বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- গোপালগঞ্জে বুধবার সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
- গোপালগঞ্জে চার জনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: আইন ও সালিশ কেন্দ্র
- জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে যে সংঘাতের ঘটনা ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ‘ভালো’ ছিল বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
- গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
- গোপালগঞ্জে গতকাল বুধবার রাত রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে।
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে বলেছেন, "আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। কিন্তু কেন?"
- গোপালগঞ্জের বুধবারের পরিস্থিতির জন্য সরকার ও প্রশাসনকে দায়ী করছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। শিগগিরই আবার গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা এনসিপির।
- যারা অন্যায় করছে তারা গ্রেফতার হবে, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ অভিযানে ২০ জনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
বিবিসি বাংলার লাইভ পাতায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।



















