বৃহস্পতিবার যা যা হলো:
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার যে নিয়ম চালু করা হয়েছিলো, সেটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে উপদেষ্টা পরিষদ।
- গত বছরের জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
- 'সবকিছু বিবেচনা করে' শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তালিকাভুক্ত না করার কারণ হিসেবে তিনি বলেছেন, শাপলা প্রতীক চেয়ে এবার দু'টো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে।
- আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
- নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে বৃহস্পতিবার সকালেও ২১ জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশ-ইন করার পর তাদেরকে আটক করে বিজিবি।
- আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাশের গড় হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৩২ জন।
- ভারতের গুজরাতের মাহী নদীর উপর নির্মিত সেতু ভেঙে পড়ায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। গুজরাতের ভদোদরা জেলার উপকণ্ঠে ওই নদীর উপর নির্মিত গম্ভীরা সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎ ভেঙে পড়ে। সেতুর একাংশ ভেঙ্গে পড়ায় একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।
- গত বছরের পহেলা জুলাই থেকে ১৫ই অগাস্ট বাংলাদেশে যা ঘটেছে, প্রতিটি ঘটনার বিচার রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
- বৃহস্পতিবার সকাল নয়টা চার মিনিটে দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এর উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক চার।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

















