বৃহস্পতিবার যা ঘটেছে
- জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, 'উচ্ছৃঙ্খল জনতা' সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এদিন সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে জাতীয় পার্টিকে 'জাতীয় বেইমান' বলে উল্লেখ করে তাদের উৎখাতের কথা বলেন।
- বিসিএস পরীক্ষার ব্যাপারে আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ চারবার এ পরীক্ষায় অংশ নিতে পারবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
- ছাদ খোলা বাসে সাফজয়ী নারী ফুটবলারদের বিমানবন্দর থেকে বাফুফেতে নিয়ে যাওয়া হয়েছে।
- ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে তিনটি মেডিকেল কলেজের নামের সাথে যুক্ত ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
- নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- ৭ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওইদিনের সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি।
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।
- ঢাকার কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।
















