ঢাকায় আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, ২২ জন গ্রেপ্তার, এক সেনা কর্মকর্তা হেফাজতে

ঢাকায় সম্প্রতি ‘গোপন বৈঠক’ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা- এমন অভিযোগে দলটির ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একশত আসনের জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

সরাসরি কভারেজ

  1. , বৃহস্পতিবার সারাদিন যা ঘটেছে

    • ঢাকায় সম্প্রতি ‘গোপন বৈঠক’ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা- এমন অভিযোগে দলটির ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
    • সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একশত আসনের জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
    • সেনাবাহিনী কখনো কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে সহায়তা করেনি। গোপালগঞ্জে যাদের জীবন নাশের হুমকি ছিল তাদের সহায়তা করেছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
    • দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।
    • চলতি ২০২৫ – ২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে নীতিগত সুদের হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
    • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, অনেক কথা আসবেই। কিন্তু এটার একটা সীমা থাকা দরকার।"
    • জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
    • নির্বাচনে বিলম্ব হবে না এবং প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়েই হবে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
    • বুধবার গাজার উত্তরে মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করা অন্তত ৩০ জন ফিলিস্তিনি ইসরায়েলের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা।
    • জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, গত বছর অগাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ওই প্রস্তাবে সম্মত হননি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা "খুব কঠিন" হয়ে পড়বে।
    • ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূলপাতায়

  2. ঢাকায় আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, ২২ জন গ্রেপ্তার, এক সেনা কর্মকর্তা হেফাজতে

    আওয়ামী লীগের কার্যালয়

    ঢাকায় সম্প্রতি ‘গোপন বৈঠক’ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা- এমন অভিযোগে দলটির ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বৈঠকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    বৃহস্পতিবার ঢাকায় সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানানো হয়েছে।

    গত আটই জুলাই ঢাকার বসুন্ধরাসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির ওই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল, এ অভিযোগে ঘটনার পর ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

    মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, দিনব্যাপী বৈঠকটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

    গোপন ওই বৈঠকে সেনাবাহিনীর এক মেজর অংশ নিয়ে আওয়ামী লীগ সেতাকর্মীদের "প্রশিক্ষণ দিয়েছেন" বলেও অভিযোগ করা হয়েছে।

    দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া মামলা উল্লেখ করেছে পুলিশ।

    এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ওই মেজরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তারা অবগত আছেন।

    "তার বিষয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে এ বিষয়ে বলতে পারবো," বলেন কর্নেল ইসলাম।

    সংবাদ সম্মেলনে অংশ নেওয়া আরেক সেনা কর্মকর্তা মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ঘটনাটি জানার পর ওই মেজরকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

    "তদন্ত চলমান আছে। তদন্তে দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে প্রচলিত নিয়ম অনুযায়ী সেনাবাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে," বলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

  3. সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে, কমিশনের সিদ্ধান্ত

    ফাইল ছবি

    ছবির উৎস, Screengrab

    ছবির ক্যাপশান, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একশত আসনের জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত

    সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একশত আসনের জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

    ্এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপিসহ কয়েকটি দল। বিএনপি তাদের আপত্তি জানিয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের ক্ষেত্রে 'নোট অব ডিসেন্ট' (ভিন্নমত) দিয়েছে বলে জানা গেছে।

    আজ বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এই সিদ্ধান্ত জানানো হয়। এ দিন ছিল ঐকমত্য কমিশেনের দ্বিতীয় দফা সংলাপের ২৩তম দিনের আলোচনা।

    ঐকমত্য কমিশন বলেছে, উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে ১০০। নিম্নকক্ষের ৩০০ আসনে সরাসরি নির্বাচনে প্রতিটি দলের যে ভোট পাবে, সে অনুপাতে উচ্চকক্ষের সদস্যরা মনোনীত হবেন।

    দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়ায় এবং ভিন্নমত থাকায়, বিষয়টি কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছিল। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে কমিশন এ সিদ্ধান্ত জানায়।

    উচ্চকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাবে জাতীয় নাগরিক পার্টি একমত হয়েছে। তবে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপিসহ কয়েকটি দল।

    কমিশনের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না।

    তবে, অর্থবিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। এক মাসের বেশি বিল আটকে রাখলে, সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে বলে জানিয়েছে কমিশন।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, "আমরা প্রস্তাব করেছি, উচ্চকক্ষ আইন পর্যালোচনা ও সুপারিশের কাজ করবে। তারা কোনোভাবেই সংবিধানের সংশোধনের এখতিয়ার পাবে না।"

  4. দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, নারী সমাজকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP Central Office

    ছবির ক্যাপশান, দেশে যাতে আর কোনদিন ফ্যাসিবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে নারী সমাজকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

    দেশে যাতে আর কোনভাবে কোনদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে বিষয়ে নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    আজ বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।

    মি. রহমান বলেন, “আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনভাবেই আর কোনদিন ফ্যাসিবাদ উগ্রবাদ, চরমপন্থা মাথা চারা দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে।”

    মানবিক বাংলাদেশ গঠনের যে সুযোগ সামনে এসেছে, তা কাজে লাগিয়ে নিহতদের কাঙ্খিত বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মি. রহমান।

  5. গোপালগঞ্জে কোনো দলকে নয়, যাদের জীবন নাশের হুমকি ছিল- তাদের সহায়তা করেছে সেনাবাহিনী

    কর্নেল মো. শফিকুল ইসলাম

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, সেনাবাহিনী কখনো কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে সহায়তা করেনি।

    সেনাবাহিনী কখনো কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে সহায়তা করেনি এবং গোপালগঞ্জে যাদের জীবন নাশের হুমকি ছিল তাদের সহায়তা করেছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

    আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, "আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি। এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। গোপালগঞ্জে যেটা হয়েছে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল অন্য কিছু না।"

    যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা, সমিতি ও বৈঠক করবে তা সাধারণত স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হয় উল্লেখ করে তিনি বলেন, "এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানতো।"

    গত ১৬ ই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে দফায় দফায় হামলা চলে। ওই ঘটনায় সংঘর্ষে পাঁচজন নিহত হন।

    সেখানে সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে জানান মি. ইসলাম। আত্মরক্ষার্থে তারা বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে বলেও জানান মি. ইসলাম।

    "এটা একটা অনাকাঙ্খিত পরিস্থিতি ছিল, যেখানে ইট - পাটকেলই শুধু নিক্ষেপ করা হয়নি- এখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে জীবন নাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে আইন-শৃঙ্খলা বাহিনী ছিল তারা বলপ্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোন অস্ত্রের ব্যবহার করা হয়নি" বলেন তিনি।

    গোপালগঞ্জে কি হয়েছিল সত্য ঘটনা উদঘাটনের জন্য অবসরপ্রাপ্ত একজন বিচারকের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান তিনি। এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

    গোপালগঞ্জে ওইদিন সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আরও হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো বলে মন্তব্য করেন তিনি।

    "বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান। যেখানে জীবনের হুমকি আমরা আগেও বলেছি জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই বা আমরা জনসাধারণকে সহায়তা করে থাকি। তো সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো। তো সেই হিসাবে আমরা এটা করেছি" বলেন মি. ইসলাম।

    আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকল বাহিনীকে একত্রে কাজ করতে হবে এবং যাদেরকে অগ্রভাগে কাজ করা দরকার তাদের আরও ইফেক্টিভ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

    একইসাথে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাতে তারা শুধু তল্লাশী এবং অপরাধীকে গ্রেফতার করতে পারে বলে জানান এই সেনা কর্মকর্তা।

    "অপরাধীকে গ্রেফতার করার পরে বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পরে আসলে আমাদের আর কিছু করার থাকে না। এজন্য বলছি, যে সব আইন প্রয়োগকারী সংস্থার সর্বাগ্রে কাজ করার দরকার তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে" বলেন মি. ইসলাম।

    সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন,"পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিরাপত্তা দিতে পারছে না, এটা ঠিক না। এটা সঠিক নয়। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে প্রোটেকশন নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং ভালোভাবেই দিচ্ছে।"

  6. নীতিগত সুদের হার ১০ শতাংশ রেখে চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা

    বাংলাদেশ ব্যাংক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

    চলতি ২০২৫ – ২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে নীতিগত সুদের হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

    আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    মি. মনসুর বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এ মুদ্রানীতি প্রনয়ন করা হয়েছে।”

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে মূল্যস্ফীতি যদি সাত শতাংশের নিচে নেমে আসে এবং বাস্তব নীতিগত সুদের হার তিন শতাংশে পৌঁছায় তখন পর্যায়ক্রমে সুদের হার হ্রাসের চিন্তা করা হবে।

    মি. মনসুর বলেন, “বিশ্ববাজারে অস্থিরতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বৈদেশিক চাহিদা হ্রাস ও রফতানি আয় কমে যাওয়ার আশঙ্কার কারণে আমরা এখনও রক্ষণাত্মক অবস্থানে আছি।”

    এ বছরের মে মাস থেকে পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হয়েছে যা ইতোমধ্যে রিজার্ভ স্থিতিশীলতা আনতে সহায়ক হয়েছে বলে জানান তিনি।

    দেশের সামষ্টিক অর্থনীতি এখনও চাপের মধ্যে রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিনিয়োগ স্থবিরতা কেন্দ্রীয় ব্যাংককে কঠোর নীতিমালা গ্রহণে বাধ্য করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

  7. গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, কিন্তু এটার একটা সীমা থাকা দরকার: বিএনপি মহাসচিব

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, অনেক কথা আসবেই। কিন্তু এটার একটা সীমা থাকা দরকার।"

    আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।

    মি. আলমগীর বলেন, "এ কথা তো সত্য যে কাজটা ছিল অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার। সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম... কতটা সংস্কার কমিশন যেন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। এগারটার ছয়টা বোধ হয় অ্যাকটিভ। এখন এই ১১টা থেকে ৬টায় আসার পরও তারা মনে করে এটা খুবই সামান্য," বলেন মি. আলমগীর।

    তিনি বলেন, "তারা দেশকে ম্যাজিকেল দেশ তৈরি করতে চায়। খুব ভালো কথা। কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি সরকারের কাছ থেকে আমরা সে জিনিসটা দেখতে পাই নাই," বলেন মি. আলমগীর।

    পাঁচই অগাস্টের পরে পল্টনের সামনে এক সভায় তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করায় খুব সমালোচনা হয়েছিল বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।

    তিনি বলেন, "বিএনপি এতো অস্থির হয়ে গেছে, মির্জা আলমগীর এতো অস্থির হয়ে গেছে কেন ক্ষমতায় যাওয়ার জন্য–– আসলে এখন আপনারাই বলছেন ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।"

    মানুষের কথা বলার জন্য সরকারে কোনো প্রতিনিধি নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

    রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়া না থাকলে তিক্ততার সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন মি. আলমগীর।

    জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মৌলিক বিষয়গুলোর সমাধান করে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।

  8. জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালতের

    আদালত

    ছবির উৎস, BBC/TANVEE

    ছবির ক্যাপশান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত

    জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

    ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন। চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে।

    জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ দশ নেতা এ আবেদন করেছেন।

    বাদী পক্ষের আইনজীবী আব্দুল বারী জানিয়েছেন, গত ২৭শে জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদন করা হলে শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে গতকাল বুধবার আদালত আগামী তেসরা অগাস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার এ আদেশ দেয়।

  9. নির্বাচন বিলম্ব হবে না এবং প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়েই হবে: প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ফাইল ছবি

    নির্বাচনে বিলম্ব হবে না এবং প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়েই হবে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

    আজ বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এ কথা বলেন তিনি।

    মি. আলম বলেন, "প্রোক্লেমেশন ও চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী পাঁচই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে। আগামী পাঁচ - ছয়টা দিনে আমরা বুঝবো সামনে কোথায় যাচ্ছি। একটা বিষয় নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না।”

    মুহাম্মদ ইউনূস নির্বাচন যে সময়ে হওয়ার কথা বলেছেন তার থেকে এক দিনও দেরি হবে না বলে জানিয়েছেন মি. আলম।

    “উনি প্রথমে বলেছিলেন ইলেকশন এপ্রিলের ১৫ দিনের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজ এগিয়ে যায় তবে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটার একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, ইলেকশন তার সময়মতো হয়ে যাবে,” বলেন মি. আলম।

  10. খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগে সাড়ে পাঁচ কোটি টাকা ফ্রিজ করলো সিআইডি

    খালেদা জিয়া

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ বা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

    সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে,আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে থাকা মোট পাঁচ কোটি তিন লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করেছে সিআইডি। ।

    সিআইডি জানিয়েছে, অনুসন্ধানের সময় পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনা করে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ দশমিক ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

    অর্থপাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে।

    এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের সনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

  11. ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর ইসরায়েলি গুলিতে অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত, জেমস চাটার, বিবিসি নিউজ

    মানবিক সাহায্যের জন্য অপেক্ষা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজার মানবিক ত্রাণ সংকট ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো

    বুধবার গাজার উত্তরে মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করা অন্তত ৩০ জন ফিলিস্তিনি ইসরায়েলের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা।

    গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপি-কে জানান, ইসরায়েলি গুলিতে আরও প্রায় ৩০০ জন আহত হয়েছেন।

    তবে ইসরায়েল বলেছে, এই ঘটনার বিস্তারিত এখনো "পর্যালোচনাধীন"।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, যখন গাজার মানুষ যখন জিকিম ক্রসিং থেকে তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ত্রাণের ট্রাক ঘিরে জড়ো হয়েছিল তখন তারা "সতর্কতামূলক গুলি" চালিয়েছিল, তবে তাদের জানা নেই যে ওই গুলিতে কেউ হতাহত হয়েছে কিনা।

    গাজা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া এএফপি-কে বলেছেন, ওই ঘটনার পর তার হাসপাতালে ৩৫টি মরদেহ এসেছে।

    পরে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, হাসপাতালটি তথ্য মতে, অন্তত ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    এদিকে, গাজার রাফাহ এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে বুধবার সকালে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার হাসপাতাল সূত্র বিবিসি-কে জানিয়েছে।

    জিএইচএফ (গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন) বিবিসি-কে জানায়, বুধবার তাদের এদিকে কোনো নিহতের ঘটনা ঘটেনি।

    আইডিএফ বিবিসি-কে বলেছে, তারা "সন্দেহভাজন" একদল মানুষকে হুঁশিয়ারি করেছিল। তাদের মনে হয়েছে এই মানুষরা তাদের সেনাদের জন্য হুমকি হতে পারে। পরে সেনাবাহিনী "সতর্কতামূলক গুলি" চালায়, যা বিতরণ কেন্দ্র থেকে কয়েকশ মিটার দূরে ছিল।

    সেনাবাহিনী আরও জানায়, "প্রাথমিক পর্যালোচনায় দেখা যাচ্ছে যে নিহতের সংখ্যা নিয়ে যে রিপোর্ট এসেছে, তা আইডিএফ-এর হাতে থাকা তথ্যের সঙ্গে মেলে না।"

    জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে, মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হাতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিতে ১৫০ জনের বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে ৮৯টি শিশু বলে জানিয়েছে হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এই ঘটনার মধ্যে জাতিসংঘ-সমর্থিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় "দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি" এখন বাস্তবে ঘটছে।

    যদিও ইসরায়েল বলছে, তারা গাজায় ত্রাণ পাঠাতে কোনো বাধা দিচ্ছে না, যা ইউরোপের কিছু দেশ ও জাতিসংঘ অস্বীকার করেছে।

    এই সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজায় যে "ফোঁটায় ফোঁটায় ত্রাণ" ঢুকছে, তা "সমুদ্রের মতো প্রবাহে" পরিণত হওয়া উচিত।

    তিনি আরও বলেন, "খাবার, পানি, ওষুধ ও জ্বালানি ঢেউয়ের মতো প্রবাহিত হতে হবে, কোনো বাধা ছাড়াই। এই দুঃস্বপ্নের শেষ হওয়া দরকার।"

    বৃহস্পতিবার, মার্কিন দূত স্টিভ উইটকফ গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইসরায়েল সফর করবেন।

    উইটকফের এই সফরের মধ্যেই, কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিক করা হবে, কানাডা তৃতীয় জি-সেভেনভুক্ত দেশ যারা এমন ঘোষণা দিয়েছে।

    হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছের, যার মধ্যে ১৮ হাজার ৫৯২টি শিশু এবং নয় হাজার ৭৮২ জন নারী রয়েছেন।

  12. ৫ই অগাস্ট জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক রহমান, দাবি নাহিদ ইসলামের

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, গত বছর অগাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ওই প্রস্তাবে সম্মত হননি।

    আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেছেন। তিনি তিনটি বিষয়ে লিখেছেন এই পোস্টে।

    মি. ইসলাম লিখেছেন, “বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়।“

    “৫ই অগাস্ট রাতের প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিং এর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ড. মুহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে,“ লিখেছেন তিনি।

    উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে তারেক রহমানের সঙ্গে আরেকটি মিটিং এ প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা/পর্যালোচনা হয় বলেও লিখেছেন তিনি।

    নাহিদ ইসলাম শিবির নেতা সাদিক কায়েমের একটি দাবির কথা উল্লেখ করে সেটি প্রত্যাখ্যান করেছেন।

    তিনি লিখেছেন, “সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার।”

    “ঢাবি শিবিরের সাথে যোগাযোগ ছিল” দাবি করে তিনি দাবি করেছেন, “যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহোযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল।”

    সাদিক কায়েম বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না দাবি করে নাহিদ ইসলাম লিখেছন, “কিন্তু ৫ই অগাস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে।”

    “এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই,” পোস্টে উল্লেখ করেছেন মি. ইসলাম।

    ফেসবুকেওই পোস্টে সেনাবাহিনীকে নিয়েও লিখেছেন তিনি। “একটা আর্মি ক্যু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা” দেওয়ার চেষ্টা হয়েছিল বলে তিনি লিখেছেন।

    নাহিদ ইসলাম লিখেছেন, “আমাদের ভিতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা এক-এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। ৫ই অগাস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি।“

    “পাল্টা নেতৃত্ব” দাঁড় করানোর চেষ্টা হচ্ছে দাবি করে তিনি লিখেছেন, “কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্রহনন, অপপ্রচার, প্রোপাগান্ডা হেন কোনো কাজ নাই হচ্ছে না। বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনো হইছে কিনা জানা নাই। কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশিদিন টিকা যায় না। এরাও টিকবে না।“

  13. ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় কানাডার সাথে বাণিজ্য চুক্তি হুমকির মুখে, বলেছেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

    ছবির উৎস, Truth Social

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা "খুব কঠিন" হয়ে পড়বে।

    কানাডার এমন ঘোষণার প্রায় ১২ ঘণ্টা পর, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে পোস্ট করেন, "ওয়াও! কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ওহ্ কানাডা!!!"

    ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্পের "লিবারেশন ডে" নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে।

    মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো কোনো বাণিজ্য চুক্তি হয়নি, তাদের পণ্যের ওপর বেশি শুল্ক বসানো হবে।

    যদি আজকের মধ্যে চুক্তি না হয়, তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ হবে।

    যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে, তাই তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শুল্ক আরোপ করবে।

    কিন্তু চীন ও মেক্সিকোর মতো অনেক দেশ এখনো চুক্তি করেনি। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, পহেলা অগাস্টের আগে চুক্তি না হলে বেশি হারে শুল্ক বসানো হবে।

    কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে।

    এদিকে গাজায় খাদ্য সংকট আরো প্রকট হয়েছে। বুধবার হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

    এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন, গাজায় আসলেই মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে "সব কিছু ঠিক করতে" কাজ করার কথা জানান।

    ট্রামে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

  14. সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, যেসব জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

    বৃষ্টি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ, ফাইল ছবি

    বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

    সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

    আজ সকাল থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

    এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে।

    সেইসাথে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত অর্থাৎ ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত থেকে অতি ভারী অর্থাৎ ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে।

    অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

    সেই সাথে ভারী বর্ষণ জনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

    সেইসাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  15. প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার বিচার শুরু, পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা

    ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

    বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এ আদেশ দিয়েছেন। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

    ২০২৪ সালের ডিসেম্বরে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

    পরে চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। এরপর ২৫শে মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

    অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পে মোট ছয়টি প্লট বরাদ্দ দিয়েছে। সেখানে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়।

    ২৮ আসামির মধ্যে শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রয়েছেন।

    এসব মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এপ্রিল মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

  16. নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

    বাংলাদেশ ব্যাংক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংক

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ বৃহস্পতিবার মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস) বা মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

    এদিন বিকেল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এ সময় গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএসের ফলাফল সম্পর্কে অবহিত করবেন।

    কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত থাকবেন।

    দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক।

    চলতি বছরের জুনের শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ছয় দশমিক চার শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ লক্ষ্যমাত্রা ছিল নয় দশমিক আট শতাংশ। এমন বাস্তবতায় ঋণপ্রবাহের বর্তমান ধারা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  17. জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

    শাহবাগ অবরোধ

    ছবির উৎস, screen grab

    ছবির ক্যাপশান, শাহবাগ অবরোধ করে যান চলাচণ বন্ধ করে দেওয়া হয়েছে

    'জুলাই সনদের' দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন অবরোধকারীরা।

    শাহবাগের একপাশে অবরোধকারীদের পক্ষ থেকে 'জুলাই যোদ্ধা' পরিচয় লেখা ব্যানার টানানো হয়েছে। লাল-সবুজ পতাকা হাতে শতাধিক মানুষকে শাহবাগে অবস্থান করতে দেখা গেছে।

    অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

    পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়।

    বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

    তবে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হলেও জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

  18. তারেক-বাবরসহ ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

    আদালত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সুপ্রিম কোর্ট

    ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে।

    বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।

    এর আগে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত।

    এর আগে গত পহেলা ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে এই মামলা থেকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।

    পরে ১৯শে মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।

    ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা হয়।

    ২০১৮ সালে বিচারিক আদালত দু’টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়

    গত ১৭ই জুলাই বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শুরু হয়।

  19. বাণিজ্য চুক্তির পর দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা দক্ষিণ কোরিয়া থেকে আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তারা, যাকে তিনি "পূর্ণ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি" বলে অভিহিত করেছেন।

    পহেলা অগাস্ট বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের নির্ধারিত সময়সীমার ঠিক একদিন আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই চুক্তিতে পৌঁছানোর খবর এসেছে। দেশটি কোনো চুক্তি না করলে ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হতো।

    গাড়ি ও উৎপাদন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগী জাপান এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ১৫ শতাংশ শুল্ক হার নিশ্চিত করার পর সিউলের ওপর চাপ বাড়ছিল।

    এই চুক্তির ফলে সিউল মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বিষয়টিকে দক্ষিণ কোরিয়ায় একটি সাফল্য হিসেবেই দেখা হচ্ছে, বিশেষ করে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে কমপক্ষে ৫৬ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত ছিল দেশটির।

    ১৫ শতাংশ শুল্ক হার গাড়ি ও সেমিকন্ডাক্টর উভয়কেই অন্তর্ভুক্ত করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে সিউলের প্রধান রপ্তানি পণ্য।

    তবে দক্ষিণ কোরিয়ার জন্য অন্যান্য বড় আয়ের উৎস, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ হারে কর আরোপ করা হবে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত বৈশ্বিক হারের সাথে সামঞ্জস্যপূর্ণ।

    দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়ং এই চুক্তির প্রশংসা করে বলেছেন, এটি তার দেশকে অন্যান্য দেশের তুলনায় সমান বা উন্নত অবস্থানে রাখবে।

  20. ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, বলসোনারোর মামলার বিচারকের ওপর নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপর উচ্চ শুল্ক আরোপের বিষয়ে আগেই সতর্ক করেছিলেন

    ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এছাড়াও বুধবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিধিবহির্ভুতভাবে ‘বিচারের আগেই আটকের’ অনুমোদন এবং ‘মত প্রকাশের স্বাধীনতা’ দমন করার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন।

    বিচারক মোরেস ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবং তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ও তার সহযোগীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন অভিযোগে এই তদন্ত চলছে।

    বলসোনারো এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারক মোরেসকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন।

    মোরেসের ওপর এই নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ব্রাজিলের ওপর শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আদেশে সই করেন ট্রাম্প।

    চলতি মাসের শুরুতে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি চিঠিতে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে।

    এতে ট্রাম্প ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ এবং বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেওয়ার অভিযোগ করেন।

    শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে ব্রাজিলের প্রধান বেশ কয়েকটি রপ্তানি পণ্য উচ্চ কর আরোপের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কমলার রস, কিছু বিমানের যন্ত্রাংশ এবং জ্বালানি পণ্য।

    এই আদেশে ব্রাজিলে "রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন, ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং বলসোনারোর বিচার"-এর সাথে সরাসরি শুল্ক আরোপের কথাও বলা হয়েছে।

    ব্রাজিলও হুমকি দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যেকোনো শুল্কের পাল্টা পদক্ষেপ তারা নেবে।

    চীনের পর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, তাই এই শুল্ক বৃদ্ধি দক্ষিণ আমেরিকার দেশটির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।