জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির কোনও জবাব পাওয়া যায়নি। ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটলো

    • পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির কোনও জবাব পায়নি বাংলাদেশ।
    • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার।
    • নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
    • যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
    • জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় চার হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
    • আমনের ভরা মৌসুমে বাজারে চালের মূল্যবৃদ্ধিকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
  2. শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয় নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লী থেকে কোনও জবাব পায়নি।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছ, বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মি. হোসেন এই কথা জানান।

    তিনি বলেন, “তাকে ফেরত আনার জন্য ভারতে পাঠানো চিঠির কোনও জবাব আমরা এখনো পাইনি”।

    ভারতের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

    এই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টাকে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমিও মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমরা এ বিষয়ে কী করতে পারি?”

    ঢাকা গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লীর কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।

    পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন (ফাইল ছবি)

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন (ফাইল ছবি)
  3. জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার।

    বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।

    এ সময় অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

    তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন "স্থানীয় সরকার সত্যিই স্থানিক থাকে এবং একটি সরকার" নিশ্চিত করা যায়।'

    ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।

    সাক্ষাতের সময় দুর্নীতি প্রতিরোধ সংস্কারসহ নানা পরিকল্পনায় ইআইবি’র সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা।

    এসময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

    ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  4. ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

    আজ বুধবার বিকেলে দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি জানান, অনুমোদিত পদ না থাকা সত্ত্বেও অবৈধভাবে দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

    ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্গানোগ্রাম বহির্ভূত ও নীতিমালা অনুসরণ না করে নিয়োগ দুর্নীতির অভিযোগ আনা হয় এই মামলা।

    ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

    মামলার এজাহারে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্গানোগ্রাম বহির্ভূত ও ঢাকা ওয়াসায় বৈধ কোনো পদ সৃষ্টি না করে এবং নিয়োগ সংক্রান্ত নীতিমালা ও প্রচলিত বিধি-বিধান অনুসরণ না করে নিজেদের পছন্দের দুজন ব্যক্তিকে নিয়োগের অভিযোগ আনা হয়েছে।

    মামলায় আসামিদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

    এই মামলায় আরো আসামী করা হয়েছে ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. মো. হাবিবুর রহমান, বোর্ড সদস্য অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুধাংশু শেখর বিশ্বাস, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট মু. মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাবেক সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী ওয়াসার সাবেক পরিচালকআবুল কাশেম ও সাবেক পরিচালক এ কে এম সহিদ উদ্দিনকেও।

  5. সোয়াচ অফ নো-গ্রাউন্ডের ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার

    সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ‘সোয়াচ অব নো–গ্রাউন্ড’ সামুদ্রিক সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার।

    এই পরিকল্পনার মাধ্যমে ডলফিন, তিমি, হাঙর, শাপলাপাতা মাছ ও সামুদ্রিক কাছিমসহ বিপন্ন সামুদ্রিক প্রাণী এবং এদের বাসস্থান রক্ষা করা হবে বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    বুধবার ‘সোয়াচ অব নো–গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়া’–এর সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করতে এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানান তিনি।

    উপদেষ্টা জানান, এই পরিকল্পনা টেকসই মৎস্য আহরণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষা এবং সুনীল অর্থনীতির বিকাশে সহায়ক হবে।

    উপদেষ্টা বলেন, পরিকল্পনায় মাছের প্রজনন ও পোনা লালন-পালনের এলাকা, সামুদ্রিক বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা, এবং টেকসই মৎস্য আহরণ এলাকা তিনটি এলাকা চিহ্নিত করা হয়েছে।

    এছাড়া সংরক্ষিত এলাকার পরিধি ১,৭৩৮ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ৬,৮৬৬ বর্গকিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

    ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন পরিবেশ উপদেষ্টা

    ছবির উৎস, Ministry of Environment

    ছবির ক্যাপশান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
  6. ঢাকা ১০ আসনের সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন আটক

    ঢাকা ১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান।

    তবে মি. মহিউদ্দিনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বুধবার তাকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    মি. মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

    তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বা এফবিসিসিআই সভাপতি ছিলেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ’রও সভাপতি ছিলেন।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ২০১৯ সালে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সরে দাঁড়ান।

    ওই আসনটি শূন্য হওয়ার পর পরের বছর এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মি. মহিউদ্দিন।

  7. লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

    বুধবার বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫৫ মিনিটে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

    বুধবার লন্ডন সময় সকালে সেখানে পৌঁছানোর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

    বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা।

    বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সাত বছর পর অসুস্থ মায়ের সাথে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের দেখা হওয়ার পর সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

    খালেদা জিয়া ও তারেক রহমানের দেখা হওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই আবেগঘন পোস্ট করতে দেখা গেছে।

    এর আগে মঙ্গলবার রাত পৌনে বারোটায় ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।

    রাত দশটায় বিশেষ বিমানটি ছাড়ার কথা আগে থেকে জানানো হলেও, নেতাকর্মীদের ভিড়ের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় খালেদা জিয়ার।

    লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

    ছবির উৎস, BNP MEDIA CELL/FACEBOOK

    ছবির ক্যাপশান, লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
  8. যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় ভয়াবহ দাবানল ছড়িয়েছে। এতে সেখানকার বিভিন্ন ভবন পুড়ে গেছে।

    স্থানীয় ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন, সেখানকার ৩০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

    ১৩ হাজার ভবন আগুনে ভস্মীভূত হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

    প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি বলে জানা যায়। এ এলাকার বাসিন্দারা দাবানল থেকে বাঁচতে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।

    মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য বাড়ি ঘর পুড়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

    সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, সান্টা মনিকা এবং মালাবু উপকূলীয় শহরগুলোর মধ্যে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় কমপক্ষে ২ হাজার ৯শ’ ২১ একর পুড়ে গেছে।

    ইতোমধ্যে আগুনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি ছবিতে দেখা গেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

    প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন।

    আগুন বাড়তে থাকায় রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে। কোথাও কোথাও বুলডোজার দিয়ে রাস্তা থেকে পরিত্যক্ত যানবাহনগুলোকে সরিয়ে নেয়া হচ্ছে।

    এদিকে লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ছুটিতে থাকা অগ্নি নির্বাপক কর্মীদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে
  9. একনেকে সোয়া চার হাজার কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় চার হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

    বুধবার ২০২৪-২৫ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় এই প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন করা হয়।

    শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসির সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

    এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন হবে তিন হাজার ৯০৬ কোটি ৩৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮৬ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্প ১০টির মধ্যে ছয়টি নতুন, আর চারটি সংশোধিত প্রকল্প।

  10. লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

    উন্নত চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

    বাংলাদেশ সময় দুপুর দুইটা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী।

    বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

    তিনি জানান, লন্ডনে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন মিজ জিয়ার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

    সেখান থেকেই সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে। যেখানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

    এর আগে ভোরে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি।

    কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

    এর আগে মঙ্গলবার রাত পৌনে বারোটায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে।

    রাত দশটায় বিশেষ বিমানটি ছাড়ার কথা আগে থেকে জানানো হলেও, নেতাকর্মীদের ভিড়ের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় খালেদা জিয়ার।

    লন্ডন পৌঁছেছোর পর পুত্রবধু জুবাইদা রহমানের সাথে খালেদা জিয়া

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, লন্ডন পৌঁছেছোর পর পুত্রবধু জুবাইদা রহমানের সাথে খালেদা জিয়া
  11. সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

    সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি।

    বুধবার ডিএমপি জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ওই ঘটনায় ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

    ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আগামী পাঁচ দিনের মাঝে বিস্তারিত প্রতিবেদন জমা দিবে।

    ডিএমপি’র ঘটনার বর্ণনায় বলছে- গতকাল আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটার মাঝে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০-৫০০ জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখান থেকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়।

    "পরবর্তীতে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙে সচিবালয়ের মূল গেইটের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের গেইট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়," বলা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

  12. চালের মূল্যবৃদ্ধিকে ‘অযৌক্তিক’ বলছেন বাণিজ্য উপদেষ্টা

    আমনের ভরা মৌসুমে বাজারে চালের মূল্যবৃদ্ধিকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    তিনি বলেন, “আমাদের তথ্য-উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। কাজেই এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না।”

    বুধবার রাজধানীতে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

    উপদেষ্টা আরো বলেন, “ভোক্তা পর্যায়ে বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট, এই দুটি চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং দুটো ঘটনা। আমরা দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে, তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে। এটার কারণ আমরা বোঝার চেষ্টা করছি। কারণ এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে।”

    তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমারা যেটা করতে পারি সেটা হলো আমদানিকে উদারিকরণ করতে পারি। আলুর ক্ষেত্রেও আমরা দেখেছি। আমরা উদারিকরণ করেছি, একটা পর্যায়ে আলুর দাম ব্যাপকভাবে নেমে এসেছে। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুদদারির ঘটনা ঘটছে।”

    “আমরা বাণিজ্য উদারিকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, খাদ্য উপদেষ্টা, টিসিবির চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়সহ আমরা গত পরশু ও গতকাল বসেছি। বাজারে সরবরাহ ব্যবস্থা আরো উন্নত করার জন্য আপাতত আমদানিকেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি। ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। আমাদের ধারণা, এর ফলে স্থানীয় বাজারে মূল্যের হ্রাস ঘটবে,” যুক্ত করেন তিনি।

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  13. ফেসবুক ও ইন্সটাগ্রামে ফ্যাক্টচেকার রাখছে না মেটা, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এটি বন্ধ হচ্ছে

    কোনো পোস্ট সত্য নাকি মিত্যা তা বিচারের ভার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ওপর ছেড়ে দিচ্ছে টেক জায়ান্ট কোম্পানি মেটা। ফেসবুক ও ইন্সটাগ্রামে স্বাধীন ফ্যাক্টচেকারদের ব্যবহার বাদ দিচ্ছে তারা।

    এর পরিবর্তে এক্স বা সাবেক টুইটারের অনুকরণে ‘কমিউনিটি নোটস’ চালু করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

    মঙ্গলবার একটি ভিডিও বার্তা ও একটি ব্লগ পোস্ট করে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই তথ্য জানান।

    তিনি বলেন, ফ্যাক্ট চেকের ক্ষেত্রে যেসব থার্ড পার্টি মডারেটরদের ওপর নির্ভর করা হচ্ছিলো তারা ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ ছিল। তাই তিনি মনে করেন, বাক স্বাধীনতায় ফিরে যাওয়ার সময় হয়েছে।

    এই ঘোষণার পর মনে করা হচ্ছে জাকারবার্গ ও তার কোম্পানির নির্বাহীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। কারণ ট্রাম্প ও তার সহযোগীরা মেটার বিরুদ্ধে ফ্যাক্ট চেকিং পলিসি নিয়ে অভিযোগ তোলেন এবং দাবি করেন, কোম্পানিটি ডানপন্থিদের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করছে।

    ২০১৬ সালে মেটার এই ফ্যাক্ট চেকিং প্রকল্প হয়েছিল। কোনো পোস্ট ভুয়া বা বিভ্রান্তিকর মনে হলে স্বাধীন ফ্যাক্টচেকারদের তা যাচাই করতে বলা হতো। যাচাইয়ের পর কোনো পোস্ট অসত্য প্রমাণিত হলে তার ওপর আলাদা করে ট্যাগ যুক্ত করে দিয়ে রিচ কমিয়ে দেওয়া হতো।

    প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ফ্যাক্টচেকিং বন্ধ হচ্ছে। মেটা জানিয়েছে, ইউরোপ অঞ্চলেও জন্য এখনই থার্ড পার্টি ফ্যাকট চেকিং বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেই তাদের।

  14. ফেলানীর ভাই-বোনের পড়াশোনা ও কর্মসংস্থানের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

    চৌদ্দ বছর আগে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়ে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী খাতুনের পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

    আজ বুধবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই তথ্য জানানো হয়।

    ২০১১ সালের সাতই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের কাঁটাতারে ঝুলে ছিল ১৪ বছরের কিশোরী ফেলানীর লাশ।

    সেই ছবি তখন দেশ ছাপিয়ে দেশের বাইরের গণমাধ্যমে প্রচার হলে তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। তবে এ ঘটনার কোনও বিচার আজও হয়নি।

    এদিকে, সীমান্ত হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ফেলানীর মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশের আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে তার বাবা নূর ইসলাম এই হত্যার বিচারের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

    আসিফ মাহমুদের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্ট
    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ থেকে দেওয়া পোস্ট
  15. শৈত্যপ্রবাহ না থাকলেও শীতে কাঁপছে দেশ

    বুধবার সকাল থেকেই ঢাকাসহ বাংলাদেশের প্রায় সকল স্থানে ঘন কুয়াশার খবর পাওয়া যাচ্ছে এবং গত দুইদিনের তুলনায় শীতের তীব্রতাও বেশি অনুভূত হচ্ছে। তবে দেশের কোথায় শৈত্যপ্রবাহ বইছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমে যাওয়ায় শীত বেশি লাগছে।

    “আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা কমবে। এখন শৈত্যপ্রবাহ নেই। তবে দুই থেকে তিন দিনের মাঝে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইতে পারে দেশজুড়ে। কিন্তু সেটা খুব স্বল্প সময়ের জন্য।”

    আজ সকাল নয়টায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

    এছাড়া, এই সময়ে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রার বেলায় কমতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দিনে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনার যশোরে, ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং এর চেয়ে সামান্য বেশি ছিল সিলেটের শ্রীমঙ্গলে, ১৪ ডিগ্রি সেলসিয়াস।

    আর, এই সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

    তাপমাত্রা যখন আট দশমিক এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকে, তখন সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসাবে ধরা হয়। আর তা নেমে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে চলে আসে, তখন তাকে বলে মাঝারি শৈত্যপ্রবাহ। চার দশমিক এক থেকে ছয় ডিগ্রির মাঝে থাকলে তখন তা তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তখন তাকে বলে অতি তীব্র শৈত্যপ্রবাহ।

    কুয়াশার কারণে সূর্যের কিরণ ঢুকতে না পারার কারণে তাপমাত্রা কম থাকে এবং শীত অনুভূত হয়।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কুয়াশার কারণে সূর্যের কিরণ ঢুকতে না পারার কারণে তাপমাত্রা কম থাকে এবং শীত অনুভূত হয়।
  16. বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে 'গণজমায়েত'

    বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    জানা গেছে, ওই ডাকে সাড়া দিয়ে সেখানে সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন।

    শাহবাগ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ খালিদ মনসুর আজ বেলা পৌনে ১১টার দিকে বিবিসি বাংলাকে বলেন, শহীদ মিনারে ইতোমধ্যে দেড় থেকে দুই হাজার মানুষ এসেছে।

    পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এদিকে, আজই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম কোর্টে শুনানি আছে।

  17. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ কর্মসূচি

    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বুধবার থেকে দেশজুড়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

    বুধবার ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা, চাঁপাইনবাবগঞ্জ থেকে কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে সংগঠন দুটি।

    পরদিন নয়ই জানুয়ারি লিফলেট বিতরণ করবে খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর, কুষ্টিয়া, সুনামগঞ্জ অঞ্চলে।

    ১০ই জানুয়ারি নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও গোপালগঞ্জে এবং ১১ই জানুয়ারি চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর, নওগাঁ ও হবিগঞ্জে তাদের কর্মসূচি পালন করার কথা।

    এরপরের দিন সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা, লালমনিরহাট; রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, রাজবাড়ি, বগুড়া এবং নারায়ণগঞ্জ, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারি, ঠাকুরগাঁও, জয়পুরহাট,পঞ্চগড়, নোয়াখালী, খুলনা, যশোর, গাজীপুর ও ফরিদপুরে চলবে তাদের কর্মসূচি।

    তবে, ঢাকা মহানগরে এই সপ্তাহের পুরো সময় জুড়েই জনসংযোগ চলমান থাকবে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, আজ ঢাকার মিরপুর গোল চত্বরে দুপুর সাড়ে ১২টায়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে সাড়ে তিনটা এবং যাত্রাবাড়ী গোল চত্বরে বিকাল চারটায় লিফলেট বিতরণ ও জনসংযোগ চলবে।