বিক্ষোভে বলপ্রয়োগ নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার পর অন্তত ১৯ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে জেরুজালেমে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরো সাত ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন।

সরাসরি কভারেজ

  1. বিক্ষোভে বলপ্রয়োগ নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

    নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

    ছবির উৎস, Ramesh Lekhak Secretariat

    ছবির ক্যাপশান, তরুণদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগে তীব্র সমালোচনার মুখে পড়েন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

    তরুণদের বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগে বেশ কয়েক জন নিহত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

    আজ সোমবার রাতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

    তবে, এখনও তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেননি বলে বৈঠকে উপস্থিত দুই মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন।

    দুর্নীতি এবং ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নতুন প্রজন্মের এই তরুণদের ডাকা বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

    নিহত ও আহতদের মধ্যে স্কুলের পোশাক পরা শিক্ষার্থীরাও রয়েছে বলে খবর পাওয়া গেছে।

    এর আগে, ১৫ই মার্চ রাজতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর আয়োজিত বিক্ষোভের সময় অপ্রয়োজনীয় বলপ্রয়োগের জন্যও তাকে সমালোচিত হতে হয়েছিল।

    এর আগে, বিরোধী দলগুলোও মন্ত্রী লেখকের পদত্যাগ দাবি করেছিল। সেসময় তাদের অভিযোগ ছিল তিনি ভিজিট ভিসা মামলায় অভিযুক্তদের রক্ষা করছেন।

  2. নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আলোচনা চলছে

    সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং

    ছবির উৎস, MOCIT

    ছবির ক্যাপশান, নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আলোচনা চলছে

    নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং।

    সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

    যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী গুরুং বিবিসি নিউজ নেপালিকে বলেন, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

    তিনি বলেন, "সরকারের সিদ্ধান্ত জনগণের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে জনগণের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো নীতিগত দিক থেকে পুনর্বিবেচনা করার প্রয়োজন হয়, তাহলে আমাদের অবিচল থাকার কোনও মানে হয় না।”

    তিনি জানান, যদিও তিনি সোশ্যাল মিডিয়ার উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছেন না, তবে এ বিষয়টি আলোচনায় রয়েছে।

    " আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে। মন্ত্রিসভা কিছু সিদ্ধান্ত নেবে " বলেন যোগাযোগ মন্ত্রী গুরুং।

    কিন্তু কী ধরণের পুনর্বিবেচনা হবে তা এখনই বলার মতো অবস্থায় তিনি নেই বলে জানান।

  3. ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

    ডিএমপি কমিশনার

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ডাকসু নির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

    আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) স্থাপিত ডিএমপির অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের বাইরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    আগামীকাল ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার ভেতরে অনুষ্ঠিত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

    “আমরা আশা করতেছি নিরাপত্তার কোনো আশঙ্কা নেই। গত সাতদিন ধরে নিরাপত্তা ভালো ছিল এবং আগামীকালও ভালো থাকবে। ১০ তারিখেও ভালো থাকবে ” বলেন মি. আলী।

    কোনো কারণে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, সে বিষয়ে আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য আটটি চেকপোস্ট স্থাপন করা হবে বলেও জানান তিনি।

    আজ রাত আটটা থেকে এগার তারিখ বেলা বারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  4. দুর্গাপূজায় মণ্ডপ এলাকার আশেপাশে কোনো মেলা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    ছবির উৎস, HOME MINISTRY

    ছবির ক্যাপশান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে অনেক সময় আশে পাশে মেলা হয়, এগুলো যেন কোনো অবস্থায় না হয়। কোনো মেলা হবে না।

    আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা - ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    মি. চৌধুরী বলেন, “ পূজা উপলক্ষে অনেক সময় আশে পাশে মেলা হয়, এগুলো যেন কোনো অবস্থায় না হয়। কোনো মেলা হবে না, তবে ছোট ছোট অস্থায়ী দোকান বসে, সেগুলো পূজা কমিটির থেকে অনুমতি নিয়ে স্থাপন করতে পারবে।”

    এ বছর সারা দেশে আনুমানিক ৩৩ হাজারের মতো মন্ডপে পূজা হতে পারে বলে জানান তিনি।

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান পূজার আয়োজকরা কোন উদ্বেগ প্রকাশ করেনি, গতবারেও শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হবে।

    আইনশৃঙ্খলা রক্ষায় এবার তিন লাখের মত আনসার নিয়োজিত থাকবে। কিছু মন্ডপে পুলিশও সবসময় থাকবে বলে জানান মি. চৌধুরী।

  5. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে।

    জুলাই – অগাস্টের গণ অভ্যুত্থানের সময় ঘটা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলায় ৩৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

    আজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ শুনানি আগামীকাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন।

    এর আগে, এই মামলার ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ই জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

    এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

  6. নেপালে বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে

    হাসপাতালে আহত ও নিহতদের ছবি
    ছবির ক্যাপশান, কাঠমান্ডু, পোখরা, বুটওয়াল, ভৈরহাওয়া এবং ইতাহারীসহ অন্যান্য এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

    নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেন-জি তরুণদের বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে।

    রাজপথের বিক্ষোভে পুলিশের প্রাণঘাতী বলপ্রয়োগে কাঠমান্ডুতে ১৭ জনসহ এই নিহতের সংখ্যা এখন ১৯ জন।

    কাঠমান্ডু ভ্যালি পুলিশ কার্যালয়ের মুখপাত্র শেখর খানাল জানিয়েছেন, সমাবেশ চলাকালীন রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন স্থানে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হন।

    পুলিশের বরাত দিয়ে নেপালের বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় শহর ইতাহারিতেও দুইজন নিহত হয়েছে।

    ‘জেন জি’ পরিচিত তরুণ ও শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের সময় সহিংসতা ছড়িয়ে পড়লে দেশটির বিভিন্ন শহরে স্থানীয় প্রশাসন কারফিউ জারি করেছে।

    সোমবার বিকেল থেকে কাঠমান্ডু, পোখরা, বুটওয়াল, ভৈরহাওয়া এবং ইতাহারীসহ অন্যান্য এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, কারফিউ ঘোষণার পরও কাঠমান্ডুর নিউ বানেশ্বরে ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ থামেনি।

    ভ্যালি পুলিশের মুখপাত্র খানাল বলেন, “ কিছু এলাকায় এখনও বিক্ষোভ এবং সংঘর্ষ থামেনি।”

    কাঠমান্ডুর তিনটি পৃথক হাসপাতালে এখনও একশ জনেরও বেশি আহত চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

    আরও ৪৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

    সেখানকার জাতীয় ট্রমা সেন্টারে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। হাসপাতালটির প্রধান সুপারিনটেন্ডেন্ট ডা. বদরি রিজাল জানিয়েছেন, চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    নিউ বানেশ্বরের কাছে সিভিল সার্ভিস হাসপাতালে কিছু মরদেহ রাখা হয়েছে, যেগুলো সবচেয়ে বেশি ক্ষত-বিক্ষত হয়েছে।

    এই হাসপাতালের মেডিকেল ডিরেক্টর দীপক পাউডেল বিবিসিকে বলেছেন, হাসপাতালে আনা বেশিরভাগ আহতের শরীরে গুলি লেগেছে।

    বেশ কিছু মরদেহ নতুন বানেশ্বরের এভারেস্ট হাসপাতালেও রাখা হয়েছে। হাসপাতাল প্রশাসনের সহকারী প্রধান অনিল অধিকারী বলেন, বিপুল সংখ্যক আহত ব্যক্তিকে আনার পর তাদের অন্যান্য হাসপাতালে রেফার করা হয়েছে।

    একইভাবে, সিনামঙ্গলের কেএমসি টিচিং হাসপাতালে একজন আহত ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের প্রশাসনিক প্রধান নারায়ণ দাহাল।

    ক্রমেই আহতদের সংখ্যা বাড়তে থাকায় সিভিল হাসপাতাল আহতদের কয়েকজনকে অন্যান্য হাসপাতালে রেফার করেছে।

    পুলিশ জানিয়েছে, আহতদের বেশিরভাগকে সিভিল সার্ভিস (সিভিল) হাসপাতাল এবং বীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত বেশ কয়েকজনকে সিনামঙ্গলের কাঠমান্ডু মেডিকেল কলেজ টিচিং হাসপাতালেও নেওয়া হয়েছে।

    হাসপাতালের একটি সূত্রের বরাতে বিবিসির নেপাল সার্ভিস জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    নেপাল বিক্ষোভরত তরুণরা
    ছবির ক্যাপশান, রাজপথের বিক্ষোভে পুলিশের প্রাণঘাতী বলপ্রয়োগে কাঠমান্ডুতে ১৭ জনসহ এই নিহতের সংখ্যা এখন ১৯ জন।
  7. ভোলায় এক নারীকে প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগে পাঁচ জন গ্রেফতার

    নারী নির্যাতনের প্রতীকী চিত্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভোলায় পরকীয়া প্রেমের অভিযোগে এক নারীকে করার অভিযোগে পাঁচ আসামি গ্রেফতার।

    ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়া প্রেমের অভিযোগে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার অভিযোগে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ সোমবার পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বোরহানউদ্দিন থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

    ওই উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা পাঁচ নম্বর ওয়ার্ডে গত সাতই সেপ্টেম্বর সকাল আনুমানিক নয়টায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  8. এবার দূর্গাপূজায় ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার

    ইলিশ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

    এ বছর দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

    আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ সংক্রান্ত এক খবরে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    এতে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকগণের নিকট হতে আগামী ১১ ই সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকাল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন আহবান করা যাচ্ছে।

    আবেদনের সাথে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২ দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার।

    ইতোমধ্যে যারা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  9. ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: আইএসপিআর

    ডাকসু
    ছবির ক্যাপশান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।

    দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না।

    আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

    এতে আরো বলা হয়েছে, এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে।

    এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সকলকে শুভেচ্ছা জানিয়েছে সেনাবাহিনী।

    দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে এমন আশা প্রকাশ করেছে সেনাবাহিনী।

  10. নেপালের রাজধানী কাঠমান্ডুর পর পোখারা ও ইতাহারিতেও কারফিউ জারি

    পোখারা

    ছবির উৎস, BBC/KrishnaManiBaral

    ছবির ক্যাপশান, নেপালে রাজধানী কাঠমান্ডু ছাড়াও আরো দুইটি প্রদেশে কারফিউ ঘোষণা করা হয়েছে।

    নেপালে রাজধানী কাঠমান্ডুর পাশাপাশি পোখারা ও ইতাহারিতে কারফিউ জারি করা হয়েছে।

    গান্ডকী প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে এগোলে সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন পোখরায় কারফিউ জারি করেছে।

    বিবিসির সংবাদদাতা কৃষ্ণমণি বড়াল জানিয়েছেন, ওই কার্যালয়ের দিকে এগিয়ে আসা বিপুল সংখ্যক আন্দোলনকারীকে থামাতে পুলিশ কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে।

    দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

    পূর্বে ওয়াই চক, উত্তর-পূর্বে মিলন চক, পশ্চিমে ফিশটেইল গেট, উত্তরে ভূমি রাজস্ব অফিস এবং দক্ষিণে ন্যাশনাল ব্যাংক চক থেকে দক্ষিণ-পশ্চিমে বাঁধের কাছে যেখানে পর্যটন বোর্ডের অফিস পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে।

    বিরাটনগর থেকে বিবিসি নেপালের সংবাদদাতা বিক্রম নিরাউলার মতে, সুনসারীর প্রধান জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বিকাল সাড়ে তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইতাহারি উপ-মহানগরীয় শহরের কিছু এলাকায় জমায়েত, মিছিল, বিক্ষোভ, সভা-সমাবেশ এবং অবরোধ নিষিদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন।

    এর আগে, দুপুরে কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়।

    শহরটির জেলা প্রশাসন কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ ‘বিশৃঙ্খল হয়ে ওঠার’ পর এবং সংরক্ষিত এলাকায় আন্দোলনকারীরা ঢুকে পড়লে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    বিক্ষোভকারীরা সংসদ ভবন প্রাঙ্গনে প্রবেশ করলে তাদের ওপর বলপ্রয়োগ করতে হয়েছিল বলে বিবিসিকে বলেছিলেন এই মুখপাত্র রিজাল।

    কাঠমান্ডু

    ছবির উৎস, BBC / Bijay Gajmer

    ছবির ক্যাপশান, শহরটির জেলা প্রশাসন কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ ‘বিশৃঙ্খল হয়ে ওঠার’ পর এবং সংরক্ষিত এলাকায় আন্দোলনকারীরা ঢুকে পড়লে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
  11. ব্রেকিং, নেপালে জেনজিদের বিক্ষোভে অন্তত ১৩ জন নিহত, কারফিউ জারি, সেনা মোতায়েন

    নেপালে বিক্ষোভ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেনজিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। বিক্ষোভ – সমাবেশে গুলিতে নিহত হয়েছে অন্তত ১৩ জন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার পর অন্তত ১৩ জন নিহত হয়েছে। নেপালের এই বিক্ষোভ জেনজিদের আন্দোলন বলে পরিচিতি পেয়েছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমাণ্ডুর বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

    বিক্ষোভকারীরা নিউ বানেশ্বরের ফেডারেল পার্লামেন্ট কমপ্লেক্সেও হামলা চালিয়েছে। এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। বিকেল সোয়া চারটা পর্যন্ত ওই এলাকায় পরিস্থিতি অশান্ত রয়েছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে তাদের ওপর বলপ্রয়োগে বাধ্য হয়েছে নিরাপত্তা কর্মীরা।

    সরকারের মুখপাত্র এবং যোগাযোগমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

    বিবিসিকে তিনি বলেছেন, “সরকার কিছু একটা করবে।”

    দেশটিতে ২৬ টি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডুসহ অন্যান্য শহরে বিক্ষোভ করছে জেনজিরা।

    তরুণ প্রজন্মের এই বিক্ষোভকারীরা “জেন জি” হিসেবে পরিচিত।

    সিভিল সার্ভিস হাসপাতালের মেডিকেল ডিরেক্টর দীপক পাউডেল জানিয়েছেন, শুধুমাত্র ওই হাসপাতালেই একশ জনেরও বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছিল। তাদের অনেকেই রাবার বুলেটে আহত হয়েছেন।

    কাঠমান্ডু ভ্যালি পুলিশ অফিসের মুখপাত্র শেখর খানাল বলেছেন," কতজন আহত হয়েছেন তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয় পক্ষের লোকজনই আহত হয়েছেন।"

    সমাবেশ চলাকালীন সংঘর্ষের পর কাঠমান্ডুর স্থানীয় প্রশাসন সংসদ ভবনের আশেপাশের এলাকা সহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে।

    দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সিংহ দরবারের কাছে মাইতিঘরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা সকালে নতুন বানেশ্বরের সংসদ ভবনের দিকে অগ্রসর হয়।

    সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ বল প্রয়োগ করে এবং স্থানীয় প্রশাসন ওই এলাকায় কারফিউ জারি করে। পরে অন্যান্য স্থানেও কারফিউ জারি করা হয়।

    বিক্ষোভকারীরা সংসদ ভবন কমপ্লেক্সে প্রবেশ করলে আজ সোমবার বিকেলে নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

    কারফিউ ঘোষণার পর কাঠমান্ডুর রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

    নেপাল সেনাবাহিনীর মুখপাত্র সহকারী লেফটেন্যান্ট জেনারেল রাজারাম বাসনেত বলেছেন, স্থানীয় প্রশাসন আইন- ২০২৮ এর বিধান অনুসারে জেলা নিরাপত্তা কমিটির সুপারিশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

    নেপাল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিক্ষোভকারীরা নিউ বানেশ্বরের ফেডারেল পার্লামেন্ট কমপ্লেক্সেও হামলা চালিয়েছে।এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে।
  12. খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারের মামলা

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারের মামলা করেছে সিআইডি।

    আজ সোমবার সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণও মিলেছে।

    মোতাল্লেছ হোসেনের এম এল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও, অনুসন্ধানকালে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা ঠিকাদারি, আমদানি-রপ্তানি কার্যক্রম পাওয়া যায়নি বলে জানিয়েছে সিআইডি।

    সিআইডির পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতাল্লেছ হোসেন নিজেকে কখনও গার্মেন্টস মালিক, কখনও চা-বাগানের উদ্যোক্তা বা ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন বলে অভিযোগ রয়েছে।

    পরে তিনি বিএনপির দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে তার নিজস্ব ব্যাংক হিসাবে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করেন এবং তা আত্মসাৎ করেন।

    বর্তমানে তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা পাঁচ কোটি তিন লাখ টাকার বেশি আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

    এ ঘটনায় গত সাতই সেপ্টেম্বর মোতাল্লেছ হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুই - তিনজনকে আসামি করে পল্লবী থানায় অর্থপাচারের মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

  13. সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে পুলিশ

    সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান
    ছবির ক্যাপশান, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

    সেই সাথে ঝটিকা মিছিলে অংশগ্রহণ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ সোমবার এক খুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, সাবেক সচিবসহ এই ছয়জনকে শাহবাগ থানার মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    ডিএমপির উপ - পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে জানান, " গতকাল রাত আড়াইটায় ইস্কাটন এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এই সচিবকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গতকাল বিভিন্ন এলাকার ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে। "

    গত ২৮ শে অগাস্ট সেগুনবাগিচায় ডিআরইউ অডিটোরিয়ামে মঞ্চ ৭১ নামের একটি প্ল্যাটফর্ম এক অনুষ্ঠান আয়োজন করে।

    ওই অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ বেশ কয়েকজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়।

    মি. রহমান জানান ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাবেক সচিবকে গ্রেফতার করা হয়েছে।

    আওয়ামী লীগের শাসনামলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবু আলম শহীদ খান। অবসরের পর বিভিন্ন টকশোতে অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন।

    ১৯৯৬ সালে বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি তৎকালীন শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  14. জেরুজালেমে বন্দুকধারীদের সাথে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত

    পুলিশ জানিয়েছে, রামত জংশনে দুইজন বন্দুকধারী হঠাৎ করে গুলি করতে শুরু করে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পুলিশ জানিয়েছে, রামত জংশনে দুইজন বন্দুকধারী হঠাৎ করে গুলি করতে শুরু করে

    ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে জেরুজালেমে অন্তত পাঁচজন নিহত আর সাতজন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় প্যারামেডিক ও পুলিশ জানিয়েছে।

    ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের উত্তর শহরতলীতে রামত জংশনে একটি বাসস্টপে দুইজন ‘সন্ত্রাসী’ গুলি করতে শুরু করে।

    একজন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক একজন ব্যক্তি তাদের দিকে পাল্টা গুলি করে তাদের দমন করতে সক্ষম হয়।

    প্রাথমিকভাবে জানা গেছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৩০ বছর বয়সী তিনজন তরুণ, ৫০ বছর বয়সী একজন পুরুষ ও ৫০ বছর বয়সী একজন নারী রয়েছেন।

    কোনও গোষ্ঠী থেকে এখনো এ হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়নি, যদিও হামাস এ হামলার প্রশংসা করেছে।

    পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

    সেই সাথে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে।

    আরো পড়তে পারেন:

  15. বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগত

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের দিনের উল্লেখযোগ্য খবরগুলো পড়তে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে