বুধবার সারাদিন যা যা ঘটলো
- প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
- বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। তবে এর ফলে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
- শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকার আরেকটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত
- চীনা পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে এবার সব ধরনের মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। এদিকে, বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসন যে 'পাল্টা শুল্ক' আরোপ করেছে, সেটির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
- বুধবার থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের 'পাল্টা শুল্ক'। পাল্টা শুল্ক কার্যকর হওয়ার প্রথমদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এছাড়া এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারেও বড় দরপতন ঘটেছে।
- বাংলাদেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কিছুটা কমে তিন দশমিক নয় শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
- শরিয়াভিত্তিক যেসব দুর্বল ব্যাংক বাংলাদেশে রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
- নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে বিএনপি আগামী ১৬ই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
- এবার ঈদুল ফিতরের সময় দেশের সড়ক-মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত এবং ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সড়ক অব্যবস্থাপনা ও যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
- বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
- গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বুধবার পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিবিসি বাংলার লাইভ আপডেট আজকের মতো এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার সকালে আবারও নতুন খবর নিয়ে এটি শুরু হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং অন্যান্য খবর পড়তে মূলপাতা ভিজিট করুন।
বৃহস্পতিবার দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়।
















