মাগুরায় শিশুটির দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় নিপীড়নে নিহত শিশুটির দাফন সম্পন্ন। অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা। ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে, ২৬ শে মার্চ চীন সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ১৩ই মার্চ, বৃহস্পতিবার সারাদিনের উল্লেখযোগ্য ঘটনা

    • মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে। দুপুরে সিএমএইচ থেকে মরদেহ মাগুরায় নিয়ে যাওয়ায় হয়। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
    • শিশু যৌন নিপীড়নে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ স্থানীয় জনতা সেখানে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
    • ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। তবে বক্তব্যে অনেকগুলো 'যদি', 'কিন্তু' জুড়ে দিয়েছেন তিনি।
    • চারদিনের সফরে আগামী ২৬শে মার্চ চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৮শে মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
    • ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের করা এমন মন্তব্যের 'নিন্দা ও প্রতিবাদ' জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
    • চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
    • ভারতের কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে 'অভ্যুত্থান বা অস্থিতিশীলতার' ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে, একে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।
    • ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
    • পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে সম্প্রতি যে মন্তব্য করা হয়েছে, তা 'অযাচিত এবং অন্যদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল বলে মনে করে বাংলাদেশ।
    • বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
    • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন তাদের বেতন দশম গ্রেডে হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ।
    • বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ঢাকার শাহবাগ মোড়ও রয়েছে।

    তাৎক্ষণিক সংবাদ ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন - বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

    আরেফিন সিদ্দিক

    ছবির উৎস, UNIVERSITY OF DHAKA

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই।

    বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন।

    আরেফিন সিদ্দিক গত ছয়ই মার্চ স্ট্রোক করেন। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

    ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম ভিসি হিসেবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক।

    তিনি টানা দুই মেয়াদে ২০১৭ সাল পর্যন্ত ওই পদে ছিলেন। এই সময়ে নানা ঘটনায় আলোচিত হন তিনি।

    সর্বশেষ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক সিদ্দিক।

    পরিবারের সদস্যরা জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

    এরপর, আজিমপুর কবরস্থানে বাবা-মার কবরে দাফন করা হবে তাকে।

  3. যুদ্ধবিরতিতে 'রাজি' রাশিয়া, তবে...

    ভ্লাদিমির পুতিন

    ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন।

    তবে বক্তব্যে অনেকগুলো 'যদি', 'কিন্তু' জুড়ে দিয়েছেন তিনি।

    বলেছেন, তিনি যুদ্ধবিরতিতে রাজি। কিন্তু, সেটি হতে হবে দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে।

    মি. পুতিন আরো বলেন, যদি দুই হাজার কিলোমিটার এলাকার কোথাও কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেটা কে দেখবে?

    বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

    এদিকে, বৃহস্পতিবার বিকেলেই মস্কোয় মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উটকফের সাথে তার রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ ইউরি উশাকভ।

  4. মাগুরায় শিশু নিপীড়নে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

    মাগুরায় শিশু যৌন নিপীড়নে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

    মাগুরায় শিশু যৌন নিপীড়নে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    বিক্ষুব্ধ স্থানীয় জনতা সেখানে আগুন দিয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মাগুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন।

    নান্দুয়ালী চরপড়া এলাকার বাড়িটি মৃত শিশুটির বোনের শ্বশুরবাড়ি। যেখানে বেড়াতে এসে গত পাঁচই মার্চ সে যৌন নিপীড়নের শিকার হয় বলে অভিযোগ ওঠে।

    প্রায় আট দিন হাসপাতালে শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত বুধবার মৃত্যুর কাছে হেরে যায় আট বছর বয়সী শিশুটি।

    সন্ধ্যায় তার মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে সরাসরি মাগুরা নিয়ে যাওয়া হয়।

    সেখানে জানাজা শেষে দাফন করা হয় তাকে।

    মাগুরার শিশু নিপীড়নের ঘটনা বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করে। প্রতিবাদে রাস্তায় নামে বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ।

  5. ডিএনএ স্যাম্পল নেয়া হয়ে গেছে, সাত দিনেই বিচার শুরু - আইন উপদেষ্টা, মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রসঙ্গে

    মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    আইন উপদেষ্টা বলেন, "ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে, আশা করি আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাবো। এরই মধ্যে ১২-১৩ জনের ১৬১ ধারায় স্টেটমেন্ট (জবানবন্দি) নেওয়া হয়েছে। আশা করছি আগামী সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে।"

    "আমরা যদি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারকরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করে বিচার করতে পারবেন।" - যোগ করেন তিনি।

    প্রায় আট দিন হাসপাতালে শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত বৃহস্পতিবার মৃত্যুর কাছে হেরে যায় মাগুরার আট বছর বয়সী শিশুটি। আজই সন্ধ্যায় তার মরদেহ দাফনের জন্য সামরিক হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সরাসরি মাগুরায় নেওয়া হয়।

    বিবিসি বাংলার প্রতিবেদন পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন

  6. ২৬শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    চারদিনের সফরে আগামী ২৬শে মার্চ চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    ২৮শে মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।

    এর আগের দিন তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

    ২৯শে মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চ পর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে।

  7. ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’, মাহফুজ আলমের বক্তব্যে 'নিন্দা' দলটির

    ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের করা এমন মন্তব্যের 'নিন্দা ও প্রতিবাদ' জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    বুধবার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মি. আলম লিখেন, "জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। কিন্তু, নাহিদ ইসলাম (সাবেক তথ্য উপদেষ্টা) যেভাবে বলেছেন এ অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলেছি, জামায়াতের যারা বাংলাদেশপন্থী, তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন।..."

    এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে বলা হয়েছে, "আমি তার এ ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত।"

    "মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না।" - যোগ করা হয় বিবৃতিতে।

    এতে আরো বলা হয় - "রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেয়া সমীচীন। তার এ বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে।"

  8. জাতিসংঘ মহাসচিব ঢাকায়

    জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা।

    ছবির উৎস, CHIEF ADVISER'S PRESS WING

    ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

    বিকেল পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

    অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

    চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব।

    এই সফরে তার কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করার কথা রয়েছে।

  9. সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম- বাংলাদেশ সরকার

    ভারতের কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে 'অভ্যুত্থান বা অস্থিতিশীলতার' ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে, একে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

    এতে বলা হয়, "দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডেসহ ভারতের কিছু সংবাদমাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার অভিযোগে যে খবর প্রকাশ করেছে, তা কেবল ভিত্তিহীনই নয়, বরং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনও।"

    "এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা, (অন্য দেশের) হস্তক্ষেপ না করার নীতির পরিপন্থী," যোগ করা হয় বিবৃতিতে।

    এতে আরো বলা হয়, "তথ্য প্রমাণ ছাড়া এমন চাঞ্চল্যকর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। যা আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের জন্যও ক্ষতিকর।"

  10. পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

    ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে যা বিএসএমএমইউ নামেও পরিচিত, এর নাম পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

    শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নামও পাল্টে ফেলা হবে।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও ​​চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

    এই অধ্যাদেশের ​উদ্যোক্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

    স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে প্রস্তাবিত ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায়ও নীতিগত ও চূড়ান্ত ​​অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা-এর নাম পরিবর্তিত হয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

    একই দফতরের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ​২০২৫’-​এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নাম পরিবর্তিত হয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

  11. নির্বাচন ও সংখ্যালঘু নিয়ে ভারতের মন্তব্যের পাল্টা সমালোচনা বাংলাদেশের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং

    বাংলাদেশের নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে সম্প্রতি যে মন্তব্য করা হয়েছে, তা 'অযাচিত এবং অন্যদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল বলে মনে করে বাংলাদেশ।

    বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

    মি. আলম বলেন, "বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন-শৃঙ্খলা, সংখ্যালঘুর মত বিষয়গুলো একান্তই অভ্যন্তরীণ বিষয়।

    "এসব বিষয়ে (ভারতের) এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর ও বাস্তবতার ভুল প্রতিফলন," যোগ করেন তিনি।

    রফিকুল আলম বলেন, তারা আশা করেন ভারত সরকার এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

    গত সাতই মার্চ দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন, নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    এ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন - আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত

  12. ইসি'র অধীনেই এনআইডি সেবা চালু রাখতে মানববন্ধন

    জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবার কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই রাখতে মানববন্ধন করেছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

    বৃহস্পতিবার নির্বাচন ভবনের সামনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব সেখান থেকে সরিয়ে অন্য প্রতিষ্ঠানকে দিলে সেটি ভালো সিদ্ধান্ত হবে না।

    নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা আগে থেকেই এই ইস্যুতে আন্দোলন করে আসছেন।

    বুধবার আগারগাঁওয়ের আইসিটি ভবনে 'এনআইডির ওনারশিপ' শীর্ষক এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আপাতত নির্বাচন কমিশনের কাছেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা কার্যক্রম থাকছে। তবে ভবিষ্যতে স্বাধীন ডেটা অথরিটির কাছে এর দায়িত্ব ন্যস্ত করা হবে।

  13. লিবিয়া থেকে ফিরেছেন পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি

    ফেরত আসা একজন
    ছবির ক্যাপশান, লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিরা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

    অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও পাচারের শিকার মোট ১৭৬ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

    বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

    তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলির একটি বন্দিশিবিরে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় থাকার কারণে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

    এর আগে, বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দেয়।

    আগামী ১৯ ও ২৬শে মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

    উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

  14. মাগুরার সেই শিশুটি মারা গেছে

    মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

    শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।

    উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

    বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলেও জানিয়েছিল সেনাবাহিনী।

    শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি।

    গত পাঁচই মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা।

    মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

  15. সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আবারো বাড়লো

    বাংলাদেশ সেনাবাহিনী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ সেনাবাহিনী

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

    জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায়।

    সেখানে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চ থেকে ৬০ দিনের জন্য এই ক্ষমতা দেয়া হয়েছে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

    সরকার পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলে গত ১৭ই সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়।

    পরে ৩০শে সেপ্টেম্বর থেকে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়। এই মেয়াদ একাধিকবার দুই মাস করে বাড়িয়েছে সরকার।

  16. প্রাথমিকের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন

    আদালত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হাইকোর্ট

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে এখন থেকে সব প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

    বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

    হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগ এই রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

    ২০১৪ সালের ৯ই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন এবং একই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

    কিন্তু তখন মন্ত্রণালয় কৌশলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রবেশ পদে প্রশিক্ষণপ্রাপ্তদের ১১তম গ্রেড ও প্রশিক্ষণবিহীনদের ১২তম গ্রেড নির্ধারণ করে।

    ২০১৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করাসহ গেজেটেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ই মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেন হাইকোর্ট।

    পরে ২০২২ সালের ৬ই জানুয়ারি এ বিষয়ে রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে আপিল খারিজ করে দিয়ে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

    হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের ওই রায় দীর্ঘ তিন মাসেও কার্যকর না করায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার মামলা করেন।

  17. শাহবাগ মোড়, সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

    ডিএমপির লোগো

    ছবির উৎস, DMP

    ছবির ক্যাপশান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

    বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ঢাকার শাহবাগ মোড়ও রয়েছে।

    বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। আজ থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৩ই মার্চ ২০২৫, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

  18. ক্ষমা চাইলেন কান ধরিয়ে উঠবস করানো ব্যক্তি

    দুই ভুক্তভোগীকে জড়িয়ে ধরে তিনি ক্ষমা চান
    ছবির ক্যাপশান, দুই ভুক্তভোগীকে জড়িয়ে ধরে তিনি ক্ষমা চান

    খাবার হোটেল থেকে লোকজনকে বের করে এনে কানধরে উঠবস করানোর ঘটনায় ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত ব্যক্তি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দুই ভুক্তভোগীকে জড়িয়ে ধরে ক্ষমা চান তিনি।

    ওই ব্যক্তির নাম আব্দুল আজিজ এবং তিনি স্থানীয় বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

    ওই ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, আমি আসলে যে কাজটি করেছি এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সেজন্য এটা আমার করা ঠিক হয়নি। এজন্য আমি তাদের কাছে ক্ষমা চাই। তারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের কাজ আর কখনও করবো না।

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্মীপুর শহরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মি. আজিজ আরও কয়েকজনকে সাথে নিয়ে কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে ঢুকে পড়ছেন।

    রোজা না রেখে হোটেলে খাওয়ার কারণে তিনি ভেতর থেকে কয়েকজনকে বের করে রাস্তায় এনে কান ধরে ওঠবস করাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন বৃদ্ধ ব্যক্তিও ছিলেন। তাদেরও প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো হয়।

    এ সময় মি. আজিজকে হাতে লাঠি নিয়ে আঘাত করার হুমকিও দিতে দেখা যায়। এ ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে।

  19. মাগুরার সেই শিশুটির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’

    যৌন নিপীড়ন, প্রতীকী ছবি
    ছবির ক্যাপশান, যৌন নিপীড়ন, প্রতীকী ছবি

    যৌন নিপীড়নের শিকার হওয়া মাগুরার শিশুটির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এক বার্তায় তারা জানায়, আজ আরও দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আট বছর বয়সী শিশুটির। তার ব্রেনফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল ৩। রক্তচাপ ও অক্সিজেন লেভেলওঅনেক কম।

    শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু আইসিইউতে আছে। গত ৮মার্চ সন্ধ্যায় শিশুটিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে আনা হয়।

    বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে জানানো হয়।

    গত পাঁচই মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা।

    মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে আছে।

  20. চার দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

    ছবির উৎস, Getty Images

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

    বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

    বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি তৌহিদ হোসেনের সাথে তার পৃথক বৈঠকের কথা রয়েছে।

    সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুর পাশাপাশি জুলাই আন্দোলনের তদন্ত ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    বৈঠকের পর, গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজারে যাবেন। সেখানে গিয়ে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেইসাথে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন তিনি।

    শনিবার সকালে জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শনের পাশাপাশি দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মি. গুতেরেসের।

    এছাড়া তিনি সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন। সেদিনই জাতিসংঘের মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করছেন প্রধান উপদেষ্টা।

    এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এসেছিলেন আন্তোনিও গুতেরেস। প্রায় সাত বছর পর এবার ভিন্ন বাস্তবতায় তিনি বাংলাদেশে সফরে আসছেন।

    সরকারের আশা, জাতিসংঘের মহাসচিবের এই সফরের ফলে রোহিঙ্গা সংকটের বিষয়টি আবার বৈশ্বিক আলোচনায় আসবে।