বিসিএস পরীক্ষায় চারবার অংশ নেয়া যাবে, জাতীয় পার্টি কার্যালয়ে আগুন, 'নিশ্চিহ্ন' করার ডাক হাসনাতের

বিসিএস পরীক্ষায় চারবার অংশ নেয়া যাবে বলে নতুন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। ঢাকার কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। দিনের ঘটনাপ্রবাহ দেখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সার সংক্ষেপ

  • খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা বাতিল, এখন পর্যন্ত তার বিরুদ্ধে করা ২৩টি মামলা বাতিল হয়েছে
  • কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনীর ও পুলিশের গাড়িতে আগুন
  • দেশে ফিরে ছাদখোলা বাসে সাফজয়ী নারী ফুটবল দলের শহর প্রদক্ষিণ
  • পাপনসহ বিসিবি’র ১১ জন পরিচালকের পদ বাতিল
  • খাগড়াছড়ির পানছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা ঘটেছে

    • জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, 'উচ্ছৃঙ্খল জনতা' সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এদিন সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে জাতীয় পার্টিকে 'জাতীয় বেইমান' বলে উল্লেখ করে তাদের উৎখাতের কথা বলেন।
    • বিসিএস পরীক্ষার ব্যাপারে আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ চারবার এ পরীক্ষায় অংশ নিতে পারবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
    • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
    • ছাদ খোলা বাসে সাফজয়ী নারী ফুটবলারদের বিমানবন্দর থেকে বাফুফেতে নিয়ে যাওয়া হয়েছে।
    • ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে তিনটি মেডিকেল কলেজের নামের সাথে যুক্ত ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
    • নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
    • ৭ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওইদিনের সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।
    • ঢাকার কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. জাতীয় পার্টি কার্যালয়ে আগুন, 'বেইমান' আখ্যা দিয়ে 'নিশ্চিহ্ন' করার ডাক হাসনাতের

    জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়

    জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, 'উচ্ছৃঙ্খল জনতা' সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

    আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে, উদ্ভূত পরিস্থিতিতে আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    তবে, সেনাবাহিনীর সহায়তা সেখানে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

    সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন।

    জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যায় মিছিলকারীরা। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যা সাতটায় এক ফেসবুক পোস্টে জাতীয় পার্টিকে 'জাতীয় বেইমান' বলে উল্লেখ করে তাদের উৎখাতের কথা বলেন।

    "জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত," লেখেন মি. আব্দুল্লাহ।

    কিছুক্ষণ পর আরেক ফেসবুক পোস্টে 'জাতীয় বেইমানদের' নিশ্চিহ্ন করার ডাক দেন তিনি।

    তিনি লেখেন, "রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।"

  3. বিসিএস পরীক্ষায় চারবার অংশ নেয়া যাবে, আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার

    একজন পরীক্ষার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিন বার অংশ নিতে পারবে।

    এ সিদ্ধান্ত আর পরিবর্তন করা হবে না জানিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেছিলেন, "তিনবার মানে তিনবারই।"

    এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে চার বার বিসিএস পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যন্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবে-এ রূপ বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা দিয়েছে।

  4. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

    সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে এই অনুসন্ধান শুরু করেছেন তারা।

    মি. চৌধুরী এবং তার "স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের" অভিযোগে খতিয়ে দেখতেই এ অনুসন্ধান বলে জানিয়েছে সিআইডি।

    চলতি বছরের শুরুতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ভূমিমন্ত্রী নিজে এবং তার স্ত্রী মিলে বিদেশি অন্তত ছয়টি কোম্পানি পরিচালনা করছেন যেগুলোর মূল্য ১৬.৬৪ কোটি পাউন্ড বা দুই হাজার ৩১২ কোটি টাকা।

    সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে সাইফুজ্জামান চৌধুরীর নামে অন্তত ছয়টি কোম্পানি পাওয়া যায় যার সবগুলোই আবাসন ব্যবসার সাথে যুক্ত।

    অবশ্য এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে তিনি বেআইনি পন্থায় বিদেশে টাকা নেননি।

    সাইফুজ্জামান চৌধুরী
  5. ছাদ খোলা বাসে ঢাকার রাস্তায় সাফজয়ী নারীরা, যানজটের কারণে থমকে যেতে হচ্ছে একটু পরপর

    জাতীয় পতাকা আর ফুল দিয়ে সাজানো বাসটির গায়ে লেখা 'চ্যাম্পিয়ন'। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলকে বহন করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অভিমুখে যাচ্ছে বাসটি।

    তবে, ঢাকার যানজটে একটু পরপর থমকে দাঁড়াতে হচ্ছে তাদের।

    ফুটবলাররা শিরোপা নিয়ে বেলা আড়াইটার দিকে কাঠমান্ডু থেকে দেশে ফেরেন।

    বুধবার নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।

    ২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর বিজয়ীদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে নেয়া হয়েছিল।

    ছাদখোলা বাসে সাফজয়ী ফুটবলাররা
  6. ব্যাংক, জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে বেশি অনিয়ম হয়েছে- দেবপ্রিয় ভট্টাচার্য

    বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক, জ্বালানি, ভৌত অবকাঠামো ও আইসিটি খাতে সবচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

    বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় কালে তিনি এ তথ্য জানান।

    মি. ভট্টাচার্য বলেন, বাজেটের আগে সরকারকে অর্থনীতি নিয়ে পরামর্শ দেবে তার কমিটি।

    আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার গত ২৮শে অগাস্ট দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে।

    দেবপ্রিয় ভট্টাচার্য
  7. খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক মামলার কার্যক্রম বাতিল, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ২৩টি মামলা এখন পর্যন্ত বাতিল হয়েছে

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের একটি মামলা বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট।

    দারুস সালাম থানায় দায়ের করা এই মামলাটি বাতিলের ফলে এখন পর্যন্ত খালেদা জিয়ার নামে থাকা মোট ২৩টি মামলা বাতিল করা হলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

    বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন কায়সার কামাল, মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

    বুধবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার আরো ১১টি মামলা হাইকোর্টে বাতিল হয়। অন্যান্য মামলাগুলো নিম্ন আদালতেই খারিজ হয়ে যায়।

    আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নাইকো ও বড়পুকুরিয়া দুর্নীতির মামলাগুলো রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজা স্থগিত করেছেন রাষ্ট্রপতি।

    খালেদা জিয়া
  8. তিন মেডিকেল কলেজের নাম থেকে বাদ পড়ছে শেখ মুজিব-শেখ হাসিনার নাম

    ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

    ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজসহ দেশের মোট ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

    এর মধ্যে তিনটি মেডিকেল কলেজের নামের সাথে যুক্ত ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

    বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    মূলত ব্যক্তি নাম বাদ দিয়ে মেডিকেল কলেজগুলোর নাম স্ব স্ব জেলার নামে নামকরণ করার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

    যেসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর’ এরনাম বদলে করা হয়েছে ‘জামালপুর মেডিকেল কলেজ’।

    ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল’ এর বর্তমান নামকরণ করা হয়েছে ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’।

    এদিকে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এর বর্তমান নাম ‘ফরিদপুর মেডিকেল কলেজ’।

    এছাড়াও, ‘কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ’কে ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’, ‘আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী’ নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’ এবং ‘এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর’ এর নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিকেল কলেজ’ করা হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  9. ইসি গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি করে প্রজ্ঞাপন

    প্রজ্ঞাপন

    নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে এই সার্চ কমিটি করা হয়েছে।

    বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে এ সংক্রান্ত সুপারিশ করতে হবে।

    ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করা হয়েছে।

    সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

  10. ৭ই নভেম্বর ছুটি পুনর্বহালের দাবি বিএনপির

    BNP

    ছবির উৎস, BNP

    ৭ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওইদিনের সরকারি ছুটি পুর্নবহালের দাবি জানিয়েছে বিএনপি।

    এক যৌথসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়। জিয়াউর রহমান নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়।"

    "এই পরিপ্রেক্ষিতে সাতই নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এই দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে," তিনি বলেন।

    বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের সময় ঘোষণার দাবি জানান।

    এর আগে সকালে ৭ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা এবং ওইদিনের সরকারি ছুটি পুর্নবহালের দাবিতে বিএনপি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

    সেখানে বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

    "দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। ২০১৪-১৮-২৪ এর মতো বিএনপি দেশে আর কোনো নির্বাচন চায় না।" বলে মন্তব্য করেন মি. ফারুক।

    তিনি আরো বলেন, "গণতন্ত্র রক্ষায় অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি ও সংবিধানের বিষয়ে সংসদেই ফয়সালা হবে।"

  11. আশুলিয়ায় ৪৬ মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল কারাগারে

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ছবির উৎস, MIZAN AHMED

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬টি লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হয়।

    পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

    বুধবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকার শাহবাগ থানায় নিয়ে আসা হয়।

    গত ২৭শে অক্টোবর শহীদুল ইসলামসহ ১৭জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  12. তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

    তারেক রহমান ১৬ বছর ধরে নির্বাসনে আছেন

    ছবির উৎস, BNP

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।

    এই মামলায় তারেক রহমানের সাথে আরো অভিযুক্ত ছিলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক চিফ রিপোর্টার মাহাথীর ফারুকী খান এবং সিনিয়র রিপোর্টার কনক সারওয়ার।

    ঢাকার তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলাটি বৃহস্পতিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বাতিলের আদেশ দিয়েছে।

    ২০১৫ সালের আটই জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে ওই মামলাটি করা হয়।

    এর আগে নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পান তারেক রহমান।

    সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১শে অগাস্ট তারেক রহমানকে ওই মামলা থেকে খালাস দেন আদালত।

  13. কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনীর ও পুলিশের গাড়িতে আগুন

    সকাল ১০টায় তোলা ছবি

    ছবির উৎস, Sanzid

    ঢাকার কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

    পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    বিবিসি সংবাদদাতা সাগর সারোয়ার ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শ্রমিক বিক্ষোভের কারণে কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টে ঢোকার দুই পাশের রাস্তা সকাল থেকে বন্ধ।

    এখন রাস্তায় বিপুল সংখ্যক সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন।

    বিক্ষুব্ধ শ্রমিকরা যে দুইটি গাড়িতে আগুন দিয়েছে তা দগ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

    স্থানীয়রা বিবিসি বাংলাকে বলেছেন, শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা দাবি করেছেন।

    তবে, প্রাথমিকভাবে শ্রমিকেরা কেন বিক্ষোভ করছিলেন তা নিয়ে ভিন্ন ভিন্ন ভাষ্য পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে।

    বেতন বাড়ানোর দাবি এবং দুইটি পাশাপাশি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যকার বিরোধ থেকে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন - এমন বক্তব্য পাওয়া গেছে।

    এক পর্যায়ে তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

    এতে ওই এলাকার এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

    আগুন নেভানোর পর সড়কের পরিস্থিতি
    ছবির ক্যাপশান, আগুন নেভানোর পর সড়কের পরিস্থিতি
    রাস্তায় সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন।

    ছবির উৎস, Sanzid

  14. সাফ জয়ীদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস, উপদেষ্টাদের অভিনন্দন

    দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করলো বাংলাদেশের মেয়েরা।

    বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী ফুটবলাররা শিরোপা নিয়ে আজ বেলা আড়াইটার কিছু আগে কাঠমান্ডু থেকে দেশে ফিরছেন।

    ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করিয়ে তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।

    এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস প্রস্তুত করা হয়েছে।

    বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

    বুধবার নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।

    ২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর বিজয়ীদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে আনা হয়েছিল।

    সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বুধবার রাতে এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, এই শিরোপা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তাদের নিয়ে গর্বিত। গোটা জাতিও তাদের নিয়ে গর্বিত।

    অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। দেশে ফেরার পর বিজয়ী দলকে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সংবর্ধনা জানাবেন বলেও জানান তিনি।

  15. পাপনসহ বিসিবি’র ১১ জন পরিচালকের পদ বাতিল

    বিসিবি

    ছবির উৎস, BCB

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে সরানোর পর এবার নাজমুল হাসান পাপনের পরিচালক পদ বাতিল করা হলো।

    বুধবার বিসিবির ১৫তম বোর্ড সভায় পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করা হয়।

    ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণত টানা তিনটি সভায় অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয় ভাবেই পরিচালক পদ বাতিল হয়ে যায়।

    সে নিয়ম অনুযায়ী পরিচালক পদ হারিয়েছেন পাপন ছাড়াও আরো ১০ জন সদস্য।

    এছাড়া সুজন-দূর্জয়ের পর তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন এনায়েত হুসেইন সিরাজ।

    একইদিন নতুন সভাপতির অধীনে পঞ্চম বোর্ড সভায় গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমূল আবেদীন ফাহিমকে আহবায়ক রেখে সংশোধন কমিটি ঘোষণা করা হয়।

    বিসিবির গঠনতন্ত্র সংশোধনের দাবি করে আসছিলেন ক্রিকেটার এবং সংশ্লিষ্টরা। এবার সে কাজ শুরু করতে যাচ্ছে বর্তমান বোর্ড।

    সেইসাথে চূড়ান্ত করা হয়েছে বিপিএলের ১১তম আসরের দিনক্ষণ।

  16. চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

    চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

    বুধবার রাত সাড়ে আটটার দিকে ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানে করে একটি পরিবার বাজার থেকে বাড়ি ফিরছিল।

    তাদের ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে একদল মানুষ তাদের পথ আটকে সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

    এ সময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ছিনতাইকারীদের ধাওয়া দেয়।

    এক পর্যায় দুই ভাই পালিয়ে গাছে উঠলে তাদের গাছ থেকে টেনে নামিয়ে পিটিয়ে মারে উত্তেজিত জনতা।

    পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এর আগে মঙ্গলবার রাতে গরু চোর সন্দেহে নড়াইলে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

  17. খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

    খাগড়াছড়ি গেইটের চিত্র

    ছবির উৎস, Abhi Barua

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ-এর তিনজন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে প্রসীত বিকাশ খীসা সমর্থিত পক্ষ।

    বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে অবস্থান নেয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    বুধবার সকালে পানছড়ির উপজেলার দূর্ম শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হন।

    বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্ধ্যায়র দিকে লাশের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

    এদিকে অবরোধ কর্মসূচি ঘিরে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:

  18. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম। বাংলাদেশ এবং বিশ্বে আজকের সব গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন এই লাইভ পাতায়।

    রিপোর্টিং করছেন সানজানা চৌধুরী।

    বিবিসি বাংলায় আরো খবর জানতে ভিজিট করুন বিবিসি বাংলার মূলপাতায়