সোমবার সারাদিন যা যা হলো
- জুলাই-অগাস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
- বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।
- ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এছাড়া ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
- বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজ শুধু নির্বাচন দেয়া নয় বলে মন্তব্য করেছেন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।
- পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন।
- অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষ্যে জাতীর উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যে 'একটু আশাহত' হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন এবং ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট হ্যান্ড গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে ।
- ঋণের নামে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্যে এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর।ওই রাজ্যে চলমান সহিংসতার কারণে রোববার থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ ঘোষণা করা হয়েছে।
আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।











