ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে দল পাঠাবে জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক একাধিক মন্ত্রীর বিরুদ্ধে বুধবারও কয়েকটি মামলা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবারের লাইভ পেজ- https://www.bbc.com/bengali/live/czxln5x1q2lt

সার সংক্ষেপ

  • সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ
  • বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের বিরুদ্ধে আরো মামলা
  • এনবিআর চেয়ারম্যান সহ ১০ সচিবের নিয়োগ বাতিল
  • বিচার বিভাগের সকলকে ১০ কর্ম দিবসের মাঝে সম্পদের হিসাব দিতে হবে
  • জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিনে যা হয়েছে

    • বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের তদন্ত করতে দল পাঠাবে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ কথা জানিয়েছেন বলে তার প্রেস সচিব জানিয়েছেন।
    • হত্যা মামলায় শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন তাদের আদালতে নেয়া হলে আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে।
    • কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী -এমপিদের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুইটি হত্যা মামলা এবং একটি অপহরণ মামলা।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ নয় জন এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
    • জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার জন্য অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
    • আগামী ১০ কর্মদিবসের মাঝে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
    • প্রশাসনের বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। পদত্যাগ করেছেন বিটিআরসির চেয়ারম্যান।
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং দুই বছর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশী অভিযানের নামে ‘লুটপাট ও ডাকাতি’এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে সাবেক ১৬ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় মামলার উদ্দেশে দুইটি অভিযোগ দিয়েছে বিএনপি।
  2. ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে: পররাষ্ট্র উপদেষ্টা

    ভারতে অবস্থানরত শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে বলে ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

    সাংবাদিকদের তিনি বলেন, “ আমি বলেছি এটা সম্পর্ক উন্নয়নে মোটেও সহায়ক হবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য,যা বাংলাদেশ সরকারের জন্য অস্বস্তিকর। আমরা চাই তিনি ভারতে বসে যেন এটা না করেন”।

    একইসাথে তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ চায় বলেও জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাবের কথা ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানিয়েছেন মি. হোসেন।

    মি. হোসেন বলেন, “পানি কম আছে আমি জানি। এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন আছে সে টুকুও নাই। কিন্তু আছে তো। একশো কিউসেক পানিও যদি থাকে তার মধ্যে ৩০ কিউসেক আপনারা আমাদের দিতে পারেন না? এভাবে তাদের আমরা বলেছি”।

    একইসাথে চীনের কাছে অর্থনৈতিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান মি. হোসেন।

    তিনি বলেন, “চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না। চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। সরকার পরিবর্তন হোক আর যাই হোক চীনের সাথে সবসময় সুসম্পর্ক থাকবে। আমরা এটাই গুরুত্ব দেই। আমাদের অর্থনৈতিক টানাপোড়েন চলছে। তাই আমরা চীনের কাছে সহযোগীতা চেয়েছি”।

  3. বিটিআরসির চেয়ারম্যানের পদত্যাগ

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।

    বিকেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

    পদত্যাগপত্রে অসুস্থতার কারণ দেখিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। তিনি লিখেছেন, “বর্তমানে আমি অসুস্থ এবং উক্ত দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম”।

    গত বছরের ১৪ই ডিসেম্বর থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।

  4. আন্দোলনকারীদের হত্যার তদন্ত করবে জাতিসংঘের দল

    বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্ত করবে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন।

    তিনি লিখেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার ফোনে কথা বলেছেন।

    এ সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান জানিয়েছেন, বাংলাদেশের ছাত্র বিপ্লবের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্তে জাতিসংঘের নেতৃত্বে খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশে আসবে বলে লিখেছেন শফিকুল আলম।

    বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানকে সমর্থন করার জন্য প্রধান উপদেষ্টা মানবাধিকার প্রধান তুর্ক এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান বলে ফেসবুক পোস্টে লিখেছেন মি. আলম।

    মি.ইউনূস এ সময় মানবাধিকার প্রধানকে জানিয়েছেন তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে প্রতিটি নাগরিককে সুরক্ষা দেয়া।

    প্রেস সচিব আরো লিখেছেন, অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠনে এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগীতা চেয়েছেন।

  5. সাংবাদিক রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতি

    অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট এবং নথি চুরির মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে বাংলাদেশের প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে।

    দুপুরে এ আদেশ দিয়েছে বিচারিক আদালত।

    তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিবিসি বাংলাকে বলেন, “ পিবিআই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর আদালত তাকে অব্যাহতি দিয়েছে”।

    রোজিনা ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ১৮৬০ সালের দণ্ডবিধিতে চুরির অভিযোগে এবং ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করা হয়েছে ২০২১ সালের ১৬ই মেমামলা করা হয়।

  6. এনবিআরে নতুন চেয়ারম্যান নিয়োগ

    জাতীয় রাজস্ব বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মো. আবদুর রহমান খানকে।

    তিনি এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলী করা হয়েছে।

    একইসাথে পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিযানকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলী করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তিনটি বদলীর তথ্য দেয়া হয়েছে।

  7. দশদিনের রিমান্ড মঞ্জুর

    হত্যা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের দশদিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম কোর্ট।

    পুলিশ চাওয়া দশদিনের রিমান্ডই মঞ্জুর করেছে আদালত।

    এ সময় আসামিদের পক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিল না। তাদের পক্ষে কোন আইনজীবী ওকালতনামা জমা দেয় নি। একইসাথে রাষ্ট্রপক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিল না।

    হত্যা মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে সন্তান হত্যার বিচার চান।

  8. সিএমএম কোর্টে যা চলছে

    ব্যাপক পুলিশী নিরাপত্তায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় দুজনের মাথায় হেলমেট এবং গায়ে ভেস্ট পরিহিত ছিলেন।

    নিরাপত্তাজনিত কারণে আদালতের হাজতখানায় নেয়ার প্রায় আধাঘণ্টা পরে তাদের এজলাসে নেয়া হয়।

    এ সময় শত শত আইনজীবী বিক্ষোভ করে। আইনজীবীরা আনিসুল হককে উদ্দেশ্য করে খুনী, ডাকাত বলে স্লোগান দেন।

    সালমান এফ রহমানকে দরবেশ উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে ঝাড়ুও দেখা যায় এ সময়।

    তবে, দুইজনকে ঢোকানোর পরে সিএমএম কোর্টের নিচের গেইট থেকেই সেনাবাহিনী ওই ভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। তবে ভেতর থেকে অনেককেই বাইরে বের হতে দেখা যায়।

    পুলিশের করা দশদিনের রিমান্ড আবেদনের শুনানি চলছে।

  9. সিএমএম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

    দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিকেলে তাদের সেখানে নেয়া হয় বলে জানান আইনজীবীরা।

    সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের আদালতের হাজতখানায় নেয়া হয়েছে।

    দুপুর থেকেই বিক্ষোভ করছে আইনজীবীরা। এ সময় তাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।

    শত শত আইনজীবীকে জুতা হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। অনেকের হাতেই ডিম দেখা যায় এ সময়।

    তবে, এখন পর্যন্ত তাদের আইনজীবী হিসেবে কে আদালতে দাঁড়াবেন সেটি জানা যায় নি।

    অনেক পুলিশ এ সময় আদালত প্রাঙ্গনে আছে। বিজিবির সদস্যরাও রয়েছে। এছাড়া বিকেল চারটার পরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষায়।

    তবে সাংবাদিকদের আদালতের এজলাসে ঢুকতে দেয়া হচ্ছে না।

  10. সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে নেয়া হচ্ছে

    রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম কোর্টে নেয়া হচ্ছে।

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাদের তোলা হবে বলে জানা গেছে।

    জানা গেছে, দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

    গত ১৬ই জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

  11. এনবিআর চেয়ারম্যান সহ ১০ সচিবের নিয়োগ বাতিল করেছে সরকার

    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সহ ১০ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

    বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নিয়োগ বাতিল করা হয়।

    এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম মিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মোকাম্মেল হোসেন।

    এছাড়া বিডার নির্বাহী সদস্য খাইরুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম আমিন উল্লাহ নূরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের চুক্তি বাতিল করা হয়েছে।

    এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

    এ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. জাহাংগীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন বলে বিবেচনা করেছে। তাই সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।

  12. সাবেক আইজিপিসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই অভিযোগ বিএনপির

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং দুই বছর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশী অভিযানের নামে ‘লুটপাট ও ডাকাতি’এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে সাবেক ১৬ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় মামলার উদ্দেশে দুইটি অভিযোগ দিয়েছে বিএনপি।

    বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা সালাহউদ্দীন খান বাদী হয়ে এই দুটি মামলার অভিযোগ দায়ের করেছেন।

    পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ইন্সপেক্টর মোহাম্মদ সেন্টু মিয়া মিয়া বিবিসি বাংলাকে বলেছেন, ''তাদের অভিযোগটি রাখা হয়েছে। তবে মামলা হিসাবে রেকর্ডের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।''

    যদিও বিএনপি নেতাদের মামলা গ্রহণের যে কাগজপত্র দেয়া হয়েছে, সেখানে দুইটি মামলা দায়েরের তথ্য উল্লেখ করা হয়েছে।

    সালাহউদ্দীন খান বিবিসি বাংলাকে বলেন, “ডাকাতির অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ঢাকার গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদসহ ১৫ জন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে পুলিশ কর্মকর্তারা পল্টনের বিএনপি কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের সব মালামাল নিয়ে যায়। প্রায় ৪৭ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে। আর সাড়ে তিন লাখ টাকার মালামাল নষ্ট করেছে। এটি ডাকাতির অভিযোগে করা হয়েছে”।

    অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের আরেক মামলায় ঢাকার গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।

    এ মামলাটি এ বছরের ১৬ই জুলাই বিএনপি কার্যালয়ে পুলিশ কর্মকর্তারা অস্ত্র তৈরি করার হাতিয়ারসহ বিভিন্ন অবৈধ অস্ত্র, গোলা বারুদ নিয়ে প্রবেশ করে। দলটির ছয় তলা ভবনের বিভিন্ন স্থানে তারা বোমা রাখে বলে অভিযোগ করেন মি. খান।

    তিনি বিবিসি বাংলাকে বলেন, “তারা বাইরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটা ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে। অস্ত্র ও বিস্ফোরক আইনের এ অভিযোগে এই মামলাটি করা হয়েছে”।

    মামলায় পুলিশ কর্মকর্তা আরো যাদের আসামি করা হয়েছে তারা হলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল আলম, হাফিজ আক্তার অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) আসাদুজ্জামান যুগ্ম কমিশনার (ডিবি) খন্দকার নুরন্নবী, সনজিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশার (ডিএমপি) বিপ্লব কুমার দাসসহ ১৬জন।

    এদের মধ্যে সাবেক আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনারকে অব্যাহতি দেয়া হলেও বাকিরা এখনো পুলিশের চাকরিতে কর্মরত রয়েছেন।

  13. ঢাকার মিরপুরে কলেজ শিক্ষার্থী রাজন হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

    কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করেন নিহত রাজনের ভাই রাজিব।

    আদালত বাদীর জবানবন্দী নিয়ে কাফরুল থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে।

    মামলায় অভিযোগ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্ড কাউন্সিলরসহ অজ্ঞাতনামা ৫০০/৬০০ জন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ১৯শে জুলাই বিকেল তিনটার দিকে নির্বিচারে গুলি করে। রাজন মিরপুর -১০ নম্বর গোলচত্বরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গুলিবিদ্ধ হয়।

    পরে বিকেল পাঁচটায় রাজনকে মিরপুর-৬ নম্বরের ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এজাহারে উল্লেখ করা স্থানীয় আসামীদের প্রত্যক্ষ চাপে পোস্ট মর্টেম ছাড়াই কেরানীগঞ্জে লাশ দাফন করা হয়।

    নিহত রাজন কাফরুলের ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

    মামলার আরো যাদের আসামি করা হয়েছে তারা হলো সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাত, উপদেষ্টা সালমান এফ রহমান।

    এছাড়াও স্থানীয় সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ স্থানীয় আওয়ামী-লীগ এবং মহানগর ছাত্রলীগ নেতাদেরকেও আসামি করা হয়েছে।

    এ মামলায় আরো আসামি করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি ও র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি হারুন অর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকেও।

    এ নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী-লীগের মন্ত্রী -এমপিদের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুইটি হত্যা মামলা এবং একটি অপহরণ মামলা।

  14. ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনকে সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে: আইন উপদেষ্টা

    বিদায়ী সরকারের মন্ত্রী-নেতারা “ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে” বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রেখেছে উল্লেখ করে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা দেখেছি, পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যব্যহার করা হয়েছে।”

    তাই, শুধুমাত্র পুলিশ বা ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না। বরং, অপরাধ কাজ করার পেছনে “যাদের নির্দেশ ছিল, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও যদি হয়, তাদেরও বিচার করা সম্ভব।”

  15. শেখ হাসিনাসহ নয়জন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে তদন্তের আবেদন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ নয় জন এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদনটি করেছেন।

    এ আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সমূলে নির্মূল করার হীন উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আন্দোলন প্রতিহত করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেন।

    আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী-লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের আন্দোলনকারী ছাত্র-জনতাকে সমূলে বা আংশিক নির্মূল করার নির্দেশনা দেন।

    এতে বলা হয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং অন্য আসামিদের নির্দেশে আওয়ামী-লীগ ও এর অঙ্গ সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী এ সময় দেশব্যাপী আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর আগ্নেয় এবং দেশীয় অস্ত্রসশ্ত্র নিয়ে হামলা করে। তাদের নির্বিচারে গুলি করে হত্যা করে। এবং কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করে।

    ১৫ই জুলাই থেকে ৫ই অগাস্ট পর্যন্ত সারা দেশব্যাপী কমপক্ষে ৪৩৯ জন শিক্ষার্থী হত্যা করা হয় বলে এই আবেদনে উল্লেখ করা হয়েছে।

    সিয়ামের বাবার করা আবেদনে উল্লেখ করা হয়েছে, ৫ই অগাস্ট আরিফ আহমেদ সিয়াম সাভারে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে আহত হয়। পরে ৭ই অগাস্ট মারা যায় সিয়াম।

    আবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনাসহ নয় জন আসামির নির্দেশে ও পরিকল্পনায় সারাদেশে ২৮৬ টি মিথ্যা মামলায় সাড়ে চার লাখ আন্দোলনরত ছাত্র-জনতাকে আসামী করা হয়।

    এর মধ্যে বারো হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করে কারাগারে রেখে তাদের মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে আবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

    এ সকল কার্যক্রমের মাধ্যমে সকল আসামীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনানুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে দাবি করায় আবেদনটিতে।

    আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ চাওয়া হয়েছে।

    এতে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল‌ মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন আর রাশিদ।

    এছাড়া সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠনের বিচার চাওয়া হয়েছে আবেদনে।

  16. ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান: নূর

    আগামীকাল ১৫ই অগাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ধানমন্ডিতে গিয়ে “শো-ডাউন” করলে “প্রাণ নিয়ে আপনারা ঘরে ফিরতে পারবেন না” বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ক্ষমা চেয়ে তাদেরকে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

    “শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন। কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন বা কারও ভালোবাসা থাকতে পারে। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি ধানমন্ডিতে শো-ডাউন করার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এই দিকের ক্ষুব্ধ ছাত্র-জনতা… স্বাভাবিকভাবেই রাস্তার যে পরস্থিতি আপনারা দেখেছে…প্রাণ নিয়ে আপনারা ঘরে ফিরতে পারবেন না।”

    আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের কথা না ভেবে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন। সেই নেত্রীর ছেলে বলেছেন যে তিনি দলের কথা ভাবছেন না। তিনি তার মা-পরিবারের কথা ভাবছেন।”

    “আপনারা যদি কারও উস্কানিতে রাস্তায় নেমে কোনোপ্রকার নৈরাজ্য-বিশৃঙ্খলা করেন…শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না,” যোগ করেন মি. নূর।

    “একদিকে আইনশৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ; তাই, কোনোপ্রকার নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই, যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনও ধরনের বিশৃঙ্খলা করে থাকলে বিপ্লবী ছাত্র-জনতা ও সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আপনাদেরকে হুঁশিয়ার ও সাবধান করে দিতে চাই।”

    “আপনাদেরকে গত চার-পাঁচ বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমানও হয়তো প্লেনের চাকা ধরে পালাতে পারবে। কিন্তু আপনাদেরকে এই দেশে থাকতে হবে। তাই আপনারা এমন কিছু কইরেন না যে ক্ষমতার পট পরিবর্তন হলে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা শুনেন নাই। এখন জনগণ আপনাদেরকে পাইলে কী করবে আল্লাহ মাবুদ জানে।”

    গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কথা বলছেন
    ছবির ক্যাপশান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
  17. শেখ হাসিনাসহ পাঁচ জনের বিরুদ্ধে গুমের মামলা

    নয় বছর আগে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

    বুধবার ১৪ই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এ আবেদন করেছেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।

    আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

    মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ, এবং অজ্ঞাত ২৫ র‍্যাব সদস্যকে আসামি করার আবেদন করা হয়েছে।

  18. ‘বিচার বিভাগের সকলকে ১০ কর্ম দিবসের মাঝে সম্পদের হিসাব দিতে হবে’

    আগামী ১০ কর্মদিবসের মাঝে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা জানান।

    তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে”ই এ নির্দেশ দেওয়া হয়েছে।

    এসময় ছাত্রলীগ প্রসঙ্গে কথা বলেন মি. নজরুল, “ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এই ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রেখেছে।”

    “আমরা দেখেছি, পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যব্যহার করা হয়েছে। তাই, শুধুমাত্র পুলিশ বা ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না। বরং, অপরাধের পেছনে যাদের নির্দেশ ছিল, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও যদি হয়, তাদেরও বিচার করা সম্ভব,” যোগ করেন তিনি।

  19. শেখ হাসিনা উৎখাতে জড়িত থাকার অভিযোগ ‘হাস্যকর’: যুক্তরাষ্ট্র

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তর।

    গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

    মি. প্যাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে সেখানকার গণবিক্ষোভের মূল ইন্ধনদাতা যুক্তরাষ্ট্র। ওই বিক্ষোভের জেরে কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতার পর তিনি ক্ষমতাচ্যুত হন। এ বিষয়ে আপনি কী বলবেন?”

    সেই প্রশ্নের উত্তরের শুরুতেই মি. প্যাটেল বলেন যে এটি “হাস্যকর”।

    “শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত থাকার ধারণা সম্পূর্ণভাবে মিথ্যা। সাম্প্রতিক কয়েক সপ্তাহে আমরা প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি। ডিজিটাল ইকোসিস্টেমজুড়ে তথ্যের সত্যতা আরও জোরদার করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে, আমাদের দক্ষিণ এশিয়ার পার্টনারদের সাথে।”

  20. জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে।

    “কিন্তু রাজপথে থাকা ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠনসহ অনেকে দাবি করছে যে এটিকে মানবতাবিরোধী অপরাধ হিসাবে খতিয়ে দেখা যায় কি না। আমরা দেখেছি, জুলাই গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচার করা সম্ভব।”

    জাতিসংঘের অধীনে তদন্ত টিম কাজ করবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের “কাওকে ছাড় দেওয়া হবে না।”

    আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
    ছবির ক্যাপশান, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।