যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদিকে, ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত র‍্যাব, ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থার সদস্যদের দ্বারা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চেয়ে কমিশন অব ইনকোয়ারিতে আজ থেকে অভিযোগ গ্রহণ শুরু হয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চেয়েছেন তিনি।
    • সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে।
    • বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির মাধ্যমে এ অর্থ দেয়া হবে।
    • যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার, রোহিঙ্গাদের মানবিক সহায়তাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। সকালে অর্থ ও বাণিজ্য এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে এসব বিষয় এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
    • বাংলাদেশে মাজারে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
    • আগামী তিনদিন দেশজুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপের কারণে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। নৌবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেয়া হয়েছে।
    • বল প্রয়োগ করে চাকরি থেকে পদত্যাগ করানো, প্রতারণা ও মানহানির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
    • ২০২২ সালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা হয়েছে।
  2. দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।

    রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ সহায়তা চান।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়ে সংবাদ প্রকাশ করেছে।

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে বলেন, তার সরকার দ্রুততার সঙ্গে অর্থনীতি পুনর্গঠন, সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

    প্রধান উপদেষ্টা মার্কিন প্রতিনিধিদলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরে বলেন, তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি প্রতিরোধে নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংশোধনের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে।

    স্বৈরাচার সরকারের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের দ্বারা আত্মসাৎকৃত ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

    অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির মত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা দুর্নীতির এক গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম।’

    বৈঠকে মার্কিন কর্মকর্তারা জানান, ড. ইউনূস সরকারের বাস্তবায়নাধীন সংস্কার কর্মসূচিতে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী।

    ঘণ্টা ব্যাপী বৈঠকে আর্থিক খাতের সংস্কার, বিনিয়োগ, শ্রম পরিস্থিতি, রোহিঙ্গা সঙ্কট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার আসন্ন নিউইয়র্ক সফর নিয়ে আলোচনা হয়।

    ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলে আরো ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের পরিচালক জেরড ম্যাসন।

    প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ
  3. নদীবন্দরগুলোকে আবহাওয়ার পূর্বাভাস

    রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে।

    বিকেল চারটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীন নদীবন্দরগুলোর জন্য অধিদপ্তর এ পূর্বাভাস দিয়েছে।

    এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  4. সুমন সিকদার হত্যা মামলায় তৌফিক-ই-ইলাহী কারাগারে

    রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

    রোববার চার দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর রেজাউল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

    এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    গত ১০ই সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তৌফিক-ই-ইলাহীকে আটক করে। পর দিন তাকে চারদিনের রিমান্ডে দেয়া হয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯শে জুলাই বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি স্মরণীর রাস্তার ওপর গুলিতে নিহত হন মো. সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে গত ২০শে অগাস্ট হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

  5. জাতীয় সংসদে ভাঙচুর ও লুটপাটে ৯০ লাখ টাকার ক্ষতি

    গত পাঁচই অগাস্ট জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারি ও ব্যক্তিগত তহবিলসহ প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    বার্তা সংস্থা ইউএনবি এ সংক্রান্ত এক সংবাদে এ তথ্য জানিয়েছে।

    গত চৌঠা সেপ্টেম্বর সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এই পরিসংখ্যান প্রকাশ করা হয় বলে সংবাদটিতে তুলে ধরা হয়েছে।

    ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় করণীয় তুলে ধরা হয়।

    লোকসানের পরিপ্রেক্ষিতে চুরি যাওয়া নগদ অর্থ উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

    এছাড়া সংসদ ভবনের অভ্যন্তরে বিভিন্ন অফিস, উপধারা ও বিভাগ থেকে হারিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত মালামালের বিস্তারিত তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই তালিকা পরবর্তী পদক্ষেপের জন্য প্রতিটি বিভাগের সংশ্লিষ্ট প্রধানদের কাছে জমা দিতে হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

    জাতীয় সংসদ ভবনের বিভাগীয় প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে মেরামতের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন।

    সভায় সংসদ ভবন,সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা আলোচনা হয়েছে।

    এসব এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে।

    এসব কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তূপীকৃত মালামাল সরেজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

    জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটসমূহ জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তও নেয়া হয়েছে এ সভায়।

    শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই লাখ লাখ বিক্ষোভকারী জাতীয় সংসদের দিকে ছুটে যায়। সংসদ ভবনের দিকে যাওয়ার বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করে।

    কয়েক মিনিটের মধ্যেই সংসদ ভবনের সামনের সিঁড়িতে হাজার হাজার বিক্ষোভকারীতে ভরে যায়। এ সময় তাদের ভাঙচুর ও লুটপাট করতে দেখা যায়।

    পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাট করে জনতা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাট করে জনগণ
  6. মাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

    বাংলাদেশে মাজারে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

    এ মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ নির্দেশ দেয়া হয়েছে।

    ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে।

    পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে। যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। ওলি-আউলিয়া এবং দরবেশদের সমাধিস্থল বিবেচনা করে অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সাথে ভক্তি-শ্রদ্ধা ও মাজার জিয়ারত করে আসছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    মাজারে শান্তি-শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে।

    এছাড়া, কোন জেলাতে কোন মাজারে হামলার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।

  7. প্রথমবারের মতো সেনা সদরে প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনা সদরে গিয়েছেন।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

    প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান।

    এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।

    পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার দেয়া দিকনির্দেশনা সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে বলে আশাপ্রকাশ করেছে আইএসপিআর।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। এছাড়া বিভিন্ন বাহিনী প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    প্রধান উপদেষ্টার সেনা সদর সফর

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সেনা সদর সফর
  8. ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, গত ১৫ দিনে ২৪ জনের মৃত্যু

    বাংলাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৮৬ জন।

    রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ছয় হাজার ২৩৪ জন।

    এতে আরো বলা হয়েছে, গত পহেলা জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৭৫ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৬১ জন মারা গেছেন।

    দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম নগরের বাইরে ১৬ জন মারা গেছেন।

    এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, বরিশালে ১০ জন, খুলনায় পাঁচ জন, ঢাকার বাইরে তিন জন ও চট্টগ্রাম নগরী এবং ময়মনসিংহে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

    গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৩০ জন এবং উত্তর সিটিতে ১০৩ জন শনাক্ত হয়েছেন।

    ঢাকার বাইরে ৭৭ জন, বরিশাল সিটির বাইরে ৪৮ জন, চট্টগ্রাম সিটির বাইরে ৭৯ জন, খুলনায় ৩৯ জন, রাজশাহীতে তিন জন এবং রংপুরে নয় জন শনাক্ত হয়েছেন। তবে, ময়মনসিংহে কোনো রোগী শনাক্ত হয় নি।

  9. শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন: চিফ প্রসিকিউটর

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ কথা জানিয়েছেন তিনি।

    মি. ইসলাম বাসসকে বলেন, বিষয়টি নিয়ে গত সপ্তাহে আইন উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। এক সপ্তাহের মধ্যেই এটি হতে পারে বলে আশা প্রকাশ করেন মি. ইসলাম।

    তিনি বলেন, “ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে আছে”।

    “আইন উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে সম্ভবত এক সপ্তাহের মধ্যে তা পুনর্গঠন হবে। আর সেটা হলে বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে”।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কার্যক্রম চলমান থাকলেও ট্রাইব্যুনালে বিচারপতি না থাকায় বিচার কার্যক্রম থমকে আছে।

    ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আবু আহমেদ জমাদার গত ১৩ই জুলাই অবসরে যান। অন্য এক সদস্য বিচারপতি হাইকোর্টে ফিরে গেছেন। বর্তমানে ট্রাইব্যুনালে কোনো বিচারপতি নেই।

    সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে গত সাতই সেপ্টেম্বর নিয়োগ দেয়া হয়। এছাড়াও আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে ট্রাইব্যুনালে নিয়োগ দেয়া হয়।

  10. কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরসহ বার জনের বিরুদ্ধে মামলা

    বল প্রয়োগ করে চাকরি থেকে পদত্যাগ করানো, প্রতারণা ও মানহানির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ১২জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে বিআইএফএফএলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফরমানুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

    মামলায় বিআইএফএফএলের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

    বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

    মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৯ সালের জুলাই মাসে বাদীকে বল প্রয়োগ করে সালমান এফ রহমানের তিস্তা সোলার প্রকল্পে ১৪০০ কোটি টাকার সমপরিমাণ ঋণ প্রস্তাব দিতে বলেন। কোম্পানির পলিসি অনুযায়ী তা দেয়া সম্ভব নয় বলে জানালে সাবেক গভর্নর রউফ বাদীর ওপর ক্ষেপে যান।

    এরপর সেই প্রকল্পের অনুকূলে দুইশ কোটি টাকা জিরো কুপন বন্ডে বিনিয়োগ করার কথা বলে সেই টাকা আগাম ঋণ হিসেবে চাইলে বাদী পর্যাপ্ত ফান্ড নেই বলে জানান।

    এতে আবারও বাদীর ওপর ক্ষিপ্ত হন সাবেক এই গভর্নর। পর্যায়ক্রমে অবৈধ সুবিধা চাইতে থাকলে তাতে রাজি না হওয়ায় আসামিরা বাদীকে জোরপূর্বক চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। এতে বাদীর অপূরনীয় আর্থিক ক্ষতি, সামজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

  11. অধ্যাপক ইউনূসকে পদ্মা নদীতে চুবানোর হুমকি, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

    ২০২২ সালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানো এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা হয়েছে।

    রোববার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলা করেন।

    অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

    বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে আদালত।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৮ই মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলে দেয়া উচিত।

    একইসঙ্গে পদ্মা সেতুর টাকা বন্ধের চেষ্টায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত বলে মন্তব্য করেন।

    এ মামলায় আরো বলা হয়, ওই মন্তব্যের মাধ্যমে শেখ হাসিনা বিষোদগার করে খালেদা জিয়া ও অধ্যাপক ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন। একইসাথে হত্যার হুমকি ও প্ররোচনাও দিয়েছিলেন।

  12. পুলিশ দোষী হলে তার বিচার হতে হবে: সারজিস আলম

    অন্যায়কারী পুলিশ সদস্য হলেও তার বিচার করতে হবে, অন্যথায় অন্যদের ক্ষেত্রে বিচার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

    দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আন্দোলনে নিহত পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    সমন্বয়ক সারজিস আলম বলেন, “কেউ একজন অতি উৎসাহী হয়ে ওই ফ্যাসিস্ট সরকারের কাছে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভাবে নির্দেশের বাইরে গিয়ে কাজ করেছেন। এ কাজগুলা যারা করেছেন তারা অন্যায়কারী। তিনি যদি পুলিশের কেউ হন, তার বিচার হতে হবে”।

    পুলিশের বিচার না হলে তা প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে মি. আলম বলেন, “পুলিশ হলেও তার যদি বিচার না হয় তবে রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও প্রশ্নবিদ্ধ হয়। সে বিচারের বাইরে কেউ না। এজন্য যেই দুইটা নাম আসছে এখানে কিংবা আরো যে নামগুলা আসছে সে পুলিশের হোক না যেই হোক তার বিচার হতে হবে”।

    এছাড়া আন্দোলনকারীদের কেউ হুমকি দিলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    একাত্তরের মুক্তিযোদ্ধাদের সাথে ২৪ এর গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের তুলনা করে তাদের বীরের খেতাব দেয়ার দাবি জানান মি. আলম।

    “রাষ্ট্রীয়ভাবে শহীদের এবং বীরের মর্যাদা দেয়া এবং তাদের জন্য দীর্ঘমেয়াদে একদম স্থায়ী মেয়াদে একটি আর্থিক সহযোগীতা, একদম প্রয়োজন। ১৯৭১ সালের যে মুক্তিযোদ্ধারা তারা যেমন আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, তাদের যেমন সমর্থন করে এসেছি। ঠিক একইভাবে এই ২৪ এর ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের কিন্তু একেকজন তারা মুক্তিযোদ্ধা, একেকজন বীর। সো তাদেরকে সেই স্বীকৃতি দেয়া, সহযোগিতা করা রাষ্ট্রের কর্তব্য” বলেন মি. আলম।

  13. প্রশ্নফাঁসের মামলায় দশজনের সাজা, খালাস ১১৪

    শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় ১২৪ জনের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

    এদের মধ্যে সাত জনকে চার বছর এবং তিন জনকে দুই বছরের সাজা দেয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১৪ জনকে খালাস দিয়েছে আদালত। ।

    রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এ রায় দেন।

    দণ্ডিতরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

    ২০১৭ সালের ২০শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি আবাসিক হলে সিআইডি অভিযান চালিয়ে মামুন ও রানা নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে।

    তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরীক্ষার হল থেকে রাফি নামে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

    ওইদিন শাহবাগ থানায় ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের মামলা করে সিআইডি।

    তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি সুমন কুমার দাস ২০১৯ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনকে অভিযুক্ত করা হয়।

    পরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সকল আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়। পাবলিক পরীক্ষা আইনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১২৪ জনের বিচার শুরু হয়।

  14. সাবেক জনপ্রশাসনমন্ত্রীর পাঁচ দিনের রিমান্ড

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।

    এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

    শনিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

    গত ২২শে অগাস্ট ঢাকার আদাবর থানায় মামলাটি করা হয়েছিল। সে কারণে শনিবার রাতেই মি. হোসেনকে আদাবর থানায় হস্তান্তর করে র‍্যাব।

    যে মামলায় মি. হোসেনকে গ্রেফতার করা হয়েছে, ওই একই মামলায় আসামি তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং ক্রিকেটার সাকিব আল হাসান।

    শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের দুই ডজনেরও বেশি মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

  15. মার্কিন প্রতিনিধি দলের সাথে যেসব আলোচনা হয়েছে

    যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার, রোহিঙ্গাদের মানবিক সহায়তাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

    দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

    ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে সকালে অর্থ ও বাণিজ্য এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে এসব বিষয় এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

    পররাষ্ট্র সচিব বলেছেন, প্রতিনিধি দলের সাথে আর্থিক সংস্কারের বিষয়ে এবং পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। এগুলো চূড়ান্ত রূপ নিতে কিছুটা সময় লাগবে।

    মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার আশ্বাস দিয়েছে।

    এছাড়া আর্থিক সংস্কারে যেসব খাতকে চিহ্নিত করা হয়েছে সেসব খাতে তারা সার্বিকভাবে সহযোগিতা দেয়ার কথা বলেছে বলে জানান পররাষ্ট্র সচিব।

    রোহিঙ্গা ইস্যুতে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি দীর্ঘমেয়াদী সংকট যা সমাধান হওয়া উচিত। সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে্ কিন্তু আমরা জোর দিয়ে বলেছি মূল কারণটি খতিয়ে দেখতে।”

  16. মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

    ছবির উৎস, ANI

    ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

    ছয়মাস কারাভোগের পর দুইদিন আগেই তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন।

    দিল্লিতে আম আদমি পার্টির সদর দফতরে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, দুই দিন পর তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।

    মি. কেজরিওয়াল বলেন, "আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি এবং জনগণ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমি আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না।"

    চলতি বছরের মার্চে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

    দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতি বদল করে মি. কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, এই অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থাটি।

    রোববার মি. কেজরিওয়াল বলেছেন, "আমি জনগণের কাছে যাব, প্রতিটি রাস্তায় যাব, প্রতিটি বাড়িতে যাব এবং যতক্ষণ পর্যন্ত জনগণ রায় না দেয় যে কেজরিওয়াল সৎ, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না।"

    ভারতের কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, "আমাকে জেলে পাঠানোর উদ্দেশ্য ছিল আম আদমি পার্টি ভেঙে দেওয়া এবং অরবিন্দ কেজরিওয়ালকে ভয় দেখানো। কিন্তু জেলখানার দিনগুলো আমার সাহস বাড়িয়ে দিয়েছে।"

    তিনি বলেন, "দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে চেয়েছিলাম বলে আমি কারাগার থেকে পদত্যাগ করিনি। আমি প্রমাণ করেছি জেল থেকেও সরকার চালানো যায়।"

  17. বৃষ্টির সবশেষ যে খবর জানালো আবহাওয়া অফিস

    বৃষ্টি

    ছবির উৎস, Getty Images

    আগামী তিনদিন দেশজুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সেই সঙ্গে কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

    রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

    এ সময়ে দেশের প্রতিটি বিভাগের প্রায় সব জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

    সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

    এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে।

    আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২২৩ মিলিমিটার। অন্যদিকে গতকাল শনিবার রাত থেকে রবিবার এখন পর্যন্ত ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে।

  18. সারাদেশে বিএনপির সমাবেশ ও র‍্যালির সময় পিছিয়েছে

    বিএনপি

    গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে সমাবেশের তারিখ পেছানোর পর এবার র‌্যালির তারিখ পরিবর্তন করেছে বিএনপি।

    দলটির পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার সারাদেশে বিভাগীয় শহরগুলোতে র‍্যালি আয়োজনের কথা ছিল।

    প্রতিকূল আবহাওয়ার কারণে দুইদিন পিছিয়ে এখন সে কর্মসূচি ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবারে নির্ধারণ করা হয়েছে।

    এর আগে রোববার সারাদেশে দলটির পূর্ব নির্ধারিত সমাবেশের তারিখও পিছিয়ে ১৭ই সেপ্টেম্বরে করার সিদ্ধান্ত নেয়া হয়।

    বিএনপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।

  19. গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

    গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুসহ পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

    কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন।

    এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক।

    তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  20. অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

    ড. সালেহ উদ্দিন আহমেদ

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।

    রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

    যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির মাধ্যমে এ অর্থ দেয়া হবে।

    এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএআইডির মধ্যে থাকা একটি চুক্তি রোববার পুনঃনবায়ন হয়েছে।

    অর্থ উপদেষ্টা বলেছেন, “আগে যে চুক্তি হয়েছিল, সেখানে ২০০ মিলিয়ন ডলার নতুন করে যোগ করা হয়েছে।”

    মূলতঃ বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে যুক্তরাষ্ট্র এ অর্থ সহায়তা দেবে।

    এছাড়া দেশটির সাথে বাংলাদেশের আগের সব চুক্তি চলমান থাকবে।

    বৈঠকে আর্থিক খাতে আরো সহযোগিতা, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণসহ পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা।

    অর্থ উপদেষ্টা বলেছেন, “আমাদের সাথে মূলত মার্কিন ফেডারেল ডিপার্টমেন্ট এবং ইউএসএআইডি’র আলাপ হয়েছে। আর্থিক খাতে যেসব সহযোগিতা দরকার সেসব বিষয়ে আলাপ হয়েছে। এবং দ্বিতীয় হল বাণিজ্য এগিয়ে নেয়া।”