শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল, পদত্যাগপত্র ইস্যুতে যে ব্যাখ্যা দিল বঙ্গভবন

ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারিসহ ৩৯১ জনের বিরুদ্ধে সমন্বয়কদের মামলা। যুক্তরাষ্ট্রসহ তিন দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। 'ভুলবশত' আসামি করায় হত্যাচেষ্টা মামলা থেকে জেড আই খান পান্নার নাম বাদ দেয়ার আবেদন। দশ ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদেশে যা যা ঘটেছে

    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে নতুন কোন বিতর্ক সৃষ্টি না করতে আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
    • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারিসহ আসিফ ইনানসহ ৩৯১ জনের নামপরিচয় উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
    • দেশের আরও পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
    • লেবাননের যুদ্ধাঞ্চল থেকে সরিয়ে নেওয়া ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি দেশে পৌঁছেছে।
    • বাংলাদেশের দশটি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
    • যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
    • হত্যাচেষ্টার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। অন্যদিকে ভুলবশত মামলায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় হত্যা চেষ্টা মামলার এজহার থেকে জেড আই খান পান্নার নাম বাদ দেয়ার জন্য খিলগাঁও থানায় আবেদন করেছে বাদী মো. বাকের।
    • ভারতের জম্মু ও কাশ্মীরে এক নির্মীয়মাণ সুড়ঙ্গে সশস্ত্রগোষ্ঠীর হামলায় ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
    • মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে ৩৪ রানের লিড নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

    বিবিসি বাংলার মূলপাতার সব খবর পড়তে এখানে ক্লিক করুন:

  2. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি সারজিস, স্নিগ্ধ সিইও

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

    সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় এ নিয়োগ দেয়া হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা।

    ২০২৪ সনের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিগণের ঔষধপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান করা এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।

    এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সূচনা লগ্নে এর সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধকে।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সারজিস আলম ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

    ছবির উৎস, CHIEF ADVISOR PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সারজিস আলম ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
  3. ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারিসহ ৩৯১ জনের বিরুদ্ধে সমন্বয়কদের মামলা

    গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনানসহ ৩৯১ জনের নামপরিচয় উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

    সোমবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার শাহবাগ থানায় এই মামলার আবেদন করেন।

    মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বেশিরভাগই কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন স্থানের ছাত্রলীগের নেতা-কর্মী।

    মামলার এজাহারে শিক্ষার্থীদের হামলার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৯১ জনের নাম উল্লেখ করা হয়।

    এ ছাড়া এই মামলায় ৮০০ থেকে এক হাজার জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়।

    পরে সংবাদ সম্মেলনে সমন্বয়ক মাহিন সরকার বলেন, ''গত ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং সমগ্র বাংলাদেশের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আইনি ব্যবস্থায় যাওয়া আমাদের দায়িত্ব বলে মনে করি।''

    ''আমরা আরও আগে মামলা করতাম কিন্তু তথ্যপ্রমাণ আমাদের হাতে আসতে সময় লেগেছে বলে আমরা তা করতে পারিনি।''

  4. দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

    দেশের আরও পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

    সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়ার কথা জানান হয়।

    সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েটের উপাচার্য নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

    দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (হাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এনামুল্লাহ।

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

    শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

    আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

  5. ঘূর্ণিঝড় ডানা কবে কোথায় আঘাত হানতে পারে?

    পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সোমবার আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘ডানা’।

    সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

    আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, “এটি এখনো সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। মঙ্গলবার সকালে এটি নিম্নচাপে পরিণত হতে পারে”।

    তিনি জানান, নিম্নচাপে পরিণত হওয়ার পর বুধবার নাগাদ ঘূর্ণিঝড় ডানায় রূপ নিতে পারে এটি।

    নিম্নচাপে রূপ না নেয়ায় এর গতি প্রকৃতি এখনো নিশ্চিত নয় বলে জানান আবহাওয়াবিদ মি. মল্লিক।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, “এখন পর্যন্ত যে অবস্থায় আছে তা দেখে মনে হচ্ছে এটি উড়িষ্যা বা পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। মঙ্গলবার নিম্নচাপে পরিণত হলে তখন এর গতি প্রকৃতি বা কোথায় আঘাত হানতে পারে সেটি সম্পর্কে সঠিক পূর্বাভাস দেয়া সম্ভব”।

    আগামী ২৩ বুধবার রাতের পর থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উপকূলে আঘাত হানার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

  6. শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে যে ব্যাখ্যা দিল রাষ্ট্রপতির প্রেস উইং

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বক্তব্য ঘিরে গণমাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে, তা নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং।

    'মীমাংসিত বিষয়ে নতুন করে কোন বিতর্ক সৃষ্টি না করার জন্য,' রাষ্ট্রপতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

    সোমবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ''সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।''

    ''এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পস্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ০৮ আগস্ট, ২০২৪ এর আদেশে প্রতিফলিত হয়েছে''।

    বিবৃতিতে বলা হয়,'' সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গত ৮ই আগস্ট সুপ্রীম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার প্রেক্ষিতে আপিল বিভাগ এই মতামত দিয়েছিলেন।''

    ''তাই মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকতে রাষ্ট্রপতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।''

    সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদকের কাছে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন শেখ হাসিনা ৫ই অগাস্ট তার কাছে পদত্যাগপত্র দিয়ে যান নি। সোমবার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পরে দেশজুড়ে আলোচনা শুরু হয়।

    এ নিয়ে প্রতিক্রিয়ায় সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন।

    তিনি বলেন, “উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই এটা হচ্ছে মিথ্যাচার, এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ উনি নিজেই ৫ই অগাস্ট তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। এবং উনি তা গ্রহণ করেছেন”।

    সোমবার ওই বক্তব্যের জবাবে আসিফ নজরুল সাংবাদিকদের আরো বলেছেন, “রাষ্ট্রপতির এই বক্তব্য শপথ ভঙ্গের সামিল। তিনি তার বক্তব্যে অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কিনা তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে।’

    “যখন ফ্যাসিস্টের শক্তিরা বিভিন্ন জায়গায় যখন মাথাচার দিয়ে ওঠার চেষ্টা করছে তখন হঠাৎ করে আড়াই মাস পরে কেন এই কথা বললেন রাষ্ট্রপতি, এখন সেই প্রশ্ন আসাটাও স্বাভাবিক” বলছিলেন মি. নজরুল।

    এ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই ব্যাখ্যা দেয়া হলো।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ছবির উৎস, BANGABHABAN

    ছবির ক্যাপশান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  7. আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আবার বৈঠকে মমতা, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আবার বৈঠকে মমতা

    আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে হত্যার ঘটনায় ন্যায়-বিচার, স্বাস্থ্য সচিবকে অপসারণসহ দশ দফা দাবি জানিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আরও একবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

    সোমবার বিকেলে রাজ্যের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য দফতরের কর্মকর্তাসহ আরও অনেকে।

    বৈঠকে বিক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকদের অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। অনশনরত চিকিৎসকদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন। একদিকে যেমন কিছু সমস্যার বিষয়ে মেনে নেন, তেমনই কিছু ক্ষেত্রে আন্দোলনরত চিকিৎসকদেরকে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্নের মুখে পড়তে হয়।

    মুখ্যমন্ত্রী বলেন, “গত দুই মাসে অনেক কিছুই গাফিলতি হয়েছে। দুই দিকেই হয়েছে। তোমাদের একার দোষ দেব না। আমাদেরও হয়ত কোনও ভুল ছিল। কোনও ত্রুটি ছিল। যার জন্য তোমাদের এই জায়গাটায় যেতে হয়েছে। হয়তো আমাদের কিছু ভুল হয়েছে যে কারণে তোমাদের এই জায়গায় যেতে হয়েছে।”

    অন্যদিকে, আন্দোলন চলাকালীন ৫৬৩ জন চিকিৎসক স্বাস্থ্যসাথী নামক সরকারি প্রকল্পের আওতায় কয়েকটা কেসে বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়েছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

    মেডিক্যাল কলেজের দায়িত্বে থাকা কয়েকজন প্রিন্সিপাল এবং হাসপাতালের সুপারের বিরুদ্ধে ‘রাজনৈতিক’ ভূমিকা পালনের কথা যেমন স্বীকার করেছেন, তেমনই আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল কর্তৃক অভিযুক্ত পড়ুয়া-চিকিৎসকদের সাসপেন্ড করার বিষয়ে সরকারকে না জানানো নিয়েও উষ্মা প্রকাশ করেছেন।

    বৈঠক চলাকালীন চিকিৎসকদের কাছে রাজ্য সরকারের সঙ্গে আলাপ-আলোচনার পথ খোলা রাখার অনুরোধ করেন তিনি।

    অন্যদিকে আন্দোলনরত চিকিৎসকরা সরকারি হাসপাতালে পরিকাঠামোগত উন্নতি, মেডিক্যাল কলেজে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ এবং যৌন নির্যাতনের মতো ঘটনায় বিনা দ্বিধায় অভিযোগ জানানোর জন্য প্ল্যাটফর্মের বিষয়ে জোর দেন।

    প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের অনশন ১৭তম দিনে পড়েছে।

    তাদের দাবি-দাওয়া না মানলে মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে সার্বিক ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।

    শনিবার মুখ্যসচিবসহ সরকারের প্রতিনিধিরা অনশনরত চিকিৎসকদের সঙ্গে দেখা করেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন। তারপরও ম্যখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের উপর জোর দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সেই প্রেক্ষিতে নবান্নের সোমবারের বৈঠক হলো।

    নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্দোলনরত চিকিৎসকরা।

    ছবির উৎস, Mamata Banerjee

    ছবির ক্যাপশান, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্দোলনরত চিকিৎসকরা।
  8. যুদ্ধাঞ্চল লেবানন থেকে দেশে ফিরলো ৫৪ বাংলাদেশি

    লেবাননের যুদ্ধাঞ্চল থেকে সরিয়ে নেওয়া ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি দেশে পৌঁছেছে।

    সোমবার সন্ধ্যা ছয়টায় তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের খবরে বলা হয়, এই দলে ২৬ জন পুরুষ, ২০ জন নারী, ছয় শিশু এবং দুই নবজাতকসহ মোট ৫৪ জন রয়েছে।

    গত রোববার রাত ১০টা ৫০মিনিটে লেবাননের বৈরুত থেকে বিমানটি যাত্রা শুরু করে সৌদি আরবের জেদ্দায় পৌছায়। সেখানে ৫ ঘণ্টার ট্রানজিট দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।

    এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ. তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সরকার লেবানন থেকে নথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন শুরু করেছে। বৈরুত থেকে বহির্গামী ফ্লাইটে পর্যাপ্ত আসন না পাওয়ায় প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক প্রবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে।

    লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

    লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে একলাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে প্রায় ১৮ শ' জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

    এর মধ্যে প্রায় ১৬০ জনের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র রয়েছে।

    রোববার লেবাননের বৈরুতে হেজবুল্লাহর একটি দপ্তরে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, রোববার লেবাননের বৈরুতে হেজবুল্লাহর একটি দপ্তরে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।
  9. দশ ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার

    বাংলাদেশের দশটি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকে এমডি নিয়োগ দেয়া হয়।

    সোমবার নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

    এতে জানানো হয় সোনালী ব্যাংকের এমডি হিসাবে নিয়োগ পেয়েছেন মো. শওকত আলী খান, জনতা ব্যাংকে মো. মজিবর রহমান, অগ্রণী ব্যাংকে মো. আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকে মো. আ. রহিম।

    একই সাথে এই ছয় ব্যাংকের এমডিকে বাড়তি দায়িত্ব হিসেবে সিইও পদও দেয়া হয়েছে।

    এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি হিসাবে নিয়োগ পেয়েছেন মো. জসীম উদ্দিন, বেসিক ব্যাংকে মো. কামরুজ্জামান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মীর মোফাজ্জল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকে সালমা বানু এবং কৃষি ব্যাংকে সঞ্চিতা বিনতে আলী।

    গত ১৯শে সেপ্টেম্বর এসব ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করতে চেয়ারম্যানদের চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। তারপর থেকে এসব ব্যাংকের এমডি ও সিইও পদ শূন্য ছিল।

  10. মিরপুর টেস্ট: ৩৪ রানের লিড নিয়ে প্রথম দিনের খেলা শেষ করলো দক্ষিণ আফ্রিকা

    মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে ৩৪ রানের লিড নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

    প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৪০ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

    এদিন বল হাতে বেশ উজ্জল ছিলেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটের মধ্যে একাই তুলে নেন পাঁচটি।

    দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান পেসার হাসান মাহমুদ।

    তিনি এইডেন মার্করামের উইকেট নেয়ার পর বাকি ৫ পাঁচটি নেন তাইজুল ইসলাম। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারে ইনিংসে ১৩তম ৫ উইকেট।

    দিনের খেলা ছয় ওভার বাকি থাকতেই আলো স্বল্পতার কারণে আগেই শেষ হয় প্রথম দিনের খেলা।

    টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার দাপুটে বোলিংয়ে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

    ৩টি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ। নিজের প্রথম উইকেটটি পেয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রাবাদা।

    বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান।

    তাইজুল ইসলাম

    ছবির উৎস, ESPN Cricinfo

    ছবির ক্যাপশান, তাইজুল ইসলাম
  11. শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও শেখ হাসিনা
    ছবির ক্যাপশান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও শেখ হাসিনা

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

    আইন উপদেষ্টা বলেন, “উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই এটা হচ্ছে মিথ্যাচার, এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ উনি নিজেই ৫ই অগাস্ট তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। এবং উনি তা গ্রহণ করেছেন”।

    পরবর্তীতে সরকার গঠনের আগের প্রক্রিয়ার কথা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, “সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনে এ নিয়ে মতামত জানতে চাওয়া হয়। এটার প্রেক্ষিতে ততকালীন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারকরা মিলে ১০৬ এর অধীনে একটা মতামত প্রধান করেছিলেন”।

    তিনি বলেন, "সেই অভিমতে যা লেখা হয়েছিল তার প্রথম লাইনটি হচ্ছে, 'দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই রেফারেন্সটিতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষরও রয়েছে"।

    সেই প্রেক্ষিতে অন্তর্বতীকালীন সরকার গঠন হয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মি. নজরুল।

    সোমবার একটি পত্রিকার সম্পাদকের কাছে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন শেখ হাসিনা ৫ই অগাস্ট তার কাছে পদত্যাগপত্র দিয়ে যান নি।

    সোমবার ওই বক্তব্যের জবাবে আসিফ নজরুল সাংবাদিকদের আরো বলেছেন, “রাষ্ট্রপতির এই বক্তব্য শপথ ভঙ্গের সামিল। তিনি তার বক্তব্যে অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কিনা তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে।’

    “যখন ফ্যাসিস্টের শক্তিরা বিভিন্ন জায়গায় যখন মাথাচার দিয়ে ওঠার চেষ্টা করছে তখন হঠাৎ করে আড়াই মাস পরে কেন এই কথা বললেন রাষ্ট্রপতি, এখন সেই প্রশ্ন আসাটাও স্বাভাবিক” বলছিলেন মি. নজরুল।

  12. যুক্তরাষ্ট্রসহ তিন দেশের রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

    সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

    সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

    প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  13. উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন জন খুন

    উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন জন খুন

    ছবির উৎস, NIHAD AZIM

    ছবির ক্যাপশান, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন জন খুন

    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে।

    সোমবার ভোরে উখিয়ার ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্পে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও শিশু কন্যা আসমা (১৩)।

    কক্সবাজারের সাংবাদিক নিহাদ আজিম জানান, বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।

    পরিবারের সদস্যরা জানান, ভোরে আরএসওর একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে। এ সময় কান্না করে আসমা ঘুম থেকে উঠে যায়। সন্ত্রাসীরা কান্না থামাতে তাকে গুলি করে।

    পরে আসমার বাবা আহম্মদ হোসেন ও ভাই সৈয়দুল আমিনকে গুলি করে পালিয়ে যায় তারা। বাবা ও ভাই ঘটনাস্থলে মারা গেলেও গুরুতর আহত অবস্থায় শিশু আসমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

    পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসমা।

    পরিবারের সদস্যদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরএসও'র সন্ত্রাসীরা সৈয়দুল আমিনকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছিলেন।

    পরে তারা প্রাণ বাঁচাতে ক্যাম্প ১৭ থেকে পালিয়ে ক্যাম্প ২০ এক্সটেনশনে আশ্রয় নেয় কিছু দিন আগে।

  14. সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

    সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

    সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক তিন বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেয়া হয়।

    সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

    মি. আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

    এর আগে দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন তিনি। কাজ করেছেন বার্তা সংস্থা ইউএনবিতেও।

  15. 'ভুলবশত' আসামি করায় হত্যা চেষ্টা মামলা থেকে জেড আই খান পান্নার নাম বাদ দেয়ার আবেদন

    ভুলবশত মামলায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় হত্যা চেষ্টা মামলার এজহার থেকে জেড আই খান পান্নার নাম বাদ দেয়ার জন্য খিলগাঁও থানায় আবেদন করেছে বাদী মো. বাকের।

    এ আবেদনের বিষয়ে বলা হয়েছে, ভুলবশত আসামিকে এজাহারভুক্ত করণ প্রসঙ্গে।

    আবেদনটিতে বলা হয়েছে, “১৭ই অক্টোবর খিলগাঁও থানাধীন মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গার্মেন্টস মোড়ে আমার ছেলে মো. আহাদুল ইসলামকে একই উদ্দেশ্যে বেআইনি জনতা বন্ধে দাঙ্গা সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করার ঘটনায় ১৮০ জনের বিরুদ্ধে থানায় এজাহার করলে এ মামলাটি রুজু হয়”।

    “কিন্তু উক্ত এজাহারের ৯৪ নং ক্রমিকে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে অজ্ঞতা ও ভুলবশত আসামী করা হয়”।

    বাদী মো. বাকের আইনজীবী জেড আই খান পান্নাকে বাদ দিয়ে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আবেদন করেছে।

    খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবেদনটি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

    মি. খান মানবাধিকারবিষয়ক সংগঠন, আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন। সম্প্রতি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একটি বক্তব্য ঘিরে তার সম্পর্কে কঠোর সমালোচনা করেন

  16. জম্মু-কাশ্মীরে সশস্ত্রগোষ্ঠীর হামলায় নিহত চিকিৎসকসহ ছয়জন

    জম্মু-কাশ্মীর

    ছবির উৎস, ANI

    ভারতের জম্মু ও কাশ্মীরে এক নির্মীয়মাণ সুড়ঙ্গে সশস্ত্রগোষ্ঠীর হামলায় ছয়জন বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

    রোববার রাতে জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার গগনগীরে নির্মীয়মাণ সুড়ঙ্গের কাছে সশস্ত্রগোষ্ঠীর সদস্যরা গুলি চালাতে শুরু করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন দুইজন শ্রমিক। মৃতের সংখ্যা বেড়ে পরে ছয়জন হয়েছে।

    ‘জি মোড়’ সুড়ঙ্গ তৈরির কাজে নিযুক্ত ছিলেন ওই শ্রমিকেরা এবং নিহত চিকিৎসক ওই নির্মীয়মাণ সাইটে ডিউটিরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    সোমবারও থমথমে পরিবেশ রয়েছে ওই অঞ্চলে। কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। হামলার ঘটনার তদন্ত করবে রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা।

    জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বেসামরিক নাগরিকদের উপর এই হামলা ‘কাপুরুষোচিত’।

    জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, “গগনগীর হামলার পিছনে যারা রয়েছে তারা শাস্তি পাবেই।”

    অন্যদিকে, সাবেক উপ-মুখ্যমন্ত্রী কভিন্দর গুপ্তা এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে বলেছেন, “এটা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের কাপুরুষোচিত রূপ।”

  17. হত্যাচেষ্টা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না

    জেড আই খান পান্না

    ছবির উৎস, TV Grab

    হত্যাচেষ্টার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

    সোমবার সকালে তার আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, "আজকে শুনানিতে পান্না সাহেবকে পুলিশ রিপোর্ট জমার আগ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়েছে। সরকারপক্ষ থেকেও কোনো আপত্তি তোলা হয়নি।

    আহসানুল করিম বলেছেন, "নিরাপরাধ ব্যক্তির নামে মামলা দিলে জুলাই-আগস্ট গণহত্যার প্রকৃত মামলাগুলো প্রশ্নবিদ্ধ হবে।"

    জামিনের পর সাংবাদিকদের জেড আই খান পান্না বলেছেন, বরিশালের মুলাদীর অভ্যন্তরীণ রাজনীতির কারণে হয়রানি করতেই মামলাটি করা হয়।

    এই মামলায় 'কষ্ট পেয়েছেন' জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে তাকে কেউ বাকরুদ্ধ করতে পারবে না।

    গত ১৯শে জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে খিলগাঁও থানায় বৃহস্পতিবার মামলাটি হয়।

    মামলার ৯৪তম আসামি তিনি।

  18. মিরপুর টেস্টে ছয় উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

    দক্ষিণ আফ্রিকা টেস্টে বাংলাদেশ স্কোয়াড

    ছবির উৎস, BCB

    ছবির ক্যাপশান, দক্ষিণ আফ্রিকা টেস্টে শুরুতে ঘোষণা করা বাংলাদেশ স্কোয়াড

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে সোমবার সকালে টসে জিতে ব্যাটিং নেওয়ার পর মধ্যাহ্ন বিরতির মধ্যেই ৬০ রানে ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

    লাঞ্চ ব্রেকের আগেই ড্রেসিংরুমে ফিরে গেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকালে শুরু হয় দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট।

    এদিকে, সাকিব আল হাসান ইস্যুতে গত কয়েক দিন ধরেই সরগরম মিরপুরের স্টেডিয়াম এলাকা।

    সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে না দিতে এক দলের আন্দোলন, আরেক পক্ষের সাকিবকে টেস্ট দলে ফেরানোর দাবিতে আন্দোলন রীতিমত লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় গড়ায় রোববার।

    গতকাল সাকিব বিরোধীদের হাতে মারও খেয়েছেন সাকিব ভক্তরা।

    যে কারণে সোমবার পুরো স্টেডিয়ামের আশপাশে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

    বিসিবির ঘোষণা করা বাংলাদেশের সর্বশেষ টেস্ট একাদশ থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।

    এখন বাংলাদেশের একাদশ এরকম - নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার)। এছাড়াও আছেন জাকের আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ এবং নাঈম হাসান।

    এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছে জাকের আলীর। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন।

    এই ম্যাচে একজন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

    তিনজন স্পিনার রয়েছেন দলে - মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

  19. আরও তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

    বগুড়া, ঠাকুরগাঁও ও ঝিনাইদহের বিভিন্ন আদালতে ২০০ জন বিভিন্ন পর্যায়ের সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

    এদের মধ্যে বগুড়ায় ১০৭ জন, ঠাকুরগাঁওয়ে ২১ জন এবং ৭২ জনকে ঝিনাইদহের আদালতে নিয়োগ দেয়া হয়েছে।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ রোববার রাতে জারি করা হয়।

    আইনানুযায়ী তাদেরকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে জানানো হয়েছে।

    উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ নিয়োগের আদেশে, তিন জেলার জেলা ও দায়রা জজ আদালত এবং তার অধীন আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে আগের নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়।

    এর আগে ঢাকার বিভিন্ন আদালতে সাড়ে ছয়শোর বেশি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

  20. সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ গ্রেপ্তার

    সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ গ্রেপ্তার

    ছবির উৎস, Probashi.portal.gov

    ছবির ক্যাপশান, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ

    সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    রোববার মধ্যরাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

    ইমরান আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

    গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

    দুপুরে তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যারা এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন, তা নিয়ে আরো জানতে পড়তে পারেন নিচের লিংকে: