প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুক্রবার পত্রিকা দুটি প্রকাশ হচ্ছে না। এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অর্ন্তবর্তী সরকার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা ঘটেছে:

    • ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবরে ঢাকার শাহবাগসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি দেখা গেছে। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বতী সরকার।
    • শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর রাতভর দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ও ছায়ানট সংস্কৃতি ভবনে মব সৃষ্টি করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহীসহ আরও অনেক এলাকায় বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে।
    • হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণ মাধ্যম দু'টির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দু'টির শীর্ষ কর্মকর্তারা।
    • প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।
    • ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।
    • আগামী ২৫শে ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
    • খুলনার ডুমুরিয়ায় ইমদাদুল হক মিলন নামের এক সংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে শোকার্ত সবাইকে ধৈর্য ধারণ করা আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে, কোনো ধরনের 'অপপ্রচার ও গুজবে' কান না দেওয়া এবং হঠকারীমূলক সিদ্ধান্ত না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
    • জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে গুম করে নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা। দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • ঢাকার জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে বৃহস্পতিবার ভোরে এনসিপি নেতা জান্নাতারা রুমী'র মরদেহ উদ্ধারের ঘটনায় 'রাজনৈতিক হুমকি ও পারিবারিক জটিলতা' এই দুটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

    বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. শুক্রবার সন্ধ্যায় আসছে ওসমান হাদির মরদেহ

    সিঙ্গাপুর থেকে শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সন্ধ্যা ৬টার দিকে তারা বাংলাদেশে অবতরণ করবেন।

    ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

    শুক্রবার সিঙ্গাপুরেই হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

    ঢাকায় শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

  3. ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদের দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

    ঢাকা ও ঢাকার বাইরে অনেক জেলায় সড়কে অবস্থান করেন ওসমান হাদির সমর্থক এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

    চট্টগ্রামে কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে।

    সেখানে ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হন অনেকে। তারা হাইকমিশনের দিকে ইটপাটকেল ছোড়েন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    এছাড়া, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

    রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

    দেশের আরো অনেক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার রাতে।

    ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা পথে নেমে আসেন।

  4. ধানমণ্ডি ৩২ নম্বরে আবারও ভাঙচুর

    ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, ভাঙার কাজে এক্সক্যাভেটর ব্যবহার করতে দেখা গেছে

    ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ও পরবর্তীতে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা ভবনটিতে পাঁচই অগাস্টের পর দুই দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

    ফলে সেটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

    বৃহস্পতিবার দিবাগত সেখানেই ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভাঙার কাজে এক্সক্যাভেটর ব্যবহার করতে দেখা গেছে।

  5. ছায়ানট ভবনে ভাঙচুর-আগুন

    ছায়ানট ভবনে ভাঙচুরের পর পড়ে আছে কাজী নজরুলের ছবি

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, ছায়ানট ভবনে শিশুদের জন্য বিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।

    ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

    মি. ইসলাম জানান, একদল হামলাকারী ভবনটিতে ঢুকে পড়ে। ভাঙচুর চালায় তারা।

    টেলিভিশন লাইভে বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ছায়ানট ভবনে শিশুদের জন্য বিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।

    "ভাঙচুরের পর ভবনের চার ও পাঁচ তলায় আগুন দেওয়া হয়। তবে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে," বলেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    পরে আইনশৃঙ্খলাবাহিনী হামলাকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

    সনজীদা খাতুনের ছেড়া ছবি

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, ছায়ানটের প্রতিষ্ঠাতা সনজীদা খাতুনের ছেড়া ছবি
  6. ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক নূরুল কবীর

    সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর

    ছবির উৎস, Nurul Kabir/FB

    ছবির ক্যাপশান, ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবীর, যিনি সম্পাদক পরিষদেরও সভাপতি

    প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।

    বৃহস্পতিবার মধ্যরাতে ডেইলি স্টার পত্রিকার অফিসের সামনে তাকে হেনস্তা করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মি. কবীর।

    "যেহেতু দু'টি পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটছে, সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকেই আমি সেখানে গিয়েছিলাম খোঁজ খবর নিতে। তখন কিছু তরুণ, যারা হয়তো আমাকে চেনেন না, তারা আমার ওপর হামলা করেন," বিবিসি বাংলাকে বলেন মি. কবীর।

    পরে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন। বর্তমানে মি. কবীর সুস্থ ও নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন।

  7. শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা, অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ

    হামলার শিকার প্রথম আলো কার্যালয়
    ছবির ক্যাপশান, হামলার সময় প্রথম আলো কার্যালয়ের ছবি

    হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণ মাধ্যম দু'টির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।

    বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দু'টির শীর্ষ কর্মকর্তারা।

    তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না।

    এছাড়া আপাতত অনলাইন স্থবির হয়ে পড়েছে।

    এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ' বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

    এ সময় পত্রিকা দু'টির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন।

    পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়।

    এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

  8. পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদকর্মীদের, নিবৃত করার কথা বলছে পুলিশ

    দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা সক্রিয় ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেছেন দুটি পত্রিকার সংবাদকর্মীরা।

    বিবিসি বাংলাকে তারা বলেন, "পুলিশ চেয়ে চেয়ে দেখেছে। তারা হামলাকারীদের থামাতে যায়নি।"

    বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে বাংলাদেশের সুপরিচিত জাতীয় দৈনিক দুটিতে হামলা হয়। হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গণমাধ্যমকর্মীরা ভেতরে আটকা পড়েন।

    ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা অবশ্য এর আগে বিবিসি বাংলাকে বলেছিলেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করেছেন তারা।

    পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদেরও দেখা গেছে।

  9. হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে রাতভর অবস্থান

    শাহবাগে অবস্থান কর্মসূচি
    ছবির ক্যাপশান, হাদির মৃত্যুর খবর আসার পরই শাহবাগে জড়ো হতে থাকেন তার সমর্থকরা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি এখনো চলছে।

    রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উপদেষ্টা পরিষদ থেকে সদ্য বিদায়ী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমসহ অনেকে সেখানে যোগ দেন। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শাহবাগে সমবেত হয়েছেন।

    বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি মারা গেছেন বলে জানা যায়।

    এরপরই শাহবাগে জড়ো হতে থাকেন হাদির সমর্থকরা।

    বিক্ষোভ কর্মসূচি থেকে হাদির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি তুলছেন তারা।

  10. খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা

    মর্গ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    খুলনার ডুমুরিয়ায় ইমদাদুল হক মিলন নামের এক সংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ।

    নিহত সাংবাদিক মি. মিলন শলুয়া প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব ছিলেন।

    আড়ংঘাটা থানার ওসি মি. আহমেদ জানান, স্থানীয় একটি অনলাইন পোর্টালের সাংবাদিক মি. মিলন হামলার সময় শলুয়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।

    এমন সময় দু'টি মোটরসাইকেলে চারজন লোক এসে আকস্মিকভাবে তার ওপর গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

    এ ঘটনায় মি. মিলনের সঙ্গে চা দোকানে বসে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

    ঘটনার পর আশপাশের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক মিলনকে মৃত ঘোষণা করেন।

    কারা এই হামলাটি চালিয়েছে, সেটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

    হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি শাহজাহান আহমেদ।

  11. দ্য ডেইলি স্টার কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

    ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আসে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।

    রাত ১২ টার দিকে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয় দুটি প্রতিষ্ঠানে।

    ডেইলি স্টার কার্যালয়ের দ্বিতীয় তলায় অগ্নিসংযোগ করে হামলাকারীরা।

  12. ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা, সতর্কতা: এই প্রতিবেদনটির কিছু বর্ণনা মানসিক চাপের কারণ হতে পারে

    মব

    ছবির উৎস, Getty Images

    ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি।

    বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

    পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া।

    নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বলে জানিয়েছে পুলিশ। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকবেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন কর্মকর্তারা।

    "নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে," বিবিসি বাংলাকে বলেন ভালুকা থানার ডিউটি অফিসার মি. মিয়া।

    পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত মি. দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।

    এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

    "আমরা উনার আত্মীয়-স্বজনদের খোঁজ করছি। তারা এসে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে," বলেন মি. মিয়া।

  13. 'আমি আর শ্বাস নিতে পারছি না, আমি ভেতরে,' ফেসবুকে ডেইলি স্টার সাংবাদিকের পোস্ট

    জাইমা ইসলামের ফেসবুক পোস্ট

    ছবির উৎস, ZYMA ISLAM/FACEBOOK

    ছবির ক্যাপশান, দ্য ডেইল স্টারের সাংবাদিক জাইমা ইসলামের ফেইসবুক পোস্ট

    "আমি আর শ্বাস নিতে পারছি না। অনেক ধোঁয়া। আমি ভেতরে। তোমরা আমাকে মেরে ফেলছো।"

    সামাজিক মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে এই লেখাগুলো পোস্ট করেছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।

    বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি এই পোস্টটি করেন।

    এর আগে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    ঢাকার ফার্মগেট এলাকায় ডেইলি স্টার কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন দেয় হামলাকারীরা।

    এ ঘটনায় ভেতরে অনেকে আটকা পড়েন।

  14. প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে সেনা মোতায়েন

    প্রথম আলো কার্যালয়
    ছবির ক্যাপশান, হামলার শিকার প্রথম আলো কার্যালয়

    বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

    প্রথম আলো কার্যালয়ে আগুন নেভাতে ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে।

    "অনেকগুলো ফোন এসেছে। তারপর ২টি ইউনিট আগুন নেভাতে রওনা হয়ে যায়," বলছিলেন কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সদস্য।

    এদিকে ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেওয়ার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন ইংরেজি দৈনিকটির একজন সংবাদকর্মী।

    দুইটি পত্রিকার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গণমাধ্যমকর্মীরা ভেতরে আটকা পড়েছেন।

    বর্তমানে ঘটনাস্থলে সেনাসদস্যরা উপস্থিত রয়েছেন। তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

  15. প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর

    প্রথম আলো অফিসের সামনে দৃশ্য

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, প্রথম আলো অফিসের সামনের দৃশ্য

    বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুর চলছে। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা।

    বৃহস্পতিবার রাত ১২টার দিকে হামলা শুরু হয় পত্রিকা অফিসটিতে।

    তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা।

    "আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন," বলছিলেন এই পুলিশ কর্মকর্তা।

    তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়।

    ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে।

  16. দেশকে অস্থিতিশীল করার 'ফাঁদে' পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টার, "হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে"

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে শোকার্ত সবাইকে ধৈর্য ধারণ করা আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    সেইসঙ্গে, কোনো ধরনের 'অপপ্রচার ও গুজবে' কান না দেওয়া এবং হঠকারীমূলক সিদ্ধান্ত না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

    "এই শোকের মুহূর্তে আসুন, আমরা শহিদ শরিফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি।

    "যারা দেশকে অস্থিতিশীল করতে চান, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই," ভাষণে বলেন প্রধান উপদেষ্টা।

    "এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না," বলেন অধ্যাপক ইউনূস।

    তিনি আরও বলেন, "আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তাঁর কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।"

    নিহত মি. হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি।।

  17. হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

    ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অর্ন্তবর্তী সরকার।

    বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আগামী শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

    এছাড়া শুক্রবার বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে মি. হাদির আত্মার শান্তি কামনা বরে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। সেইসঙ্গে, অন‍্যান‍্য ধর্মীয় উপাসনালয় গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন
  18. হাদির মৃত্যুর খবরে শাহবাগে জড়ো হয়েছেন অনেকে, চলছে বিক্ষোভ মিছিল

    শাহবাগে বিক্ষোভ

    ছবির উৎস, SCREEN GRAB

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে ঢাকার শাহবাগে সমবেত হয়েছেন তার সমর্থকেরা।

    বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি মারা গেছেন বলে জানা যায়।

    এরপরই শাহবাগে জড়ো হতে থাকেন হাদির সমর্থকরা। একটি বিক্ষোভ মিছিল বের করেছেন সমবেতরা। শাহবাগ থেকে বাংলামোটরের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন তারা। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

    হাদির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি তুলছেন তারা।

    গত শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই বাংলাদেশে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।

    জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি।

    গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়।

    তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

    সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

  19. হাদির মৃত্যুতে রাজনৈতিক দলগুলোর শোক

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করে এক বার্তা দিয়েছেন।

    জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।

  20. কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে।