সোমবার সারাদিন যা যা ঘটেছে:
- ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের নিজ বাসায় মারা গেছেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে বিশ্বনেতারা শোক জানিয়েছেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ আগামী বুধবারের মধ্যে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি।
- অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি অভিযুক্ত মি. তানভীরকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, সেটি জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে দলটি।
- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
- ভারতে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে নিজ বাসভবনে যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে দুই দেশের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্র্রণালয়।
- দুর্নীতি, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা বিদেশে পালিয়ে রয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
- 'আর্থনা' সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
- সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। এতে সব খাতের শ্রমিকদের জন্য শ্রম আইনকে ‘সার্বজনীন’ করার পাশাপাশি শ্রমিকদের আইনি সুরক্ষা দিতে জাতীয়ভাবে একটি ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
- বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলোর প্রকৃত প্রচারসংখ্যা কত, সেটি বের করতে সরকার টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রচারসংখ্যা বের করার পাশাপাশি টাস্কফোর্সটি গণমাধ্যমকর্মীদের ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।
- মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
- পাঁচই অগাস্ট রাজধানীর চানখাঁরপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যা মামলায় ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুরসহ আটজনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
- প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।


















