নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে- প্রধান উপদেষ্টা, আইএমএফ আরো সাড়ে ৬৪ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশকে

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা ‘জুবায়েরপন্থি’ ও ‘সাদপন্থি’দের মধ্যে সংঘর্ষে চার জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনালে অভিযোগ করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। এক নজরে দিনের গুরুত্বপূর্ণ সব খবর।

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো

    • মিশর সফরে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। একই সঙ্গে তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোনের পক্ষে মত দিয়েছেন। মালয়েশিয়ার একজন মন্ত্রীর সাথে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।
    • আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের জন্য চলমান ঋণ কর্মসূচির অধীনে দেশটিকে আরও ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় করবে তারা।
    • বাংলাদেশে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগের জামাতের মাওলানা ‘জুবায়েরপন্থী’ ও ‘সাদপন্থী’দের মধ্যে সংঘর্ষে চার জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনার পর ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। পাশাপাশি তুরাগসহ ঢাকার কিছু এলাকাতেও সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
    • গুমের ঘটনায় আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রামভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন তিনি।
    • চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মোট সাতজনকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। আর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
    • বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয় জানিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই অধিদপ্তরের উদ্দেশ্য’।

    আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. আইএমএফ আরো সাড়ে ৬৪ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশকে

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের জন্য চলমান ঋণ কর্মসূচির অধীনে দেশটিকে আরও ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় করবে তারা। সংস্থাটি বলছে বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং অর্থনৈতিক সহায়তার প্রয়োজন বাড়ছে।

    সংস্থাটির একটি দল চতুর্থ কিস্তি ছাড়ের আগে পর্যালোচনার জন্য গত তেসরা ডিসেম্বর থেকে ঢাকায় রয়েছে। বুধবার শেষ দিনে দলটির প্রধান ক্রিস পাপজর্জিও বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে সমঝোতায় পৌঁছেছেন বলে বিবৃতিতে জানান।

    “আইএমএফ এর নির্বাহী বোর্ড বাংলাদেশ কর্তৃপক্ষের আগের নেয়া পদক্ষেপগুলো কতটা বাস্তবায়ন হলো তা পর্যালোচনার বিষয়টি বিবেচনা করবে। সময়মত অন্তর্বর্তী সরকারের গঠন অর্থনীতিতে স্বাভাবিক করতে ভূমিকা রেখেছে। যদিও অর্থনৈতিক কার্যক্রমের গতি অত্যন্ত ধীর এবং মূল্যস্ফীতি বেড়েই চলেছে,” বিবৃতিতে বলা হয়।

    এতে বলা হয় জিডিপির প্রকৃত বৃদ্ধি ২০২৫ অর্থ বছরে কমে ৩ দশমিক ৮ শতাংশ হতে পারে। গণআন্দোলন, বন্যা, কঠোর নীতির কারণে এটা হতে পারে। যদিও ২০২৬ সালে এটি ঘুরে দাঁড়িয়ে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।

    বুধবার সন্ধ্যায় ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে তাদের বক্তব্য প্রকাশ করেছে আইএমএফ।

    এর আগে, গত জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছিলো সংস্থাটি। ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

    তখন আইএমএফ বলেছিলো যে মোট সাত কিস্তিতে এই ঋণ পাবে বাংলাদেশ, যাতে ঋণের গড় সুদ হবে ২ দশমিক ২ শতাংশ। তবে ঋণ পেতে বরাবরের মতোই বেশ কিছু সংস্কারের শর্ত দিয়েছে তারা।

    এর মধ্যে রয়েছে জ্বালানিসহ বিভিন্ন খাতের ভর্তুকি কমানো, টাকার বিনিময় ব্যবস্থা বাজারের উপর ছেড়ে দেয়া, রাজস্ব ব্যবস্থার সংস্কার, কর আদায়ে সক্ষমতা বৃদ্ধি, ব্যাংকিং খাতের সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আধুনিক মুদ্রানীতি তৈরি, আর্থিক খাতের দুর্বলতা দূর করা এবং নজরদারি বাড়ানো ইত্যাদি। এসব বিষয়ে বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যেই নিয়েছে বাংলাদেশের সরকার।

  3. নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে : প্রধান উপদেষ্টা, মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    মালয়েশিয়ার মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, মালয়েশিয়ার মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। একই সঙ্গে তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোনের পক্ষে মত দিয়েছেন।

    মিশরের কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ড. জামব্রি আবদুল কাদিরের সাথে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। ডি-৮ সম্মেলনে যোগ দিতে মি. ইউনূস এখন কায়রোতে অবস্থান করছেন।

    তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষায় সম্পর্ক বৃদ্ধি, রোহিঙ্গা সংকট ও আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের মতো বিষয়াবলী।

    ড. জামব্রি আবদুল কাদির বলেন, রোহিঙ্গা মানবিক সংকটসহ এসব বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

    “আমরা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে তাকিয়ে আছি,” বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলেন মি. কাদির।

    CA PRESS WING

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, CA PRESS WING
  4. বাংলাদেশে ভারতীয় চিকিৎসকদের কাজ করা নিয়ে প্রশ্ন বিএনপি নেতার

    বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি'র অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে ডাক্তারি করে যাচ্ছেন। অথচ অন্তর্বর্তীকালীন সরকার তাতে নজর দিচ্ছে না।

    “ভারতে বাংলাদেশের মানুষ বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়। অথচ, বিএমডিসি'র অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন,” বলেছেন তিনি।

    শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় বগুড়া শহরে গুলিবিদ্ধ বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজখবর নিতে পিজি হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন।

    প্রসঙ্গত, বাংলাদেশে চিকিৎসকদের নিবন্ধন দিয়ে থাকে বিএমডিসি। সংশ্লিষ্ট আইন অনুযায়ী বাংলাদেশে কোন চিকিৎসকের চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সনদ থাকা বাধ্যতামূলক।

  5. তাবলীগের দুই গ্রুপকেই ছাড় দিতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাবলীগের দুই গ্রুপকেই অনমনীয় অবস্থান থেকে এসে ছাড় দিতে হবে এবং তাহলেই কেবল সুন্দর সুশৃঙ্খল ইজতেমা উপহার দেয়া যাবে।

    একই সাথে তিনি বলেছেন, যারা টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

    “এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। খুনিদের কোনো অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নাই। যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে,” তিনি সংবাদ সম্মেলনে এই কথা প্রেস ব্রিফিংয়ে বলেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এর আগে টঙ্গীতে ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতের ঘটনার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলীগ জামাতের দুই গ্রুপের সঙ্গেই বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    এই বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরীও যোগ দিয়েছিলেন।

    ঢাকার কাছে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে তাবলীগ জামাতের দুই অংশর মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছে।

    ভারতে তাবলীগ-জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দালভির একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৭ সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল।

    এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করেছেন এবং তাতে অংশ নিচ্ছেন।

    বিরোধিতার কারণে ২০১৮ সাল থেকে ইজতেমায় আসতে পারছেন না মি. কান্দালভি।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর ব্রিফিং এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর ব্রিফিং এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  6. রাশিয়ায় জেনারেল হত্যার ঘটনায় উজবেক নাগরিক আটক

    রাশিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে সিনিয়র জেনারেল ইগর কিরিলভ হত্যার ঘটনায় উনত্রিশ বছর বয়সী এক উজবেক নাগরিককে আটক করা হয়েছে।

    রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-র জনসংযোগ অফিস জানিয়েছে বুধবার আটক করা এই ব্যক্তি ‘সন্ত্রাসী ঘটনায় সন্দেহভাজন’।

    রাশিয়ার সামরিক বাহিনীর রাসায়নিক ও জৈব সুরক্ষা বিভাগরে প্রধান লে. জে. ইগর কিরিলভ মঙ্গলবার এক বিস্ফোরণে নিহত হয়েছিলেন।

    একটি আবাসিক ভবনের বাইরে স্কুটারে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে তিনি ও তার এক সহযোগী মারা যান।

    রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম দেশটির নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে জানিয়েছে যে সন্দেহভাজন ওই ব্যক্তিকে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ রিক্রুট করেছিলেন।

    ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই মি. কিরিলভ হত্যার দায় স্বীকার করেছে।

    সোমবার ইউক্রেন মি. কিরিলভকে ‘নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের’ জন্য অভিযুক্ত করেছিলো।

    তবে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলো।

    ইগোর কিরিলভ বিস্ফোরণ মারা যান

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইগোর কিরিলভ বিস্ফোরণ মারা যান
  7. ইজতেমা মাঠে প্রবেশ নিষিদ্ধ করলো গাজীপুর পুলিশ

    টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার বেলা দুইটা থেকেই এটি কার্যকর করা হয়েছে।

    গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না।

    “কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। কোন প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে,” ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

    গাজীপুর পুলিশের বিজ্ঞপ্তি
  8. কড়াইল বস্তির বউবাজার অংশে আগুন

    রাজধানীর কড়াইল বস্তির বউবাজার অংশে আগুন লেগেছে।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো জানা যায়নি।

    দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে।

    মূলত, গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে।

    আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে গুলশান এলাকা থেকে
  9. 'সাদপন্থি'দের ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন

    স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন 'সাদপন্থিরা' এবার ইজতেমা করতে পারবে কি না তা নিয়ে বিবদমান গ্রুপগুলো আলোচনা করছে এবং সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক।

    এছাড়া ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা হচ্ছে এবং হত্যার সাথে জড়িতরা ছাড় পাবে না বলে জানান তিনি।

    ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষের পর বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    এর আগে ওই একই জায়গায় ব্রিফিংয়ে ‘জুবায়েরপন্থি’ নেতা মামুনুল হক বলেছিলেন যে 'সাদপন্থি'দের আর ইজতেমার সুযোগ নেই।

    এ সূত্র ধরেই সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান যে সাদপন্থিদের ইজতেমার জন্য যে তারিখ ঠিক করে দেয়া হয়েছিলো সেটি বহাল আছে কি না এবং তাদের ইজতেমার বিষয়ে সরকারের অবস্থান কী?

    জবাবে উপদেষ্টা বলেন তাদের (বিবদমান বিভিন্ন পক্ষ) মধ্যে একটি আলোচনা চলছে এবং সরকার চায় তারাই সিদ্ধান্ত নিক।

  10. সাদপন্থীদের ইজতেমার আর প্রশ্নই আসে না, বললেন মামুনুল হক

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর ‘জুবায়েরপন্থি’দের একজন নেতা মামুনুল হক প্রেস ব্রিফিংয়ে তাদের প্রতিপক্ষ ‘সাদপন্থি’দের নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন।

    “তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। সাদপন্থিরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে। তাই তাদের নিষিদ্ধ করতে হবে। তারা যা করেছে তাতে তাদের আর ইজতেমার প্রশ্নই আসে না,” বলছিলেন মি. হক।

    তিনি বলেন, সাদপন্থিরা ইজতেমা মাঠে জোর করে ঢুকে পড়েছিলো এবং এর জের ধরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে আজকের মধ্যেই।

    “সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে সব পদক্ষেপ নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাতে সহযোগিতা করবো। আমরা যাতে যথাযথ ইজতেমা সম্পন্ন করতে পারি, সেজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন,” বলেছেন তিনি।

  11. জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর হচ্ছে

    বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    মন্ত্রণালয় জানিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই অধিদপ্তরের উদ্দেশ্য’।

    বিষয়টি নিয়ে আজ ঢাকায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এতে সভাপতিত্ব করেছেন।

    ছাত্র-জনতার গণআন্দোলন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ছাত্র-জনতার গণআন্দোলন
  12. ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস

    চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মোট সাতজনকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। আর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়েছে।

    আজ বুধবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

    রায় ঘোষণার পর আইনজীবী শিশির মনির এক ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন, “বাবর সাহেব প্রথম তদন্তে আসামি ছিলেন না। দ্বিতীয় তদন্তের ভিত্তিতে লুৎফুজ্জামান বাবরকে প্রধান আসামি করা হয়েছিলো। তিনি রাজনৈতিক উদ্দেশ্যের শিকার এই কথা বলে তাকে আজ খালাস দিয়েছে আদালত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি।”

    “তৎকালীন সরকারের আমলে একটি তদন্ত রিপোর্ট হয়েছিলো। ওই রিপোর্ট নাকি বাবর সাহেব প্রভাবিত করেছিলেন। এই তদন্ত রিপোর্টের প্রধান, তখনকার স্বরাষ্ট্র সচিব, তিনি আদালতে এসে সাক্ষী দিয়েছেন। যিনি তদন্ত কমিটির সদস্য সচিব ছিলেন তিনিও সাক্ষী দিয়েছেন। কিন্তু তারা কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিতে পারেননি। ফলে লুৎফুজ্জামান বাবরকে বেকসুর খালাস প্রদান করেছে।”

    আরও পড়তে পারেন:

    লুৎফুজ্জামান বাবর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লুৎফুজ্জামান বাবর
  13. ঢাকার কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

    ঢাকার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

    নিষেধাজ্ঞার কারণ সম্বন্ধে তিনি বলেন, তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘিরে যেন আর কোনও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  14. ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানালেন হাসনাত

    ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” হিসাবে উল্লেখ করে ফেসবুক পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

    তিনি লিখেছেন, “সাদপন্থী সমর্থিত 'সচেতন ছাত্র সমাজের' দেয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল দশটার মধ্যে মাওলানা সাদ সাহেবের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে” তারা গতকাল রাতে সাদপন্থীদের সাথে আলোচনা করার জন্য টঙ্গী গিয়েছিলেন।

    মি. আবদুল্লাহ’র বর্ণনা অনুযায়ী, আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন সাদপন্থীরা এবং সাদপন্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়।

    তিনি বলেন, “মাওলানা সাদ সাহেবের ভিসা জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তারা টঙ্গী ময়দানে জোরের শর্ত দেন এবং ২৫ তারিখ মাঠ ছাড়ার প্রতিশ্রুতি দেন।”

    “টঙ্গীতে এই তিনটি বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইলে মাওলানা জুবায়ের সাহেব এবং ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে,” তিনি যোগ করেন।

    এই আলোচনার সময় মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হকও উপস্থিত ছিলেন।

    মধ্যরাতে “সেখানে পৌঁছানোর পর সাদপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়, যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি। এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত,” বলেন মি. আবদুল্লাহ।

    “কাকরাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনও কর্তৃপক্ষ নই। আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গী গিয়ে কথা বলব এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার মাঝেও সাদপন্থী ঐ মুফতি সাহেবকে ফোন দিয়ে বলেছি, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমার ময়দানে প্রবেশ করেন, তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না।”

    “আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাদ পন্থীদের আরও বলেছি, কোনোভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন, তা মুছে ফেলবেন। কিন্তু এর আগেই এই নির্মম ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”

    সবশেষে তিনি সবাইকে শান্ত থাকার জন্য ও ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

    এদিকে গতকালকের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

    এই ধরনের আচরণ তাবলীগের স্পিরিটের সাথে যায় না উল্লেখ করে তিনি বলেন, “তারা যদি কোনও গ্রুপের সর্বোচ্চ নেতাও হয়, তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ
    ছবির ক্যাপশান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ
  15. শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন গুমের শিকার মাইকেল চাকমা

    গুমের ঘটনায় আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রামভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন তিনি।

    তার অভিযোগ দায়েরের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তাকে কীভাবে গুম করা হয়, তা তিনি মৌখিকভাবে জানিয়েছেন আমাদের। সেই বর্ণনা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তিনি গুমের শিকার হয়েছেন। তিনি একই বক্তব্য কমিশনের কাছেও দিয়েছেন।”

    তাজুল ইসলাম এটিও জানান, মাইকেল চাকমা আজ শুধু মৌখিক অভিযোগ জানিয়েছেন এবং তিনি শিগগিরই লিখিত অভিযোগও জমা দেবেন। তবে ট্রাইব্যুনাল তার ক্ষমতাবলে মৌখিক অভিযোগও আমলে নিয়ে তদন্ত শুরু করতে পারে।

    আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালের তেসরা এপ্রিল ঢাকা থেকে মাইকেল চাকমাকে গুম করা হয়েছিলো। এরপর পাঁচ বছর তিন মাস ২৭ দিন তাকে গোপন কারাগারে আটক রাখা হয়।

    এসব কথা উল্লেখ করে মি. ইসলাম বলেন, “আয়নাঘরের যেসমস্ত গল্প আপনারা ইতোমধ্যে শুনেছেন, ঠিক একই কায়দায়, একই প্রক্রিয়ায়, একই প্যাটার্নে তাকে এতগুলো বছর আটক রাখা হয়েছিলো। বিপ্লবের পরে গত সাতই অগাস্ট লম্বা একটি জার্নির পরে তাকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কোনও একটি অংশে ১২ কিলোমিটার দূরে জঙ্গলের মাঝে চোখ-হাত বেঁধে তাকে ছেড়ে আসা হয়।”

    মাইকেল চাকমাও এদিন সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, “আমি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি। আমি প্রধান আসামি হিসাবে শেখ হাসিনাকেই দায়ী করবো।”

    এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।

    অভিযোগ করার পর সাংবাদিকদের সাথে কথা বলছেন মাইকেল চাকমা

    ছবির উৎস, TV Grab

    ছবির ক্যাপশান, অভিযোগ করার পর সাংবাদিকদের সাথে কথা বলছেন মাইকেল চাকমা
  16. ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, সকাল থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে ওখানে।

    মূলত, বুধবার দিবাগত রাত চারটার দিকে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা ‘জুবায়েরপন্থি’ ও ‘সাদপন্থি’দের মধ্যে সংঘর্ষ হয়। তাতে দুইজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।

    বিজিবি (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিজিবি (ফাইল ছবি)
  17. টঙ্গীতে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই, আহত অর্ধ শতাধিক

    টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা ‘জুবায়েরপন্থি’ ও ‘সাদপন্থি’দের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

    আজ বুধবার সকালে বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার।

    তিনি জানান, বুধবার দিবাগত রাত চারটার দিকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। তবে এখন সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে।

    “সাদপন্থীরা ঢুকতে চাইলে জুবায়ের পন্থীরা বাধা দিছে। এই নিয়ে ঝামেলা লাগছে,” বলেন মি. ইস্কান্দার।

    তিনি আরও জানান, আহতরা এখন বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।

    প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিশ্ব ইজতেমার ময়দানে আসেন।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিশ্ব ইজতেমার ময়দানে আসেন।