'নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো,' ট্রাম্পের ঘোষণা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সামরিক অভিযান চালিয়ে আটকের পর 'আমেরিকান বিচারের মুখোমুখি' করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। 'নিরাপদে ক্ষমতার পরিবর্তন' না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। আমেরিকান তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার জন্য 'অর্থ উপার্জন' করবে বলেও তিনি জানিয়েছেন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা হলো

    • “ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো,” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেছেন তিনি।
    • "ভেনেজুয়েলার জনগণ আবারও স্বাধীন," বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি পরিচালনা করার জন্য ব্যক্তিদের বাছাই করার কাজ এই মুহূর্তে চলছে বলেও জানিয়েছেন তিনি।
    • মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং "দেশের জন্য 'অর্থ উপার্জন' শুরু করতে" যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে 'আমেরিকান বিচারের মুখোমুখি' করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে যুক্তরাজ্য "কোনওভাবেই জড়িত ছিল না" বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। জানান, নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেননি।
    • হামলার ঘটনায় জাতিসংঘকে "অবিলম্বে বৈঠক" করার আহ্বান জানিয়েছেনকলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাভো পেত্রো। ভেনেজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েনের খবরও জানিয়েছেন তিনি।
    • ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে, এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে "সবচেয়ে বাজে আগ্রাসন" হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র “ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে” এবং “দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে”।
    • হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, তিনি কে?

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "একদল লোক" ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করবে যতক্ষণ না পর্যন্ত "নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গতভাবে ক্ষমতার হস্তান্তর" নিশ্চিত করা যায়।

    ভেনেজুয়েলার ভেতরে কারা এই দলের অংশ হবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজের সাথে কথা বলছিলেন তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    নিকোলাস মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ডেলসি রদ্রিগেজ।

    ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর তিনিই প্রথম কর্মকর্তা যে প্রকাশ্যে কথা বলেন। মাদুরো এবং তার স্ত্রীর জীবনের প্রমাণ সরবরাহ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

    সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যে, রদ্রিগেজ "আমেরিকা যা চাইবে" তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

    রদ্রিগেজ এবং তার ভাই জর্জ, যিনি দেশটির জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের জোরালো সমর্থকদের মধ্যে অন্যতম। যদিও এটা অনুমেয় যে নিজের জীবন বাঁচাতে ট্রাম্প প্রশাসনের সাথে সহযোগিতা করতে সম্মত হয়েছেন রদ্রিগেজ।

  3. 'আমি যদি হাভানায় থাকতাম এবং সরকারে থাকতাম, তাহলে অন্তত আমি চিন্তিত হতাম'

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    মাদুরোকে রক্ষা করতে সাহায্যকারী অনেক নিরাপত্তা রক্ষী কিউবার নাগরিক ছিলেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা কিউবার জনগণকে সাহায্য করতে চাই, আমরা কিউবা থেকে জোরপূর্বক বিতাড়িত মানুষদেরও সাহায্য করতে চাই।"

    পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, "যখন প্রেসিডেন্ট কথা বলেন, তখন আপনার তাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।"

    "আমি যদি হাভানায় থাকতাম এবং সরকারে থাকতাম, তাহলে অন্তত আমি চিন্তিত হতাম," যোগ করেন রুবিও।

  4. মাচাডোর জন্য ভেনেজুয়েলার নেতৃত্ব নেওয়া ‘খুব কঠিন’ হবে : ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় যে, তিনি কি বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাডোর সঙ্গে যোগাযোগ করেছেন?

    জবাবে তিনি বলেন, মাচাডোর জন্য ভেনেজুয়েলার নেতৃত্ব নেওয়া “খুব কঠিন” হবে।

    তিনি বলেন, যদিও তিনি “খুব ভালো মানুষ”, কিন্তু “তার দেশের ভেতরে সমর্থন বা সম্মান নেই”।

  5. মাদুরোর অবস্থান জানতে মাসের পর মাস গোয়েন্দা তৎপরতা – জেনারেল কেইন

    শনিবার মার-এ-লাগোসের সংবাদ সম্মেলনে মঞ্চে উঠে জেনারেল ড্যান কেইন অভিযানের পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”।

    তিনি এটিকে “গোপন” ও “সুনির্দিষ্ট” বলে উল্লেখ করেন এবং বলেন, এতে যৌথ বাহিনীর প্রতিটি অংশের অংশগ্রহণ ছিল-সেনা, নৌসেনা, বিমান বাহিনী, মেরিনসহ অন্যান্যরা গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করেছে।

    তিনি আরও বলেন, অভিযানে ব্যবহার করা হয়েছে “অতুলনীয় গোয়েন্দা সক্ষমতা” এবং “সন্ত্রাসীদের ধরার অনেক বছরের অভিজ্ঞতা”।

    জেনারেল কেইনের ভাষায়, “এক্সট্রাকশন” এতটাই নিখুঁত ছিল যে এতে ১৫০টিরও বেশি বিমানকে সঠিক সময়ে সঠিক স্থানে একত্রিত হতে হয়েছে।

    প্রস্তুতি নিয়ে তিনি বলেন, মাদুরোর অবস্থান ও তার দৈনন্দিন অভ্যাস—কি খেতেন, কোথায় থাকতেন—এসব জানতে মাসের পর মাস গোয়েন্দা তৎপরতা চালানো হয়েছে।

  6. মাদুরো ও তার স্ত্রী ‘আত্মসমর্পণ’ করেছেন – জেনারেল কেইন

    মার্কিন সেনারা “সম্পূর্ণভাবে আকস্মিকতার উপাদান বজায় রেখেছিল” এবং ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ও অকার্যকর করে দিয়েছিল বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী মার্কিন জেনারেল কেইন।

    তিনি জানান, মার্কিন সৈন্যরা রাত ০১:০১ ইস্টার্ন টাইমে মাদুরোর কম্পাউন্ডে পৌঁছে এলাকা বিচ্ছিন্ন করে। সেখানে পৌঁছানোর পর হেলিকপ্টারগুলো “গোলাগুলির মুখে পড়ে” এবং তারা “প্রচণ্ড শক্তি দিয়ে” পাল্টা জবাব দেয়।

    একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও সব মার্কিন বিমান নিরাপদে ফিরে এসেছে বলে তিনি জানান।

    এরপর মাদুরো ও তার স্ত্রী “আত্মসমর্পণ” করেন এবং তাদেরকে বিচার বিভাগের হেফাজতে নেওয়া হয়। রাত ০৩:২৯ ইস্টার্ন টাইমে তারা ইউএসএস আয়ু জিমা জাহাজে ওঠেন বলে তিনি জানান।

  7. ভেনেজুয়েলার ‘মাটিতে সেনা পাঠাতে ভয় নেই’: ট্রাম্প

    সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলা পরিচালনা করে, তবে কি মার্কিন সেনারা মাটিতে থাকবে?

    তিনি বলেন, “আমরা মাটিতে সেনা পাঠাতে ভয় পাই না” এবং জানান, “গত রাতে খুব উচ্চ পর্যায়ে আমাদের সেনারা (সেখানকার) মাটিতে ছিল।”

    তিনি আরও যোগ করেন, “আমরা নিশ্চিত করব যে দেশটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে।”

    ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি কোন প্রক্রিয়ায় দেশটি পরিচালনা করবেন। তিনি বলেন, “আমরা এখন লোকজনকে মনোনীত করছি” এবং “আমরা আপনাদের জানাবো তারা কারা।”

    এরপর তাকে জিজ্ঞেস করা হয়, ভেনেজুয়েলাকে কে পরিচালনা করবে।

    তিনি হাতের ইশারায় নিজের দিকে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করে বলেন, “মূলত কিছু সময়ের জন্য যারা আমার পেছনে দাঁড়িয়ে আছে, তারাই।”

  8. ভেনেজুয়েলা পরিচালনার জন্য ব্যক্তি বাছাই চলছে

    ভেনেজুয়েলা পরিচালনা করার জন্য ব্যক্তিদের বাছাই করার কাজ এই মুহূর্তে চলছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় অনেক খারাপ লোকজন আছে। তাদের দেশ পরিচালনা করা উচিত নয়। অন্যদিকে ভেনেজুয়েলায় অনেক ভালো মানুষজন আছে। দেশের মানুষের জন্য তারা অনেক অর্থ আয় করতে পারবে।

  9. ‘ভেনেজুয়েলার জনগণ আবারও মুক্ত’- মন্তব্য ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    "ভেনেজুয়েলার জনগণ আবারও স্বাধীন," বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাথে মার্কিন "অংশীদারিত্ব" ভেনেজুয়েলার জনগণকে "ধনী, স্বাধীন এবং নিরাপদ" করবে বলেও দাবি করেছেন তিনি।

    মাদুরোকে একজন "অবৈধ স্বৈরশাসক" বলে অভিহিত করে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে "প্রচুর পরিমাণে মারাত্মক নেশাদ্রব্য" আনার জন্য দায়ী ছিল সে।

    তিনি জানান, মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে নিউ ইয়র্কের উদ্দেশ্যে একটি জাহাজে রয়েছেন।

    "ভেনেজুয়েলার সকল রাজনৈতিক ও সামরিক ব্যক্তির বোঝা উচিত যে মাদুরোর সাথে যা ঘটেছে তা তাদের সাথেও ঘটতে পারে," বলেও উল্লেখ করেন ট্রাম্প।

  10. আমেরিকান তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার জন্য 'অর্থ উপার্জন' করতে যাবে: ট্রাম্প

    গত রাতে কারাকাস শহরে মার্কিন হামলার পর আগুন জ্বলতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত রাতে কারাকাস শহরে মার্কিন হামলার পর আগুন জ্বলতে দেখা যাচ্ছে

    মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং "দেশের জন্য 'অর্থ উপার্জন' শুরু করতে" যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার তেল ব্যবসা "ধ্বংস" হয়ে গেছে।

    তিনি বলেন, প্রয়োজনে আমেরিকা দেশটির উপর দ্বিতীয় "এবং আরও বড়" আক্রমণ চালাতে "প্রস্তুত"।

    যুক্তরাষ্ট্র প্রথমে "দ্বিতীয় দফায় আক্রমণ" করার জন্য প্রস্তুত ছিল এবং ধরে নিয়েছিল যে এর প্রয়োজন হবে, কিন্তু গত রাতের আক্রমণের সাফল্যের পরিপ্রেক্ষিতে, সম্ভবত এখন তার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন ট্রাম্প।

  11. 'মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার ভবিষ্যতের মালিক – ভালো হোক বা মন্দ', অ্যান্থনি জার্কার, বিবিসি উত্তর আমেরিকা সংবাদদাতা

    নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কতটা গভীর, তা নিয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে, ডোনাল্ড ট্রাম্প তা দূর করে দিয়েছেন।

    তিনি বলেছেন, “আমরা দেশটি পরিচালনা করব যতক্ষণ না নিরাপদ, সঠিক ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়।”

    দক্ষিণ আমেরিকার এই দেশটি যে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি, সেই প্রেক্ষাপটে এটি একটি সাহসী ঘোষণা বলা যায়।

    ইরাক আক্রমণের সমালোচক হিসেবে পরিচিত ট্রাম্প এখন যেন জাতি পুনর্গঠনের কাজে নেমেছেন এবং আমেরিকান সামরিক পদক্ষেপের ফলাফল মোকাবেলার জন্য তৈরি হয়েছেন।

    ইরাক যুদ্ধের অন্যতম স্থপতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের কথায়, “আপনি যদি কোনো কিছু ভেঙে ফেলেন, তবে সেটির দায়িত্ব আপনার।”

    এখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভবিষ্যতের মালিক—ভালো হোক বা মন্দ।

  12. ব্রেকিং, 'ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো'- ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    “ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো,” বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেছেন তিনি।

    ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চাই যুক্তরাষ্ট্র। "উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন," বলেন তিনি।

    “প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা,” বলেন তিনি।

    যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

    সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, “পৃথিবীর কোন দেশ এমটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে।”

  13. মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে: ট্রাম্প

    প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস (ফাইল ছবি)

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে 'আমেরিকান বিচারের মুখোমুখি' করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    মার-এ-লাগোসে দেওয়া ভাষণে তিনি বলেন, তাদের এখন নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। সেখানে তারা আমেরিকান বিচারের মুখোমুখি হবেন।

    নিউইয়র্ক ছাড়াও ফ্লোরিডা ও অন্যান্য শহরে তাদের বিচার হবে বলে তিনি জানান।

    এর আগে ট্রুথ স্যোশালে দেওয়া একটি পোস্টে মাদুরোর ছবি শেয়ার করে ট্রাম্প জানান, ইউএসএস ইয়ু জিমায় করে তাদের আমেরিকায় নিয়ে আসা হচ্ছে।

    এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই দম্পতির বিরুদ্ধে নিউ ইয়র্কে অভিযোগ গঠন করা হয়েছে এবং তারা হেলিকপ্টার এবং জাহাজে করে বিভিন্ন রাজ্যে ভ্রমণ করবেন।

    "তারা অনেক মানুষ এবং অনেক আমেরিকানকে হত্যা করেছে, এমনকি তাদের নিজের দেশের মানুষকেও," ট্রাম্প বলেন।

  14. মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

    কিছুক্ষণ আগে ট্রুথ স্যোশাল প্লাটফর্মে একটি ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ''ইউএসএস ইয়ু জিমা নিকোলাস মাদুরো''।

    ইউএসএস ইয়ু জিমা এমকি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারের সময় ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন, এই জাহাজে করেই মাদুরোকে নিয়ে আসা হচ্ছে।

    ওই ছবিতে নিকোলাস মাদুরোকে দেখা যাচ্ছে, যার চোখে কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন রয়েছে এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট বা দৌড়ানোর পোশাক পরে রয়েছেন।

    বন্দি নিকোলাস মাদুরো

    ছবির উৎস, Truth Social

  15. এক সপ্তাহ আগে মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলেন- দাবি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক সপ্তাহ আগেই আত্মসমর্পণ করতে বলেছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ এর বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।

    ট্রাম্প জানান, "এক সপ্তাহ আগে" প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে কথা হয়েছিল তার। ওই সময় তাকে বলেছিলেন "তোমাকে হাল ছেড়ে দিতে হবে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে"।

    "আমরা চার দিন আগে এটি করতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়া ঠিক ছিল না," ফক্স নিউজকে বলেন ট্রাম্প।

    তিনি বলেন, ভেনেজুয়েলার তেল শিল্পের অগ্রগতিতে আমেরিকা "জোরালোভাবে যুক্ত" থাকবে।

    তিনি আরও বলেন, যখন মাদুরোকে বন্দি করা হয়েছিল, তখন তিনি "এমন একটি বাড়িতে ছিলেন যা ঘরের চেয়ে দুর্গের মতো ছিল" যেখানে "চারপাশে শক্ত ইস্পাত ছিল"।

    ভেনেজুয়েলায় হামলার সময় "কিছু লোক আহত হয়েছে কিন্তু কোনও মৃত্যু হয়নি," বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

  16. ভেনেজুয়েলার নেতৃত্বে কাকে চান, জানালেন ট্রাম্প

    ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো

    ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার জন্য দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে সমর্থন দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    মারিয়া করিনা মাচাদো, যিনি বর্তমানে নরওয়েতে রয়েছেন- তাকে সমর্থন করার বিষয়ে ফক্স নিউজের করা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, "আমাদের এখনই এটি দেখতে হবে।"

    তিনি বলেন, "আপনারা জানেন, ভেনেজুয়েলার একজন ভাইস প্রেসিডেন্ট আছেন, আমি জানি না এটা কেমন নির্বাচন ছিল, কিন্তু, আপনি জানেন, মাদুরোর নির্বাচন ছিল লজ্জাজনক।"

    তিনি অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর মাদকের কারণে লাখো মানুষ মারা যাচ্ছে।

    "আমরা এটি আর হতে দেব না," বলেন তিনি।

  17. ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির চিত্র

    কারাকাসের লা কার্লোটা বিমান ঘাঁটিতে একটি পুড়ে যাওয়া সামরিক গাড়ির পাশ দিয়ে যাচ্ছেন একজন অগ্নিনির্বাপক কর্মী।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কারাকাসের লা কার্লোটা বিমান ঘাঁটিতে একটি পুড়ে যাওয়া সামরিক গাড়ির পাশ দিয়ে যাচ্ছেন একজন অগ্নিনির্বাপক কর্মী।
    হামলার পর লা কার্লোটা বিমানবন্দরে ঝলসানো ঘাসের একটি অংশ দেখা যাচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হামলার পর লা কার্লোটা বিমানবন্দরে ঝলসানো ঘাসের একটি অংশ দেখা যাচ্ছে।
    কারাকাসের লা কার্লোটা বিমান ঘাঁটিতে ধ্বংস হওয়া একটি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর যান দেখা যাচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কারাকাসের লা কার্লোটা বিমান ঘাঁটিতে ধ্বংস হওয়া একটি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর যান দেখা যাচ্ছে।
    বিমান ঘাঁটির ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন সামরিক বাহিনীর একজন সদস্য।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বিমান ঘাঁটির ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন সামরিক বাহিনীর একজন সদস্য।
  18. মাদুরোর গ্রেফতার প্রমাণ করে 'ট্রাম্প যা বলেন তা তিনি করেন'- মার্কিন ভাইস প্রেসিডেন্ট

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    'ট্রাম্প যা বলেন তা তিনি করেন' বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'আটক' প্রসঙ্গে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে একথা বলেন তিনি।

    মি. ভ্যান্স বলেন, "প্রেসিডেন্ট একাধিক প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় তিনি খুব স্পষ্ট ছিলেন যে, মাদক পাচার বন্ধ করতে হবে এবং চুরি করা তেল মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে হবে।"

    "মাদুরো সবশেষ ব্যক্তি যিনি বুঝতে পেরেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন সেটি অর্থবহ। আমাদের সাহসী বিশেষ অপারেটরদের ধন্যবাদ, যারা সত্যিই চমৎকার একটি অভিযান পরিচালনা করেছেন," বলেন তিনি।

  19. হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

    মাহদী হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন। (প্রতীকী ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মাহদী হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন। (প্রতীকী ছবি)

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।

    শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

    সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।

    এসময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে।

    জানা গেছে, শুক্রবার দুপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে শায়েস্তাগঞ্জ থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির সঙ্গে তর্কে জড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।

    এক মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দিতে দেখা যায় তাকে।

    “কেন আমার ভাইকে গ্রেফতার করা হল? এবং কেন বার্গেনিং করা হলো? এতগুলো ছেলে এখানে কি ভাইসা আসছে নাকি?” ওসি আবুল কালামকে উদ্দেশ্য করে এসব কথাও বলেন তিনি।

    তাকে বলতে শোনা যায়, “আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে। আমরা আমরাই গভমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে?”

    তিনি আরও বলেন, “বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।”

    ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার তৈরি হয়।

    এই ঘটনায় মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।

  20. ভেনেজুয়েলায় হামলায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার
    ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার

    ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।

    মার্কিন অভিযানে যুক্তরাজ্য "কোনওভাবেই জড়িত ছিল না" বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। জানান, নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেননি।

    "না, আমি তা করিনি এবং এটি স্পষ্টতই একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে", যুক্তরাজ্যের গণমাধ্যমের জন্য রেকর্ড করা মন্তব্যে স্টারমার বলেন।

    "মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ এবং নিন্দা" জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

    হামলার ঘটনায় জাতিসংঘকে "অবিলম্বে বৈঠক" করার আহ্বান জানিয়েছেনকলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাভো পেত্রো। ভেনেজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েনের খবরও জানিয়েছেন তিনি।

    কিউবার প্রেসেডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছেন যে, তার দেশ "ভেনিজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আক্রমণের নিন্দা জানায় এবং জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আশা করে।"

    "ত্রিনিদাদ এন্ড টোবাগো ভেনিজুয়েলার জনগণের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে" বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসার।

    এদিকে, নাগরিকদের শান্ত থাকার এবং দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, "এই আক্রমণ সম্পর্কে বিশ্বের কথা বলা উচিত।"

    ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো