফ রহমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গঠন

    সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে ওঠা শেয়ারবাজারে কারসাজি ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    সোমবার বিএসইসি'র পরিচালক আবুল হাসানের নেতৃত্বে চার সদস্যের এ কমিটি গঠিত হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

    অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য এবং মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকেও তদন্তের আওতায় আনা হবে বলেও জানিয়েছে বিএসইসি।

    আগামী ৬০ দিনের মধ্যে কমিটির সদস্যরা তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিবেন বলেও জানিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।

  11. মেট্রোরেল কোম্পানির এমডি'র নিয়োগ বাতিল

    মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিককের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

    তার জায়গায় নতুন নিয়োগ পেয়েছেন মেট্রোরেলের নর্দার্ন রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

    সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

    উল্লেখ্য যে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আগের চুক্তিভিত্তি সব নিয়োগ ধীরে ধীরে বাতিল করার ঘোষণা দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এখন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন আনা হলো।

    এর আগে, ২০১৭ সালের ২৬শে অক্টোবর এম এ এন ছিদ্দিককে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

    তার জায়গায় নিয়োগ পাওয়া মি. রউফ ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন। তার আগে তিনি ডিএমটিসিএলের কোম্পানি সচিবের দায়িত্বেও ছিলেন।

    এমএএন ছিদ্দিককের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার
    ছবির ক্যাপশান, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিককের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার
  12. অক্টোবর থেকে সুপারশপে পলিব্যাগ ব্যবহার না করার নির্দেশনা

    আগামী পহেলা অক্টোবর থেকে সারা দেশের সুপারশপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    পলিব্যাগের বিকল্প হিসেবে সুপারশপে পাট ও কাপড়ের ব্যাগ রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

    সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সুপারশপের মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক শেষে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।

    "পলিথিন ব্যাগের ব্যবহার তো আগেই সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু নানান কারণে এর ব্যবহার বন্ধ করা যায়নি। এখন সুপারশপের মাধ্যমে আমরা নতুন করে সিদ্ধান্তটি কার্যকর করার চেষ্টা করছি," বিবিসি বাংলাকে বলেন মিজ আহমেদ।

    সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সুপারশপের মালিকরা সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।

    "আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না। উনাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে উনারাও আমাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছেন। আমরা সেগুলো বিবেচনা করছি," বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব।

    পর্যায়ক্রমে অন্যান্য দোকানপাটেও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি।

    উল্লেখ্য, পরিবেশ রক্ষায় ২০০২ সালে পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। যদিও পরবর্তীতে সেটির খুব একটা কার্যকারিতা দেখা যায়নি।

    শপিং ব্যাগ ব্যবহার না করার বিষয়ে চলতি মাসের মধ্যভাগ থেকে সারা দেশে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কাজে তরুণ ও শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।

    এছাড়া আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে পলিথিন ব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের উৎপাদনকারীদেরকে নিয়ে পরিবেশ অধিদপ্তর একটি মেলার আয়োজন করবে বলেও জানিয়েছেন তিনি।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
  13. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

    বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    সোমবার সকালে বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাপ্রধান তার বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা' (বাসস)।

    এসময় দেশব্যাপী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন সেনাপ্রধান।

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তাবিধান এবং সাম্প্রতিক বন্যায় ত্রাণ কার্যক্রম ও বানভাসি মানুষকে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন রাষ্ট্রপতি।

  14. ঠাকুরগাঁও সীমান্তে গুলিতে নিহত কিশোরের মরদেহ নিয়ে গেছে বিএসএফ, এ নিয়ে গত নয় দিনে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি প্রাণ হারালো

    টহলরত বিএসএফ সৈন্য
    ছবির ক্যাপশান, টহলরত বিএসএফ সৈন্যদের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা নতুন নয়।

    ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়ন্ত কুমার নামের বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছে।

    তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কবির।

    রোববার রাতের ওই ঘটনায় নিহত কিশোরের বাবা মহাদেব কুমার ও দরবার আলী নামে আরও দু'জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছে মি. কবির।

    "আমরা যতটুকু জানতে পেরেছি, তারা সীমান্ত পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলো। তখন বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই ছেলেটা মারা যায় এবং তার বাবাসহ আরও দু'জন গুলিবিদ্ধ হয়," বিবিসি বাংলাকে বলছিলেন পুলিশ পরিদর্শক মি. কবির।

    "তবে তারা ঠিক কী কারণে ভারতে যাচ্ছিলো, সেটা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। আহতরা একটু সুস্থ হলে হয়তো পুরো ঘটনা জানা যাবে," বলেন তিনি।

    নিহত জয়ন্ত কুমারের মরদেহ দেশে ফেরত আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    "তবে এসব ঘটনার পর মরদেহ ফিরিয়ে আনতে সাধারণত দুই-তিন দিন সময় লেগে যায়," বলেন মি. কবির।

    এর আগে, গত পহেলা সেপ্টেম্বর রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরী নিহত হয়। দুই দিন পর তার মরদেহ ফেরত আনে বিজিবি।

    ওই ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পরও সীমান্ত হত্যা থামেনি।

  15. ঢাকায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট, গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে

    কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণ ঢাকার বেশকিছু এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণ ঢাকার বেশকিছু এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে

    বিতর্কিত ইনস্ট্রাক্টরদের অপসারণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে চার বছর মেয়াদী করাসহ ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁও সাত রাস্তা এলাকায় সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

    এতে কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয় সরণিসহ বেশকিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গন্তব্যে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

    দাবি পূরণে বেলা ১২টার দিকে 'কারিগরি ছাত্র আন্দোলন'র ব্যানারে একদল শিক্ষার্থী সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে। কর্তৃপক্ষের তরফ থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।

    "আমরা আন্দোলন করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছি। এখন রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও একইভাবে সংস্কার করা প্রয়োজন। সেজন্যই আমরা পথে নেমেছি," বিবিসি বাংলাকে বলেছেন এক শিক্ষার্থী।

    এদিকে, অবরোধের মুখে সাতরাস্তয় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও।

    বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, বনানী, হাতিরঝিল, মগবাজারসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে।

    অনেক যাত্রী জানিয়েছেন যে, তারা দুই তিন ঘণ্টা ধরে সড়কে আটকে রয়েছেন।

    "দুই ঘণ্টারও বেশি সময় ধরে বসে আছি। গাড়ি একদমই নড়ে না," বলেন হাবিবুল ইসলাম নামের এক বাসযাত্রী।

    শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

    • ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।

    • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।

    • উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

    • কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।

    • কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।

    • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে হবে।

  16. নিহত চিকিৎসকের অভিভাবককে টাকার প্রস্তাব দেওয়ার অভিযোগ নাকচ মমতার

    আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের অভিভাবককে পুলিশ টাকা দিতে চেয়েছিল এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে উত্তাল পশ্চিমবঙ্গ।

    সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, যিনি একইসঙ্গে পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও, বলেন, "অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি।"

    এর আগে, আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা অভিযোগ করেন তাদের টাকা দিতে চেয়েছিল পুলিশ।

    এ কথা প্রকাশ্যে আসার পর তৃণমূলের পক্ষ থেকে নিহত চিকিৎসকের অভিভাবকের একটি পাল্টা ভিডিও প্রকাশ করে দাবি করা হয় পুলিশের বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা।

    পরে তারা (অভিভাবক) আবারও অভিযোগ করেন তাদের উপর চাপ দিয়ে পুলিশ ওই ভিডিও রেকর্ড করিয়েছিল। এই নিয়ে দিন কয়েক ধরে তীব্র বিতর্ক চলছিল।

    কলকাতার পুলিশ সুপার ভিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে সোচ্চার হয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এই দাবিতে লালবাজার পুলিশ সদর দফতরের সামনে অবস্থানও নেন তারা।

    সোমবার মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশ কমিশনার নিজে অনেকবার আমার কাছে এসেছেন পদত্যাগ করার জন্য। সাত দিন আগেও এসেছিলেন। কিন্তু সামনে পুজো রয়েছে। আপনারাই বলুন, যিনি দায়িত্বে থাকবেন, তাকে তো আইনশৃঙ্খলা জানতে হবে। কিছু দিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়! আপনারা বলছেন সবাইকে বদলাতে হবে।"

  17. আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কড়া বার্তা ভারতের সুপ্রিম কোর্টের

    কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

    সোমবার প্রধান বিচারপতি বলেন আগের শুনানিতেই চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল, যদিও তা হয়নি। তার কথায়, “তাদের (আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ হবে না, আমরা তো বলেছি। কিন্তু তারা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না।”

    একইসঙ্গে রাজ্যকে জানানো হয়েছে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি যেন নিশ্চিত করা হয়।

    সোমবার নবান্নর সভাঘরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আদালতের নির্দেশের বিষয়ে উল্লেখ করে ইঙ্গিত দেন, আন্দোলনরত চিকিৎসকেরা আলোচনায় বসতে চাইলে সরকার রাজি।

    প্রসঙ্গত সুপ্রিম কোর্টের সোমবারের শুনানিতে আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের দেহের ময়নাতদন্তের রিপোর্ট, অভিযোগ দায়েরের দেরি সহ একাধিক বিষয় নিয়ে আরও একবার একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারের তরফে দাঁড়ানো আইনজীবী কপিল সিব্বলকে।

  18. বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই - অগাস্টে নিহত ৬৪০ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন

    গত ১৫ই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্তত ৬৪০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১৯ হাজার ২০০ জনেরও বেশি।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    যদিও গত বৃহস্পতিবার জমা দেয়া ওই প্রতিবেদনে ৬৩১ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছিল।

    স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও কমিটির প্রধান মুহাম্মদ হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, “নিহতের সংখ্যা আরো বাড়বে। কারণ সাভারে যারা মারা গিয়েছিল এবং যাদেরকে কোন কাগজ ছাড়া দাফন করা হয়েছিল তাদেরকে রিপোর্টিংএর সুযোগ দিতে হবে। ফলে আরো বাড়বে নিহতের সংখ্যা। এ সংখ্যা আজকে ৬৪০ জন”।

    এ প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫০ জনেরও বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। এই ২১ দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৮১ জন মারা গেছেন।

    এই আন্দোলনে হতাহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত ১৫ই অগাস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটি গঠন করে। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বলে জানান মি. কবির।

    তিনি বলেন, “ আহত ১৯ হাজারেরও বেশি। এর মধ্যে কিছু ব্যক্তি আছেন গুরুতর আহত। যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইনডোরে ভর্তি ছিল সাড়ে সাত হাজারের মতো লোক”।

    প্রতিবেদনটিতে বলা হয়েছে, আহতদের মধ্যে ১৬ হাজার জনের বেশি সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। অন্তত তিন হাজার জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    মি. কবির বলেন, “এটি একটি খসড়া তালিকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর তথ্য আরও আপডেট করছেন। আরো ডেটা কালেক্ট করতে হবে। যেহেতু লোকগুলো চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে তাই তাদের তথ্য কালেক্ট করতে হবে। পাঁচ তারিখ পর্যন্ত অনেকে কারেক্ট তথ্য দেয়ও নি”।

    “সব হাসপাতালে রেজিস্ট্রারও সেইম স্ট্রাকচারে মেইনটেইন করে না। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই এই তথ্যগুলো তৈরি করা হয়েছে। তবে প্রতি মুহূর্তেই এসব তথ্য বদলাবে। কম্পিউটারাইজড ডাটাবেইজের ধর্ম হচ্ছে একটা লাইভ ডাটা যখন ঢুকবে প্রতি মুহূর্তেই তা বদলাবে,” বলেন মি. কবির।

    পূর্ণাঙ্গ তথ্য পেতে আরো মাস খানেক সময় লাগবে বলে জানান মি. কবির।

    ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এগার হাজার মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। চট্টগ্রামে আহতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ দুই হাজার।

    প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে নিহতে সংখ্যা সর্বোচ্চ। এ বিভাগে নিহত হয়েছেন ৪৭৭ জন। নিহতের সংখ্যা সবচেয়ে কম বরিশালে একজন। চট্টগ্রাম ও খুলনায় নিহতের সংখ্যা যথাক্রমে ৪৩ ও ৩৯ জন।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে ভর্তি গুরুতর আহত তিন হাজার ৪৮ জন। আঘাতের কারণে স্থায়ীভাবে শারীরিক অক্ষম হয়ে পরেছেন অন্তত ৫৩৫ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আন্দোলনে আহত ও নিহতদের তালিকা তৈরি করছে বলে জানান মি. কবির।

  19. ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

    সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এর আগে গত ২০শে অগাস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছিল।

    এরপর ওইসব জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    এর আগে রোববার নতুন আইন সচিব হিসেবে গোলাম রাব্বানীকে দায়িত্ব দেয়া হয়।

    বদলি করা হয়েছে ২১৯ জন বিচারককে। এদের মধ্যে সহকারী ও সিনিয়র সহকারী জজ ১১৪ জন, জেলা জজ ৫২ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন এবং যুগ্ম জেলা জজ ছয় জন।

    পদোন্নতি দেয়া হয়েছে ৩১ জন বিচারককে।

    গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে প্রশাসন, পুলিশসহ বিভিন্ন বিভাগে ব্যাপক বদলি ও রদবদল করা হয়েছে।

  20. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের কাছে চিঠি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে সারা দেশের সব জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

    মি. ইসলাম জানান, সারা দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালের কাছে আহত ও নিহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া কবরস্থানগুলোর তথ্যও চাওয়া হয়েছে।

    বিভিন্ন জেলার প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মি. ইসলাম।

    দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক ব্রিফিং এ তথ্য জানান।

    তিনি জানান, তদন্তের অংশ হিসেবে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেয়া হয়েছে।

    দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করা হবে জানিয়ে মি. ইসলাম বলেন, বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে, কোন তড়িঘড়ি করা হবে না।

    একইসাথে ন্যায়বিচার নিশ্চিত করতে কোন আসামি যদি বিদেশি আইনজীবী নিয়োগ করে সেক্ষেত্রে কোন আপত্তি থাকবে না বলেও জানান তিনি। তবে এ বিষয়ে আইন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন মি. ইসলাম।

    রোববার এ বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে প্রসিকিউশন টিম আলোচনা করেছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    সারাদেশেই গণহত্যা হয়েছে উল্লেখ করে মি. ইসলাম বলেন, তদন্ত শেষ করতে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা দিনরাত কাজ করবে।

    গতকাল রোববার চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান, জুলাই ও আগস্টে সংঘঠিত গণহত্যার সকল আলামত সংগ্রহ করা, এখন তাদের প্রধান চ্যালেঞ্জ।