বাগেরহাটে আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোসহ ৩৯টি আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি কমানোসহ ৩৯টি আসনে সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে

    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর খসড়া প্রস্তাবের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া সারা দেশে আরও তিন ডজন আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
    • যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাতে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
    • আগামী তেসরা অগাস্ট "নতুন বাংলাদেশের ইশতেহার" ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ওইদিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
    • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতকর্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
    • গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় পার্টিকে অন্যায়ভাবে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দেওয়া হচ্ছে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।
    • আওয়ামী লীগ সরকারের সময়ের তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো পর্যালোচনা ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করেছে সরকার।
    • বিচারক হিসেবে 'দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান'সহ 'জাল রায়' তৈরির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
    • একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ।
    • বৃহস্পতিবার জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব রাজনৈতিক দলের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন।
    • গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে একশ' চার জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অনাহারে বুধবার আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
    • রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, দেশে দেশে সুনামি সতর্কতা জারি জরুরি। দিনশেষে জাপানসহ অনেক দেশে জরুরি সতর্কতা তুলে নিয়ে সাধারণ সতর্কতা ঘোষণা করা হয়েছে।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেগুলোর সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে স্কুলগুলোতে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
    • প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান এবং তার ছেলেকে আজীবনের জন্য পুঁজিবাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো। বৃহস্পতিবার সকালে নতুন খবর নিয়ে পাতাটি পুনরায় চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।

    আরও খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন। শুভরাত্রি।

  2. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সতকর্তা জারি বাংলাদেশ ব্যাংকের

    সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় ১৪টি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় ১৪টি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

    দেশের ব্যাংক, আর্থিক খাতের প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে জানিয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    বুধবার বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ চিঠি দিয়ে সতর্কতা জারি করে বলে সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

    সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সার্ভার ও ডেটাবেইস নিয়মিত হালনাগাদ, অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ করা, অনুমতিভিত্তিক এক্সেস নিশ্চিতকরণ এবং গুরুত্ব অনুযায়ী নিয়মিত ব্যাকআপ রাখা সহ ১৪টি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

  3. তেসরা অগাস্ট 'নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণা হবে: নাহিদ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

    আগামী তেসরা অগাস্ট "নতুন বাংলাদেশের ইশতেহার" ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ওইদিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    বুধবার বিকেলে নরসিংদী শহরের এক পথসভায় এই আহ্বান জানান মি. ইসলাম।

    "আমরা দেখেছি গত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান আমরা পাইনি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয় নাই, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসিনি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নামতে হচ্ছে আমাদের," ভাষণে বলেন নাহিদ ইসলাম।

    তেসরা অগাস্ট শহীদ মিনারের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা সেদিন সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়বো।"

  4. 'কারিগরি ত্রুটি'র কারণে যুক্তরাজ্যে বিমান চলাচলে বড় বিপর্যয়

    যুক্তরাজ্যে বিমান চলাচলের সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা
    ছবির ক্যাপশান, যুক্তরাজ্যে বিমান চলাচলের সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

    'কারিগরি ত্রুটি'র কারণে যুক্তরাজ্যে বিমান চলাচলের সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    'ত্রুটি' ধরা পড়ার পর দ্রুত সময়ের মধ্যে সেটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    কিন্তু ততক্ষণে বিমান চলাচলের সূচিতে রীতিমত বিপর্যয় ঘটে গেছে।

    ঠিক কী ধরনের 'কারিগরি ত্রুটি' দেখা দিয়েছিল, সেটির বিষয়ে এখনো তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানা যাচ্ছে।

  5. গাজায় ২৪ ঘণ্টায় শতাধিক মানুষকে হত্যার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

    গাজায় খাদ্য সংকটের মুখে তীব্র অপুষ্টিতে ভুগছে শিশুরা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, গাজায় খাদ্য সংকটের মুখে তীব্র অপুষ্টিতে ভুগছে শিশুরা

    গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে একশ' চার জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এসময় আহত হয়েছেন আরও প্রায় চারশ' বাসিন্দা।

    এদিকে, অনাহারে বুধবার আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    এ নিয়ে সাতই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ১৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

  6. ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি

    নির্বাচন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, নির্বাচন, প্রতীকী ছবি

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেগুলোর সংস্কারের লক্ষ্যে চাহিদা চেয়ে স্কুলগুলোতে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

    আগামী ১০ই অগাস্টের মধ্যে সংস্কারের বিষয়ে তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে একথা জানানো হয়েছে।

  7. প্রতারণার অভিযোগে সালমান রহমানকে পুঁজিবাজারে আজীবনের জন্য ‘অবাঞ্ছিত’ ঘোষণা

    একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সালমান এফ রহমান

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সালমান এফ রহমান

    প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    একই অভিযোগে মি. রহমানের ছেলে শায়ান ফজলুর রহমানকেও পুঁজিবাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

    সেইসঙ্গে, মি. রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা এবং তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তারা ‘আইএফআইসি আমার বন্ড’ এর প্রচারে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    বিষয়টি অনুসন্ধানের পর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের ৯৬৫তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি।

    এছাড়া প্রতারণায় সহযোগিতার করার অভিযোগে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকেও পুঁজিবাজারে আজীবন ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

    হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত সালমান এফ রহমান বর্তমানে কারাগারে আছেন।

  8. সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP/Facebook

    ছবির ক্যাপশান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ফাইল ছবি)

    যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বুধবার বিকালে ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত বিএনপি'র সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি।

    "আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদের রক্তের বিনিময়ে পরাজিত পতিত পলাতক বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওঁৎ পেতে রয়েছে।"

    "সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এ ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে," বলেন মি. রহমান।

  9. গাজীপুরে একটি আসন বাড়ানোর ও বাগেরহাটে কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর খসড়া প্রস্তাবের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

    আগামী ১০ই অগাস্টের মধ্যে এ বিষয়ে কেউ আপত্তি না জানালে গাজীপুরে সংসদীয় আসন সংখ্যা পাঁচটি থেকে বেড়ে ছয়টি এবং বাগেরহাটে চারটি থেকে কমে তিনটি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

    এর বাইরে সারা দেশে আরও তিন ডজন আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    বুধবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান মি. সরকার।

    তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করে কারিগরি কমিটি। এর মধ্যে ৩৯টি আসনে সীমানা সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি।

    সীমানা পুননির্ধারণের ক্ষেত্রে প্রতিটি জেলায় গড় ভোটার ধরা হয়েছে চার লাখ ২০ হাজার ৫০০ জন করে। গাজীপুরে একটি আসন বাড়ালে এবং বাগেরহাটে একটি কমালে সব আসনে সমতা চলে আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মি. সরকার।

    ইতোমধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে খসড়া প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। সংসদীয় আসনগুলোর সীমানার খসড়া নিয়ে কোনো আপত্তি থাকলে ১০ই অগাস্টের মধ্যে আবেদন করতে পারবেন স্ব স্ব এলাকার স্থানীয় বাসিন্দারা।

    কেউ আপত্তি জানালে এবিষয়ে শুনানি শেষে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হবে বলে জানান মি. সরকার।

  10. কুমিল্লায় বিএনপি ও এনসিপি'র নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

    বিএনপি ও এনসিপি'র নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি

    ছবির উৎস, Bahar Raihan

    ছবির ক্যাপশান, বিএনপি ও এনসিপি'র নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি

    কুমিল্লায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি'র নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

    পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা বিবিসি বাংলাকে বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সেটার প্রতিবাদে বুধবার বিকেলে মুরাদনগর উপজেলায় বিক্ষোভ-সমাবেশে করেন এনসিপি'র স্থানীয় নেতাকর্মীরা।

    সমাবেশটি যেখানে হচ্ছিলো, একই জায়গায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    একপর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় তারা একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এতে অন্তত ১০ জন আহত হন।

    পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান সাংবাদিকদের বলেন, এনসিপি'র কর্মসূচির বিষয়ে অবগত থাকলেও বিএনপি'র কর্মসূচির বিষয়ে তিনি জানতেন না। ঘটনাস্থলে এসে জানতে পেরেছেন।

    ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা কীভাবে শুরু হলো, সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মি. খান।

  11. ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, রাশিয়া থেকে অস্ত্র কিনলে জরিমানার হুমকি

    ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন।

    নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’ সোশালে এক পোস্টে মি. ট্রাম্প লিখেছেন, পয়লা অগাস্ট থেকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপরে ২৫ শতাংশ করে শুল্ক নেওয়া হবে।

    মি. ট্রাম্প এটাও লিখেছেন যে ভারত যদি রাশিয়ার কাছ থেকে শক্তি এবং সামরিক সরঞ্জাম কেনে, তা হলে জরিমানা দিতে হবে ভারতকে।

    “মনে রাখতে হবে, যদিও ভারত আমাদের বন্ধু, তবে অনেক বছর ধরে আমরা খুব কমই বাণিজ্য করেছি তাদের সঙ্গে। কারণ তাদের শুল্ক হার খুবই বেশি – বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ,” ট্রুথ-এ লিখেছেন ডোনাল্ড ট্রাম্প।

    তিনি আরও লিখেছেন, ভারতে “কঠোরতম এবং আপত্তিকর অর্থ-বহির্ভূত বাণিজ্য প্রতিবন্ধকতা চালু রয়েছে। একই সঙ্গে তারা রাশিয়ার কাছ থেকে বড় পরিমাণে সামরিক সরঞ্জাম কিনে থাকে। এমন একটা সময়ে, যখন সবাই চাইছে যে রাশিয়া ইউক্রেনে গণহত্যা বন্ধ করুক, তখন তারা রাশিয়ার কাছ থেকে শক্তি কেনার ব্যাপারে চীনের সঙ্গেই সব থেকে বড় আমদানিকারক হয়ে উঠেছে।"

    ভারত আর যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আমেরিকা সফরের সময়ে ঘোষণা করা হয়েছিল যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পথে।

    তবে পাঁচ দফায় আলোচনা চালিয়েও এখনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। অগাস্টের শেষে মার্কিন কর্মকর্তাদের দিল্লিতে এসে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা আছে।

    সংবাদ সংস্থা রয়টার্স ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানাচ্ছে যে মি. ট্রাম্প পয়লা অগাস্ট থেকে আরোপিত হতে চলা যে শুল্ক হারের কথা ঘোষণা করেছেন, সেটা সম্ভবত অস্থায়ী। কারণ দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

  12. জুলাই সনদের 'গ্রহণযোগ্য' খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে বৃহস্পতিবার

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

    বৃহস্পতিবার জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব রাজনৈতিক দলের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    বুধবার বিকেলে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    "আজকের মধ্যে আমরা ঐকমত্যের ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেবো। আশা করছি, আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলের কাছে তুলে দিতে পারবো," বলেন অধ্যাপক রীয়াজ।

    তিনি আরও বলেন, "প্রাথমিক পর্যায়ে সব দল মৌলিক অধিকার সম্প্রসারণের নীতিগত অবস্থানে একমত হয়েছে। তবে সংবিধানে এ বিষয়ে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে কিছু ভিন্নমত রয়ে গেছে। এই প্রক্রিয়ায় বিএনপির দেওয়া সুপারিশ ও আপত্তিগুলো স্পষ্টভাবে কমিশনের কাছে তুলে ধরা হয়েছে এবং তা আলোচনাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

  13. সুনামি সতর্কতায় পরিবর্তন আনলো জাপান

    সুনামি সতর্কতা জারির পর জাপানের ট্রেনে সিডিউল বিপর্যয় দেখা যায়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সুনামি সতর্কতা জারির পর জাপানের ট্রেনে সিডিউল বিপর্যয় দেখা যায়

    সুনামি হওয়ার আশঙ্কায় জারি করা সতর্কতায় পরিবর্তন আনলো জাপান। জরুরি সতর্কতা সরিয়ে নিয়ে বর্তমানে সাধারণ সতর্কতা ঘোষণা করেছে দেশটির আবহাওয়া অফিস।

    এর আগে, রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে জাপানে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়। একপর্যায়ে জাপানের হোক্কাইডোতে সুনামি আঘাত করে।

    এ ঘটনার পর “মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার” দিয়ে উদ্ধার তৎপরতা চালানোর ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

    তবে সেখানকার ক্ষয়-ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    বেশ কয়েক ঘণ্টা পর বড় সুনামির আশঙ্কা কমে আসায় আগে জারি করা সতর্কতায় পরিবর্তন আনে জাপানের আবহাওয়া অফিস।

  14. ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

    ছবির উৎস, Getty Images

    চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাতে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

    বুধবার ফেনীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানিয়েছেন মি. মিন্টু।

    আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সেটি আরও এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি'র এই নেতা।

    "দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ এখানে কোর্টে একটা কেইস এখন পেন্ডিং আছে, সুপ্রিমকোর্টে, কেয়ারটেকার সরকার নিয়া। কেয়ারটেকার সরকার যদি পুনঃপ্রবর্তন হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তখন কেয়ারটেকার হবে। কেয়ারটেকারে বলা আছে, ৯০ দিনে নির্বাচন। সো, আমি মনে করি নির্বাচন হবে।"

    "যদি ডিসেম্বরের ভেতর নির্বাচন হয়, আশা করি আমাদের দলের নেত্রী, ম্যাডামও (খালেদা জিয়া) কিন্তু নির্বাচন করবেন। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছেন। অতএব, আমাদের নির্বাচন নিয়া ফেনীতে কোনো চিন্তা নাই," সাংবাদিকদের বলেন মি. মিন্টু।

  15. আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ছয়ই অগাস্ট

    গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশের সামনে এভাবেই দাঁড়িয়েছিলেন আবু সাঈদ

    ছবির উৎস, SHARIER MIM

    ছবির ক্যাপশান, গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশের সামনে এভাবেই দাঁড়িয়েছিলেন আবু সাঈদ

    জুলাই গণ অভ্যুত্থান চলাকালে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী ছয়ই অগাস্ট আদেশ দেওয়া হবে।

    বুধবার শুনানি শেষে এই তারিখ নির্ধাারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা।

    এর আগে, শুনানিকে সামনে রেখে বুধবার সকালে মামলায় অভিযুক্ত ছয় আসামিকে টাইব্যুনালে হাজির করা হয়।

    তারা হলেন: পুলিশের সাবেক এসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজ।

    উল্লেখ্য যে, কোটা আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনাটি তদন্ত করতে গিয়ে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    গত ৩০শে হত্যা মামলাটির অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে, মামলায় পলাতক থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

  16. আওয়ামী লীগ আমলে ভোট করা অপরাধ হলে বিএনপি-জামায়াতও অপরাধী, দাবি জাতীয় পার্টির

    বুধবার নির্বাচন কমিশনে দলের ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেন নেতারা

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বুধবার নির্বাচন কমিশনে জাতীয় পার্টির পক্ষে দলের প্রতিনিধিরা ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেন

    গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় পার্টিকে অন্যায়ভাবে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দেওয়া হচ্ছে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।

    ওই সময়ে ভোটে অংশ নেওয়া অপরাধ হয়ে থাকলে বিএনপি সহ ৩২টি দলও অপরাধী বলে মন্তব্য করেছেন তিনি।

    বুধবার নির্বাচন কমিশনে দলের ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদেরকে এসব কথা বলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব।

    “নির্বাচন করার কারণে আমাদের যে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দেওয়া হচ্ছে, এ কথার সাথে আমরা একমত নই,” বলেন মি. ভুঁইয়া।

    "তিন নির্বাচনের মধ্যে বিএনপি, জামায়াত এবং ইসলামী ঐক্যজোট সহ, ইভেন মান্না ভাই, রব ভাই, ড. কামাল হোসেন, তারা সবাই '১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে ৩১টি দলই অপরাধী," সাংবাদিকদের বলেন মি. ভুঁইয়া।

    উল্লেখ্য যে, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সংসদে প্রধান বিরোধী দল ছিল জাতীয় পার্টি।

    সেই সময়ের ভূমিকার জন্য ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলতে দেখা যাচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের একাধিক দল ও সংগঠনকে।

    সবশেষ গত মঙ্গলবার গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ১৪ দলীয় জোটে থাকা দলগুলোর নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে।

    এদিকে, আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করলে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মি. ভুঁইয়া সাংবাদিকদের বলেন, "আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হলে তাহলে (অংশ) নেবো। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি না। আমরা দেখছি একটি অংশকে সরকার বেশি পৃষ্ঠপোষকতা করছে। ওই অবস্থা বিরাজমান যদি থাকে, তাহলে আমরা দলগতভাবে প্রেসিডিয়াম সভায় যখন সিদ্ধান্ত হবে, তফসিল ঘোষণা হলে সিদ্ধান্ত জানিয়ে দেবো।"

  17. পাঁচই অগাস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

    পাঁচই অগাস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    এসময় পুলিশের ১১দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, "এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে'র (ডিএমপি) অভিযান। এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে।"

  18. চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ছাত্রনেতার বাড়ি থেকে সোয়া দুই কোটির চেক উদ্ধার: ডিএমপি

    ঢাকার গুলশান এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাড়িতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    জিজ্ঞাসাবাদে মি. রিয়াদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চেক উদ্ধার করা হয়েছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

    চাঁদাবাজির অভিযোগে গত শনিবার রাতে মি. রিয়াদসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে সাত দিনের রিমান্ডে মঞ্জুর করে আদালত।

    মি. রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে সম্প্রতি আত্মপ্রকাশ করা ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

    এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটিও নেতা ছিলেন তিনি।

    চাঁদাবাজির অভিযোগ ওঠার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে, কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়।

  19. তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন

    মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

    আওয়ামী লীগ সরকারের সময়ের তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো পর্যালোচনা ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করেছে সরকার।

    গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগু নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। অভিযোগ রয়েছে, এই তিন নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার খর্ব করে একটি বিশেষ দলকে নির্বাচিত করা হয়েছে।

    এসব অভিযোগ পর্যালোচনা করে ভবিষ্যতে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে করণীয় নির্ধারণ করবে যে কমিশন, সেটি পাঁচ সদস্যবিশিষ্ট।

    হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে গঠিত কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশ্লেষক ড. মো. আব্দুল আলীম।

    কমিশনের কার্যপরিধি হলো:

    • ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষক, নাগরিক সংগঠন, তদারকি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে উত্থাপিত অভিযোগ বিশ্লেষণ;
    • নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এবং এর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিশেষজ্ঞ মতামত পর্যালোচনা;
    • তৎকালীন ক্ষমতাসীন দলের ভূমিকা ও রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি সংক্রান্ত অভিযোগ বিশ্লেষণ;
    • নির্বাচন সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ভূমিকা পর্যালোচনা;
    • আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা বিশ্লেষণ;
    • তৎকালীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়মের অভিযোগ যাচাই ও অনুসন্ধান;
    • নির্বাচন অনিয়মের দায়-দায়িত্ব নির্ধারণ;
    • ভবিষ্যতে সুষ্ঠু ও মানসম্পন্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশ প্রণয়ন;
    • প্রয়োজনে দলিল দস্তাবেজ তলব ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা প্রয়োগ।

    মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন, যেকোনো সরকারি দপ্তরের নথি তলব ও সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে। 'দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬' অনুসারে কমিশনকে আগামী ৩১শে অক্টোবরের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

  20. সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে

    সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

    ছবির উৎস, Md. Bahauddin Al Imran

    ছবির ক্যাপশান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক (ফাইল ছবি)

    বিচারক হিসেবে 'দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান'সহ 'জাল রায়' তৈরির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

    আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

    বাংলাদেশে এই প্রথম কোনো রায় দেওয়ার জের ধরে করা মামলায় কোনো সাবেক প্রধান বিচারপতিকে রিমান্ডে নেওয়া হলো।

    এ দিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়।

    এরপর তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। সেই আবেদনের শুনানির জন্য আজ সকালে তাকে কারাগার থেকে আদালতে তোলা হয়।

    শুনানি শেষে আদালত ১০ দিনের পরিবর্তে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

    খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে গত বছরের ২৭শে অগাস্ট শাহবাগ থানায় একটি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সেখানে অভিযোগ করা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হলে তাকে খুশী করার জরার জন্য ত্রয়োদশ সংশোধনী মামলায় সংক্ষপ্তি আদেশ পরিবর্তন করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছিলেন।

    গত ২৪শে জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ই জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকার কাজলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

    ওইদিন সন্ধ্যায় মি. হককে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    মি. হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি এবং আইন কমিশনের সাবেক চেয়ারম্যান। গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে দু'টি মামলা হয়।

    এ বি এম খায়রুল হক ২০১০ সালের পহেলা অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ই মে পর্যন্ত প্রধান বিচারপতির হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরে তিনি আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন।