হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেনের সাক্ষাৎ, রাতেও সড়ক অবরোধ করে অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ

স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভ। পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার। বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়।

সরাসরি কভারেজ

    • বুধবার রাতেও সড়ক অবরোধ করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালের সামনে জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের স্বজনদের বিক্ষোভ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবিতে স্লোগান।
    • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে থাকার সময়সীমা সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনাসদর। একইসঙ্গে পুলিশের থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের পর 'আগের তুলনায় অপরাধের নথিভুক্ত রেকর্ড সংখ্যা কমেছে’ বলেও জানিয়েছেন কর্নেল ইন্তেখাব হায়দার খান।
    • শেখ মুজিব তার একাত্তর পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন, যদি তার একাত্তর পরবর্তী গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং ‘৭২-এর সংবিধানের জন্য তার দল ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান, ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম।
    • ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সবগুলো সংস্কারের কাজে হাত দেয়ার ‘খুব বেশি প্রয়োজন নাই’ উল্লেখ করে নির্বাচিত সংসদ সেই কাজগুলো করবে বলেও মন্তব্য করেন তিনি।
    • “শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী,” এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ কথা বলেন তিনি।
    • ২০১৬ সালে চট্টগ্রামে করা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। একইসঙ্গে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা ছয় মামলাও বাতিল করা হয়েছে।
    • বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি পাওয়ারের সাথে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী ঊল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম এই রিট পিটিশন দায়ের করেন।
    • আগে যেখানে হতো অর্থাৎ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই আসন্ন বইমেলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  1. হোয়াইট হাউজে বাইডেনের সাথে ট্রাম্পের সাক্ষাৎ

    হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।

    বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান।এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। ওভাল অফিসে যাওয়ার আগে কিছু রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন মি. ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

    গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম মি. বাইডেন ও মি. ট্রাম্পের সাক্ষাৎ হলো। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন মি. বাইডেন।

    হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেনের সাক্ষাৎ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেনের সাক্ষাৎ
  2. রাতেও সড়ক অবরোধ করে অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান

    বুধবার রাত ১০টা পেরিয়ে গেলেও জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের স্বজনরা সড়ক অবরোধ করে রেখেছেন।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে দেখা গেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের।

    তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। অন্য উপদেষ্টারা সেখানে গেলে তাদের সামনে দাবি-দাওয়া তুলে ধরবেন।

    এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় কল্যাণপুর শ্যামলী, আগারগাঁও এবং গণভবন এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    এর আগে, দুপুরের দিকে ব্রিটিশ হাইকমিশনারসহ স্বাস্থ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালটিতে যান।

    কিন্তু হাসপাতালের সব ফ্লোরের আহতদের না দেখে ফিরে যাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে অভ্যুত্থানে আহত ও তাদের স্বজনরা।

  3. হবিগঞ্জে দুইদিনে কুকুরের কামড়ে আহত ৭১ জন

    হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে মঙ্গল ও বুধবার এই দুইদিনে মোট ৭১ জন আহত হয়েছে।

    হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ড. মো. আমিনুল হক সরকার বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গতকাল সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে মোট ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে গতকাল ভর্তি হয়েছেন ৩৫ জন, আর আজ ভর্তি হয়েছেন ৩৬ জন।

    আহতদের বেশিরভাগই পৌর এলাকার বলেও জানান এই চিকিৎসক।

    হবিগঞ্জের স্থানীয় সাংবাদিক প্রদীপ দাশ সাগর জানান, আজকে দুপুরের দিকে আহতদের বেশিরভাগ হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার এলাকার আর গতকাল আহতের বেশিরভাগ ছিলেন কোর্ট মসজিদ, নিমতলা আর গার্নিং পার্ক এলাকার।

    প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি
  4. 'সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, সেটা সরকারের সিদ্ধান্ত'

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে থাকার সময়সীমা সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনাসদর।

    বুধবার 'ইন এইড টু সিভিল পাওয়ার'র আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এই মন্তব্য করেন।

    কর্নেল খান বলেন, “সেনাবাহিনী ৬০ দিন ধরে ইন এইড টু সিভিল পাওয়ারে কাজ করবে, এটা সম্ভবত সঠিক না। ৬০ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতার কথা বলেছিলাম, সেটার কথা বলা হয়েছে।”

    “কতদিন থাকবো সেটা সরকারের সিদ্ধান্ত। বিকজ সেনাবাহিনী ডেপ্লয় (মোতায়েন) হয়েছে সরকারের সিদ্ধান্তে, সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকা প্রয়োজন,” বলেন তিনি।

    একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধে সেনাবাহিনী সচেতন উল্লেখ করে কর্নেল বলেন, “যেকোনো পরিস্থিতিতে যেন এটা হতে না দেই, সেটা আমাদের সর্বোচ্চ লক্ষ্য থাকবে।”

    এছাড়াও সেনাবাহিনীর কার্যক্রমের কারণে এই ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    শিল্পখাতের অস্থিরতা নিয়ে কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, “শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত ৬০০’র বেশি আনরেস্ট হয়েছে। এরমধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল। বিশেষ করে শুরুর দিকের ঘটনাগুলো।”

    “(আমাদের) সর্বোচ্চ চেষ্টা রয়েছে যেন এটা ঘটতে না দেই। ঘটনা ঘটছে জানতে পারছেন, আমাদের কার্যক্রমের কারণে কতগুলো প্রতিরোধ করা সম্ভব হয়েছে এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না।”

    পুলিশের থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের পর 'আগের তুলনায় অপরাধের নথিভুক্ত রেকর্ড সংখ্যা কমেছে’ বলেও জানান এই সেনা কর্মকর্তা।

    তবে অনেকগুলো ফ্যাক্টরের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘আশানুরূপ উন্নতি হয়নি’ বলেও মন্তব্য করেন তিনি।

    কর্নেল খান বলেন, "পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষকমতা ফেরত পাচ্ছে, এগুলো হলে - সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে।”

    কর্নেল ইন্তেখাব হায়দার খান
    ছবির ক্যাপশান, কর্নেল ইন্তেখাব হায়দার খান
  5. বাইডেনের সাথে দেখা করতে হোয়াইট হাউজে যাচ্ছেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে হোয়াইট হাউজে যাচ্ছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প।

    বুধবার স্থানীয় সময় সকালে ডোনাল্ড ট্রাম্পকে তার ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন।

    যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

    মি. ট্রাম্পের সাথে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছে। স্বামীদের পারস্পরিক এ সাক্ষাৎকালে ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে চা দিয়ে আপ্যায়ন করে থাকেন।

    তবে বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজ জানাচ্ছে, জিল বাইডেনের সাথে মেলেনিয়া ট্রাম্প সাক্ষাৎ করার সম্ভাবনা কম।

    গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম মি. বাইডেন ও মি. ট্রাম্পের সাক্ষাৎ হতে যাচ্ছে। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন মি. বাইডেন।

    জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প
  6. খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা আইসিটি আইনের মামলা বাতিল

    ২০১৬ সালে চট্টগ্রামে করা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট।

    একইসঙ্গে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা ছয় মামলাও বাতিল করা হয়েছে।

    বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ রিফাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    এর আগে, ২০১৬ সালের তিন অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত‌্যার হুমকি এবং শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে তথ‌্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়।

    সেসময় বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদের নামে খোলা একটি ফেইসবুক পাতা থেকে ২০১৬ সালে শেখ হাসিনাকে হত‌্যার হুমকি এবং তার আগে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব‌্যাঙ্গাত্মক ছবি দেয়া হয়।

    পরে ওই বছর তিন অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর (সংশোধিত ২০১৩) ৫৭ ধারায় অভিযোগটি দায়ের করা হয়।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সুজন জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন।

    পরে আদালত অভিযোগ আমলে নিয়ে তা মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

    পরবর্তী সময়ে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

  7. বইমেলা যেখানে হতো, সেখানেই হবে: মোস্তফা সরয়ার ফারুকী

    বইমেলা আগে যেখানে হতো অর্থাৎরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    বুধবার সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    এ সময় উপদেষ্টাবলেন, “আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি। এবং বইমেলা আশা করা যায়- যেখানে হতো, সেখানেই হবে। এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না।”

    এ নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী জানান, এ নিয়ে তিনটি মন্ত্রণালয় কাজ করছে।

    “এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে,” বলেন মি. ফারুকী।

    প্রসঙ্গত, গত ছয়ই নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে কেবল বাংলা একাডেমি প্রাঙ্গণে আসন্ন অমর একুশে বইমেলা-২০২৫ আয়োজনের কথা জানানো হয়।

    সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার আয়োজন করা হবে না- এ সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

  8. ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে- মির্জা ফখরুল

    ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ার নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    এ সময় বিএনপি মহাসচিব বলেন, “ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন। এবং ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে- এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।”

    এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর আরেকটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি তাদের মতামত দেয়াটা সমীচীন নয়। দ্য পিপল উইল ডিসাইড (অর্থাৎ, জনগণ সিদ্ধান্ত নেবে), কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না। এন্ড থ্রু ইলেকশন (আর তা হবে নির্বাচনের মাধ্যমে)।”

    আওয়ামী লীগ নিয়ে বিএনপির কোনো ‘চিন্তা নাই’ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, “আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি।”

    একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সবগুলো সংস্কারের কাজে হাত দেয়ার ‘খুব বেশি প্রয়োজন নাই’ উল্লেখ করে নির্বাচিত সংসদ সেই কাজগুলো করবে বলেও মন্তব্য করেন তিনি।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  9. উত্তরাঞ্চল থেকে উপদেষ্টার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

    অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছেন রংপুরের সাধারণ ছাত্র-জনতা।

    বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হন।

    সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যায়। বেলা দুইটার দিকে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়।

    বিক্ষোভ

    ছবির উৎস, SHARIER MIM

    বিক্ষোভ

    ছবির উৎস, SHARIER MIM

  10. স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভ

    অনুদানের টাকা ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে ঢাকার আগারগাঁও-শ্যামলী সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনে আহতরা। এসময় রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্বাস্থ্য উপদেষ্টার গাড়িবহর ঘিরে আন্দোলনে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে।

    বুধবার হাসপাতালটির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আসলাম সাগর বিবিসি বাংলাকে জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জুলাই আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালটিতে যান। কিন্তু প্রতিটি ফ্লোরের আহতদের না দেখেই তিনি ফিরে আসেন উল্লেখ করে ক্ষোভ জানান আহত ও তাদের পরিবারের সদস্যরা।

    দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে এই আন্দোলন শুরু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সবশেষ বেলা সাড়ে তিনটা পর্যন্ত রাস্তা থাকার কথা জানান তিনি। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত আছে।

    স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু ফুটেজে, হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে এবং গাড়ির ওপর উঠে কয়েকজনকে ক্ষোভ জানাতে দেখা গেছে।

  11. পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

    পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। খবর বাসসের।

    আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯-এর ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন,‘বেঁচে থাকার জন্য, আমাদের আরেকটি সংস্কৃতি গঠন করতে হবে। একটি ভিন্ন জীবনধারার ওপর ভিত্তি করে আরেকটি পাল্টা সংস্কৃতি গড়তে হবে। এটি হবে শূন্য বর্জ্যের ওপর ভিত্তি করে। এ সংস্কৃতি নিত্য পণ্যের ব্যবহারকে সীমিত করবে, কোনো বর্জ্য অবশিষ্ট রাখবে না।’

    অধ্যাপক ইউনুস আরও বলেন, এই জীবনযাত্রাও হবে শূন্য কার্বনের ওপর ভিত্তি করে যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র পুনঃনবায়নযোগ্য শক্তি থাকবে। এতে এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার ওপর ভিত্তি করে তৈরি হবে।

    এসময় সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন-ডিভিডেন্ড ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করে তিনি বলেন, সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে।

    প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে এবং সে কারণে মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।মানুষ আত্ম-বিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, ‘আত্ম-রক্ষাত্মক ও আত্ম-শক্তিবর্ধক একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুব শক্তিকে কাজে লাগাতে হবে।’

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, প্রধান উপদেষ্টার প্রেস উইং

    ছবির ক্যাপশান, কপ২৯ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
  12. চীনে গাড়িচাপায় অন্তত ৩৫ জনের মৃত্যু

    চীনের দক্ষিণাঞ্চলের একটি স্টেডিয়ামে গাড়িচাপায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে।

    দেশটিতে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম সহিংস ঘটনা হিসেবে বলে মনে করা হচ্ছে এটিকে।

    পুলিশ জানিয়েছে, সোমবার এক ব্যক্তি ঝুহাইয়ের একটি স্টেডিয়ামে ব্যায়াম করতে আসা মানুষের ওপর দিয়ে তার গাড়ি চালিয়ে দেযন।

    স্থানীয় গণমাধ্যম বলছে, এই “গুরুতর ও নৃশংস হামলায়” বয়স্ক ও শিশুসহ ৪৫ জন আহত হয়েছে।

    পুলিশ জানিয়েছে, মি. ফ্যান নামের ৬২ বছর বয়সী ওই গাড়িচালক বিবাহ বিচ্ছেদ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে নাখোশ ছিলেন।

    ঘটনার পর মি. ফ্যান সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নিজের আঘাতেই আহত হয়ে বর্তমানে কোমায় আছেন তিনি।

    এই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দোষী ব্যক্তিকে ‘কঠোর শাস্তি’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে আহতদের চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টার কথাও জানিয়েছেন তিনি।

    হামলার ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে নিহতদের স্মরণ করে শোকার্ত ও সাধারণ মানুষকে মঙ্গলবার স্টেডিয়ামের বাইরে ফুল দিয়ে শ্রদ্ধা জানতে দেখা গেছে।

    দুর্ঘটনার পর সেখানে সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দুর্ঘটনার পর সেখানে সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে
  13. শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী: অ্যাটর্নি জেনারেল

    “শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী,” এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

    বুধবার হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ কথা বলেন তিনি।

    ওই পঞ্চদশ সংশোধনীতেই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিলো।

    অ্যাটর্নি জেনারেল শুনানিতে আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে। কেন পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হবে না? এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না।

    সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদে 'বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি' বাতিল চেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না।

  14. শেখ পরিবার ক্ষমা চাইলে শেখ মুজিব ‘৭১ পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন: মাহফুজ আলম

    “শেখ তার একাত্তর পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন, যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং অবশ্যই ‘৭২-এর সংবিধান, যা বাকশালের পথ প্রশস্ত করেছিলো— এসবের জন্য তার দল ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান।”

    সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বিষয়ে এ কথা লেখেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম।

    “তাদের (আওয়ামী লীগ ও পরিবারের) শেখ কন্যার (তিনি তার পিতাকে বিদ্রুপ ও হাসির পাত্র বানিয়েছে) স্বৈরাচারী শাসনের দায় স্বীকার করা, ক্ষমা চাওয়া ও বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিৎ। মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনাও পরিহার করা উচিৎ,” বলেন মি. আলম।

    তার ফেসবুক পোস্টের শুরুটা ছিল এমন, “শেখ মুজিব ও তার কন্যা [আরেক শেখ] তাদের স্বৈরাচারী শাসনের জন্য জনগণের ক্রোধ ও ঘৃণার শিকার হয়েছেন। একমাত্র পার্থক্য হল— শেখ হাসিনার মতো নয়, শেখ মুজিব একসময় পূর্ব বাংলার জনপ্রিয় নেতা ছিলেন। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে জনগণ তাকে অনুসরণ করেছিলো। কিন্তু ‘৭১-এর পর তিনি নিজেই একজন অত্যাচারী শাসকে পরিণত হন।”

    মাহফুজ আলম বলেন যে মুজিববাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্যই ১৯৭১ সালের পর বাংলাদেশ দুর্বল ও বিভক্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, শেখ মুজিবের স্বৈরাচারী ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ ১৯৭৫ সালে তার মৃত্যুতে শোক পর্যন্ত প্রকাশ করেনি।

    সম্প্রতি বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয়েছে। সেটিকে ইঙ্গিত করেই মাহফুজ আলম বলেন, “তার কন্যার (শেখ হাসিনা) স্বৈরাচারী শাসনের কারণে শেখের ছবিও সরিয়ে নেওয়া হয়েছে (যদিও কর্মকর্তারা সরিয়েছে)।”

    ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার “ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্তর পরবর্তী চেতনার কথা বলে” শাসন কার্য চালিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

    গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর আন্দোলনকারীদের একাংশ শেখ মুজিবুর রহমানের ছবি, মূর্তি, ভাস্কর্য ভেঙ্গে ফেলেছিলো। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে সে বিষয়টিও উল্লেখ করেন।

    “তার পিতাকে দেবতুল্য করা হয়েছিলো, কিন্তু বিপ্লবের পর জনগণ তাদের উভয়ের ছবি, মূর্তি এবং ভাস্কর্য একসঙ্গে অপসারণ করে…যদি কেউ সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর জন্য আক্ষেপ করেন, তাহলে তিনি মূলত এই গণঅভ্যুত্থান ও জনগণের চেতনাকেই নিন্দা জানালেন।”

    তিনি বলেন, সবার মনে রাখতে হবে যে ইতিহাস মুছে ফেলা যায় না। “আমরা ইতিহাসের অসংগতি ও অপব্যাখ্যাগুলো সংশোধন করতে এখানে এসেছি। মনে রাখবেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। তবে কোনও মুক্তিযোদ্ধা যদি একাত্তরের পর কোনও অন্যায় করে থাকেন, তাহলে তার বিচার ও সাজা হওয়া উচিত। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য তাদেরকে ছাড় দেওয়া উচিত নয়।”

    সব শেষে তিনি বলেন, “‘৪৭ এবং ‘৭১-এর পাশাপাশি জুলাইয়ের চেতনা সবার স্মৃতিতে অম্লান থাকুক।”

    মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস

    ছবির উৎস, Mahfuj Alam/Facebook

    ছবির ক্যাপশান, মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস
  15. ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত হওয়ায় ঋণ প্রাপ্তি একটি মৌলিক অধিকার। জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

    বাসস-এর খবর অনুযায়ী, মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

    জলবায়ু সম্মেলনস্থলে বাংলাদেশে প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে "একটি বৈশ্বিক সংলাপ: ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়ন সুবিধা" শীর্ষক এই ইভেন্টের আয়োজন করে।

    সেখানে সারা বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ইউনূস কৃষকদের জন্য ঋণের গুরুত্ব তুলে ধরে বলেন, “যদি একজন কৃষককে ঋণের সুযোগ দেওয়া হয়, তবে তিনি অন্য কৃষকদের কাছ থেকে ফসল কিনে বিক্রি করতে পারবেন এবং এভাবে তার জীবনমানের উন্নতি হবে।”

    “কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করতে দেশ দেশে গ্রামীণ ব্যাংক মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠন করা উচিত,” তিনি যোগ করেন।

    নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস
  16. বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

    বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি পাওয়ারের সাথে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী ঊল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

    আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম এই রিট পিটিশন দায়ের করেন।

    এর আগে গত ছয়ই নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব অন্যায্য একতরফা চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

    তখন বলা হয়েছিলো, তিন দিনের মাঝে আদানির সাথে হওয়া চুক্তি পুনর্বিবেচনা করার কাজ শুরু না হলে হাইকোর্টে রিট করা হবে।

    ভারতে আদানির একটি বিদ্যুৎ কেন্দ্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতে আদানির একটি বিদ্যুৎ কেন্দ্র
  17. পাঁচ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক

    ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

    আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

    গত ১৬ই অক্টোবর ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছিলো পুলিশ।

    পরদিন ঢাকার মোহাম্মদপুর থানায় করা পৃথক তিনটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।

    ওইদিনও আসামীপক্ষের শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছিলো।

    সাবেক মেয়র আতিকুল ইসলাম

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাবেক মেয়র আতিকুল ইসলাম
  18. গাজীপুরের তিন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    আবারও বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা।

    শিল্প পুলিশের টঙ্গী জোনের এডিশনাল এসপি মইনুল হক আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিবিসি বাংলাকে জানান, আজ গাজীপুরের তিনটি জায়গায় বিক্ষোভ চলছে।

    টঙ্গীসহ বাকি দুই স্থান হল— চক্রবর্তী ও বাঘের বাজার।

    মি. হক বলেন, আজ সকাল নয়টা থেকে আনুমানিক দেড় ঘণ্টা ধরে তারা টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা চলতি মাসের বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছিলেন।

    পরে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে কারখানার ভেতরে নিয়ে আসা হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই কারখানার শ্রমিকরা এখন মালিক পক্ষের সাথে বৈঠক করছেন।

    “চক্রবর্তী ও বাঘের বাজারেও দু’টো কারখানায় আন্দোলন চলছে। এক্ষেত্রে যেটা হয়, আন্দোলন শুরু হলে আশেপাশের কারখানার শ্রমিকরাও তাতে যুক্ত হয়। তবে মূল ঝামেলা হচ্ছে তিনটাতে,” বলেন মি. হক।

    “তারা টেক্সের ঝামেলা হল, মালিক বলেছিলো আগামীকাল বেতন দিবে। তবে শ্রমিকরা আজই চাইছে।”

    নানা দাবি-দাওয়া আদায়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা (ফাইল ফটো)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নানা দাবি-দাওয়া আদায়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা (ফাইল ফটো)
  19. কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন ড. ইউনূস

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (সংক্ষেপে, কপ-২৯)-এ ভাষণ দিবেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে তিনটার মাঝে এই সম্মেলনের ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন তিনি।

    গতকাল মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলন শুরু হয়।

    অধ্যাপক ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন বাকুতে রয়েছেন।

    গতকাল ১২ই নভেম্বর কপ-২৯ সম্মেলনে যোগ দিতে গেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    ছবির উৎস, Chief Adviser GOB

    ছবির ক্যাপশান, গতকাল ১২ই নভেম্বর কপ-২৯ সম্মেলনে যোগ দিতে গেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।