ফেব্রুয়ারিতে অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ
মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষে একজন বাংলাদেশি নিহত। রেলওয়ের কর্মীদের কর্মবিরতিতে ঢাকাসহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুই উপদেষ্টার সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।
সরাসরি কভারেজ
মঙ্গলবার সারাদিন যা যা হলো
অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও ‘অপশাসন-নির্যাতনের প্রতিবাদে' আগামী
১৬ই ফেব্রুয়ারি অবরোধ ও ১৮ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দুর্বল ব্যাংক থেকে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দিয়েছে
শিক্ষা মন্ত্রণালয়।
সুষ্ঠুভাবে আগামী নির্বাচন আয়োজনে সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয়
ইউনিয়ন বা ইইউ। মঙ্গলবার সিইসির সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দল।
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ভোর থেকে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
যাত্রীদের ভোগান্তিতে ফেলে রেলওয়ের রানিং স্টাফরা যে কর্মবিরতি কর্মসূচি
দিয়েছেন, তাকে 'খুবই দুঃখজনক' বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির
খান।
মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের মারামারি, একজন বাংলাদেশি নিহত।
ফেব্রুয়ারিতে অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ
ছবির উৎস, Getty Images
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও
‘অপশাসন-নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ই ফেব্রুয়ারি ও ১৮ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার
ঘোষণা দিয়েছে দলটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে ৫ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির
লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি।
ছয়ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেশে প্রতিবাদ
মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও
সমাবেশ।
আর ১৬ই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী
সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ
অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং 'প্রহসনমূলক
বিচার' বন্ধেরও দাবি জানানো হয়।
এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে 'প্রধানমন্ত্রী' হিসেবে উল্লেখ করেছে
ক্ষমতাচ্যুত দলটি।
ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত ১০ই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা
দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ।
এমন অবস্থার মধ্যেই মঙ্গল হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিলো
আওয়ামী লীগ।
যদিও ৫ই অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোন কর্মকাণ্ড দেখা যায়নি। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে, পলাতক অথবা কারাগারে রয়েছেন। গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন।
পাঁচই অগাস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে: তারেক রহমান
ছবির উৎস, BNP MEDIA CELL
ছবির ক্যাপশান, মঙ্গলবার খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তারেক রহমান
জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই
আগস্টের মতোই পরিণতি হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে
এসময় তারেক রহমান বলেন, “রাজনৈতিক দল, দলের কর্মী বা নেতারা যদি জনবিছিন্ন হয়, দেশের বিরুদ্ধে কাজ করে
তার পরিণতি কি হয় আমরা পাঁচই অগাস্ট দেখেছি”।
“পাচই অগাস্ট থেকে অনেক
কিছু আমাদের শেখার আছে। ৫ই অগাস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে”।
বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান বলেন, “দলকে
স্বার্থপর হতেই হবে। কোন ব্যক্তির কারণে, কোন কর্মীর কারণে, কোন নেতার কারণে যদি
মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা তাকে ওউন করতে পারবো না। কেননা আমরা অনেক ঝড় ঝঞ্ঝার
মধ্য দিয়ে আজ এখানে এসেছি”।
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক
করে মি. রহমান বলেন, “নিজের স্বার্থে যদি কেউ এমন কিছু করে যা দলের স্বার্থকে আঘাত
করে, তাহলে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না”।
দুর্বল ব্যাংক থেকে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে বলে গর্ভনরের আশ্বাস
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, দুর্বল ব্যাংক থেকে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে বলে গর্ভনরের আশ্বাস
দুর্বল ব্যাংক থেকে আমানতকারীরা
তাদের টাকা ফেরত পাবে বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংককের গভর্নর ড. আহসান এইচ মনসুর এর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা-বাসসের খবরে এ তথ্য জানানো
হয়েছে।
গভর্নর
মি. মনসুর আজ আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, “আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা
পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন।’
মঙ্গলবার
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয়
ব্যাংকের গভর্নর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গত ১০ বছর আগে থেকে বলে আসছি
এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা ২
শতাংশ সুদ বেশি দিয়েছে, আপনারা সেখানেই টাকা রেখেছেন।’
আগামী
পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে উল্লেখ করেন মি.
মনসুর।
তিনি
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা তুলে ধরে বলেন,
মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারীরা এখন ঋণ প্রদান এবং
আমানত সংগ্রহ করছে। এছাড়াও ডিজিটাল ব্যাংকের উত্থান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর
জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে
প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের
নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দিয়েছে
শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে বিকেলে ৪টার দিকে
শাহবাগে এই ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব
এসএম মাসুদুল হক।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইবতেদায়ি শিক্ষকদের
প্রতিনিধি দলের বৈঠক শেষে পরবর্তী পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুগ্ম সচিব মি. হক বলেন, “আপনাদের এক নম্বর দাবি ছিল ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের আলোকে
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা। আমরা
নীতিগতভাবে একমত যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বাংলাদেশের
সকল ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে”।
তিনি জানান, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার
করার যে দাবি ছিল মাদ্রাসা শিক্ষকদের তাও বাস্তবায়ন হবে।
মি. হক বলেন, “আমরা ২০২৫ সালে এবতেদায়ী মাদ্রাসা নতুন এমপিওভুক্তি করার যে নীতিমালা
করেছি সেটা পর্যালোচনা পর্যায়ে আছে। আগামী ৩১শে জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল
করার জন্য বলেছি। এবং মার্চ মাসের মধ্যে এটা চালু করবো। সেখানে রেজিস্ট্রেশন আদেশ
প্রত্যাহার হবে”।
গতকাল সোমবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা
জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা।
মঙ্গলবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু
করেন তারা।
এর আগে রোববার দুপুরে ঢাকার শাহবাগে ছয় দফা দাবিতে
এই মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পুলিশের হামলায় কয়েকজন
আহতও হয়।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, আন্দোলনের পর পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়েছে সরকার
দুই উপদেষ্টার সাথে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা
ছবির ক্যাপশান, সোমবার সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপ-উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণার এক দিন পর
সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ঢাকার সাত কলেজের
শিক্ষার্থীরা।
মঙ্গলবার স্বরাষ্ট্র
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সচিবালয়ে
অনুষ্ঠিত বৈঠকের পর নিজেদের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা।
বৈঠকের পর শিক্ষার্থীদের
প্রতিনিধি হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন,
আমাদের ৬ দফা দাবির
প্রথমদিকের একটি দাবি গতকাল মেনে নেয়া হয়েছে, সেজন্য সন্তোষ প্রকাশ করেছিলাম।
বাকি ৫ দাবির জন্য গতকাল সন্ধ্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।
তিনি বলেন,
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ উপ-উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি বিবেচনা করবে। আমরা আমাদের
আল্টিমেটাম প্রত্যাহার করছি। কারণ, আমাদের ছয় দফা দাবির বেশিরভাগই
স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা শুনেছেন।
যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের
দাবিগুলো বিবেচনার বিষয়ে আশ্বস্ত করেছে, তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম।
এর আগে গতকাল সোমবার
সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে নতুন করে
২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সাত কলেজের শিক্ষার্থীরা।
নির্বাচনের জন্য সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন: সিইসি
ছবির উৎস, HUMAYUN KABIR
ছবির ক্যাপশান, মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সিইসি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত
সুষ্ঠুভাবে আগামী নির্বাচন আয়োজনে সংস্কারের প্রতি গুরুত্ব
দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার
(সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত ইইউ-এর
রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ প্রতিনিধি দলের সদস্যরা।
বৈঠক শেষে সিইসি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব
ধরনের সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
এসময় এই সংস্থাটি নির্বাচনের সময়সীমা সম্পর্কেও নির্বাচন
কমিশনের কাছে জানতে চেয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি মি. নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের পথে যত ধরনের
সহায়তা দরকার তারা নিশ্চিত করেছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন মনে করছে সংস্কারের জন্য
সময়টা একটু কম হয়ে যাচ্ছে। তারা সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছেন। এটা তাদের
সাজেশন”।
তাহলে ভোট কবে হবে এমন প্রশ্নের জবাব সিইসি বলেন, “ভোট কবে হবে সেভাবে আলোচনা
হয়নি। তারা তো জানেন, হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে। আমি তো এর বাইরে কিছু
বলতে পারব না”।
তিনি আরও বলেন, “আমরা ইসির কোনো স্বাধীনতা কম্প্রোমাইজ হোক—এটা চাই না। তারাও
জানিয়েছেন, এটার প্রশংসা তারা
করেছেন। তারা বিশ্বাস করেন, ইসির স্বাধীনতা থাকতে হবে। তা না হলে জাতি ইসির কাছে যা
প্রত্যাশা করেছে তা ডেলিভার করতে পারবে না।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল
মিলার।
তিনি বলেন, “আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকারের
সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচন, ইসিকে কী সহায়তা করতে পারে
ইইউ, সিইসির কাছে সেটাও জানতে
চেয়েছি”।
মোদীর সাথে ফোনালাপে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে 'ন্যায্য' বাণিজ্য গড়ে তোলার আহ্বান ট্রাম্পের, নরেন্দ্র মোদী- ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথা বলেছেন। সোমবার দুই নেতার মধ্যে এ
ফোনালাপ হয়।
সোমবার ফোনালাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে।
দুই দেশের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে
আলোচনা করেছেন দুই নেতা। তাঁরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ
আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন।
গত ২০শে জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প বেশ কিছু
অভিবাসন-সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেছেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের হিসাবে
যুক্তরাষ্ট্রে প্রায় ৭,২৫,০০০ অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন।
সোমবারের ফোনালাপ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে
বলা হয়েছে, এই আলোচনায় প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা
সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল।
হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, ট্রাম্প ভারতের কাছে
যুক্তরাষ্ট্রে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম বেশি কেনার ওপর জোর দিয়েছেন এবং দুই দেশের
মধ্যে “ন্যায্য” বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এক্স (পূর্বে টুইটার)-এ মোদি ট্রাম্পকে “প্রিয় বন্ধু” বলে
উল্লেখ করেন
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি 'দুঃখজনক': রেল উপদেষ্টা
ছবির উৎস, TV Grab
ছবির ক্যাপশান, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
যাত্রীদের ভোগান্তিতে ফেলে রেলওয়ের রানিং স্টাফরা যে কর্মবিরতি কর্মসূচি দিয়েছেন, তাকে 'খুবই দুঃখজনক' বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি ।
মি. খান বলেন, "রেলের কর্মীরা যে দাবিগুলোর কথা তুলছেন, সেগুলো নিয়ে আগেই রেলপথ বিভাগ থেকে অর্থ বিভাগের সঙ্গে আলাপ করা হয়েছে এবং, অর্থ বিভাগ বহুলাংশেই এটা পূরণ করে দিয়েছে।"
"এরপরও তারা যে কর্মবিরতি রাখছেন, এটা খুবই দুঃখজনক।"
তিনি বলেন, "আমরা আশা করি, যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে তারা অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করবেন এবং আলোচনায় যোগ দিবেন।"
রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি আগেই পূরণ করা হয়েছে: অর্থ উপদেষ্টা
ছবির উৎস, TV Screen Grab
ছবির ক্যাপশান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক–সুবিধার দাবিতে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মচারীদের যেসব যৌক্তিক দাবি, তা বেশ কিছুদিন আগেই যতটা সম্ভব পূরণ করা হয়েছে।
"এরপরও তারা কেন আন্দোলন করছে, সেটা তারা জানে" মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, “আমাদের পক্ষে যতটুকু সম্ভব, দিয়েছি। এখন তারা যদি বলে সবগুলা একসাথে করতে হবে, তাহলে তো আপনাকে বুঝতে হবে যে অর্থের সংকুলান করতে হবে।”
“ওভার-টাইমের জন্য আট-দশদিন আগে সার্কুলারও জারি হয়েছে” বলে জানান অর্থ উপদেষ্টা।
কর্মবিরতিতে থাকা রানিং স্টাফরা হচ্ছেন ট্রেনের গার্ড, ট্রেনচালক বা লোকোমাস্টার, সহকারী চালক এবং টিকেট পরিদর্শক বা টিটিই।
মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের মারামারি, একজন বাংলাদেশি নিহত
ছবির উৎস, Nitai De
ছবির ক্যাপশান, মৌলভীবাজার ও ত্রিপুরার এই সীমান্তেই সংঘর্ষের ঘটনা ঘটে
চাপাইনবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে ভারত ও
বাংলাদেশের কৃষকদের মধ্যে মারামারির পরে আবারও আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে
দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রবিবার মৌলভীবাজার ও ভারতের
ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় দুই দেশের কৃষকদের মধ্যে মারামারির ঘটনায় একজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন বলে
বিজিবি জানিয়েছে।
এ প্রেক্ষিতে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, ২৬শে
জানুয়ারী সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে
প্রথমে কথা কাটাকাটি হয়।
সেদিনই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ
করে।
দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা
আহাদ আলি নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তিনি
মারা যান বলে বিজিবি জানিয়েছে।
এদিকে, বিএসএফ বলছে উনকোটি
জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে
সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন
তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে।
এ নিয়ে সেখানে বাংলাদেশী কৃষকদের
সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়।
বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফিরছিলেন, তখন তাদের ওপরে ১০-১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।
বিজিবি জানিয়েছে, দুই দেশের নিহত এবং আহতরা
পরস্পরের আত্মীয় এবং জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।
এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে
অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে
বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বলে জানানো হয়েছে।
ছবির উৎস, Nitai De/
ছবির ক্যাপশান, হাসপাতালে চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিক
ছবির উৎস, রেলওয়ে ফ্যান গ্রুপের ফেসবুক পাতা থেকে নেয়া
ছবির ক্যাপশান, তুলনামূলক সস্তা ও নিরাপদ বাহন হওয়ায় অনেক মানুষ ট্রেনে ভ্রমণ করেন
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ভোর থেকে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সকালে বিবিসি বাংলাকে নিশ্চিত করেন, সকাল থেকে ঢাকা থেকে দেশের কোথাও ট্রেন ছেড়ে যায়নি বা ঢাকায় কোনও ট্রেন আসেও নি।
“রানিং স্টাফদের দাবির কারণে এমনটা হচ্ছে” জানিয়ে তিনি আরও বলেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।
“কিছুক্ষণের মাঝেই নেতাদের সাথে মিটিংয়ে বসা হবে।”
এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন।
সেইসাথে, ওই স্থানগুলো থেকে এই সেবা ব্যবহার করে যাত্রীরা ঢাকায়ও আসতে পারবেন।
জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।