তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বুধবার রাতে বিবিসি বাংলাকে তারা জানিয়েছে, দুই জন অভিভাবক ও তিন জন শিক্ষার্থী এখনো নিখোঁজ। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো

    • মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার বিবিসি বাংলাকে জানিয়েছেন, এখন পর্যন্ত তিন জন ছাত্রী ও দুই জন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে। এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে মাইলস্টোন কর্তৃপক্ষ।
    • চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২শে জুলাইয়ের পরীক্ষা ১৭ই অগাস্ট এবং ২৪শে জুলাইয়ের পরীক্ষা ১৯শে অগাস্ট নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নতুন এ সময়সূচি জানানো হয়েছে।
    • রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, "এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে"। তিনি আজ ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সময় এমন মন্তব্য করেছেন বলে তার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সকল দল সমর্থন জানিয়েছে।
    • জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনায় নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন৷
    • গাজা জুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে ১০০টিরও বেশি সাহায্য সংস্থা। তারা অভিযোগ করেছে, ইসরায়েল গাজার ভেতরে খাদ্য বিতরণ করতে দিচ্ছে না। সেভ দ্য চিলড্রেন এবং মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়ের্স (এমএসএফ)-সহ ১০০টিরও বেশি সংস্থা এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে স্কুল কর্তৃপক্ষ

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে
    ছবির ক্যাপশান, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার বিবিসি বাংলাকে জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিন জন ছাত্রী ও দুই জন অভিভাবকের সন্ধান মেলেনি বলে তাদের পরিবার স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেছে।

    এর আগে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছিলো মাইলস্টোন কর্তৃপক্ষ।

    জানা গেছে, আজ সারাদিন তদন্ত কমিটি দফায় দফায় বৈঠক করেছে।

    ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই জানিয়েছে, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচের মর্গে ছয়টি মৃতদেহ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

    যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

    নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

  3. মাইলস্টোনের ঘটনায় ১৩ জন হাসপাতাল থেকে রিলিজ, নতুন ভর্তি ১ জন

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ১৩ জনকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

    একই সাথে নতুন করে একজন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও তথ্য দেওয়া হয়েছে।

    এর আগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছিলো যে সেখানে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

    ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ।

    “বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি আছে। এদের মধ্যে আটজন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন,” বলেছেন তিনি।

  4. এইচএসসির স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

    চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২শে জুলাইয়ের পরীক্ষা ১৭ই অগাস্ট এবং ২৪শে জুলাইয়ের পরীক্ষা ১৯শে অগাস্ট নেওয়া হবে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নতুন এ সময়সূচি জানানো হয়েছে।

    এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছিলেন যে স্থগিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪শে জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

  5. বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, বললেন পরিচালক

    প্রেস ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন

    ছবির উৎস, Health and Family Planning Ministry

    ছবির ক্যাপশান, প্রেস ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন

    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

    ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ।

    “বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি আছে। এদের মধ্যে আটজন ক্রিটিক্যাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট অবস্থায় রয়েছেন,” বলেছেন তিনি।

    তিনি জানান সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে আজ তারা বৈঠক করেছেন।

    “প্রতিটি রোগীর বিষয়ে আলাদাভাবে আলোচনা হয়েছে—কে কী ওষুধ পাবে, কার অপারেশন লাগবে, কার ড্রেসিং পরিবর্তন হবে ইত্যাদি।”

    ডা. নাসির উদ্দিন বলেন, “বার্নের ম্যানেজমেন্ট একটি ডায়নামিক প্রসেস। ঘণ্টায় ঘণ্টায় সিদ্ধান্ত পরিবর্তন হয়। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শিশুদের জন্য আলাদা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রতিটি রোগীকে ১২ ঘণ্টা পর পর পুনরায় অ্যাসেস করা হবে এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।”

  6. এক বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখছেন প্রধান উপদেষ্টা

    ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, "এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে"।

    তিনি আজ ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকের সময় এমন মন্তব্য করেছেন বলে তার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    “জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে,” বলেছেন প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, “মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে”।

    প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সকল দল সমর্থন জানিয়েছে।

    “তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিত ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

  7. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা, বললেন হাসনাত আব্দুল্লাহ

    অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

    “একজন স্বাস্থ্যমন্ত্রী আছে, চেনেন ওনাকে? উনি ড. মুহাম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই,” তিনি আজ চাঁদপুরে এক পথসভায় বলেছেন।

    “এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বাস্থ্যব্যবস্থা আগের মতো, আইনশৃঙ্খলাব্যবস্থাও আগের মতো,” বলেন তিনি।

    স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে মি. আব্দুল্লাহ বলেন, উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ড. মুহম্মদ ইউনূসের কাছের মানুষ।

    “এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। আমরা বললে বিড়াল বেজার হয়। উনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনার আমাদের সাথে যোগাযোগ করে না”।

    তিনি বলেন, "জনগণ উনাকে যে বেতন দিয়েছে, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত।"

  8. ১৩টি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

    ১৩টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, ১৩টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

    ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে।

    এর আগে গতরাতে তিনি বিএনপিসহ চারটি দলের সঙ্গে বৈঠক করেছিলেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে আজকের বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মন্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের মিজানুর রহমান যোগ দিয়েছেন।

  9. সিইসি ও কমিশনার নিয়োগের পদ্ধতিতে একমত হয়েছে দলগুলো: আলী রীয়াজ

    অধ্যাপক আলী রীয়াজ

    ছবির উৎস, National Consensus Commission

    ছবির ক্যাপশান, অধ্যাপক আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনায় নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

    ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন৷

    স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হবেন বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি৷

    “বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য কমিশনারগণের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণকে নিয়োগের জন্য আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে 'ইচ্ছাপত্র' ও প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করাসহ নিজস্ব উদ্যোগে কার্যক্রম পরিচালনা করবেন,” কমিশনের এক বিজ্ঞপ্তিতে মি. রীয়াজকে উদ্ধৃত করে বলা হয়েছে।

  10. গাজায় ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে, শতাধিক সংস্থার দাবি

    গাজায় ব্যাপক অনাহার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজায় ব্যাপক অনাহার ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো

    গাজা জুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে ১০০টিরও বেশি সাহায্য সংস্থা। তারা অভিযোগ করেছে, ইসরায়েল গাজার ভেতরে খাদ্য বিতরণ করতে দিচ্ছে না।

    সেভ দ্য চিলড্রেন এবং মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়ের্স (এমএসএফ)-সহ ১০০টিরও বেশি সংস্থা এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেছে।

    “ফিলিস্তিনিরা আশা ও হৃদয়ভঙ্গের ফাঁদে পড়েছে। সহযোগিতা ও যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করে তারা দেখছে ভয়াবহ পরিস্থিতি,” বিবৃতিতে বলা হয়েছে।

    ইসরায়েল স্বীকার করেছে যে গাজায় সহায়তার পরিমাণ কমেছে। যদিও এর কর্মকর্তারা বলছেন, খাদ্য আছে, কিন্তু সংস্থাগুলো তা মানুষকে দিতে পারছে না।

    সংস্থাগুলোর চিঠিতে বলা হয়েছে, দিনে মাত্র ২৮টির মতো ট্রাক এখন গাজায় যাচ্ছে।

    যদিও জাতিসংঘ দিনে কমপক্ষে ৬০০ ত্রাণবাহী লরি পাঠানোর কথা বলেছিলো।

    ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে, ত্রাণসহ ৯৫০টি ট্রাক এখন আছে এবং সাহায্য সংস্থাগুলোর উচিত সেগুলো বিতরণ করা।

  11. মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও পাকিস্তান

    স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

    ছবির উৎস, Home Ministry

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফরররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। মি. নাকভি একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান।

    তাদের বৈঠকের পর এক বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

    বৈঠকে পুলিশ প্রশিক্ষণে দু'দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু, সাইবার ক্রাইম দমন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

    বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দু'দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    “পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ প্রক্রিয়া চলমান। সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট প্রদান কার্যক্রম চালু রয়েছে। দূতাবাসের ভবন নির্মাণ সমাপ্ত হলে সেখানে ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু করা হবে,” উপদেষ্টাকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

  12. ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা একই দিনে নেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

    শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছেন, গত ২২ ও ২৪শে জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়া হবে।

    আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

    শিক্ষা উপদেষ্টা জানান, স্থগিত পরীক্ষার নতুন তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে পরীক্ষাটি কবে নেওয়া হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

    উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪শে জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

  13. শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন তার 'পদত্যাগের অভিপ্রায় নেই'

    শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

    ছবির উৎস, Education Ministry

    ছবির ক্যাপশান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

    শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, নিজে থেকে পদত্যাগের কোনো ইচ্ছে তার নেই।

    “আমার পদত্যাগ চাওয়া হয়েছে। আমি নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন। তারা যদি মনে করেন, এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব,” তিনি সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলছিলেন।

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় তার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছিলো শিক্ষার্থীরা।

    বিক্ষোভকারীরা এক পর্যাযে সচিবালয়ে ঢুকে পড়েছিলো। পরে পুলিশ ও যৌথবাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

    মঙ্গলবার বিক্ষোভ চলাকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতির ঘোষণা দেয় সরকার।

  14. ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেটের দিকে সরকার 'এগোচ্ছে': মির্জা ফখরুল

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

    ২০২৬ সালের ফেব্রুয়ারি নাগাদ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার যে সম্ভাব্য সময়সীমা শোনা গিয়েছিলো, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন সেদিকে এগোচ্ছে কি না–– এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমি তো দেখছি এগোচ্ছে"।

    আজ বুধবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন এই বিএনপি নেতা।

    কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার করছে কি না জানতে চাইলে তিনি বলেন, সচিবালয়ে ঢুকে পড়ার মতো কাজকর্মের মধ্য দিয়ে কেউ কেউ বিশৃঙ্খলা চেষ্টির চেষ্টা করলেও "এটা কখনোই পারবে না"।

  15. নিহতের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আইএসপিআরের দুই রকম তথ্য

    গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় অনেক শিশু নিহত হয়।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় অনেক শিশু নিহত হয়।

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- দুই রকম তথ্য দিয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর বুধবার দুপুর ১টা পর্যন্ত হালনাগাদ তথ্যে জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছে।

    তবে মঙ্গলবার পর্যন্ত আইএসপিআর যে তথ্য দিয়েছে, সেখানে মৃতের সংখ্যা ৩১ জন বলে উল্লেখ করা হয়েছে।

    এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, তারা প্রতিটি মৃত্যুর নাম-পরিচয়সহ যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করছেন। ফলে তাদের তথ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম বলে তারা দাবি করেছেন।

  16. মাইলস্টোনে প্রবেশে কড়াকড়ি, প্রধান ফটক তালাবদ্ধ

    ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

    ছবির উৎস, Borhanul Ashekin

    ছবির ক্যাপশান, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

    ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

    প্রতিষ্ঠানটির মূল গেট এখন তালাবদ্ধ, কিন্তু গেটের বাইরে রয়েছে উৎসুক জনতার ভীড়।

    আজ মঙ্গলবার সকালের দিকেও কলেজটিতে প্রবেশে এত কড়াকড়ি ছিল না।

    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ভীড় জমতে থাকলে কড়াকড়ি আরোপ করা হয়।

    সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলছেন, তারাও কলেজের সীমানায় প্রবেশ করতে পাছে না এবং কলেজ প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও আগের চেয়ে বাড়ানো হয়েছে।

    উদ্ভুত পরিস্থিতিতে সাংবাদিকরা গেটের বাইরে থেকেই সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছেন।

    এদিকে, আজ বুধবার সকালে জানা যায়, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

  17. হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন মারা গেছেন

    হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন

    খ্যাতনামা হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন মারা গেছেন।

    গতকাল মঙ্গলবার তার পরিবার এই মৃত্যুর খবর প্রথম ঘোষণা করে।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

    তিনি ছিলেন হেভি মেটাল ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর প্রধান গায়ক।

    তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্ত, অনুরাগী, সতীর্থরা।

    ব্ল্যাক সাবাথ ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা টনি ইয়োমি বলেছেন, “আমরা আমাদের ভাইকে হারালাম।”

    তার মৃত্যুতে বেস গিটার বাদক টেরেন্স বাটলার তাদের শেষ কনসার্টের কথা স্মরণ করেছেন।

    আর ড্রামার বিল ওয়ার্ড ওজি অসবর্নের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন।

    মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে ‘ব্ল্যাক সাবাথ’ বার্মিংহামে তাদের বিদায়ী কনসার্ট সম্পন্ন করেছিলো।

  18. নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত

    ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয় জনের মৃত্যু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয় জনের মৃত্যু, প্রতীকী ছবি

    নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন।

    আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

    এ সময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।

    বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন।

    প্রাথমিকভাবে জানা গেছে, চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

  19. মাইলস্টোনের ঘটনায় অশনাক্তকৃত ছয়টি মৃতদেহ, নমুনা দেওয়ার অনুরোধ

    মাইলস্টোনের ঘটনায় এখনো সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচের মর্গে ছয়টি মৃতদেহ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের তত্বাবধানে ইতোমধ্যে মৃতদেহগুলো থেকে ডিএনএ এনালাইসিস (প্রোফাইলিং) এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরীতে ডিএনএ প্রোফাইলিং করা হবে।

    যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

    এখন পর্যন্ত মাত্র একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

  20. 'চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট'

    মাইলস্টোন স্কুল ও কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরউদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন, তার অফিস কক্ষ থেকে আহত অবস্থায় বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছিল।

    "তারপর ভেতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। উপরে দেখতে পাই প্যারাসুট। তখন গুঞ্জন আসলো প্যারাসুট থাকলে মানুষ আসতে পারে", বলছিলেন মি. নাসিরউদ্দিন।

    তিনি বলছিলেন, "বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিল পাইলট। টিনের চাল ভেঙে আমার ঘরেই মধ্যে পড়েছিল পাইলট। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে পাইলটকে।''

    এ নিয়ে বিস্তারিত পড়তে পারেন বিবিসি বাংলার এই প্রতিবেদনে