শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করার জন্য আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সার সংক্ষেপ
পাঁচ বছর আগে করা মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ নেতা।
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রিভিউ নিষ্পত্তি, এর ফলে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল’র হাতে ফিরে এসেছে।
রোববার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠেয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।
স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি দাম এক লাখ ৪০ হাজার টাকা।
গাজার 'জনবহুল'এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৩ জন নিহত।
সরাসরি কভারেজ
রোববার সারাদিন যা যা ঘটেছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না' বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
সরকারি চাকরিতে
প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করেত সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম আন্দোলনকারীদের।
তত্ত্বাবধায়ক
সরকার বাতিলের রায়কে চ্যালেঞ্জ দায়ের করা পৃথক দুটি রিভিউ শুনানি আগামী
বৃহস্পতিবার।
এইচএসসি পরীক্ষার
ফল পুর্নমূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ কিছু শিক্ষার্থীর।
বাংলাদেশ থেকে
পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারেে অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও
বাণিজ্য উপদেষ্টা।
সাকিব আল
হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ধাওয়া বিরোধী
পক্ষের।
লেবাননের
রাজধানী বৈরুতে হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজার
উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছে।
রিভিউ আবেদনে
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই ফিরলো।
শেখ হাসিনা আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ক্ষমতাচ্যুত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'আর রাজনীতি করার জন্য দেশে ফিরতে পারবে না' বলে মন্তব্য
করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, “শেখ
হাসিনা দেশে থাকা সমর্থকদের সরকারবিরোধী
আন্দোলন করার জন্য উস্কানি দিচ্ছে। আমি তাদের বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশে
রাজনীতি করার জন্য আর ফিরতে পারবে না শুধুমাত্র ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই
ফিরবে।”
রোববার জাতীয় প্রেসক্লাবের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মি. ইসলাম
বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যত পুলিশ মারা গিয়েছে এর দায় শেখ হাসিনার।
তিনি বলেন, "আমরা শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলাম কিন্তু তিনি তা না করে দেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত আন্দোলনকারী ছাত্র জনতার উপর স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে।"
"পাঁচই আগস্ট শেখ হাসিনা তার সকল নেতা কর্মী এবং পুলিশ বাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়ে কাউকে না জানিয়ে দেশ থেকে পালিয়ে যায়। শেখ হাসিনার এই সিদ্ধান্তের কারণে সেদিন অনেক পুলিশ সদস্য মারা যায়। এ আন্দোলনে যত পুলিশ মারা গিয়েছে এর দায় শেখ হাসিনার," বলেন তথ্য উপদেষ্টা।
নাহিদ ইসলাম আরো বলেছেন, "আমি টাইম ম্যাগাজিনকে বলেছিলাম শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ ও রক্তচোষা, তাই প্রমাণিত হলো। আমরা প্রথমে নিয়মতান্ত্রিক ভাবেই একটা আন্দোলন করছিলাম। সর্বপ্রথম সরকারের পেটোয়া বাহিনী আমাদের উপর আক্রমণ করে।
আমরা বারবার আমাদের দাবি মেনে নেয়ার কথা বলেছি, কিন্তু তারা আমাদের বন্দুকের সামনে দাঁড় করিয়েছে। আপনারা দেখেছেন কীভাবে আমাদের গুম করা হয়েছে এবং তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে।"
মি. ইসলাম বলেন, “যারা এখনো পলাতক আওয়ামী লীগ
নেতাকর্মীদের উস্কানিতে জনজীবন দুর্বিষহ করার চেষ্টা করছেন তাদেরকে সাবধান করে
দিতে চাই।”
তথ্য উপদেষ্টা
বলেন, “গণমাধ্যমের মধ্য থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করে জনগণের সামনে চিহ্নিত করতে হবে। কারণ আমরা
ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই। ফ্যাসিবাদ
মুক্ত গণমাধ্যম ছাড়া নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না।”
ছবির ক্যাপশান, নাহিদ ইসলাম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারা দেশে ছয় জনের মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের
মধ্যে পাঁচজনই রাজধানী ঢাকার বাসিন্দা।
বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৮ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪৯
হাজার ৮৮০ জন।
রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন
সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত
হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা,
একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং অন্যজন চট্টগ্রামের বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৬৮ জন রয়েছেন
(উত্তর সিটিতে ২৪২ জন আর দক্ষিণ সিটিতে ২২৬ জন)।
এছাড়াও ঢাকা বিভাগে ২৮২ জন, চট্টগ্রাম
বিভাগে ১৯৬ জন, বরিশাল বিভাগে ৮৩ জন, খুলনা
বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট
বিভাগে ৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি
বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে
ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৮৮০ জন।
ছবির ক্যাপশান, চাপ সামলাতে ওয়ার্ডের বাইরেও রোগীর জন্য শয্যার ব্যবস্থা করা হয়েছে কোনও কোনও হাসপাতালে
সোমবারের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আল্টিমেটাম
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে সোমবারের মধ্যে
প্রজ্ঞাপন জারি করার জন্য আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেয়া হয়।
এতে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে এই দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসলেও এখনও তা কার্যকর করা হচ্ছে না।
আন্দোলনকারী শিক্ষার্থীরা
এসময় অভিযোগ করেন, কিছুদিন আগে প্রজ্ঞাপনের কথা বলা হলেও এখনও সে বিষয়ে সিদ্ধান্ত
আসেনি। তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে বয়সসীমা ৩৫ করার দাবিটি মেনে নিতেই হবে।
এই দাবিতে সোমবার শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় এই আন্দোলনের সঙ্গে যুক্ত চাকরি
প্রত্যাশীরা।
দাবি মেনে আগামিকালের (সোমবার) মধ্যে প্রজ্ঞাপন
জারি না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
গত ৩০শে সেপ্টেম্বর চাকরিতে
প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী
সরকার।
ওই কমিটি গত সপ্তাহে চাকরিতে প্রবেশে পুরুষদের বয়সসীমা ৩৫ এবং
নারীদের ক্ষেত্রে তা ৩৭ বছর করার সুপারিশ করেছে।
ছবির উৎস, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ
ছবির ক্যাপশান, সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে আল্টিমেটাম
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি বৃহস্পতিবার
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে দায়ের করা দুটি পৃথক রিভিউ শুনানি আগামী
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের চেম্বার
বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার পিটিশনের শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে
পাঠিয়েছেন।
পিটিশনকারীর
আইনজীবীরা শুনানির জন্য বিষয়টি উত্থাপন করলে চেম্বার বিচারপতি এই আদেশ দেন।
বিএনপি মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর এবং সুশাসনের জন্য নাগরিক বা 'সুজনে'র সম্পাদক বদিউল আলম মজুমদার
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর লক্ষ্যে রায় পুনর্বিবেচনার এই দুটি আবেদন করেন।
বৃহস্পতিবার আপিল
বিভাগের কার্যতালিকার শুরুতেই থাকতে পারে এই আবেদন দুটি।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ১৯৯৬ সালে
ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়।
২০১১ সালের ১০ই মে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে সাতজন
বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।
এর মাস দেড়েক পরই ৩০শে জুন
সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা
হয়।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন
এইচএসসি-র ফল পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ডে বিক্ষোভ-ভাঙচুর
ছবির উৎস, Getty Images
সদ্যপ্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুর্নমূল্যায়নের দাবিতে
ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ দেখিয়েছে বেশ কিছু শিক্ষার্থী।
এসময় তারা এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে 'বৈষম্যহীন' এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার দাবি জানায়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বোর্ডের ভেতর ঢুকতে গেলে তাদের ওপর
হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এতে কয়েকজন
শিক্ষার্থী আহতও হয়েছেন।
বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, ওই শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে গিয়ে প্রথমে ভাঙচুর চালায় ও পরে সেখানে
চেয়ারম্যানকে অবরুদ্ধও করে রাখে কিছুক্ষণ।
গত
১৫ই অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ওই
ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে 'এইচএসসি
ব্যাচ ২০২৪' ব্যানারে একদল শিক্ষার্থী রোববার দুপুরে কেন্দ্রীয়
শহীদ মিনারে জড়ো হয়।
পরে
তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে মিছিল নিয়ে যায়।
সেখানে তারা ভেতরে প্রবেশ করতে চাইল মূল ফটকে তালা দেন
কর্মচারীরা। সেখানে বোর্ড কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ ও
সেনাবাহিনী।
একই দাবিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ
করেছে কিছু শিক্ষার্থী।
পাচার হওয়া অর্থ ফেরত আনা আমাদের অগ্রাধিকার : অর্থ উপদেষ্টা
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা
অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা
সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন,
এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু হয়ে গেছে। টাস্কফোর্স গঠন করা হয়েছে;
একটি কমিটিও আছে।
সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত
উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা এসময় বলেন, “পাচার হওয়া
অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহায়তা লাগবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটন
গেছেন। আমরাও যাচ্ছি। সেখান থেকে কিছু সহায়তা আসবে। তবে পাচার হওয়া অর্থ সম্পর্কে
অনেক তথ্য লাগবে।”
পাচার হওয়া অর্থ কবে নাগাদ ফেরত আসতে
পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মি. আহমেদ বলেন,
“এসব টাকা অনেক দিন ধরে পাচার হয়েছে; এখন তো
আর দিনক্ষণ ধরে বলে দেওয়া সম্ভব নয়, কবে ফেরত আসবে। তবে কাজ
শুরু হয়েছে।”
ছবির ক্যাপশান, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
হাইকোর্টে কিছু বিচারকের বিরুদ্ধে প্রচুর অভিযোগ : আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন
সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, "হাইকোর্টে
কিছু বিচারক আছেন, ওনাদের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরে প্রচুর অভিযোগ
রয়েছে।"
রোববার সচিবালয়ে
নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা
বলেন, “সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউয়ের আবেদন নিষ্পত্তির মাধ্যমে
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হয়েছে। এটা নিয়ে কিছুটা 'কনফিউশন' ছিল।
আজকের আদালতের রায়ের মাধ্যমে তা দূর হয়েছে।”
আইন উপদেষ্টা মি.
নজরুল এসময় বলেন, "সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন বাতিল ছিল তখন
উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহি নিশ্চিত করার ফোরাম ছিল না। আবার জবাবদিহি
নিশ্চিত করার ইচ্ছাও তৎকালীন উচ্চ আদালতের প্রশাসনের ছিল না।”
ছবির ক্যাপশান, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল
বিজিএমইএ-তে নতুন প্রশাসক বসিয়েছে সরকার, আগের পর্যদ পাতিল
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন প্রশাসক বসিয়েছে
সরকার।
রপ্তানি উন্নয়ন
ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বিজিএমইএ-র প্রশাসক হিসেবে
নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার বাণিজ্য
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো
হয়েছে।
এতে বলা হয়েছে, বাণিজ্য
সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বিজিএমইএ-র
প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত
প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে
নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
গত ৫ আগস্ট
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-সহ বেশ কিছু
বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় সরকার। অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে
বিজিএমইএ-র সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি।
ছবির উৎস, Ministry of Commerce and Industry
ছবির ক্যাপশান, বিজিএমইএ-র নবনিযুক্ত প্রশাসক মো. আনোয়ার হোসেন
বাংলাদেশ জাতীয়
দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরত ‘সাকিব ভক্তদের’ ধাওয়া দিয়েছে ‘সাকিব বিরোধীরা’।
গত কয়েকদিন ধরেই ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ইস্যুতে বিক্ষোভ চলছিল।
সাকিবকে দেশে
ফিরিয়ে অবসরের সুযোগ দিতে রোববার 'লং মার্চে'র ঘোষণা দেন তার ভক্তরা।
এ সময় সাকিব
ভক্তরা দুপুরে মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে সাকিব আল হাসানের নামে বিভিন্ন
শ্লোগান দেন।
মিছিল শেষে তারা
মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা
দেয়।
তার কিছুক্ষণ পর
সেখানে লাঠিসোঠা নিয়ে আসে ‘সাকিব বিরোধীরা’।
সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় ‘সাকিব ভক্তরা’ যখন সেখানে মিছিল ও
শ্লোগান দিচ্ছিলেন, তখন লাঠিসোঠা নিয়ে তাদের ধাওয়া দেয় বিরোধীরা।
ভিডিওতে দেখা
যায় সাকিব বিরোধীদের ধাওয়া দেয়ার পর সেখান থেকে দৌড়ে সরে যান সাকিব ভক্তরা।
সেসময় সেখানে
আইনশৃংখলা বাহিনীর সদস্য ও সেনাবাহিনী সদস্যদের উপস্থিতিও দেখা যায় ভিডিওতে।
সাকিব ভক্তরা
ছত্রভঙ্গ হওয়ার পর তার বিরোধীরা সাকিব আল হাসান বিরোধী মিছিল ও শ্লোগান দেয়া শুরু
করে।
মেধাতালিকায় ১৪তম স্থান নিয়ে অনার্স পাস করেছেন রংপুরের আবু সাঈদ
ছবির উৎস, Sharier Mim
ছবির ক্যাপশান, বুলেটবিদ্ধ হওয়ার আগে পুলিশের সামনে এভাবেই দাঁড়িয়েছিলেন আবু সাঈদ
বৈষম্যবিরোধী
আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি
বিভাগের ছাত্র আবু সাঈদের স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল রোববার প্রকাশিত হয়েছে।
তিনি সিজিপিএ
৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন বলে জানিয়েছে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক মোঃ শওকাত আলীর
অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল
প্রকাশকালে উপাচার্য বলেন,
“আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম
স্থান অধিকার করেছে। এটি আমাদের ভালো লাগার বিষয়। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা
শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।”
কোটা সংস্কার আন্দালন চলাকালে ১৬ই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশে গুলিতে মাটিতে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিলো।
সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছিলো, তাতে দেখা যায় তিনি দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। আর উল্টো দিক থেকে পুলিশ শটগান থেকে গুলি ছুঁড়ছে।
এক পর্যায়ে মি. সাঈদ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে অন্য শিক্ষার্থীরা তাকে তুলে হাসপাতালে নিয়ে যায়, সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর ১৮ ও ১৯শে জুলাই সহিংসতা ব্যাপকভাবে দেশব্যাপী ছড়িয়ে পড়েছিলো, যার জের ধরে ১৯শে জুলাই রাতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছিলো শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।
হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলা
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, রোববার বিবৃতিতে হামলার চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী
লেবাননের রাজধানী বৈরুতে হেজবুল্লাহর
গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
রোববার এক বিবৃতিতে
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে আজ ভোরে এই হামলা চালায় তারা।
বিবৃতিতে আরও বলা হয়,
“হামলায় বেসামরিক হতাহত কমাতে” বেশ কিছু পদক্ষেপ আগে থেকেই নেয়া হয়েছিল, যে কারণে ওই এলাকায় আগে
থেকে সতর্কতা দেয়া হয়েছিল।
ইসরায়েলি সামরিক
বাহিনী জানিয়েছে, তাদের এই হামলায় আল-হাজ আব্বাস সালামা মারা গেছেন।
আল-হাজ আব্বাস সালামা হিজবুল্লাহর
দক্ষিণ ফ্রন্টের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। এ সময় রাদা আব্বাস আওয়াদা এবং আহমাদ
আলী হুসেন নামে আরও দুইজন হেজবুল্লাহ যোদ্ধা মারা গেছেন।
ইসরায়েলি
বাহিনীর বিবৃতিতে বলা হয়,
আওয়াদা হেজবুল্লাহর একজন সিনিয়র যোগাযোগ বিশেষজ্ঞ
ছিলেন।
এছাড়া হুসেন একটি অস্ত্র তৈরির ইউনিটের প্রধান হিসেবে কাজ করেছেন।
তবে, এই হামলার বিষয়ে এখনো
কোন মন্তব্য করেনি হেজবুল্লাহ।
মানহানির মামলায় খালাস তারেক রহমানসহ বিএনপির পাঁচ নেতা
ছবির ক্যাপশান, তারেক রহমান
পাঁচ বছর আগের করা একটি মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন নেতা।
বিএনপি নেতাদের আইনজীবী
জয়নাল আবেদীন মেজবাহ বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ
আদেশ দেন।
খালাস পাওয়া অন্য নেতারা
হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী
কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়
এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পাঁচ বছর আগে ২০১৯ সালে লন্ডনের একটি আলোচনা সভায় আওয়ামী লীগের
সমালোচনা করায় ঢাকার আদালতে এই মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক।
দীর্ঘদিন মামলার কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেয়।
তারেক রহমান বিষয়ক আরো খবর পড়তে ক্লিক করতে পারেন নিচের লিংকে:
মি. রিজভী বলেন, "চাল, ডাল, সবজি,মাছ, মাংস, ডিমের সরবরাহ ঠিক রাখতে হলেও সরকারকে উদ্যােগী হতে হবে। সার, কীটনাশক ও বীজের সরবরাহ বাড়িয়ে কিংবা প্রণোদনা দিয়ে কৃষক ও খামারীদের পাশে দাঁড়াতে হবে।"
রোববার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, "এই স্যাবোটেজগুলো যে হচ্ছে, সরকার সজাগ না থাকলে আরো বেশি এটা হতে থাকবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেলের দাম স্বাভাবিক রাখা। কোনো ক্রমেই যেন ডিজেলের দাম বৃদ্ধি না পায়,
সে ব্যাপারেও সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"
বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে মি. রিজভী অভিযোগ করেছেন, এ বন্যায় সরকারের তেমন তৎপরতা পরিলক্ষিত হয় নি।
"ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল যে যতটা পেরেছে সেখানে গিয়ে তৎপরতা চালিয়েছে, কিন্তু প্রশাসনের দিক থেকে তেমন একটা তৎপরতা দেখা যায় নি।"
কৃষক ও খামারিদের বন্যায় যে ক্ষতি হয়েছে তা নিরসনে সরকারকেই প্রধান ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন মি. রিজভী।
শিগগিরই
তাদের পুনর্বাসন করার দাবি জানান তিনি।
গাজার উত্তরে ইসরায়েলের হামলায় অন্তত ৭৩ জন নিহত
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, বেইত লাহিয়ায় আগেও হামলা হয়েছে - ছবিটি জুন মাসের
গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে গাজা উপত্যকার হামাস পরিচালিত কর্তৃপক্ষ।
শনিবার গভীর রাতে বোমাবর্ষণের পর ধ্বংসস্তূপের মধ্যে অনেকে এখনও আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েল বলছে, তারা হতাহতের খবর যাচাই করে দেখছে। তবে তারা হামাসের দেয়া তথ্যকে ‘অতিরঞ্জিত’ উল্লেখ করে বলেছে, এর সঙ্গে তাদের সামরিক বাহিনীর তথ্যের মিল নেই।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওই অঞ্চলের যোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বেইত লাহিয়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিস বলছে, জনবহুল আবাসিক এলাকায় বোমা হামলা করা হয়েছে এবং এতে ৭৩ জন মারা গেছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সিও একই রকম তথ্য দিয়েছে।
তবে বিবিসি স্বাধীনভাবে নিহতদের এই সংখ্যার তথ্য যাচাই করে দেখতে পারেনি।
স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি দাম এক লাখ ৪০ হাজার টাকা
ছবির উৎস, Getty Images
বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে
২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য
পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ২৮শে সেপ্টেম্বর দেশের বাজারে
স্বর্ণের দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৬০ টাকা।
তবে, ওই মাসে টানা চার
দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।
স্বর্ণের দাম, ব্যবহার এবং বাজার নিয়ে বিবিসি বাংলার পাতায় আরো পড়তে পারেন:
পুলিশের ৪০ বিসিএস ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না
ছবির উৎস, ডিএমপি
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ
সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এনামুল হক সাগর বিবিসি বাংলাকে বিষয়টি
নিশ্চিত করেছেন। অনিবার্য কারণবশতঃ কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
রোববার সকাল ১০টায় একাডেমিক প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস
(পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এই কর্মকর্তারা ২০২২ সালের চৌঠা ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে সকল ধরনের
প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা
এবং বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছিল।
এমনকি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাতে সারদা পুলিশ একাডেমিতে পৌঁছেছিলেন বলেও জানা যাচ্ছে।
কিন্তু এরপরেও ঠিক কী কারণে এ অনুষ্ঠান স্থগিত করা হলো - সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র মি. হকও এ বিষয়ে কোন কারণ বা ব্যাখ্যা দেননি।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরলো
ছবির উৎস, TV Grab
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলেই থাকবে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা।
এ ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী
অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন রোববার পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ ছয় বিচারপতির বেঞ্চে রিভিউ
আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
প্রায়
সাত বছর পর ষোড়শ সংশোধনীর রিভিউ আবেদনটি নিষ্পত্তি করা হয়।
একইসাথে ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ
থেকে বাতিল দুই থেকে আট উপ-অনুচ্ছেদ পুনর্বহাল করে রায় দেয় সর্বোচ্চ আদালত।
এ রায়ের ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা
করে দেয়া আপিল বিভাগের রায়ই বহাল থাকলো।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আপিল
বিভাগে শুনানি করেন।
রায়ের পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এ রায়ের ফলে
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলেই বিচারপতিদের অপসারণের বিষয়ে সিদ্ধান্ত হবে।
আওয়ামী লীগ সরকারের আমলে তিনজন বিচারপতিকে অভিযোগের প্রেক্ষিতে বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখলেও তাদের বিষয়ে কোন তদন্ত হয় নি।
এ বিষয়টি উল্লেখ করলে মি. আসাদুজ্জামান বলেন, “তিনজন বিচারপতিকে কেন ঝুলিয়ে রেখেছিলেন, এটা ওনারা বলতে
পারবেন। আমি সমালোচক হিসেবে বলতে পারি ওনারা এটা অসাংবিধানিক কাজ করেছেন। তাদের এবং
১২ জন বিচারপতির বিষয়েও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলেই সিদ্ধান্ত হবে”।
এ রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে কোন
অভিযোগ নিষ্পত্তি করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
এর আগে গত ১৬ই অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া 'দলবাজ' ও 'দুর্নীতিবাজ' বিচারপতিদের
পদত্যাগ বা অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে।
তাদের
দাবির মুখে ওই দিনই হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে আপাতত বেঞ্চ না দেয়া অর্থাৎ বিচারিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।
এর আগে ২০১৪ সালের পাঁচই জানুয়ারি সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। সেই সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়।
পরে ২০১৬ সালের পাঁচই মে হাইকোর্টের
একটি বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেয়।
রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর ২০১৭ সালের চৌঠা জানুয়ারি এ
বিষয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
হাইকোর্টের রায় বহাল
রেখে ওই বছরই রায় দেয় আপিল বিভাগ।
একই বছর সংবিধানের ষোড়শ সংশোধনী বহাল চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম। বাংলাদেশ এবং বিশ্বে আজ ঘটা সব ঘটনার সর্বশেষ খবরাখবর পাওয়া যাবে বিবিসির লাইভ পাতায়। রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী।