১৩ই মার্চ, বৃহস্পতিবার সারাদিনের উল্লেখযোগ্য ঘটনা
- মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে। দুপুরে সিএমএইচ থেকে মরদেহ মাগুরায় নিয়ে যাওয়ায় হয়। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
- শিশু যৌন নিপীড়নে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ স্থানীয় জনতা সেখানে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
- ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। তবে বক্তব্যে অনেকগুলো 'যদি', 'কিন্তু' জুড়ে দিয়েছেন তিনি।
- চারদিনের সফরে আগামী ২৬শে মার্চ চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৮শে মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
- ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের করা এমন মন্তব্যের 'নিন্দা ও প্রতিবাদ' জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
- চার দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- ভারতের কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে 'অভ্যুত্থান বা অস্থিতিশীলতার' ভিত্তিহীন খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে, একে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।
- ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
- পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে সম্প্রতি যে মন্তব্য করা হয়েছে, তা 'অযাচিত এবং অন্যদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল বলে মনে করে বাংলাদেশ।
- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন তাদের বেতন দশম গ্রেডে হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ।
- বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ঢাকার শাহবাগ মোড়ও রয়েছে।
তাৎক্ষণিক সংবাদ ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন - বিবিসি বাংলার ওয়েবসাইট।












