শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয় হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত এই ছয়টিসহ ৩০টির বেশি মামলা হয়েছে। বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। ক্রিকেট বোর্ডের সভাপতির পদে পরিবর্তন। ফেনীর বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়া ও নগদ- এ প্রশাসক বসানোর সিদ্ধান্ত।

সার সংক্ষেপ

  • শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয় হত্যা মামলা
  • ফেনীর বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি, পানি বাড়ছে চার নদীর
  • আন্দোলনে নিহতদের মধ্যে ১৯৮ জন বিএনপি নেতাকর্মী: মির্জা ফখরুল
  • পুলিশের ১২ ডিআইজি ও ১১ এসপিকে রদবদল, বাধ্যতামূলক অবসরে তিন কর্মকর্তা
  • বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ, নতুন সভাপতি ফারুক আহমেদ
  • বিক্ষোভে হত্যা ও সহিংসতার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা ঘটেছে:

    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বুধবার ঢাকায় আরো অন্তত ছয়টি মামলা হয়েছে। ছয়টিই হত্যা মামলা।
    • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
    • বাংলাদেশ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এদিন ডিআইজি পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয় যারা বিভিন্ন রেঞ্জের প্রধান ও মেট্রোপলিটন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া, ১১ পুলিশ সুপারকেও রদবদল করা হয়েছে।
    • জুলাই-অগাস্টের ছাত্র বিক্ষোভ ও সরকার পতনের আন্দোলনে নিহতদের মধ্যে ১৯৮ জন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে বলেছেন, নামে বেনামে নেয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ব্যাংকটিতে থাকা এস আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে।
    • গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
    • আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
    • বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত সাতই জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
    • একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বুধবার দুপুরে এই সাংবাদিক দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
    • রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে এবি পার্টি। নির্বাচনি প্রতীক হিসেবে নির্ধারিত হয়েছে ঈগল।
  2. জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের পদত্যাগ

    বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন।

    সভাপতি হেলাল উদ্দিনসহ কমিটির সব সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

    ঢাকা জেলা জজই এতদিন ধরে বিচারকদের এই সংগঠনের সভাপতি হতেন।

    তবে, বেশ কিছুদিন ধরেই এ নিয়ে সংগঠনের সদস্য বিচারকরা আপত্তি জানিয়ে আসছিলেন।

    তাদের দাবি ছিল নির্বাচিত প্রতিনিধি হবেন অ্যাসোসিয়েশনের সভাপতি।

    অবশেষে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কমিটি ভেঙে দেয়া হলো। একইসাথে অন্তর্বর্তীকালীন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

  3. প্রধান উপদেষ্টার সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

    বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করেন তারা।

    হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে অধ্যাপক ইউনূসকে তার সরকারের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার ও তার সরকারের সমর্থনের কথা ব্যক্ত করেন সারাহ কুক।

    পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ব্রিটেনের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা সংস্কারে কারিগরি সহায়তা দেয়ার ব্যাপারে আগ্রহ জানানো হয়েছে।।

    এছাড়া, পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য কোনো সহায়তা করতে পারবে কি না সে ব্যাপারেও কথা হয় বৈঠকে।

    সারাহ কুক ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, PID Handout

  4. 'নগদ'- এ প্রশাসক বসানোর সিদ্ধান্ত

    মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান 'নগদ'- এ প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার থেকে প্রশাসকরা নগদের দায়িত্বভার গ্রহণ করবেন।

    বুধবার বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করেছে।

    বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামানকে এক বছরের জন্য নগদের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। সেই সঙ্গে আরো ছয় কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার এই কর্মকর্তারা নগদের দায়িত্বভার বুঝে নিলে আগের ব্যবস্থাপনা পর্ষদ বাতিল হয়ে যাবে।

    এরপর থেকে এই প্রশাসক ও কর্মকর্তারা নগদ পরিচালনা করবেন।

  5. শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয় হত্যা মামলা

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বুধবার ঢাকায় আরো অন্ততঃ ছয়টি মামলা হয়েছে। ছয়টিই হত্যা মামলা।

    এর মধ্যে, মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায় তিনজন নিহতের ঘটনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে সংশ্লিষ্ট তিন থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেয় আদালত। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযোগগুলোকে এজাহার হিসেবে রেকর্ড করতে বলা হয়।

    তিনটি এজাহারের বক্তব্য মোটামুটি একই।

    যাতে বলা হয়েছে, কোটা সংস্কার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের এলোপাতাড়ি গুলি ছোড়েন যার নির্দেশ দাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

    মিরপুর-১০ গোল চত্বরে র‌্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রংপুর ক্যামিকেল লিমিটেডের অফিস সহকারী ফিরোজ তালুকদার হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

    এছাড়া, রামপুরার মামলায় রাসেল মিয়া নামে একজন বেসরকারি চাকরিজীবী এবং সূত্রাপুর থানার মামলায় এলেম আল ফায়দি নামে একজন টেকনিশিয়ানকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

    উপরের তিনটি ছাড়াও, তেজগাঁও এলাকায় পুলিশের গুলিতে মো. তৌহিদুল হক নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তৌহিদের বড় ভাই তারিকুল ইসলাম এ মামলা করেন। আদালত তেজগাঁও থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

    নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার একটি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

    মিরপুর এলাকায় ১৯ শে জুলাই মো. আকরাম খান রাব্বি নামে একজন পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায়ও এজাহারে আসামি হিসেবে উল্লেখ রয়েছে শেখ হাসিনার নাম।

  6. নিবন্ধন পেলো এবি পার্টি, প্রতীক ঈগল

    এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন।

    এবি পার্টির পূর্ণরূপ আমার বাংলাদেশ পার্টি।

    তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের তথ্য জানিয়ে বুধবার কমিশন সচিবালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দলটির জন্য ঈগল প্রতীক নির্ধারণ করা হয়েছে।

    এ নিয়ে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৪৫ এ।

    চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ টি দল অংশ নেয়।

    ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছিলো।

    তবে ২০১৪ সালের নির্বাচন বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করে এবং সেবার মাত্র বারটি দল নির্বাচনে অংশ নিয়েছিলো।

  7. শাকিল আহমেদ ও ফারজানা রূপা গ্রেফতার হয়েছেন হত্যা মামলায়

    সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

    শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান এবং ফারজানা রূপা সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।

    বুধবার দুপুরে এই সাংবাদিক দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বলে বিবিসি বাংলাকে জানান বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

    পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, "তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে।"

    উত্তরা পূর্ব থানায় আজই দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় ডিএমপি'র গণমাধ্যম শাখা।

    সরকার পতনের পর তাদের দু’জনকেই চাকরিচ্যুত করে একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ।

  8. 'তিস্তার ওপর অধিকারের কথা বলতে পিছপা হবো না', পানিসম্পদ উপদেষ্টা

    তিস্তা নদীর ওপর বাংলাদেশের অধিকারের কথা বলতে পিছপা হবেন না, বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    বুধবার সচিবালয়ে সাংবাদিকদের মিজ হাসান বলেন, এই ইস্যুতে যতটুকু করতে হয় ততটুকু করবেন তিনি।

    "তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। তিস্তা পাড়ের মানুষ কী চায় সেটা আমরা তুলে আনবো," যোগ করেন পানিসম্পদ উপদেষ্টা।

    তিনি বলেন, "বাংলাদেশে নদী নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের দাবি উত্থাপন করতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো।"

    ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়েও যাওয়ার কথা বলেন মিজ হাসান।

    পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    ছবির উৎস, Screen Grab

  9. সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণামূলক তল্লাশি-চাঁদাবাজি সম্পর্কে সতর্কতা, সংবাদ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে কেউ কেউ বিভিন্ন 'অনাকাঙ্খিত' কাজ করার চেষ্টা করছে উল্লেখ করে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

    বুধবার বাহিনীটির পক্ষ থেকে এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    তাতে বলা হয়েছে, "ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোষাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশী চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।"

    "বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোন অভিযান পরিচালনা করে না," বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

    এই প্রেক্ষাপটে, "জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ" করা হয়েছে।

  10. 'আন্দোলনে নিহতদের মধ্যে ১৯৮ জন বিএনপি নেতাকর্মী', প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের কর্মসূচি

    জুলাই-অগাস্টের ছাত্র বিক্ষোভ ও সরকার পতনের আন্দোলনে নিহতদের মধ্যে ১৯৮ জন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব।

    পঙ্গু হাসপাতালে বর্তমানে ভর্তি ১২৪ জনের মধ্যে ৯০ জনই ছাত্রদলের সদস্য বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "গণতন্ত্রের জন্য আমরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি।"

    এখন আরো বড় লড়াই করতে হবে বলে মন্তব্য করেন মি. ফখরুল।

    তিনি বলেন, 'স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়কে সুসংহত করা না গেলে নব্য ফ্যাসিবাদ হাজির এসে হবে'।

    আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

    সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, BNP MEDIA CELL

  11. আজ হাসপাতাল থেকে ফিরছেন খালেদা জিয়া, প্রেস উইংয়ের বার্তা

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরছেন আজ। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

    প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।

    তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়।

    গত সাতই জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন।

    জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের আটই ফেব্রুয়ারি কারাগারে যান তিনি।

    অসুস্থতা ও করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫শে মার্চ নির্বাহী আদেশে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়।

    এরপর বিভিন্ন সময় চিকিৎসক এবং দলের পক্ষ থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়ার অনুরোধ করা হলেও অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার।

    সেই প্রেক্ষাপটে দেশেই তার চিকিৎসা চলছিল।

    পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিনই রাষ্ট্রপতির তরফে মিজ জিয়ার দন্ড মওকুফ করা হয়।

  12. আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলের চার দিন করে রিমান্ড

    আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

    পল্টন থানার মুদি দোকানদার নবীন তালুকদার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক জসীম উদ্দিন তাদের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

    আহমদ হোসেন বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।

    মোহাম্মদ সোহায়েল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সাতই অগাস্ট সেই পদ থেকে সরিয়ে তাঁকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়। পরে গত সোমবার, নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মি. সোহায়েলকে।

    মোহাম্মদ সোহায়েল এর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন - র‍্যাবের মুখপাত্র ছিলেন।

    বুধবার সকালে মি. হোসেন, মি. সোহায়েলকে আটকের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।

    মঙ্গলবার রাতে তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

    তবে তাদেরকে কোন মামলায় গ্রেফতার আটক করা হয়েছে সেটি তখন নিশ্চিত করেনি পুলিশ।

  13. ফেনীর বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি, সামাল দিতে বেগ পেতে হচ্ছে- জেলা প্রশাসক

    গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

    ফেনীর স্থানীয় সাংবাদিক দিলদার হোসেন বিবিসি বাংলাকে বলেন, জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার প্রায় সব এলাকা তলিয়ে গেছে।

    পানিবন্দিদের উদ্ধারে সহায়তা করছেন সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা।

    ফেনীর জেলা প্রশাসক শাহীন আক্তার বিবিসি বাংলাকে বলেন, “ফেনীর যে সব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা। পরিস্থিতি এতটাই দ্রুত খারাপ হয়েছে গেছে আমাদের সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে।”

    জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় পানিবন্দিদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানান মিজ. আক্তার।

    বন্যাদুর্গত তিন উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

  14. ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হচ্ছে

    ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    বাংলাদেশের ব্যাংক খাতে আর্থিক খাতে অনিয়মের অভিযোগে যেসব ব্যাংক আলোচিত তাদের মধ্যে অন্যতম এই ব্যাংকটি।

    আগের পর্ষদ ভেঙে দিয়ে সেখানে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

    কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে বলেছেন, নামে বেনামে নেয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ব্যাংকটিতে থাকা এস আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে।

  15. বন্যার কারণে কনসার্ট স্থগিত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা

    দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকায় অনুষ্ঠিতব্য একটি কনসার্ট স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।

    আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে শিক্ষার্থীরা।

    এর আগে, 'র‍্যাপাররা এবার ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে,' উল্লেখ করে র‍্যাপারদের নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যে বৃহস্পতিবার কনসার্টটির ঘোষণা দেয়া হয়েছিল।

  16. বন্যা পরিস্থিতির কিছু চিত্র

    খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    এখানে বন্যা কবলিত চট্টগ্রামের ফটিকছড়ি ও ফেনীর কিছু ছবি সংযুক্ত করা হলো।

    বন্যা কবলিত ফটিকছড়ির সুয়াবিল ব্রিকফিল্ড এলাকা

    ছবির উৎস, Shyamol Nondi

    ছবির ক্যাপশান, বন্যা কবলিত ফটিকছড়ির সুয়াবিল ব্রিকফিল্ড এলাকা
    বন্যা কবলিত ফটিকছড়ির সুয়াবিল ব্রিকফিল্ড এলাকা

    ছবির উৎস, Shyamol Nondi

    ছবির ক্যাপশান, বন্যা কবলিত ফটিকছড়ির সুয়াবিল ব্রিকফিল্ড এলাকা
    বন্যায় দুর্ভোগে ফেনীর মানুষ

    ছবির উৎস, Walid Bin Abdullah

    ছবির ক্যাপশান, বন্যায় দুর্ভোগে ফেনীর মানুষ
    বন্যায় দুর্ভোগে ফেনীর মানুষ

    ছবির উৎস, Walid Bin Abdullah

    ছবির ক্যাপশান, বন্যায় দুর্ভোগে ফেনীর মানুষ
    পশুদেরকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার চেষ্টা করছেন ফেনীবাসী

    ছবির উৎস, Walid Bin Abdullah

    ছবির ক্যাপশান, পশুদেরকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার চেষ্টা করছেন ফেনীবাসী
    ফেনীতে বন্যার কারণে আশ্রয়হীন কুকুর

    ছবির উৎস, Walid Bin Abdullah

    ছবির ক্যাপশান, ফেনীতে বন্যার কারণে আশ্রয়হীন কুকুর
  17. 'পরীক্ষার বাতিলের সিদ্ধান্ত আরো বিচার-বিবেচনা করে নিতে চেয়েছিলাম', সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা

    এইচএসসি'র স্থগিত পরীক্ষার ব্যাপারে আরো সময় নিয়ে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন বলে জানালেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

    বুধবার বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

    সেখানে উপদেষ্টা বলেন, "দেশে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১২-১৩ লাখ, সচিবালয়ে যারা এসেছিলো তাদের মতামতই সবার মতামত কি না তা যাচাই করার সুযোগ নেই।"

    তবে, দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, সব কেন্দ্র পরীক্ষা নেয়ার উপযোগী নয় এবং প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জকেও বিবেচনায় নিতে হচ্ছে বলে জানান মি. মাহমুদ।

    সচিবালয়ের ভেতরে মঙ্গলবার শিক্ষার্থীদের ঢুকে পড়াটাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

    শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ

    ছবির উৎস, Screen Grab

  18. চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক; সম্পর্ক গভীরের আশাবাদ মির্জা ফখরুলের

    চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি।

    বুধবার (২১ অগাস্ট) সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

    পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিপ্লবের পর এই আলোচনা গুরুত্বপূর্ণ। চীন আধিপত্যবাদে বিশ্বাস করে না। তারা সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে।

    চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে।

    গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

  19. সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ-ফারজানা রূপা এয়ারপোর্টে আটক

    বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং ওই টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

    বুধবার দুপুর ২টার দিকে এই সাংবাদিক দম্পতিকে এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

    সরকার পতনের পর তাদের দু’জনকেই চাকরিচ্যুত করে একাত্তর টেলিভিশন।

  20. শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুর-১০ গোল চত্বরে র‌্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রংপুর ক্যামিকেল লিমিটেডের অফিস সহকারী ফিরোজ তালুকদার (পলাশ) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

    আজ বুধবার ২১শে অগাস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

    শেখ হাসিনা ছাড়া বাকি চার আসামি হলেন– সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    তবে, আদেশের সময় বিচারপতি খায়রুল হকের নাম বাদ দেয়ার নির্দেশ দেয় আদালত।

    এছাড়া, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও র‌্যাব পুলিশের বিপথগামী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মোরাদ হাসান সেলিম এ তথ্য জানান।