ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য- প্রধান উপদেষ্টা, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

ধর্মীয় নেতাদের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেছেন, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস গ্রেফতার। দিনের ঘটনাপ্রবাহ জানুন বিবিসি বাংলার লাইভ পাতায়।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • জাতীয় ঐক্যের প্রশ্নে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেছেন, "ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। সকল পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব”।
    • বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
    • ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়া প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী নয়ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করবেন।
    • নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের শুনানি শেষ হাইকোর্টে, রায় আগামী ১৭ই ডিসেম্বর।
    • আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এক নম্বর আসামি চন্দন দাসসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    • দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের পদত্যাগ, প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে বিরোধী দলের নেতারা।

    বিবিসি বাংলার আরো খবর দেখতে ভিজিট করুন মূলপাতায়

  2. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন

    বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
    ছবির ক্যাপশান, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন

    বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

    এছাড়া নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

    আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

    বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

  3. এ সরকার যেকোন মূল্যে ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে: মাহফুজ আলম

    প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বলে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন।

    বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপ শেষ হওয়ার পরে উপদেষ্টা মাহফুজ আলম তাৎক্ষণিক এক ব্রিফিং-এ জানিয়েছেন, বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোন থেকে এক জায়গায় এসে মিলিত হয়েছে।

    “ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এ সরকার যে কোন মূল্যে যে কোন ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ (সক্রিয়ভাবে) কাজ করবে,” বলেন মি. আলম।

    তিনি বলেন, “রাজনৈতিকভাবে, সম্প্রদায়গত জায়গা থেকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে বাহিরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে ”।

    হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন হলে সেটার বিরুদ্ধে সরকারের অবস্থানকে প্রচার করতে গণমাধ্যমকে আহ্বান জানান তিনি।

    মি. আলম বলেন, “কিন্তু যদি নিপীড়ন হয়ে থাকে এটার বিপরীতে সরকারের অবস্থাকেও আপনারা প্রচার করবেন। বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি। মিডিয়াতে আপনারা বলবেন। যাতে সংখ্যালঘু ভাইবোন যারা আছেন তারা যেন ট্রাস্ট পান”।

    প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, “স্যার বলেছেন, সম্প্রীতিটাতো দরকার। কিন্তু সম্প্রীতির সাথে ভয় যাতে জড়িয়ে না যায়। নির্ভয়ে যাতে চলাচল করতে পারেন। সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিকভাবে হয়। আমরা এখন ঠেকায় পড়ছি তার জন্য হিন্দু, বৌদ্ধদের ডা্কতেছি এটা যেন না হয়। এটা স্যারের দৃষ্টিভঙ্গি, সরকারের দৃষ্টিভঙ্গি”।

    রমনা মন্দিরের সহ সম্পাদক অবিনাশ মিত্র জানান আমরা কখনো কোন সময় কারো দ্বারা কখনো নির্যাতিত হতে চাই না। যদি কেউ করে তাকে তুলে ধরে বিচার করেন।

    তিনি বলেন, “আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন স্বার্থ হাসিলে বিশৃঙ্খলা করতে চায় যে। তাকে খুঁজে বের করতে হবে। আমাদের ভাইকে মেরেছে। কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এটাকে পুঁজি করে বাহিরের রাষ্ট্র আমাদের উপর মাছের আধারের মত হিন্দুদের উপরে চড়াও হয়ে একটা বড় কিছু তৈরি করে নিল। এটা আমরা চাই না”।

    বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি সুকোমল বড়ুয়া প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করার আহ্বান জানিয়েছেন।

    "আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই। একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন করতে চাই। বিদেশি মিশনগুলো, যেসব আন্তর্জাতিক সংস্থা আছে তারাও থাকবে, বিশ্ব যাতে জানে আমরা শান্তি ও সম্প্রীতিতে আছি" বলেন মি. বড়ুয়া।

    হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. জোনায়েদ আল হাবিব বলেন পরাজিত শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    তিনি বলেন, “দিবালোকে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই দেশে ঘোলা পানিতে মাছ শিকার করে আবার পরাজিত শক্তি দেশে ইন করতে চাচ্ছে”।

    “এই দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অকার্যকর করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় এই পরাজিত শক্তি সেই চেষ্টা করছে। দলমত নির্বিশেষে পরাজিত শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবো” বলেন মি. হাবিব।

  4. ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী নয়ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করবেন।

    আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ দিন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম ব্রিফ করেন।

    মি. আলম বলেন, আগামী ৯ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ এবং আরও একটি দেশের রাষ্ট্রদূতসহ ২৮ জনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে।

    রফিকুল আলম বলেন, অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, এলডিসি পরবর্তী জেনারেলাইজড স্কিম প্লাস (জিএসপি+) সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ বিস্তৃত পরিসরে আলোচনার অনন্য সুযোগ হবে।

    এবারই প্রথম ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথসভা আহ্বান করেছেন।

  5. ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

    ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

    “ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। সকল পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব,” ধর্মীয় নেতাদের উদ্দেশে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    দুই ঘণ্টারও বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের সংলাপ চলছে।

    প্রধান উপদেষ্টা বলেছেন, “আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতি-নীতি থাকবে। এটাইতো পরিবার। আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতেই জোর দিয়েছিলাম। আমাদের সকল পাথর্ক্য সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই”।

    জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই আমরা এক জায়গায় চলে আসি, বলেন প্রধান উপদেষ্টা।

    সংবিধান অনুযায়ী সকলের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

    “একটা দাবি আমাদের একদম পরিষ্কার_ আমাদের সবার সমান অধিকার। বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে আমাদের সংবিধান থেকে। নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য। রাষ্ট্রের দায়িত্ব হলো তা নিশ্চিত করা। এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেয়া, নিশ্চিত করা” বলেন প্রধান উপদেষ্টা।

    সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হলে কী করা উচিত তা ধর্মীয় নেতাদের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা। একইসাথে সরকারের করণীয় কী তাও জানতে চান তিনি।

    সংলাপে অংশ নিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ, ফরহাদ মজহার, বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক, হেফাজতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

    এছাড়া কোনো সংগঠন বা ধর্মীয় রাজনীতিতে যুক্ত নয় কিন্তু নিজ সম্প্রদায়ের বোদ্ধা ব্যক্তি এমন ব্যক্তিরাও সংলাপে অংশ দিয়েছেন।

  6. চাঁদাবাজির মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন আমান উল্লাহ আমান

    চাঁদাবাজির মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস আমান উল্লাহ আমান
    ছবির ক্যাপশান, চাঁদাবাজির মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস আমান উল্লাহ আমান

    চাঁদাবাজির মামলায় বিচারিক আদালতের দেয়া সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

    বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে হাইকোর্ট এ রায় দেয়।

    ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে রফিকুল আলম নামে এক ব্যক্তি দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় এ মামলা করেন।

    মামলায় ২০০৭ সালের সাতই মার্চ মি. আমানকে গ্রেফতার দেখানো হয়।

    ২০০৮ সালে মি. আমানকে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে বিচারিক আদালত। এ রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন তিনি।

  7. ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের সংলাপ চলছে

    ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের সংলাপ চলছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের সংলাপ চলছে

    জাতীয় ঐক্য গঠনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সংলাপ চলছে।

    আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ২২ মিনিটে প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমির সংলাপস্থলে আসেন। পরে সংলাপ শুরু হয়।

    এর আগে সংলাপে যোগ দিতে অনুষ্ঠানস্থলে বিভিন্ন ধর্মের নেতারা পৌঁছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন।

    এর আগে বুধবার অধ্যাপক ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করেন। আগের দিন মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

  8. প্রধান উপদেষ্টার সাথে অলি আহমদের সাক্ষাৎ না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বললেন জামায়াত আমির

    প্রধান উপদেষ্টার সাথে অলি আহমদের সাক্ষাৎ না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য জামায়াত ইসলামের আমিরের

    ছবির উৎস, SHAFIQUR RAHMAN/FACEBOOK

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সাথে অলি আহমদের সাক্ষাৎ না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য জামায়াত ইসলামের আমিরের

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের সাক্ষাৎ না হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

    জামায়াতের আমির লিখেছেন, গতকাল অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ ড. অলি আহমদ বীর বিক্রমের সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক।

    ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

    উল্লেখ্য, জাতীয় ঐক্য সৃষ্টিতে গতকাল বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন অলি আহমদ। কিন্তু বৈঠক না করেই ফিরে যেতে হয় তাকে।

    বুধবার এক প্রেস ব্রিফিংয়ে অলি আহমেদ বলেন, এ বিষয়ে পরে সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং আশ্বস্ত করেছেন এ ধরনের ঘটনা আর ঘটবে না। সুতরাং এটি নিয়ে আর কোনো কথা বলতে চাই না।

  9. আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে এ তথ্য আমার কাছে আছে- অলি আহমেদ

    অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হতে সরকারকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে এর দায়িত্ব নিয়েছে সে তথ্যও তার কাছে আছে বলে মন্তব্য করেছেন তিনি।

    বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

    রাষ্ট্র কীভাবে পরিচালনা হয় সে বিষয়ে তার অভিজ্ঞতা আছে উল্লেখ করে মি. আহমেদ বলেন, “বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলো অনেক বেশি কঠিন হবে। ইউনূস সাহেবের কাছে গিয়েছি, বলেছি আপনি নিরাপদে নাই। ষড়যন্ত্র হচ্ছে, দেশি এবং বিদেশিরা একত্রে মিলে। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে।”

    অন্তর্বর্তী সরকারের তিন মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, “বই পড়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে বাস্তবতার আলোকে দেশ চালাতে হবে। আবেগে বশীভূত হয়ে যদি কোনো কাজ করি সেটা ভুল হবে। আমাদেরকে বিবেককে কাজে লাগাতে হবে। এখনও সময় আছে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে।”

    কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতি এখনও দুর্বল এবং পুলিশ ও প্রশাসনে স্বৈরাচারের দোসর রয়েছে বলে উল্লেখ করেন মি. আহমেদ।

    “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ করতে চাই। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল। তাদেরকেও সাবধান করে দিতে চাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। এবং কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে এ তথ্য আমার কাছে আছে। তিনি কোথায় কোন বাসায় আছেন সে তথ্য আমার কাছে আছে। তাকে কারা কারা সাহায্য করছে সে তথ্য আমার কাছে আছে। সুতরাং আমরা যদি মনেও করি স্বৈরাচারীরা বসে আছে এটা সঠিক নয়। স্বৈরাচারীর দোসররা প্রথম স্তর দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুলিশ , প্রশাসনের মধ্যে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোসরগুলি এখনও অবস্থানে আছে।”

    কালবিলম্ব না করে স্বৈরাচারীর দোসরদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান তিনি।

    সরকারি কর্মকর্তাদের শুধু বদলি করে নয় বরং চাকরি থেকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা (ইনকোয়ারির) করার কথাও বলেন তিনি।

    বুধবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে যোগ দিতে না পারার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে পরে সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং আশ্বস্ত করেছেন এ ধরনের ঘটনা আর ঘটবে না। সুতরাং এটি নিয়ে আর কোনো কথা বলতে চাই না।

    অলি আহমেদ
    ছবির ক্যাপশান, অলি আহমেদ
  10. বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

    বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৪’ উপলক্ষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

    সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে।

    তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে এজন্য বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ইস্যুতে কোনো উদ্বেগজনক আশঙ্কা নেই। তারা যা করছে আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্য ঘটনা প্রকাশ করবেন।

    রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, বিষয়টি কি ইতিবাচক প্রভাব ফেলবে? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যখন সবাই একসঙ্গে হবো তখন অবশ্যই ইতিবাচক প্রভাব হবে। এতে করে আমরা সবাই একসঙ্গে কাজ করবো, একসঙ্গে প্রতিবাদ করতে পারবো। এটা খুবই ভালো দিক।

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের জবাবে উপদেষ্টা বলেন, উনি মনে হয় ভুল করে বাংলাদেশের নাম বলে ফেলেছেন।

    “আমার তো মনে হয় উনার দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন। কেননা আপনারা দেখেছেন সেখানে সংখ্যালঘুদের কিভাবে নির্যাতন করা হচ্ছে,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

  11. ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন আইজিপি

    ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়া প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

    বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহারুল আলম পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রত্যেক নিহত পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন।

    মি. আলম বলেন, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থরক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইনভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

    তিনি বলেন, আইনি সেবা প্রত্যাশী জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। অপরাধ সংঘটিত হলে পুলিশ কাজ করবে, তল্লাশি চালাবে।

    অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে মি. আলম বলেন, “পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে এই বাহিনী প্রকৃত অর্থেই জনবান্ধব হয়ে উঠবে বলে বিশ্বাস করি।”

    গত ২০শে নভেম্বর বাহারুল আলমকে আইজিপি পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  12. ধর্মীয় নেতাদের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক

    জাতীয় ঐক্যের প্রশ্নে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

    বিকাল চারটায় এ বৈঠক হতে পারে বলে জানা গেছে। বুধবার রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা।

    রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকের সময় সমাপনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেছিলেন, “জাতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং এটি অটল থাকবে। কেউ আমাদের ঐক্য ভাঙতে পারবে না বা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না।”

    এর আগে মঙ্গলবার ছাত্র নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

    ওইদিনই প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়ে কথা বলতেই প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দল, ধর্মীয় নেতা এবং ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

  13. পঞ্চদশ সংশোধনীর বিষয়ে রায় ১৭ই ডিসেম্বর

    নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর আগামী ১৭ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন।

    বুধবার রিট আবেদনের ওপর আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষ করে বেঞ্চ।

    আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০শে জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়।

    ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।

    এ আইন চ্যালেঞ্জ করে গত ১৮ অগাস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন।

    প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত ১৯ অগাস্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামায়াত, গণফোরামসহ বেশ কয়েকটি সংগঠন ও ব্যক্তি পক্ষভুক্ত হন।

    শুনানিতে আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধনীতে একই সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম ও ধর্মনিরপেক্ষতার বিষয়টি রাখা হয়েছে; যা পরস্পরবিরোধী ও সাংঘর্ষিক।

    এই সংশোধনীর মাধ্যমে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

    আদালত

    ছবির উৎস, Getty Images

  14. দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি

    দক্ষিণ কোরিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। বৃহস্পতিবার তার পদত্যাগ গ্রহণ করেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

    এদিকে দেশটিতে সামরিক আইন ঘোষণা ও পরে তা প্রত্যাহারের পর প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে বিরোধী দলের আইনপ্রণেতারা।

    শনিবার প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের বিষয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে। এজন্য পার্লামেন্টে ৩০০ আসনের মধ্যে ২০০ আসনের প্রয়োজন।

    এক্ষেত্রে পার্লামেন্টে বিরোধীদের ১৯২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রস্তাবটি পাশ করাতে শাসক দলের ১০৮ জন আইনপ্রণেতার মধ্যে অন্তত আটজনের সমর্থন প্রয়োজন।

    তবে, শাসক পিপল পাওয়ার পার্টি অভিশংসনের বিরোধিতা করবে বলে স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে।

    এদিকে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের পক্ষে সমর্থন ক্রমশ বাড়ছে। একটি জনমত জরিপে দেখা গেছে, ৭৩ দশমিক ছয় শতাংশ মানুষ তার অভিশংসন চায়।

    পদত্যাগ করা প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন, যার পদত্যাগ বৃহস্পতিবার সকালে গ্রহণ করা হয়েছে, তিনি গত মঙ্গলবার রাতে পার্লামেন্টে সেনা মোতায়েনের আদেশ দিয়েছিলেন।

    পরে পদত্যাগের প্রস্তাব দিয়ে তিনি বলেছেন যে তিনি "সমস্ত বিশৃঙ্খলার দায় নেবেন"। তবেবিরোধী মত দমন করতে মার্শাল ল আরোপ করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেন তিনি।

    স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, প্রেসিডেন্ট ইউন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা চোই বিয়ং-হিউককে মনোনীত করেছেন, যিনি বর্তমানে সৌদি আরবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।

    কিম ইয়ং-হিউন

    ছবির উৎস, Getty Images

  15. শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে দ্রুততম সময়ের মধ্যে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।

    প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

    গত কয়েকদিন ধরে সামাজিক যোগোযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কটূক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, এ সমস্ত হেট স্পিচ বন্ধেই এ আবেদন করা হয়েছে।

    পরে আইনজীবীরা সাংবাদিকদের জানান, “কিছু সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যমে মামলার একজন আসামি শেখ হাসিনার বক্তব্য ও ফোনালাপ ফাঁস হয়েছে যেখানে তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যা এই মামলার তদন্তকে বাধাগ্রস্ত হতে পারে, সাক্ষী ও ভিক্টিমরা ভীতিগ্রস্ত হতে পারে।”

    তারা আরো বলেন, “হেট স্পিচ সারাবিশ্বে একটি অপরাধ, তাই এটি বন্ধের জন্য এবং ইতোমধ্যে যেগুলো আছে সেগুলো মুছে দেয়ার জন্য আমরা আবেদন করেছি। ট্রাইব্যুনাল সব শুনে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। আদালত সরকারের যথাযথ কর্তৃপক্ষকে (বিটিআরসি) আদেশ দিয়েছেন দ্রুত বিদ্যমান হেট স্পিচ রিমুভ করার জন্য এবং আর যেন হেট স্পিচ ব্রডকাস্ট না হয় না নিশ্চিত করার জন্য।”

    তবে শেখ হাসিনার সাধারণ ও রাজনৈতিক বক্তব্য প্রচারের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ স্ব স্ব প্রতিষ্ঠানের অধীনে থাকায় এক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কীভাবে আরোপ করা হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বিবিসি বাংলাকে জানান, “আমরা আদালতের লিখিত আদেশ সব সামাজিক যোগাযোগমাধ্যমকে দেবো। আন্তর্জাতিক রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী শেখ হাসিনার বক্তব্যগুলো হেট স্পিচ, বিদ্বেষ ও ঘৃণার চর্চা। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষ করে আর্টিকেল ১৯ অনুযায়ী কোনোভাবে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কভার করে না।”

  16. আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি চন্দন দাস গ্রেফতার

    আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এক নম্বর আসামি চন্দন দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার ভোরে ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করার কথা গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

    ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া জানান, মামলার প্রধান আসামি চন্দন তার শ্বশুরবাড়ি এলাকা ভৈরবের দিকে যেতে পারে বলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আগেই জানতে পারে চট্টগ্রাম গোয়েন্দা শাখা। পরে তারা ভৈরব থানা পুলিশকে সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নিতে বলে।

    রাত ১১টার পর অভিযান চালিয়ে চন্দনকে রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে দাবি করে পুলিশ।এছাড়া চট্টগ্রাম গোয়েন্দা শাখার সদস্য আগে থেকেই ভৈরবে অবস্থান করছিলেন।

    ওসি মো. শাহিন মিয়া বলেন, “আসামি চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামে। ট্রেন থেকে নেমে সে স্টেশনে ঘোরাঘুরি করছিলো। তখনই তাকে গ্রেফতার করা হয়।”

    গত ২৬শে নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গনের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার এক নম্বর আসামি ছিল চন্দন দাস।