ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
- ভারতের আহমেদাবাদে বিমানটির দুর্ঘটনাস্থল থেকে ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ প্রধান জিএস মালিক।
- ভেঙ্গে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটির বিশোয়াস কুমার রমেশ এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন।
- বিমান দুর্ঘটনায় গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা বিজয় রুপানিও নিহত হয়েছেন।
- ভেঙে পড়া বিমানটির ডানাতে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন।
- এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান ২৩০ যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে গুজরাতের রাজধানী আহমেদাবাদ থেকে ওড়ার পরপরই বিধ্বস্ত হয়।
- এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
- বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।
- এর ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন।
- এই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।























