আলোচনার সময় এমন কর্মসূচি, অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা- মির্জা ফখরুল

সরকার চাপে পড়ে শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পিআর সহ নানা দাবিতে ঢাকায় সাত দলের পৃথক কর্মসূচি পালন। আলোচনার সময় এমন কর্মসূচি, অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনের ঘটনাপ্রবাহ দেখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছেন না বলেই আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
    • সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে ‘গণভোট’ দেয়ার আহ্বান জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
    • আলোচনা চলমান থাকা অবস্থায় মাঠের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি, যা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • নতুন সরকারের দায়িত্ব নেয়ার জন্য চৌঠা অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক নাহিদ ইসলাম।
    • কুমিল্লার হোমনায় ফেসবুকে ইসলামের নবীকে নিয়ে কটূক্তির জেরে একাধিক মাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় একটি মাজারে আগুন দেয়ারও অভিযোগ উঠেছে।
    • দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
    • জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় নিয়ে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় এগিয়ে এনেছে বাংলা একাডেমি। সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ১৭ই ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা, চলবে এক মাস।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৭ জনে।
    • বাংলাদেশের দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. দুর্গাপূজা ঘিরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ- স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

    দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, “পঞ্চগড় এলাকায় যে ঘটনাটি ছড়ানো হয়েছে সেটি ওনারা নিজেরা ইন্সপেকশন করে আসছে, সবগুলা মিথ্যা সংবাদ।”

    এসব অপপ্রচারের বিপরীতে সত্য সংবাদ প্রচার করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।

    দুর্গাপূজা ঘিরে দেশের ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান মি. চৌধুরী। বলেন, কোনো কোনো স্থানে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটতে পারে, তবে সরকার প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

    এসময় পাঁচই অগাস্টের পর র‍্যাবের কার্যক্রম অনেক ভালো হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

  3. কুমিল্লায় ফেসবুকে কটূক্তির জেরে মাজারে ভাঙচুর-অগ্নিসংযোগ

    মাজারে হামলা ভাঙচুর করছে একদল ব্যাক্তি

    ছবির উৎস, ABDUL HAI SARKAR

    ছবির ক্যাপশান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

    কুমিল্লার হোমনায় ফেসবুকে ইসলামের নবীকে নিয়ে কটূক্তির জেরে একাধিক মাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় একটি মাজারে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, বুধবার নবীকে নিয়ে কটূক্তি করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এক ব্যক্তি। এই ঘটনা পুলিশের নজরে আসলে ওই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়।

    মি. ইসলাম বলেন, “যে লোককে অ্যারেস্ট করা হয়েছে তার দাদার নামে একটা মাজার আছে এলাকায়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা আজ সকালে এক হয়ে অভিযুক্তের দাদার নামে করা মাজারের পাশাপাশি অন্য দুটি মাজারেও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে,” বলেন তিনি।

    মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

    “এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,” বিবিসি বাংলাকে বলেন মি. ইসলাম।

    ফেসবুকে কটূক্তি ও একজনকে গ্রেফতারের ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই হোমনার আসাদপুর এলাকায় উত্তেজনা ছিল বলে জানান স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুল হক সরকার।

    “গ্রেফতারের ঘটনায় এক পক্ষ বিক্ষোভ করতে পারে এমন খবর পেয়ে এলাকার তৌহিদি জনতা মাজারে ভাঙচুর চালায়। এসময় পাশাপশি থাকা চারটি মাজার ও আশপাশের কিছু দোকনপাটও ভেঙে ফেলা হয়,” বিবিসি বাংলাকে বলেন মি. সরকার।

  4. এশিয়া কাপে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ

    আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের

    এশিয়া কাপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে আফগানিস্তান।

    লড়াইটা শ্রীলঙ্কা-আফগানিস্তানের হলেও, বাংলাদেশের সুপার ফোর ভাগ্য ঝুলে আছে এই ম্যাচের ফলাফলের উপর।

    দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে সুপার ফোরে নিজেদের জায়গা অনেকটাই নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তবে সমান পয়েন্ট থাকলেও রানরেট কম থাকায় এখনো পরের ধাপ নিশ্চিত নয় বাংলাদেশের। এক্ষেত্রে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

    আফগানিস্তানের জন্যও এটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এই ম্যাচ জিতলে রান ব্যবধানে বাংলাদেশকে পেছনে ফেলে সুপার ফোরে জায়গা করে নেবে তারাও। আর আফগানিস্তানের পরাজয়ে পরের ধাপে উঠবে বাংলাদেশ।

    অবশ্য লঙ্কানদের বিপক্ষে আফগানরা জিতে গেলেও গাণিতিক হিসাবে বাংলাদেশ পরের ধাপে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সেজন্য বিশাল ব্যবধানে হারতে হবে লঙ্কানদের। নেট রান রেটের এই হিসাব যে বাংলাদেশ মিলাতে চাইবে না সেটি না বললেও চলছে।

  5. আলোচনার সময় এমন কর্মসূচি, অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা- মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আলোচনা চলমান থাকা অবস্থায় মাঠের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।

    আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না, জামায়াতের সেক্রেটারি জেনারেলের এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে, তাদের উদ্দেশে পাল্টা প্রশ্ন করেন মি. আলমগীর। তিনি বলেন, “তাদের কাছে আমার প্রশ্ন, রাজপথে আসলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে?”

    এসময় পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান আবারও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। বলেন, “পিআরের পক্ষে নয় বিএনপি।”

    পাশাপাশি, বিএনপি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বলেও জানান মি. আলমগীর।

  6. এ বছরের ডিসেম্বরেই অমর একুশে বইমেলা

    এ বছরের ১৭ই ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা, চলবে এক মাস।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এ বছরের ১৭ই ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা, চলবে এক মাস।

    জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় নিয়ে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় এগিয়ে এনেছে বাংলা একাডেমি। সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ১৭ই ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা, চলবে এক মাস।

    বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    মোহাম্মদ আজম বলেন, "প্রকাশক ও সংশ্লিষ্টদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বাস্তবতা ও রমজান বিবেচনায় নিয়ে মেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমাদের একটি মধ্যপন্থা নিতে হয়েছে।"

    বাংলাদেশে অমর একুশে বইমেলা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে চলে মাসব্যাপী।

    এর আগে করোনা মহামারির সময় বইমেলার সময় পরিবর্তিত হতে দেখা গিয়েছিল। সেবার মার্চ-এপ্রিলে মেলা অনুষ্ঠিত হয়।

  7. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু

    ডেঙ্গুর জীবাণু বহন করে এডিস মশা।
    ছবির ক্যাপশান, ডেঙ্গুর জীবাণু বহন করে এডিস মশা।

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৭ জনে।

    এক দিনে মৃত্যুর এই সংখ্যা এ বছর সর্বোচ্চ। এর আগে ১১ সেপ্টেম্বরও ছয় জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, মৃতদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ।

    এদের মধ্যে দুজন ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে ভর্তি ছিলেন। বাকি চারজন চিকিৎসা নিচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

    এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয় জুলাই মাসে। তবে সেপ্টেম্বরের ১৮ দিনে সেই সংখ্যা ছাড়িয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

  8. দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ আলাদা করে প্রজ্ঞাপন জারি

    বাংলাদেশের দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারির খবর নিশ্চিত করে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি বহুলাংশে বাড়বে।

    মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস রিলিজে বলা হয়, জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ— এই তিন পর্যায়ের বিচারকদের একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়। একই বিচারকের ওপর এই দুই দায়িত্ব মামলাজট এবং বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ।

    দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

  9. সরকার চাপে পড়ে শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে- গোলাম পরওয়ার

    ঢাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিক্ষোভ সমাবেশের পর মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

    "আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছি না বলেই আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে" এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, "মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে।"

    বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

    মি. পরওয়ার বলেন, যারা দেশে আবারো কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করতে চায় তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে।

    জামায়াত নেতারা বলেন, ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্য এতো আলোচনা হলেও একটি দল বলছে সবকিছু পরে হবে। সবকিছু যদি পরেই হবে, তাহলে এতো আলোচনা কেনো?

    এসময় পিআর ইস্যুতে ‘গণভোট’ দিতে সরকারের উদ্দেশে আহ্বান জানান জামায়াত নেতারা। বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।

  10. পিআর এর দাবিতে ‘গণভোট’ চাইলো ইসলামী আন্দোলন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

    সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে ‘গণভোট’ দেয়ার আহ্বান জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

    ঢাকায় সাত দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

    এসময় মি. করিম বলেন, “বিএনপির একজন নেতা বলেছেন, ৯০ শতাংশ ভোট তাদের, যদি তাই হয় তাহলে তো তারা আসন পাবে ২৭০ এর ওপরে। তারা তো এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়?”

    সংস্কার ও বিচার নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের নেতারা। সরকারের উদ্দেশে মি. করিম বলেন, “সংস্কার ও বিচার না করে আপনি কীভাবে নির্বাচন দেন?”

    সমাবেশের পর ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

  11. চৌঠা অগাস্ট অধ্যাপক ইউনূসকে প্রস্তাব দেয়া হয়েছিল বললেন নাহিদ ইসলাম

    সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    নতুন সরকারের দায়িত্ব নেয়ার জন্য চৌঠা অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক নাহিদ ইসলাম।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষী দেয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    মি. ইসলাম বলেন, “তেসরা অগাস্ট যেহেতু সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি একদফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একজন নতুন সরকার প্রধানের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল।”

    “সেই প্রেক্ষাপটেই আমরা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে ভেবে নিয়েছিলাম, অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে। এজন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করি,” বলেন তিনি।

    এর আগে সকাল সোয়া ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করেন বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১।

    সংবাদ সম্মেলনে, জুলাই আন্দোলন চলাকালে সমন্বয়কদের কীভাবে জোর করে আন্দোলন থেকে সরে আসার জন্য চাপ দেওয়া হয়েছিল সেসব বিষয় নিয়েও কথা বলেন তিনি।

  12. পিআর সহ নানা দাবিতে ঢাকায় সাত দলের পৃথক কর্মসূচি

    ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে কর্মসূচি শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
    ছবির ক্যাপশান, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে কর্মসূচি শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর সহ অভিন্ন কিছু দাবিতে সাত দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে নিজেদের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করে দলটি।

    জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি চালু করা এবং বিগত সরকারের সময় গণহত্যা ও জেল-জুলুমের বিচার দৃশ্যমান করাসহ প্রায় অভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সাতটি দল।

    বিকেল সাড়ে চারটায় সংক্ষিপ্ত সমাবেশের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সময়ে, উত্তর গেটে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও।

    এছাড়া বিকেল চারটায় একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আর বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি পালন করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা।

    প্রায় অভিন্ন দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সাতটি দল। বৃহস্পতিবার রাজধানী ঢাকার পর শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬শে সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলগুলো।