বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পর হিন্দুদের উপর হামলার বিষয়ে ভারতীয়
গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রচারণার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “যে ইস্যুসগুলো এসেছে, প্রোপাগান্ডাগুলো এসেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা
করতে হবে।”
গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে মিডিয়াতে প্রচার করার আহবান পররাষ্ট্র উপদেষ্টা। মি. হোসেন বলেন, “তারা গ্রাউন্ডে না থেকে একটা পজিশন নিয়েছে। এখান থেকে কিছু
ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেয়া হয়েছে।”
সোমবার প্রায় অর্ধশতাধিক কূটনৈতিক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন।
একইসাথে কোনো ধরনের সহিংসতা, মানুষের ক্ষতি করা, আগুন দেয়া, অত্যাচার করা কোনোভাবে টলারেট করা হবে না বলে মন্তব্য করেছেন মি. হোসেন।
“প্রত্যেকটা ক্ষেত্রেই তদন্ত করা হবে। অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে। কেউ
যাতে ছাড় না পায়। রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের কারণে কাউকে কোনোভাবেই অত্যাচার
করা যাবে না। কেউ অপরাধ করলে আইন সেটা দেখবে,” বলেন মি. হোসেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. হোসেন জানান কূটনৈতিকরা কেউ নির্বাচন নিয়ে
কোনো প্রশ্ন করেননি।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, “যারা পরিবর্তন এনেছে, এতগুলো
জীবন দিয়েছে সেটা পূর্বের অবস্থায় যাওয়ার জন্য নয়। তাই কিছু রিফর্মের প্রয়োজন
হবে। ঠিক যেটুকু সময় থাকা দরকার সেটুকু সময়ই আমরা থাকবো। এর বেশি থাকবো না, কমও
থাকবো না।”
কূটনৈতিকদের মানবাধিকারের বিষয়ে নিশ্চিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
ইউরোপ, আমেরিকা, চীন, জাপান এবং ভারতের সাথে বেশ কিছু ডায়লগ হওয়ার কথা ছিল,
সেগুলো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মি. হোসেন জানান বিভিন্ন চুক্তিসহ আন্তর্জাতিক
পর্যায়ে এবং বাইলেটারাল ক্ষেত্রে যেসব কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেগুলো রক্ষা
করতে হবে।