জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন খলিলুর রহমান

প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ঘোষণা করেছে ভারত সরকার। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে সব ধরনের মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটলো

    • প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। তবে এর ফলে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
    • শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকার আরেকটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত
    • চীনা পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে এবার সব ধরনের মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। এদিকে, বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসন যে 'পাল্টা শুল্ক' আরোপ করেছে, সেটির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
    • বুধবার থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের 'পাল্টা শুল্ক'। পাল্টা শুল্ক কার্যকর হওয়ার প্রথমদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এছাড়া এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারেও বড় দরপতন ঘটেছে।
    • বাংলাদেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কিছুটা কমে তিন দশমিক নয় শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
    • শরিয়াভিত্তিক যেসব দুর্বল ব্যাংক বাংলাদেশে রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
    • নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে বিএনপি আগামী ১৬ই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
    • এবার ঈদুল ফিতরের সময় দেশের সড়ক-মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সড়ক অব্যবস্থাপনা ও যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
    • বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
    • গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বুধবার পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বিবিসি বাংলার লাইভ আপডেট আজকের মতো এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার সকালে আবারও নতুন খবর নিয়ে এটি শুরু হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং অন্যান্য খবর পড়তে মূলপাতা ভিজিট করুন।

    বৃহস্পতিবার দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়

  2. ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণ কী? যা বলছে ভারত, 'ট্রান্সশিপমেন্ট বাতিলে নেপাল-ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রভাবিত হবে না'

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (ফাইল ছবি)

    ছবির উৎস, MEA India

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (ফাইল ছবি)

    ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পেছনের কারণ নিয়ে নানান আলোচনার-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    রাজনৈতিক কোনো কারণে নয়, বরং নিজ দেশের স্বার্থ রক্ষার্থেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।

    "২০২০ সালে বাংলাদেশকে এই সুবিধা দেওয়া হয়েছিল। এর ফলে আমাদের বিমানবন্দর এবং অন্য বন্দরগুলোতে দীর্ঘদিন ধরে তীব্র জট তৈরি হয়েছিল," বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    "এতে সময় বেশি লাগার পাশাপাশি খরচ বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল এবং বন্দরে আটকে পড়া পণ্যের পরিমাণ বাড়ছিল। সেজন্য ২০২৫ সালের আটই এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে," বলেন মি. জয়সওয়াল।

    তবে ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের মতোই চলবে বলে জানিয়েছে ভারত।

    "ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের যে পণ্য রপ্তানি হয়, এই পদক্ষেপ সেটার উপর প্রভাব ফেলবে না," বলেছেন মি. জয়সওয়াল।

  3. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন খলিলুর রহমান

    খলিলুর রহমান
    ছবির ক্যাপশান, খলিলুর রহমান

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে।

    বুধবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে খলিলুর রহমানকে এই নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন।

    মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের পদবি ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে পরিবর্তন করা হলো। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    গত বছরের ১৯ নভেম্বর প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান খলিলুর রহমান।

    খলিলুর রহমান উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

  4. ট্রান্সশিপমেন্ট বাতিল অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলবে?

    দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাকসহ বাংলাদেশি কিছু পণ্য অন্য দেশে রপ্তানি হতো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাকসহ বাংলাদেশি কিছু পণ্য অন্য দেশে রপ্তানি হতো

    ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত যে আদেশ জারি করেছে, বাংলাদেশের অর্থনীতির ওপরে সেটি বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানাচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

    "ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তটা বেশ অপ্রত্যাশিতই বলা চলে। তবে আমরা এই সুবিধাটা খুব যে বেশি ব্যবহার করতাম তা না। ফলে ট্রান্সশিপমেন্ট বন্ধের ফলে আমাদের অর্থনীতিতে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না," বিবিসি বাংলাকে বলছিলেন বেসরকারি গবেষণা সংস্থা 'সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান।

    অর্থনীতিবিদরা বলছেন যে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে কিছু পণ্য রপ্তানি করে বাংলাদেশ। সম্প্রতি বাংলাবান্ধা দিয়ে নেপালে প্রায় তিন হাজার মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে বলে জানা যাচ্ছে।

    বুধবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার ফলে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না।

    তবে ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ-আমেরিকায় তৈরি পোশাকসহ যেসব পণ্য রপ্তানি হয়, সেগুলো এখন বন্ধ হয়ে যাবে।

    "গার্মেন্টসের যারা রপ্তানিকারক আছেন, অনেক সময় দ্রুততম সময়ের মধ্যে ক্রেতা দেশগুলোর কাছে পণ্য পাঠানোর জন্য তারা ভারতীয় বিমানবন্দর ব্যবহার করতেন। এখন তারা সেটা পারবেন না। ফলে বাংলাদেশ থেকেই পণ্য পাঠাতে হবে," বলেন মি. রহমান।

    এদিকে, বাংলাদেশের তৈরি পোশাকখাতের একজন রপ্তানিকারক বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, ভারতের ভূখণ্ড বিমানবন্দর ব্যবহার করে গার্মেন্টস পণ্যের "সামান্য কিছু অংশ" পশ্চিমা দেশগুলোতে যায়।

    ফলে ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে খাতটিতে সেভাবে প্রভাব পড়বে না।

    ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে ঠিক কী পরিমাণ পণ্য অন্য দেশে রপ্তানি করা হয়, সেটার সুনির্দিষ্ট কোনো তথ্য ব্যবসায়ীরা জানাতে পারেননি।

    তবে ভারত সরকারের ২০২৩ সালের এক হিসাব থেকে জানা যাচ্ছে, ওই বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক ও অন্যান্য পণ্য মিলিয়ে মাত্র পাঁচ হাজার কিলোগ্রামের মতো বাংলাদেশি পণ্য অন্য দেশে রপ্তানি হয়েছিল।

  5. শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকার আরেকটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

    শেখ হাসিনা (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা (ফাইল ছবি)

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে'র ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার আরও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

    দুদকের আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা নিজের নামে ও নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র সরানোর চেষ্টা চালাচ্ছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।

    তাদের বিরুদ্ধে চলমান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হিসাবটি অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

    বিষয়টি আমলে নিয়ে ব্যাংক হিসাব অবরুদ্ধের আদশে দেয় আদালত।

    উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে'র সভাপতির দায়িত্বে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর আগে, গত ১১ই মার্চ শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং দলের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।

    এসব হিসাবে অবরুদ্ধ টাকার পরিমাণ ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের নামে ৩২টি হিসাবে রয়েছে ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা।

  6. বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত

    মালবাহী ট্রাক

    বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ঘোষণা করেছে ভারতের সরকার। এর ফলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যেতে পারবে না।

    ট্রান্সশিপমেন্ট বাতিল করে ইতোমধ্যেই আদেশ জারি করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস।

    ট্রান্সশিপমেন্টের আওতায় বর্তমানে বাংলাদেশের পণ্যবোঝাই যেসব ট্রাক ভারতের মাটিতে অবস্থান করছে, দ্রুত সময়ের মধ্যে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশনা দিয়ে ভারত সরকার।

    এর আগে, ২০২০ সালের জুনে জারি এক আদেশে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত।

    তখন থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৈরি পোশাকসহ বেশকিছু পণ্য ইউরোপ-আমেরিকায় রপ্তানি করে আসছিল বাংলাদেশ।

    এমন একটি সময় এই ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো যার কিছুদিন আগে চীন সফরে গিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো তথা 'সেভেন সিস্টার্স' নিয়ে মন্তব্য করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বেইজিংয়ে তিনি বলেছিলেন, ভারতের সেভেন সিস্টার্স 'ল্যান্ডলকড' বা স্থলবেষ্টিত একটি অঞ্চল এবং ওই অঞ্চলে 'সমুদ্রের একমাত্র অভিভাবক' বাংলাদেশ – চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে।

    তার এমন বক্তব্যের পর ভারতে বেশ প্রতিক্রিয়া দেখা যায়।

    পরে দোসরা এপ্রিল ঢাকায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এক সম্মেলনে অধ্যাপক ইউনূসের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জানান, "কানেক্টিভিটি এই অঞ্চলে যে বিপুল সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে, সেই পটভূমি থেকেই প্রধান উপদেষ্টা কথাগুলো বলেছেন এবং তার উদ্দেশ্যও ছিল সম্পূর্ণ সৎ।"

    এরপর গত চৌঠা এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটিই ছিল দুই সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

  7. অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

    জ্বালানি তেল

    ছবির উৎস, Getty Images

    বিশ্বব্যাপী মার্কিন পাল্টা শুল্ক কার্যকর হওয়ার প্রথমদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

    বুধবার ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৬০ ডলারে বিক্রি হচ্ছে, যা করোনাকালে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন।

    বিশ্লেষক অ্যাশলে কেলি বলছেন যে, হোয়াইট হাউস চায় তেলের দাম আরও কমে যাক। কারণ এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে।

  8. ১০৪ শতাংশের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করলো চীন

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    চীনা পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে এবার সব ধরনের মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার থেকে নতুন এই শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছেন চীনের সরকার।

    পাল্টা-পাল্টি শুল্কারোপের এই ঘটনায় মাধ্যমে দু'দেশের মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক অর্থনীতিতে এটি নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা।

  9. যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে আন্তর্জাতিক বাণিজ্য আইন 'লঙ্ঘিত' হয়েছে: রাশিয়া

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

    বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসন যে 'পাল্টা শুল্ক' আরোপ করেছে, সেটির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

    বিশেষ করে, চীনা পণ্য আমদানির উপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করাটা কোনোভাবেই আন্তর্জাতিক বাণিজ্যের রীতির মধ্যে পড়ে না বলে মনে করে দেশটি।

    "ওয়াশিংটন আন্তর্জাতিক বাণিজ্য আইন মেনে চলে বলে মনে হচ্ছে না," বলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

    গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর তাতে আপত্তি জানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করেছিল চীন।

    কারণ বাণিজ্যের ক্ষেত্রে বিরোধ দেখা দিলে সবপক্ষের সঙ্গে কথা বলে সাধারণত বিশ্ব বাণিজ্য সংস্থা সমস্যাটি সমাধান করে থাকে।

    কিন্তু সংস্থাটির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না করে একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে, সেটি বিশ্ব বাণিজ্য সংস্থার "মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে" বলে মন্তব্য করেছেন মারিয়া জাখারোভা। ।

  10. শরিয়াভিত্তিক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে: গভর্নর

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর
    ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর

    শরিয়াভিত্তিক যেসব দুর্বল ব্যাংক বাংলাদেশে রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    বুধবার ঢাকায় আয়োজিত দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি একথা জানান।

    “ইসলামী ব্যাংকগুলোকে রিশেইপড করা হয়েছে। দেশের একটি বড় ইসলামী ব্যাংক আছে, সঙ্গে ছোট ছোট আরো কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যাজর্জরিত ব্যাংকগুলোকে মার্জার করা হবে,” বলেন মি. মনসুর।

    তিনি আরও বলেন, “ইসলামী ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি।”

    ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকটে নাজুক দশায় পড়া আর্থিক খাতকে সঠিক পথে ফেরাতে ২০২৩ সালের ডিসেম্বরে দুর্বল ব্যাংককে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার বা মার্জারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

    প্রথমে ১০টি দুর্বল ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার ঘোষণা দেওয়া হলেও পরে সেটি কার্যকর হতে দেখা যায়নি।

    গতবছর একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলেও জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর সেটি থমকে যায়। এখন পুনরায় সেটি শুরু করার জন্য দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংকগুলোকে একীভূত করার কথা জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।

    এদিকে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরায় ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে বলেও জানান মি. মনসুর।

  11. চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে: এডিবি

    জিডিপি, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    বাংলাদেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কিছুটা কমে তিন দশমিক নয় শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

    তবে সংস্থাটি আশা করছে, আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করবে। তখন প্রবৃদ্ধির হার তিন দশমিক নয় শতাংশ থেকে বেড়ে পাঁচ দশমিক এক শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে।

    বুধবার এডিবি'র ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ছিল চার দশমিক ২২ শতাংশ।

    এবার রাজনৈতিক পালাবদল, প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি, শিল্পক্ষেত্রে অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রবৃদ্ধির গতি কমবে বলে ধারণা করছে এডিবি।

    এছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার ফলেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।

    এদিকে, প্রবৃদ্ধি কমলেও চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি আগের বছরের চেয়ে সামান্য বেড়ে ১০ দশমিক দুই শতাংশ হতে পারে বলে জানিয়েছে এডিবি।

    ২০২৩-২৪ অর্থবছরে দেশটির গড় মূল্যস্ফীতি ছিল নয় দশমিক ৭৩ শতাংশ।

  12. বিশ্বব্যাপী ট্রাম্পের 'পাল্টা শুল্ক' কার্যকর, সুর নরম করছে চীন

    ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বাড়তি শুল্কের তালিকা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বাড়তি শুল্কের তালিকা

    আজ থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের 'পাল্টা শুল্ক'। পূর্বঘোষণা অনুযায়ী নয়ই এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চীনের শুল্কহার ৮৪ শতাংশ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়ে ১০৪ শতাংশে পৌঁছেছে।

    এ অবস্থায় শেষ পর্যন্ত সুর নরম করতে শুরু করেছে চীন। বেইজিং জানিয়েছে যে, 'দ্বন্দ্ব' নিরসনে তারা মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী।

    বুধবার বাণিজ্য বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এতে বলা হয়েছে, চীন সব সময়ই চেষ্টা করেছে, মার্কিন-চীন বাণিজ্য যেন সব সময় উভয় রাষ্ট্রের জন্য লাভজনক হয়।

    বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব থাকাটা 'স্বাভাবিক' বলে উল্লেখ করা হয় শ্বেতপত্রে। তবে নিজেদের স্বার্থ ঠিক রাখার প্রতি জোর দেওয়ার কথাও বলা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের বিষয়ে চীনের শ্বেতপত্রে বলা হয়েছে, পাল্টা শুল্কের মাধ্যমে আমেরিকা তার বাণিজ্য ঘাটতি সমস্যা সমাধান করতে পারবে না। বরং বাড়তি শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যের শৃঙ্খলা, সরবরাহ ব্যবসার নিরাপত্তা ও স্থিতিশীলতার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

    তবে মঙ্গলবার রাতে রিপাবলিকান পার্টির এক নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক আরোপের বিষয়টি দারুণ ইতিবাচকভাবে কাজ করবে।

    “অনেক দেশই আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু এখন সময় আমাদের,” বলেন তিনি।

    আমদানি শুল্ক বাড়ানোয় যুক্তরাষ্ট্র দিনে বাড়তি ২ বিলিয়ন ডলারের মতো আয় করছে বলেও তিনি উল্লেখ করেছেন।

  13. ঈদের সময় ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত, যাত্রী কল্যাণ সমিতির হিসাব

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

    ছবির উৎস, Bangladesh Jatri Kalyan Samity

    ছবির ক্যাপশান, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

    এবার ঈদুল ফিতরের সময় দেশের সড়ক-মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সড়ক অব্যবস্থাপনা ও যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

    আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন।

    তিনি জানান, ঈদযাত্রার সময়টায় রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত; নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, একজন আহত ও একজন নিখোঁজ হয়েছেন।

    সড়ক, রেল ও নৌ পথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত এবং ৮৩৫ জন আহত হয়েছেন।

    সংগঠনটি জানায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছেন যা মোট সড়ক দুর্ঘটনার ৪২.৮৫ শতাংশ, নিহতের ৪৬.৮৯ শতাংশ এবং আহতের ১৮.৭৬ শতাংশ প্রায়।

    তবে এবার দীর্ঘ ছুটির কারণে ধাপে ধাপে বাড়ি ফেরার সুযোগ হওয়ায় দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কমেছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

  14. নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে ১৬ই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

    নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে বিএনপি। দলের পক্ষ থেকে সময় চাওয়া হলে প্রধান উপদেষ্টা আগামী ১৬ই এপ্রিল তাদের সময় দিয়েছেন।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ বুধবার বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বিএনপি সরকারের কাছে সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ জানতে চাইবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান সংস্কার প্রক্রিয়া নিয়েও আলাপ করবে।

    সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো 'নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে' বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

    কিন্তু তার এ বক্তব্যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে।

    গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে 'ধোঁয়াশা' ও 'অস্পষ্টতার' অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার দাবি জানিয়ে আসছে দলটি।

    এবার এ দাবিতে তারা আরও সক্রিয় হচ্ছে।

  15. বিশ্বকে বদলে দেয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA press wing

    ছবির ক্যাপশান, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    তিনি বলেছেন, “বিশ্বকে বদলে দেয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ... বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে।”

    আজ বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ শীর্ষ সম্মেলনের সার্বিক আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

    স্পেন থেকে অস্কার গার্সিয়া, যুক্তরাজ্য থেকে রোজি উইন্টারটন এবং বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    গত ৭ই এপ্রিল শুরু হওয়া চার দিনের এই শীর্ষ সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ এবং অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হয়।

    বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, জুলাই বিপ্লবের পর সংঘটিত অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA press wing

    ছবির ক্যাপশান, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
  16. ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেফতার, ১০টি মামলা দায়ের

    সিলেটে হামলায় ক্ষতিগ্রস্ত কেএফসি রেস্তোরাঁ, সোমবারের ছবি

    ছবির উৎস, Ahmed Noor

    ছবির ক্যাপশান, সিলেটে হামলায় ক্ষতিগ্রস্ত কেএফসি রেস্তোরাঁ, সোমবারের ছবি

    গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস আজ বুধবার এ তথ্য জানায়।

    এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন ও কক্সবাজারে ৪ জন রয়েছে।

    এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।

    এই ঘটনায় তদন্ত চলছে এবং আরও মামলা প্রক্রিয়াধীন আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    এর আগে সোমবার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদের নামে ডাকা মিছিল থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটা’র শোরুম, ফাস্ট ফুড চেইন কেএফসি’র ব্রাঞ্চসহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।

    এই ঘটনার পর রাতেই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতারের নির্দেশ দেন।