প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকে সবাই মিলে 'অপপ্রচারের' বিরুদ্ধে সমাবেশের প্রস্তাব, জামিনে মুক্তি পেলেন বাবুল আক্তার

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আগামী নির্বাচন আরও কঠিন হবে, এখানে অনেক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। এক নজরে দিনের গুরুত্বপূর্ণ খবর...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটলো

    • চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপি-জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছেছে।
    • চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার জামিনে মুক্তি পেয়েছেন।
    • পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা আগামী ৯ কিংবা ১০ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
    • আগামী নির্বাচন আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্টে ইতিবাচক ফল এসেছে। ফলে এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করা যাবে বলে আদেশ দিয়েছে আদালত।
    • অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার

    চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার জামিনে মুক্তি পেয়েছেন।

    বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন মি. আক্তারের ছোট ভাই সাহাবুল হক।

    তিনি জানান, সন্ধ্যায় চট্টগ্রামের কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই তিনি সেখান থেকে বিমানে করে রাতেই ঢাকায় পৌঁছেছেন।

    স্ত্রী মিতু হত্যা মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে চলতি বছর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সাবেক পুলিশ সুপার মি. আক্তার।

    এই আবেদনের শুনানির পর গত ২৭শে নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে মি. আক্তারকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

    আদেশ স্থগিত চেয়ে বাদীপক্ষ বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন আদালতে আবেদন করেন।

    বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে এ নিয়ে শুনানি হয়। বাবুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    শুনানি শেষ আইনজীবী মি. মনির বলেন, “চেম্বার আদালত থেকে জামিন না হওয়ায় তিনি মুক্তি পাচ্ছিলেন না। যেহেতু চেম্বার আদালত তাকে মুক্তি দিয়েছে তাই তার মুক্তিতে কোনো বাধা নেই।”

  3. আগামী ৯ কিংবা ১০ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের আলোচনা- পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা আগামী ৯ কিংবা ১০ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উপদেষ্টা মি. হোসেন বলেন, “এটা অত্যন্ত স্পষ্ট যে, আমরা (ভারতের সঙ্গে) সুসম্পর্ক সম্পর্ক চাই।”

    বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়ে তিনি বলেন, “উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এ জন্য কাজ করা উচিত।”

    সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১০ই ডিসেম্বর ফরেন অফিস কনসালটেশন বা এফওসি’র জন্য নির্ধারিত থাকলেও এটি একদিন আগে ৯ই ডিসেম্বরও অনুষ্ঠিত হতে পারে।

    উচ্চ পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
  4. আগামী নির্বাচন আরও কঠিন হবে, এখানে অনেক ষড়যন্ত্র চলছে: তারেক রহমান, 'কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসেছে যে, আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি'

    ‘‘৫ আগস্টের পর কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসেছে যে, আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। আমি বলতে চাই, আমরা সরকার গঠন করিনি, সরকারি দলে নেই, এখনো বিরোধী দলেই আছি,’’ এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি বলেন, যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হন মি. রহমান।

    তারেক রহমান বলেন, ‘‘কেউ যদি মনে করেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম, তারা মাঠে নেই বা মাঠে দুর্বল, আল্লাহর ওয়াস্তে একথা মন থেকে সরিয়ে দিন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো, তার চেয়েও আগামী নির্বাচন আরও কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে।

    নেতাকর্মীদের কিছু কিছু ঘটনায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘‘আপনারা প্রত্যেকে বিএনপির প্রতিনিধি। মানুষ আপনাদের চেনে বিএনপির একজন নেতা কিংবা কর্মী হিসেবে। আপনি যুবদল, ছাত্রদল কিংবা তাঁতিদল যা-ই হোন না কেন, সবাই আপনাদের চেনে বিএনপির প্রতিনিধি হিসেবে। কেন আপনি এমন কিছু করবেন, যার জন্য আপনার আচরণের জন্য কিংবা আপনার দ্বারা দল কিংবা দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। কেন আপনি এটা করবেন?’’

    ‘‘আপনার এলাকার মানুষ তো আপনারই আপনজন, আপনারই স্বজন। দু’দিন পর ভোট করতে তো ধানের শীষ নিয়ে আপনি তাদের কাছেই যাবেন, আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজ বিতর্কিত কাজ করলে, তার কাছে ভোট চাইতে গেলে আপনাকে সেটার জবাব শুনতে হবে,’’ যোগ করেন মি. রহমান।

    তিনি আরো বলেন, ‘‘আমরা কেউ ক্ষমতায় যাব না, আপনারা কেউ কিন্তু ক্ষমতায় যাবেন না, আপনারা মানুষের সমর্থন পেলে দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদের ক্ষমতা দেবে না, মানুষ আপনাদের দেশ পরিচালনার সুযোগ দেবে। পার্থক্যটা বুঝতে হবে।’’

    প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিভাগে বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ সাংগঠনিক জেলা থেকে ৮৫৯ জন উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত তারেক রহমানকে তারা বিভিন্ন প্রশ্ন করেন।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাচার করা টাকা ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘‘আন্তর্জাতিক কিছু ফোরাম আছে, জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংকসহ আরও কিছু ফোরাম আছে। অবশ্যই তাদের সহায়তা আমরা নেব। বাইরের যেসব আরো সংস্থা আছে, তাদের সঙ্গে কথা বলব। আমার দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে বা যারাই এনে দিতে পারবে, আমরা তাদের সঙ্গে কথা বলব।’’

    তারেক রহমান

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, তারেক রহমান
  5. ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সবাই মিলে সমাবেশের প্রস্তাব আনা হয়েছে: আসিফ নজরুল

    বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

    আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল আজ উপস্থিত ছিলো। এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যমতে পৌঁছেছেন।

    মি. নজরুল বলেন, সভায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো উসকানির মুখে অটুট রাখার কথা বলা হয়েছে।

    তিনি বলেন, যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা সাহসী, অটুট ও ঐক্যবদ্ধ থাকবো। ভবিষতে যেকোনো ধরনের উসকানি আসলে আমরা আমাদের ঐক্য আরও বেগবান দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখবো। বৈঠকে, আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এজন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কি না, পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কি না, এমনকি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কি না এই প্রস্তাব আনা হয়েছে।

    এই সভার মূল সুর ছিলো আমাদের মধ্যে মত, পদ, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু দেশ, সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক। সবার ওপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হবো না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো অবকাশ নেই, এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে।

  6. রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু

    চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপি-জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বুধবার বিকেলে ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়।

    বিকেল সাড়ে ৩টা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন।

    বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে বলে জানা গেছে।

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্ব বৈঠকে অংশ নিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পারওয়ার, হামিদুর রহমান আজাদ।

    এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বৈঠকে অংশ নিয়েছে।

    এর আগে মঙ্গলবার রাতে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

    মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বৈঠকের কথা জানান। তিনি জানিয়েছিলেন, এসব বৈঠকের উদ্দেশ্য সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা।

    রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক উপলক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে

    ছবির উৎস, BELAYET HOSSAIN

    ছবির ক্যাপশান, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক উপলক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে
  7. মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে পরিচয়

    বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্টে ইতিবাচক ফল এসেছে। তার সঙ্গে মিলেছে মেয়ে সামিরা তাসনিম চৌধুরীর ডিএনএ।

    ফলে এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করা যাবে বলে আদেশ দিয়েছে আদালত।

    এ বিষয়ে সিআইডি পুলিশ প্রতিবেদন দাখিলের পর বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহদীন চৌধুরী।

    পরে মি. চৌধুরী সাংবাদিকদের বলেন, “গত পাঁচই নভেম্বর ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পুলিশের সংশ্লিষ্ট শাখা জানায় বডিটি ব্যারিস্টার সামিরা তাসনিম চৌধুরীর জৈবিক পিতা। তার মানে মাহমুদুর রহমান নামে যাকে দাফন করা হয়েছিল তিনি যে হারিছ চৌধুরী তা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। যে কারণে আদালত এই আদেশ দিয়েছে।”

    ২০২১ সালে বাংলাদেশের একটি পত্রিকার প্রকাশিত খবরে বলা হয়, ওই বছরের চৌঠা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের একটি মাদ্রাসায় দাফন করা হয়।

    গত ৫ই সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানিতে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া ব্যক্তির পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

    হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়।

    মেয়ে সামিরা তানজিনের সাথে পিতা হারিস চৌধুরীর ডিএনএ নমুনায় মিল পাওয়ার পর তাকে পরিবারের পছন্দমতো দাফনের নির্দেশ দিলো আদালত।

    হাইকোর্ট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হাইকোর্ট
  8. রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তাদের (ভারতের) রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব‍্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে।

    বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    অর্থ উপদেষ্টা বলেন, “ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।”

    ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “রোজায় পণ্যের সংকট হবে না। বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে।”

    নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, “জিনিসপত্রের দাম কমছে না। কারণ, রাজনৈতিক চাঁদাবাজির সিন্ডিকেট এখনো আছে। এগুলো নিয়ন্ত্রণে রাজনৈতিক সহায়তা দরকার।”

    অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বুধবার এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বুধবার এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন
  9. ভারতকে দ্ব্যর্থহীনভাবে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়া উচিত: মাহফুজ আলম

    “ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে এবং শিক্ষার্থী-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া,” বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

    তিনি আজ বুধবার ভোর ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ কথা জানান।

    তার মতে, দুই দেশের মাঝে সম্পর্ক শুরুর জন্য এটিই প্রথম পদক্ষেপ। “জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করা উভয় দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।”

    “ভারতপ্রেমীরা বা ভারতের মিত্ররা ভাবছেন যে বিষয়গুলো শান্ত হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিস্টের নৃশংসতা এড়িয়ে গেলে কিছু হবে না” উল্লেখ করে তিনি আরও বলেন যে এটি ভুল ধারণা।

    “ভারতীয় শাসকগোষ্ঠী এই অভ্যুত্থানকে একটি জঙ্গি, হিন্দু-বিরোধী ও ইসলামপন্থী ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। কিন্তু তাদের প্রচার এবং উসকানি ব্যর্থ হচ্ছে,” বলেন তিনি।

    তিনি আরও লেখেন, “ভারতের '৭৫-পরবর্তী কৌশল পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা উচিৎ। এটি আর '৭৫-এর মতো পরিস্থিতি নয়। জুলাইয়ের অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মের এবং দায়িত্বশীল সংগ্রাম। এবং, এই সংগ্রাম দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকবে।”

    “দিল্লি বা ঢাকা, ঢাকা, ঢাকা!”, “মার্তৃভূমি অথবা মৃত্যু!” স্লোগানগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিধ্বনিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এই ঐক্যবদ্ধ, মর্যাদাবান এবং গণতান্ত্রিক বাংলাদেশকে শত্রু বানানো উচিৎ নয় ভারতের। '৭১-পরবর্তী সময়ে আমরা একটি রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার নয়।”

    মাহফুজ আলমের ফেসবুক পোস্ট
    ছবির ক্যাপশান, মাহফুজ আলমের ফেসবুক পোস্ট
  10. “ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা রাখলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো”

    “যদি আপনারা এইরকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন, আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, তাহলে আমরাও বাংলার বিহার উড়িষ্যা দাবি করবো।”

    আজ বুধবার এক বিক্ষোভ মিছিলে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ দেখে 'গোটা বিশ্ব কেঁদে উঠলেও' ভারত এখনও শেখ হাসিনাকে রক্ষা করার জন্য “বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে” বলেও উল্লেখ করেন তিনি।

    এরপর তিনি বলেন, “কিন্তু তাতে কোনও লাভ হবে না। আপনারা যদি মনে করেন যে এই করে আপনারা আগ্রাসন সুসম্পন্ন করবেন…আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারপ্রাপ্ত।”

    “ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে যে আমি সম্প্রয়ারণ চালিয়ে বাংলাদেশ ভূটান নেপাল কব্জা করে নেব, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন,” যোগ করেন তিনি।

    এরপর তিনি বলেন যে দেশ রক্ষার জন্য বাংলাদেশের মানুষের যে অন্তর্নিহিত শক্তি ও প্রাণের উন্মাদনা, তা ভারত কখনও টের পায়নি।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

    ছবির উৎস, TV Grab

    ছবির ক্যাপশান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
  11. রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

    জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বুধবার আলোচনায় বসবেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    আজ বিকাল ৪টায় ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

    এই ধারাবাহিকতায়ই আগামীকাল অধ্যাপক ইউনূস বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে এবং এই একই লক্ষ্যে এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

    তবে আজকের বৈঠকে কোন কোন দল অংশ নিবে, সেটি স্পষ্ট করা হয়নি এখনও।

  12. সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

    “বাংলাদেশ কঠিন সময় পার করছে” বলে অতীতের যেকোনও সময়ের তুলনায় সবাইকে ওইক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    আজ বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, “বৈশ্বিকভাবেই আমরা কৌশলগতভাবে একটি কঠিন সময় পার করছি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আমাদের অন্য যেকোনও সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে।”

    এসময় তিনি দেশের যেকোনও সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।