প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার, আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। পুলিশ সুন্দরভাবে কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ফিরে যাবে বলে জানালেন সেনাপ্রধান। সীমিত আকারে হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়েছে চার বিচারপতিকে। দেশের বিভিন্ন পর্যায়ে পদত্যাগ ও নিয়োগের প্রক্রিয়া দেখা গেছে দিনভর। সব খবরাখবর পাওয়া যাবে বিবিসি বাংলার এই লাইভ পাতায়।

সার সংক্ষেপ

  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদারকে নিয়োগ
  • কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে দুবাইতে আইনজীবী নিয়োগ
  • সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ
  • ডিজিএফআই ডিজিসহ সেনাবাহিনীর পদে রদবদল
  • কর্মবিরতি প্রত্যাহারের পর কাজে ফিরেছে পুলিশ
  • সীমিত আকারে শুরু হয়েছে হাইকোর্টের বিচারিক কার্যক্রম
  • প্রায় ২৫ দিন পরে আবার মালবাহী রেল চলাচল শুরু, লোকাল চলবে মঙ্গলবার থেকে
  • আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিনে যা যা হলো

    • সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের এ চারজন বিচারককে নিয়োগ দিয়েছেন। এ চারজন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল করিম এবং বিচারপতি এস এম এমদাদুল হক।
    • শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খুনিদের পুনর্বাসনের চেষ্টা ও বিপ্লবকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে এমন শঙ্কায় ১৫ই অগাস্ট রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা।
    • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে।
    • পুলিশ বাহিনী যখন সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যাবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন সেনাপ্রধান বলেন, ৯০ শতাংশের বেশি থানা কার্যক্রম শুরু করেছে। আর ঢাকায় ৮৫ শতাংশের বেশি থানায় কার্যক্রম শুরু হয়েছে।
    • সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া ৫৭ জন বাংলাদেশিকে মুক্ত করতে সুপ্রিম কোর্টের আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার।
    • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়াও সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দিয়েছে বিএফআইইউ।
    • কোটা আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে সোমবার এই মামলা তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়।
  2. শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ১৫ই অগাস্ট রাজপথে থাকার ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    খুনিদের পুনর্বাসনের চেষ্টা ও বিপ্লবকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে এমন শঙ্কায় ১৫ই অগাস্ট রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

    সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।

    একইসাথে বক্তব্য দেয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচেতন হওয়ার সতর্কতা দিয়েছেন সমন্বয়করা।

    সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, “উপদেষ্টাকে খুনিদের পুনর্বাসনের বক্তব্য দিতে দেখেছি। আপনাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র-জনতার অভ্যুত্থানে আপনারা উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন ৫ই অগাস্টের গণভবনের চিত্র মাথায় থাকে, পার্লামেন্টের চিত্র মাথায় থাকে।”

    “যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র-জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতে দ্বিধা করব না,” যোগ করেন মি. আবদুল্লাহ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ।
  3. আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

    বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে।

    এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের এ চারজন বিচারককে নিয়োগ দিয়েছেন।

    আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ চারজন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল করিম এবং বিচারপতি এস এম এমদাদুল হক।

    শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

    এর আগে, সাবেক প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করায় মাত্র একজন বিচারপতি আপিল বিভাগে ছিলেন।

    পরে রাষ্ট্রপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেন। এখন এই চারজনসহ আপিল বিভাগের মোট বিচারপতির সংখ্যা ছয়জনে দাঁড়ালো।

    সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, Getty Images

  4. 'পুলিশ কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে', খুলনায় সেনাপ্রধান

    সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “খুব শিগগির পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ বাহিনী যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব”।

    বিকেলে খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, “শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত ৯০ শতাংশের ওপরে থানাগুলো কার্যক্রম শুরু করেছে। আর ঢাকায় ৮৫ শতাংশের বেশি থানায় কার্যক্রম শুরু হয়েছে। এই পরিস্থিতির আরও উন্নতি হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক।”

    সেনাবাহিনী প্রধান গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের হামলায় আহত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনা সদস্যদের দেখতে যশোর সিএমএইচ এ যান।

    এরপর খুলনায় অবস্থিত সেনাবাহিনী ক্যাম্পে মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সকল পদবির সেনা সদস্যদের সাথে মত বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

  5. প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রধান উপদেষ্টার সরকারি কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে থাকাবস্থায় বিবিসি বাংলার সাথে কথা বলেন মি. মজুমদার।

    জানান, “কোনো বিশেষ খাত নয়, প্রধান উপদেষ্টাকে সার্বিকভাবেই সহায়তা করার জন্য কাজ করবো।”

    মি. মজুমদার ১৯৭৭ সালের বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগ দেন।

    মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

  6. কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে দুবাইতে আইনজীবী নিয়োগ

    সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া ৫৭ জন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

    বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ওলোরা আফরিনকে এ কাজে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার মিশন চিফ মুহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

    সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসি এ বিষয়ে আইনজীবী আফরিনকে সাহায্য করবেন।

    দুবাইতে কাজ করা এ শ্রমিকদের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বিচার করে সাজা দেয়া হয়েছে গত ২৪শে জুলাই। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে দশ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

    তখন দেশে চলমান অস্থিরতার কারণে বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি।

  7. ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি

    বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর নিয়োগে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সার্চ কমিটির আহবায়ক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌসকে সদস্য সচিব করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক বোর্ডের পরিচালক নজরুল হুদা এবং ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট ড. মোস্তফা কামাল মুজেরিকে এ সার্চ কমিটির সদস্য করা হয়েছে।

    এর আগে দুপুরেই পদত্যাগ করেছেন ব্যাংকের দুই ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা।

  8. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের হিড়িক

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক সোবহান মিয়া পদত্যাগ করেছেন।

    বিকেলে কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকালে উপ-উপাচার্য ও দুপুরে উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

    একইসাথে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

    এছাড়াও চট্টগাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করা দুই উপ-উপাচার্য দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন।

    এদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বছরখানেক আগেই শিক্ষকতা থেকে অবসর নেয়ায় এ পদ থেকে পদত্যাগের বিষয়টি চিঠিতে উল্লেখ করেছেন।

    আর প্রশাসনিক দায়িত্বে থাকা অধ্যাপক মো. সেকান্দার চৌধুরী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নিজ বিভাগে শিক্ষকতায় ফিরে যেতে চেয়েছেন।

    এর আগে রোববারই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তিনিও নিজ বিভাগে শিক্ষকতায় ফিরে যাওয়ার কথা চিঠিতে উল্লেখ করেছেন।

    এছাড়া এরই মধ্যে সব হলের প্রাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক পদত্যাগ করেছেন।

    শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সব বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের হিড়িক পড়েছে।

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানও পদত্যাগ করেছেন।

    এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত বারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন। একইসাথে প্রক্টর, প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকরাও পদত্যাগ করেছেন।

  9. আরো দুই সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

    সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

    এছাড়াও সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দিয়েছে বিএফআইইউ।

    এ নির্দেশনায় বলা হয়েছে, আলী আরাফাত এবং তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেয়া হলো।

    গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর তার সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বিষয়ে নানা ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

    এর আগে, রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী এবং মেয়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।

  10. সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মীয় কারণে নাকি অন্য কারণে হয়েছে তা দেখতে হবে: জামায়াতের আমীর, প্রধান উপদেষ্টার সাথে জামায়াত নেতাদের বৈঠক

    সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মীয় কারণে নাকি অন্য কারণে হয়েছে দেখতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

    তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন্য জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে।”

    সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    মি. রহমান বলেন, “ভারতের গুরুত্বপূর্ণ মানুষ আমাদের নেতাদের নাম নিয়ে অপপ্রচার করছে। এখন যারা দায়িত্বে আছে তাদের সহযোগিতা করলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে।”

  11. ভারত থেকে আওয়ামী লীগ প্রধান অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত: মির্জা ফখরুল, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ

    ভারত থেকে আওয়ামী লীগ প্রধান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

    বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বিকেল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক করেন।

    তিনি বলেন, “ভারত থেকে আওয়ামী লীগ প্রধান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা হামলা, ভাঙচুর করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে”।

    দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন মি. আলমগীর।

    এ ধরনের প্রচেষ্টাকে প্রতিরোধ করে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করবে বলে জানান মি. তিনি।

    “অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি এবং অন্যান্য দল সব ধরনের সহযোগিতা করবে সহিংসতা ও ষড়যন্ত্র দমনে।”

    একইসঙ্গে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা বিএনপি করবে বলেও জানান তিনি।

    প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

    অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নিয়েছেন। বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

  12. পদত্যাগ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

    শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা পুঁথি বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, “মহাপরিচালক পদত্যাগ করেছেন। মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আমরা শুনেছি। তবে এখনো অফিসিয়াল কোনো লেটার একাডেমিতে আসেনি”।

    পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে।

    রোববার শিল্পকলা একাডেমিতে ঢুকতে চাইলে লিয়াকত আলী লাকী বাধার সম্মুখীন হন। বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল।

    ২০১১ সালে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনেকবারই লিয়াকত আলী লাকীকে অপসারণের দাবি ওঠে।

    ২০২৩ সালে সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। যা নিয়ে সেসময় ব্যাপক সমালোচনা হয়।

  13. ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক প্রচারণার ‘কাউন্টার প্রোপাগান্ডা’ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পর হিন্দুদের উপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রচারণার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “যে ইস্যুসগুলো এসেছে, প্রোপাগান্ডাগুলো এসেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে।”

    গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে মিডিয়াতে প্রচার করার আহবান পররাষ্ট্র উপদেষ্টা। মি. হোসেন বলেন, “তারা গ্রাউন্ডে না থেকে একটা পজিশন নিয়েছে। এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেয়া হয়েছে।”

    সোমবার প্রায় অর্ধশতাধিক কূটনৈতিক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন।

    একইসাথে কোনো ধরনের সহিংসতা, মানুষের ক্ষতি করা, আগুন দেয়া, অত্যাচার করা কোনোভাবে টলারেট করা হবে না বলে মন্তব্য করেছেন মি. হোসেন।

    “প্রত্যেকটা ক্ষেত্রেই তদন্ত করা হবে। অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে। কেউ যাতে ছাড় না পায়। রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের কারণে কাউকে কোনোভাবেই অত্যাচার করা যাবে না। কেউ অপরাধ করলে আইন সেটা দেখবে,” বলেন মি. হোসেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. হোসেন জানান কূটনৈতিকরা কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন করেননি।

    অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে তিনি বলেন, “যারা পরিবর্তন এনেছে, এতগুলো জীবন দিয়েছে সেটা পূর্বের অবস্থায় যাওয়ার জন্য নয়। তাই কিছু রিফর্মের প্রয়োজন হবে। ঠিক যেটুকু সময় থাকা দরকার সেটুকু সময়ই আমরা থাকবো। এর বেশি থাকবো না, কমও থাকবো না।”

    কূটনৈতিকদের মানবাধিকারের বিষয়ে নিশ্চিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

    ইউরোপ, আমেরিকা, চীন, জাপান এবং ভারতের সাথে বেশ কিছু ডায়লগ হওয়ার কথা ছিল, সেগুলো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মি. হোসেন জানান বিভিন্ন চুক্তিসহ আন্তর্জাতিক পর্যায়ে এবং বাইলেটারাল ক্ষেত্রে যেসব কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেগুলো রক্ষা করতে হবে।

  14. সংখ্যালঘু ইস্যু, হজে অনিয়ম, চাঁদ দেখা কমিটি নিয়ে ধর্ম উপদেষ্টা যা বললেন

    সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সংখ্যালঘুদের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে থাকবে”।

    ''ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের তালিকা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাথ যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের কতোটা আর্থিক সহায়তা দিতে পারি সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে,'' জানান মি. হোসেন।

    “কিছু দুর্বৃত্ত সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করতে চায়। তারা ব্যর্থ হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা আবহমান কাল ধরে রোজা-পূজা একসাথে করে আসছি। এখানে সাম্প্রদায়িক হানাহানি নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে,” যোগ করেন ধর্ম উপদেষ্টা।

    পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আশ্বাস দিয়ে তিনি বলেন, “পুলিশের অনুপস্থিতির কারণে হামলা বেশি হয়েছে। পুলিশ যেহেতু যোগ দিয়েছে তাই আশা করি দুর্ঘটনা আর ঘটবে না”।

    যারা হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় কঠোর শাস্তি দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। হামলার বিষয়ে জানাতে একটি হটলাইন চালু করার কথাও বলেন ধর্ম উপদেষ্টা।

    এদিকে, ধর্ম মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে চিঠি ইস্যু করে ইমামদের বলা হয়েছে যেন তারা খুতবায় এবং পাঁচ ওয়াক্ত নামাজের সময় অমুসলিমদের অধিকার, তাদের উপাসনালয় ও সম্মান রক্ষার কথা বলেন।

    এছাড়া ওয়াকফ সম্পত্তিতেগুলোতে দুর্নীতি ও দখলার নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেযার কথাও জানান তিনি।

    হজ ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, হজে অনিয়মের সাথে জড়িত এমন ৫০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

    হজযাত্রী পরিবহনে তিনটি বিমান কোম্পানির বাইরে আরও কোনো কোম্পানিকে যুক্ত করা যায় কি না সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

    চাঁদ দেখা কমিটিতে বৈজ্ঞানিক জ্ঞানসম্পন্ন লোক রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

  15. বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

    বাংলাদেশ ব্যাংকের চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

    পদত্যাগকারীদের মধ্যে দুই জন ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টাও রয়েছেন।

    সোমবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

    পদত্যাগ করা দুই জন ডেপুটি গভর্নর হলেন কাজী ছাইদুর রহমান এবং মো. খুরশিদ আলম।

    এছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাসও পদত্যাগ করেছেন। একইসাথে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মো. নাছেরও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত বুধবার বেশ কিছু বিক্ষুব্ধ কর্মকর্তা, কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে।

    সেদিন চাপের মুখে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান হাতে লেখা পদত্যাগপত্র জমা দিয়ে ব্যাংক ত্যাগ করেন। মৌখিকভাবে পদত্যাগের কথা জানান আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

    এ কর্মকর্তারা সেদিন দাবি করেছিলেন ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী। তারা থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না।

    বাংলাদেশ ব্যাংক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
  16. বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিকেল মেজারমেন্টসের মহাপরিচালকের পদত্যাগ দাবি

    বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিকেল মেজারমেন্টস এর মহাপরিচালক ড. মালা খানের পদত্যাগ দাবি করেছে প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, কর্মকর্তা এবং কর্মচারীরা।

    মহাপরিচালকের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ এনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিআরআইসিএমের কর্মকর্তারা।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের কাজের পরিবেশ আনা, দুর্নীতি রোধ, ভাবমূর্তি সংকট নিরসন এবং সরকারি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য মহাপরিচালক ড. মালা খানের পদত্যাগের বিকল্প নেই।

    একইসাথে নতুন দক্ষ মহাপরিচালক নিয়োগের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট প্রতিষ্ঠানটি।

    মহাপরিচালক ড. মালা খানের পদত্যাগ দাবি করেছেন বিআরআইসিএমের কর্মকর্তারা।
    ছবির ক্যাপশান, মহাপরিচালক ড. মালা খানের পদত্যাগ দাবি করেছেন বিআরআইসিএমের কর্মকর্তারা।
  17. এখনই প্রাইমারি স্কুল খুলছে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

    পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

    সোমবার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে, অস্থিরতা না কমলে বাচ্চাদের স্কুলে পাঠাবে না অভিভাবকরা। তাই সবার সাথে আলোচনা করে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হবে”।

    এ সময় তিনি প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করতে কাজ করার কথা জানান।

  18. ডিজিএফআই ডিজিসহ সেনাবাহিনীর পদে রদবদল

    মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিজিএফআই এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আইএসপিআর আরও জানায়, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি–এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।

    সেইসাথে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির (গ্রাম পুলিশ) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেইসাথে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল ঘটে।

    মো. ফয়জুর রহমান,মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে, মোতালেব সাজ্জাদ মাহমুদ মেজর জেনারেল একেএম আমিনুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
    ছবির ক্যাপশান, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
  19. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ জন আইন কর্মকর্তার পদত্যাগ

    রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলসহ এ পর্যন্ত মোট ৭০ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এই তথ্য জানা গিয়েছে।

    জানা গেছে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ২১৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ছিলেন। এর মধ্যে থেকে সোমবার পর্যন্ত ৭০ জন পদত্যাগ করেছেন।

    তাদের জায়গায় নতুন কাউকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ার জন্য অনেকের জীবনবৃত্তান্ত নেয়া হয়েছে।

    খালি পদে জায়গা পেতে এর মধ্যে বিএনপি জামায়াত সমর্থিত বহু আইনজীবী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে।

    এর আগে গত ৭ই অগাস্ট প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোর্শেদ এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন।

    পরদিন ৮ই অগাস্ট আরও দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেন।

    গত ৫ই অগাস্ট সরকার পতনের পর থেকে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন, নাহলে তাদের সরিয়ে দেয়া হচ্ছে।

  20. বাংলাদেশে ১৫ বছরে ব্যাংক থেকে আত্মসাৎ ৯২ হাজার কোটি টাকার বেশি: সিপিডি

    বাংলাদেশে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ হয়েছে বলে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি জানিয়েছে।।

    গত ১৫ বছরে ব্যাংক খাতে ২৪টি বড় কেলেঙ্কারির মাধ্যমে এ অর্থ হাতিয়ে নেয়া হয়েছে বলে সংস্থাটি বলছে।

    আত্মসাৎ হওয়া অর্থের পরিমাণ চলতি অর্থবছর মানে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ এবং দেশের মোট জিডিপির দুই শতাংশের সমান।

    গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের সময়ে দেশের আর্থিক খাতের অনিয়ম এবং অব্যবস্থাপনা নিয়ে সোমবার এক গবেষণাপত্র প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।

    সংস্থার নির্বাহী পরিচালক এবং এ রিপোর্টের যৌথ গবেষক ফাহমিদা খাতুন বলেছেন, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ সময়ে ধুঁকতে থাকা ব্যাংকগুলোর পুঁজির যোগান দিতে সরকারকে সাড়ে ১৫ হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় করতে হয়েছে।

    গ্লোবাল ফাইনানন্সিয়াল ইন্টেগ্রিটি’র এক রিপোর্টের বরাত দিয়ে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশ থেকে ৪৭০০ থেকে ৬৭০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ অবৈধভাবে পাচার করা হয়েছে।

    গবেষণায় দেখা গেছে, দেশের ব্যাংক খাতে দলীয় প্রভাব খাটিয়ে বহু অনিয়ম করা হয়েছে।

    উদাহরণ হিসেবে বলা হয়েছে, অ্যানন টেক্স গ্রুপ নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জনতা ব্যাংক, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মোট পুঁজির এক চতুর্থাংশের বেশি।

    আবার, ২০১৭ সালে দেশের একটি মাত্র ব্যবসায়িক কর্পোরেশন রাজনৈতিক প্রভাবে সাতটি বাণিজ্যিক ব্যাংকের মালিকানা বা নিয়ন্ত্রণ নেয়।