পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন, বিশ্বনেতাদের শ্রদ্ধা

পোপ ফ্রান্সিস মারা গেছেন বলে ঘোষণা দিয়েছে ভ্যাটিকান। ২১শে এপ্রিল ইস্টারে ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে তিনি মারা যান। পোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা। এছাড়া, দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্য সচিব তানভীরকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র 'লক' করা হয়েছে।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের নিজ বাসায় মারা গেছেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে বিশ্বনেতারা শোক জানিয়েছেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ আগামী বুধবারের মধ্যে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি।
    • অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি অভিযুক্ত মি. তানভীরকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, সেটি জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে দলটি।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
    • ভারতে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে নিজ বাসভবনে যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে দুই দেশের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্র্রণালয়।
    • দুর্নীতি, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা বিদেশে পালিয়ে রয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • 'আর্থনা' সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
    • সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। এতে সব খাতের শ্রমিকদের জন্য শ্রম আইনকে ‘সার্বজনীন’ করার পাশাপাশি শ্রমিকদের আইনি সুরক্ষা দিতে জাতীয়ভাবে একটি ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
    • বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলোর প্রকৃত প্রচারসংখ্যা কত, সেটি বের করতে সরকার টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রচারসংখ্যা বের করার পাশাপাশি টাস্কফোর্সটি গণমাধ্যমকর্মীদের ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।
    • মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
    • পাঁচই অগাস্ট রাজধানীর চানখাঁরপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যা মামলায় ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুরসহ আটজনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
    • প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. মোদী-ভান্স বৈঠকে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিই প্রাধান্য পেয়েছে

    নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তার পরিবার

    ছবির উৎস, PTI

    ছবির ক্যাপশান, নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তার পরিবার

    যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে এক প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তার অগ্রগতি নিয়ে আলাপ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, দুই শীর্ষ নেতাই বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে সন্তুষ্ট।

    ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দুই নেতা “ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাতে সন্তুষ্ট। এই চুক্তিটি দুই দেশের মানুষের কল্যাণের দিকে নজর রেখেই করা হচ্ছে।

    “একইভাবে শক্তি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি সহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার বিষয় নিয়েও কথা হয়েছে,” বলা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

    দুই দেশের পারস্পরিক স্বার্থ আছে, এমন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও মি. ভান্স ও মি. মোদী আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    সোমবারই চারদিনের ভারত সফরে এসেছেন জেডি ভান্স। তার সঙ্গে তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভান্স এবং তিন পুত্র-কন্যাও এসেছেন।

    সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সপরিবারেই নিমন্ত্রিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

    নরেন্দ্র মোদী মি. ভান্সের পরিবারকে ব্যক্তিগতভাবে সাদর অভ্যর্থনা জানান। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে মি. ভান্স এবং তার পরিবারকে নিজের বাসভবন ঘুরিয়ে দেখাচ্ছেন।

    পরে মি. ও মিসেস ভান্স এবং তার তিন পুত্র-কন্যাকে একসঙ্গে একটি ঘরে বসে আলাপচারিতায় দেখা যায়।

    সে সময়ে নরেন্দ্র মোদীর কোলে চেপে বসে কথা বলতে দেখা যায় মি. ভান্সের এক শিশু পুত্রকে। তিনটি শিশুর জন্য ময়ূরের পালকের তিনটি কলম উপহার দিতে দেখা গেছে মি. মোদীকে।

    ভারত-মার্কিন আনুষ্ঠানিক বৈঠকের পরে মি. মোদীর বাড়িতেই রাতের খাওয়া সারেন ভান্স পরিবার।

    দিল্লি ছাড়াও আগ্রা এবং জয়পুরে যাবেন জেডি ভান্স ও তার পরিবার।

  3. দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরকে দলীয় পদ থেকে অব্যাহতি

    এনসিপি নোটিস

    ছবির উৎস, NCP

    ছবির ক্যাপশান, ফেসবুকে প্রকাশিত এনসিপি নোটিস

    অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    সোমবার এনসিপি'র অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

    সাময়িক অব্যাহতির পাশাপাশি অভিযুক্ত মি. তানভীরকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, সেটি জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।

    সাত দিনের মধ্যে তাকে লিখিতভাবে অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা জানাতে বলেছে এনসিপি।

    মি. তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে 'অবৈধ হস্তক্ষেপ’ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপার কাগজে ‘কমিশন বাণিজ্যে’র অভিযোগে রয়েছে।

    সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি খবরও প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে মি. তানভীরকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিস দিল এনসিপি।

  4. জাতীয়ভাবে ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন শ্রম বিষয়ক সংস্কার কমিশন

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন শ্রম বিষয়ক সংস্কার কমিশন

    সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন।

    প্রতিবেদনে সব খাতের শ্রমিকদের জন্য শ্রম আইনকে ‘সার্বজনীন’ করার পাশাপাশি শ্রমিকদের আইনি সুরক্ষা দিতে জাতীয়ভাবে একটি ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

    সেই সঙ্গে শ্রম অসন্তোষ দূর করতে রপ্তানি খাতের শিল্পের শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধ করার মত অর্থ নিয়ে একটি তহবিল গঠন করার প্রস্তাব দিয়েছে কমিশন।

    পরে বিকালে ঢাকার বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনে সংবাদ সম্মেলন করেন কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

    তিনি বলেন, “দেশে বেশিরভাগ শ্রমিকের স্বীকৃতি নেই। সেজন্য আমরা সার্বজনীন শ্রমিক অধিকারের কথা বলেছি। সব খাতের শ্রমিকের পরিচয় নিশ্চিত করতে হবে।”

    সংস্কার কমিশন শ্রম অসন্তোষ ঠেকাতে যথা সময়ে মজুরি পরিশোধ করার ওপর জোর দিয়েছে বলে জানান তিনি।

    যেসব কারখানা মজুরি দিতে দেরি করবে, সেসব কারখানার উদ্যোক্তাদের দৈনিক জরিমানা করা যেতে পারে বলেও মত দিয়েছেন মি. আহিমেদ।

    এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি, রপ্তানি আয় যথা সময়ে দেশে না আসা বা কারখানা বন্ধ হওয়ার মত পরিস্থিতিতেও সময়মত মজুরি পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে একটি তহবিল গঠন করার প্রস্তাব করেছে কমিশন।

  5. বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে: প্রেস সচিব

    ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    দুর্নীতি, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা বিদেশে পালিয়ে রয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    “যারা যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকের আমরা প্রত্যাবাসন চাইব। তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব,” সাংবাদিকদের বলেন মি. আলম।

    সংবাদ সম্মেলনে নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে ইসলামপন্থি কিছু দলের আপত্তির বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

    জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “প্রতিবেদনটি ঐকমত্য কমিশনে যাবে। তা নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। কারণ অনেকগুলো বিষয় রাজনৈতিকভাবে আলাপ-আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে আমরা প্রতিবেদনের কতটুকু নেব, কতটুকু নেব না।”

  6. রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ ১০০ একর জমি জব্দের আদেশ

    রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত

    ছবির উৎস, Getty Images

    শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সোমবার এই আদেশ দিয়েছেন।

    দুদকের আবেদনে বলা হয়েছে, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে–বেনামে জনগণের আমানতের অর্থ লুটপাটসহ নানান অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছেন তাদের কর্মকর্তারা।

    অনুসন্ধানকালে দেখা গেছে যে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে একটি বহুতল ভবন নির্মাণের জন্য অর্থলুট ও ঋণ জালিয়াতিতে অভিযুক্ত রন হক সিকদারের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে প্রায় ১০০ একর ভূমি সাময়িক বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

    এক্ষেত্রে নিয়ম না মেনে প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি বরাদ্দ দেওয়া হয় মাত্র তিন হাজার কোটি টাকায়। সেখানে মাত্র ২৭০ কোটি টাকার একটি কিস্তি দিয়েই ওই সম্পদের দখল নিয়েছে রন হক সিকদার।

    দুদকের পক্ষ থেকে আদালতকে আরও জানানো হয়েছে যে, অনুমোদন ছাড়াই রন হক সিকদারের প্রতিষ্ঠান সেখানে তিনতলা একটি ভবন নির্মাণ করেছে এবং ভুয়া তথ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের নামে ১১০ কোটি টাকার ঋণ নিয়েছে।

    এমন অবস্থায় দুদকের আবেদন আমলে নিয়ে বরাদ্দকৃত ১০০ একর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত।

  7. সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা বের করতে টাস্কফোর্স গঠন করা হবে: তথ্য উপদেষ্টা

    সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভায় কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম

    ছবির উৎস, BD Ministry of Information & Broadcasting

    ছবির ক্যাপশান, সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভায় কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম

    বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলোর প্রকৃত প্রচারসংখ্যা কত, সেটি বের করতে সরকার টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে। প্রচারসংখ্যা বের করার পাশাপাশি টাস্কফোর্সটি গণমাধ্যমকর্মীদের ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।

    সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সভায় উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা জানিয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

    উপদেষ্টা বলেন, সংবাদপত্র প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন সংবাদপত্রের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে।

    সরকারি নীতিমালা মেনে প্রকাশিত না হলে সংবাদপত্রে বিজ্ঞাপনসহ সরকারি কোনো সুবিধা দেওয়া হবে না বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

  8. শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র 'লক'

    শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশন

    ছবির উৎস, BSS

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

    নির্বাচন কমিশনের বরাত দিয়ে সোমবার এই খবর প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

    যাদের জাতীয় পরিচয়পত্র ‘লক’ করা হয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ এবং বোন শেখ রেহানা সিদ্দিকও রয়েছেন।

    সেই সঙ্গে নাম রয়েছে শেখ রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের।

    এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নামও ওই তালিকায় রয়েছে বলে বাসসের খবরে বলা হয়েছে।

  9. 'মহান বন্ধু' হারানোয় ফিলিস্তিনের খ্রিস্টানদের শোক প্রকাশ

    পোপের ছবির সঙ্গে বেথলেহেমের বাসিন্দা রনি তাবিস
    ছবির ক্যাপশান, পোপের ছবির সঙ্গে বেথলেহেমের বাসিন্দা রনি তাবিস

    পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ফিলিস্তিনি খ্রিস্টানরা একজন "মহান বন্ধু" হারিয়েছেন বলে মন্তব্য করেছেন দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের মেয়র আন্তন সালমান।

    "তিনি বিশ্বের গুটিকতক নেতার মধ্যে একজন ছিলেন, যারা ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করেছিলেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ছুটে এসেছিলেন," বলেন মি. সালমান।

    পোপের মৃত্যুতে ওই অঞ্চলের খ্রিস্টানদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

    "তিনি আমাদের আশা দিয়েছেন, তিনি সবসময় আমাদের বিশ্বাস রাখতে এবং আরও প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা জুগিয়েছেন," বলছিলেন বেথলেহেমের বাসিন্দা রনি তাবিস।

  10. দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

    সোমবার সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়

    'আর্থনা' সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

    চার দিনের সফরকালে আর্থনা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি অধ্যাপক ইউনূস কাতারের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    “কাতারের সঙ্গে আমাদের এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। ভিসা সংক্রান্ত ইস্যু নিয়ে আলাপ করবেন। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলাপ হবে। কাতারের উদ্যোক্তাদের নিয়ে ২৩শে এপ্রিল বাণিজ্য সম্মেলন হবে, আশা করি সাড়া পাবো,” বলেন মি. আলম।

    সফর শেষে আগামী ২৪শে এপ্রিল রাতে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

  11. মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

    মডেল মেঘনা আলম

    ছবির উৎস, MEGHNA ALAM/FACEBOOK

    ছবির ক্যাপশান, মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

    মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

    আজ সোমবার দেশের সব ব্যাংকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

    মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

    গত নয়ই এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা। আটকের দুই দিন পরে তাকে আদালতে পাঠালে ৩০ দিনের আটকাদেশ দেয়া হয়।

    এ আটকের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে।

    আইন উপদেষ্টা আসিফ নজরুলও আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন।

    পরে পনেরই এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আবদুল আলীম চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা, ব্যবসায়ী দেওয়ান সমির ও অজ্ঞাত আরও দুই - তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

  12. কুমিল্লায় মাছ কাটাকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, পুলিশের কাছে আত্মসমর্পণ স্বামীর

    বাজার থেকে কিনে আনা দেড় কেজি পুঁটি মাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে স্ত্রী মৌসুমী আক্তারকে গলাটিপে হত্যা করেছে স্বামী বছির উদ্দিন। হত্যার পর মি. উদ্দিন নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন।

    বিবিসি বাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। পরে তাকে আদালতে নিলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত মি. উদ্দিন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

    কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটেছে।

    পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মি. রহমান বলেন, “ শনিবার দুপুর একটার দিকে বছির উদ্দিন থানায় উপস্থিত হয়ে আমাকে জানায় সে তার স্ত্রীকে হত্যা করেছে। আমি জিজ্ঞেস করি লাশ কোথায়, সে বাসায় রয়েছে জানিয়ে চাবি দেয় আমাকে। আমি ফোর্সসহ তার ছয়তলার ভাড়া বাসায় তালা খুলে দেখি বেসিনের পাশে লাশ পড়ে রয়েছে।”

    পরে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই সোহেল রানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

    অভিযুক্ত বছির উদ্দিন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এরিয়ার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ।

    পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে কোম্পানিগঞ্জ বাজার থেকে দেড় কেজি পুটি মাছ কিনে বাসায় যান বছির উদ্দিন। এতো বেশি মাছ কাটতে পারবেন না বলে স্বামীর সাথে কথা কাটাকাটি করেন নিহত মৌসুমী।

    একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে বছির উদ্দিন হত্যা করেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

    ওসি মি. রহমান জানান, এই দম্পতির তিন বছর আট মাসের জমজ সন্তান রয়েছে। এক ছেলে ও এক মেয়ে এখন অভিযুক্ত বছির উদ্দিনের পরিবারের কাছে রয়েছে।

  13. পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তার নিজ দেশে এক সপ্তাহের শোক ঘোষণা

    পোপের মৃত্যুতে আর্জেন্টিনায় শোকের ছায়া

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পোপের মৃত্যুতে আর্জেন্টিনায় শোকের ছায়া

    পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তার নিজ দেশ আর্জেন্টিনায় এক সপ্তাহের শোক ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই শোক পালনের ঘোষণা দিয়েছেন বলে জানান তার মুখপাত্র।

    ল্যাটিন আমেরিকার কোন দেশ থেকে প্রথমবার পোপ নির্বাচিত হয়েছিলেন ফ্রান্সিস। ফলে আর্জেন্টিনাসহ গোটা দক্ষিণ আমেরিকায় তাকে অপরিসীম গর্বের প্রতীক হিসেবে দেখা হয়।

    দক্ষিণ আমেরিকায় বিশ্বের প্রায় ২৮ শতাংশ ক্যাথলিক খ্রিস্টান বসবাস করে। আর্জেন্টিনার জনসংখ্যারও বেশিরভাগ ক্যাথলিক খ্রিস্টান।

    পোপের মৃত্যুতে দেশটির নাগরিকরা এখন শোকাহত।

  14. যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্স দিল্লিতে

    দিল্লি বিমানবন্দরে নামছেন জেডি ভান্স ও তার স্ত্রী উষা

    ছবির উৎস, MEA India

    ছবির ক্যাপশান, দিল্লি বিমানবন্দরে নামছেন জেডি ভান্স ও তার স্ত্রী উষা

    যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্স সোমবার সকালে প্রথমবারের মতো ভারত সফরে দিল্লি এসে পৌঁছিছেন।

    সফরের প্রথমদিন, আজই তার সঙ্গে বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই বৈঠক হওয়ার কথা।

    দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি যাতে দ্রুত সম্পন্ন করা যায়, মূলত তা নিয়েই কথা হতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

    পিটিআই জানিয়েছে, ওই বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রারও থাকার কথা রয়েছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার এক্স হ্যান্ডেলে মি. ভান্সকে স্বাগত জানিয়ে লিখেছেন, “ভিপি জেডি ভান্স, স্লোটাস (সেকেন্ড লেডি অফ দ্য ইউনাইটেড স্টেটস – ভাইস প্রেসিডেন্টের স্ত্রী) মিসেস ঊষা ভান্স এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে ভারতে স্বাগত। বিমানবন্দরে রেলওয়ে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকে স্বাগত জানিয়েছেন।

    এই সফরে মি. ভান্সের সঙ্গে এসেছেন তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী উষা এবং তাদের তিন সন্তান। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানায় ভারতীয় সেনা, বিমান এবং নৌবাহিনীর সদস্যরা।

    চারদিনের এই সফরে মি. ভান্স দিল্লি ছাড়াও জয়পুর এবং আগ্রা যাবেন।

  15. বুধবারের মধ্যে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্সে নেয়া হতে পারে: ভ্যাটিকান

    পোপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইতোমধ্যেই অসংখ্য মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আসতে শুরু করেছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পোপের মৃত্যুর খবরে ইতোমধ্যেই অসংখ্য মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আসতে শুরু করেছেন

    সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ আগামী বুধবারের মধ্যে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি।

    কার্ডিনালদের একটি দল বুধবার একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবেন বলেও জানান তিনি।

    তবে সিদ্ধান্তটি যদি আরও আগে নেওয়া হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষজন আগেই শ্রদ্ধা নিবেদনের অনুমতি পেতে পারে বলে জানিয়েছে ভ্যাটিকান।

    এদিকে পোপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আসতে শুরু করেছেন।

  16. রাজা চার্লস পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতের কথা বিশেষভাবে স্মরণ করেছেন

    পোপ ও রাজা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাজা চার্লস পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতের কথা বিশেষভাবে সাথে স্মরণ করেছেন

    পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর যুক্তরাজ্যের রাজা চার্লস এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

    শোক বার্তায় তিনি বলেছেন, "পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেয়ে আমি এবং আমার স্ত্রী অত্যন্ত দুঃখিত। তবে, পোপ চার্চ ও বিশ্বের সাথে ইস্টারের শুভেচ্ছা বিনিময় করতে পেরেছিলেন এ কথা জেনে আমাদের ভারাক্রান্ত হৃদয় কিছুটা হালকা হয়েছে।"

    "চার্চের ঐক্য রক্ষা এবং সকল বিশ্বাসী মানুষের প্রতি তার প্রতিশ্রুতি এবং অন্যদের কল্যাণের জন্য কাজ করার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।"

    শোকবার্তায় রাজা বলেছেন, "রানী এবং আমি বছরের পর বছর ধরে পরম পবিত্রতার সাথে আমাদের সাক্ষাতের কথা বিশেষভাবে স্মরণ করি এবং মাসের শুরুতে তার সাথে দেখা করতে পেরে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম।"

    "যেই চার্চে তিনি সেবা দিয়েছেন সেই চার্চেের অগণিত মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি জানাই" শোকবার্তায় বলেছেন রাজা চার্লস।

  17. রাজকীয় বাসভবনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে

    ইউনিয়ন পতাকা

    ছবির উৎস, Getty Images

    পোপের মৃত্যুতে শোক জানিয়ে রাজা তৃতীয় চার্লস এর বাসভবন ছাড়া অন্য সব রাজকীয় বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

    বিবিসিকে একটি রাজকীয় সূত্র জানিয়েছে, 'এই অনুষ্ঠানে শোক' প্রতিফলিত করার জন্য চেঞ্জিং দ্য গার্ড অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হবে।

    ভ্যাটিকান যদি একমত হয়, তবে রাজপরিবারের একজন সদস্য পোপের শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে শ্রদ্ধা জানাতে কারা যাবেন তা এখনই বলা কঠিন।

  18. পোপের সাথে 'সবচেয়ে প্রিয় স্মৃতি' রয়েছে বলে স্মরণ করেছেন পুতিন

    পুতিন ও পোপ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পোপের সাথে 'সবচেয়ে প্রিয় স্মৃতি' রয়েছে বলে স্মরণ করেছেন পুতিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোপ ফ্রান্সিসকে "মানবতাবাদ এবং ন্যায়বিচারের সর্বোচ্চ মূল্যবোধের রক্ষক" হিসেবে স্মরণ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

    প্রেসিডেন্ট পুতিন "এই অসাধারণ ব্যক্তির সাথে অনেকবার যোগাযোগের সুযোগ পেয়েছিলেন" বলে জানিয়েছে ক্রেমলিন।

    পুতিন "তার স্মৃতি চিরকাল ধরে রাখবেন" বলে উল্লেখ করেছে ক্রেমলিন।

  19. পোপ ফ্রান্সিস জানতেন 'কীভাবে আশা দিতে হয়': জেলেনস্কি

    পোপ ও জেলেনস্কি

    ছবির উৎস, Volodymyr Zelensky/X

    ছবির ক্যাপশান, পোপ ফ্রান্সিস জানতেন 'কিভাবে আশা দিতে হয়', জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোপের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, "তিনি জানতেন কীভাবে আশা দিতে হয়, প্রার্থনার মাধ্যমে দুঃখ লাঘব করতে হয় এবং ঐক্য গড়ে তুলতে হয়।"

    জেলেনস্কি আরও বলেন, প্রয়াত পোপ ইউক্রেন এবং ইউক্রেনিয়ানদের জন্য শান্তির প্রার্থনা করেছিলেন।

    "আমরা ক্যাথলিক এবং সব খ্রিস্টানদের সাথে শোক প্রকাশ করছি যারা আধ্যাত্মিক সহায়তার জন্য পোপ ফ্রান্সিসের দিকে চেয়েছিলেন। চিরন্তন স্মৃতি!"

  20. পোপ ছিলেন দরিদ্র, নিপীড়িত ও অবহেলিতদের জন্য: স্যার কিয়ের স্টারমার

    যুক্তরাজ্যের প্রেসিডেন্ট স্যার কিয়ের স্টারমার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পোপ ছিলেন দরিদ্র ও নিপীড়িতদের জন্য: স্টারমার

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, “পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত।”

    মি. স্টারমার আরও লিখেছেন, “একটি জটিল এবং চ্যালেঞ্জিং সময়ে বিশ্ব ও চার্চের জন্য তার নেতৃত্ব ছিল সাহসী।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি "দরিদ্র, নিপীড়িত ও অবহেলিতদের জন্য একজন পোপ ছিলেন।"

    “ যুক্তরাজ্যের জনগণের পক্ষ থেকে আমি সমগ্র ক্যাথলিক চার্চের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি” বলেন তিনি।