নেতিবাচক প্রচারণা রোধে ভারতের শক্ত ভূমিকা আশা করে বাংলাদেশ, 'সম্পর্কের কালো মেঘ' দূর করতে চায় দুই দেশই

পোশাক শ্রমিকদের জন্য শতকরা নয় শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকে সম্পর্কোন্নয়নের আশাবাদ। নেতিবাচক প্রচারণা রোধে ভারতের শক্ত ভূমিকা আশা করে বাংলাদেশ। একনজরে দিনের ঘটনাপ্রবাহ...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে

    • বাংলাদেশ ও ভারতের 'সম্পর্কের যে কালো মেঘ' তৈরি হয়েছে সেটি দূর হবে বলে আশা প্রকাশ করেছে দুই দেশ। প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ।
    • নেতিবাচক প্রচারণা রোধে ভারতের শক্ত ভূমিকা আশা করে বাংলাদেশ। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।
    • ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
    • শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পোশাক শ্রমিকদের জন্য শতকরা নয় শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
    • ৪৭-তম বিসিএস পরীক্ষার আবেদন মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি।
    • সারাদেশে ভোজ্য তেলের সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয়েছে।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. বাংলাদেশ-ভারত 'সম্পর্কের কালো মেঘ' দূর করতে চায়, প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

    পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে কালো মেঘ তৈরি হয়েছে সেটি দূর হবে বলে আশা প্রকাশ করেছে দুই দেশ।

    সোমবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

    বৈঠক শেষে বাংলাদেশের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ভারতীয় সচিবের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে যে মেঘ এসেছে, এ মেঘটা দূর করতে হবে। আমরাও বলেছি, মেঘটা দূর করতে হবে। দুই পক্ষই একমত হয়েছি।”

    পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব মি. মিশ্রিও দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক বাড়াতে একমত হয়েছে।

    বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, “সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি।”

    পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় মি. মিশ্রি বলেন, “আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই।”

    প্রধান উপদেষ্টার সাথে প্রায় চল্লিশ মিনিটের এই বৈঠকে সংখ্যালঘুদের সমস্যা, ভারতের গণমাধ্যমগুলোতে ভুল তথ্য প্রচার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়েও আলোচনা হয়।

    প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে ‘খুবই দৃঢ়’ এবং ‘ঘনিষ্ঠ’ হিসেবে উল্লেখ করেন।

    তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে। এই ‘কালো মেঘ’ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন অধ্যাপক ইউনূস।

    বৈঠকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও ওঠে।

    এসময় প্রধান উপদেষ্টা ভারতের পররাষ্ট্র সচিবকে বলেন, “শেখ হাসিনা ভারতে বসে নানা বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন। এটা এক ধরনের উত্তেজনা সৃষ্টি করছে”।

    মি. মিশ্রি বলেন, অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যেসকল বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামনের সারিতে আছেন।

    ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের ন্যারেটিভ এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আপনার সাফল্য কামনা করি’।

    বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে এটা ভুল ধারণা উল্লেখ করে মি. মিশ্রি বলেছেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সকলের জন্য।’

    সংখ্যালঘু ইস্যু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

    তিনি বলেন, ‘আমরা একটি পরিবার। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

    ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত গত মাসে বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা দ্বিগুণ করেছে এবং আগামী দিনে এই সংখ্যা আরও বাড়াবে।

    ‘আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই,’ বলেন তিনি।

  3. পোশাক শ্রমিকদের বেতন নয় শতাংশ বাড়িয়েছে সরকার

    পোশাক শ্রমিকদের জন্য শতকরা নয় শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর আগের নিয়ম অনুযায়ী প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে ন্যূনতম মজুরির চার শতাংশ যুক্ত করা হয়েছে।

    চলতি ডিসেম্বর থেকেই এটি কার্যকর হবে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

    সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানান তিনি।

    এসময় শ্রম উপদেষ্টা মি. হোসেন বলেন, “মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টসে যে অস্থিরতা ছিল তা আর থাকবে না।”

    পোশাক খাত নিয়ে দেশে-বিদেশে নানান ষড়যন্ত্র চলছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “এগুলো পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে এগিয়ে নিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে মালিক-শ্রমিকরা একমত বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।”

    শ্রম উপদেষ্টা জানান, নতুন ঘোষিত এই মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

    বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

    ছবির উৎস, MINISTRY OF LABOUR AND EMPLOYMENT

    ছবির ক্যাপশান, বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
  4. জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

    সারজিস আলম
    ছবির ক্যাপশান, সারজিস আলম

    জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম।

    সোমবার নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করতে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।

    এর আগে গত ২৫শে নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।

    প্রাথমিকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্যসচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে গত ৮ই সেপ্টেম্বর ৫৫ সদস্যের কমিটি করে জাতীয় নাগরিক কমিটি।

  5. ৪৭-তম বিসিএস পরীক্ষার আবেদন স্থগিত

    ৪৭-তম বিসিএস পরীক্ষার আবেদন মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি।

    সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত ২৮শে নভেম্বর ৪৭-তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল। আগের দিন সোমবার আবেদন প্রক্রিয়া স্থগিত করা হলো।

    পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রাখা হয়েছিল।

    সোমবার পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ৪৭-তম বিসিএস-এর আবেদন স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময়সীমা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

    সরকারি চাকরির তিন হাজার ৬৮৮টি পদে নিয়োগ দিতে ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময়সূচী ঘোষণা করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

  6. নেতিবাচক প্রচারণা রোধে ভারতের শক্ত ভূমিকা আশা করে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

    বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের শক্ত ভূমিকা আশা করে বাংলাদেশ। ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

    তিনি বলেছেন, “বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। এ কারণে অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ দেখানো উচিত।”

    বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    পররাষ্ট্র সচিব বলেন, "সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত একমত হয়েছে। দুই দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামনে আলোচনা হয়েছে।"

    মি. উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন. “দু’দেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয় সমূহে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি। এবং এই লক্ষে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেছি।”

    গণঅভ্যুত্থান পরবর্তী সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, “বাংলাদেশের জুলাই অগাস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরি আচরণ নিয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বয়ান হচ্ছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আমরা অনুরোধ জানিয়েছি।”

    শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছে সেটি নিয়েও দুই দেশের সচিব পর্যায়ের এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

    তিনি বলেন, “আমরা ভারতকে জানিয়েছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে যে বক্তব্য রাখছে সেটি সরকার পছন্দ করছে না।”

    সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারতের সহযোগিতার জন্য আহবান জানিয়েছি।

    পররাষ্ট্র সচিব বলেন, “প্রতি বছর পর্যটন ও চিকিৎসা উপলক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণসহ অন্যান্য বিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি।”

    সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

    সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব
  7. বাংলাদেশের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ বিক্রম মিশ্রির

    বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

    তিনি বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে ভারত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

    সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

    তবে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করার কথা জানান তিনি।

  8. জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব বাতিলের প্রতিশ্রুতি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব লাভের স্বয়ংক্রিয় অধিকার বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের আইন বাতিল করতে চান বলে জানিয়েছেন তিনি।

    তবে তিনি বলেন, শিশু অবস্থায় যারা যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী হিসেবে এসেছে, তাদের সাহায্যে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি।

    এছাড়া ট্রাম্প সামনের মাসে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ সালের মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার কথা জানিয়েছেন।

    এনবিসি-র মিট দ প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, "এই মানুষগুলো নরকের মতো জীবনযাপন করছে।"

    এটি ছিল নভেম্বরের নির্বাচন জয়ের পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার।

    শুক্রবার রেকর্ড করা এই সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ২০শে জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি অভিবাসন, জ্বালানি ও অর্থনীতির উপর বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন।

    যদিও তিনি বাইডেনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চাইবেন না বলে ইঙ্গিত দিয়েছেন, তবে তিনি বলেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষত ক্যাপিটল দাঙ্গা তদন্তকারী আইনপ্রণেতাদের জেলে পাঠানো উচিত।

    ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

  9. ইইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠক, ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ

    ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    সোমবার বেলা ১২টায় ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    ১৯ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে ১৫ জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন।

    বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।

    বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদেরকে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান।

    তিনি বলেন, “ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

    “ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশি কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।”

    বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

    ইইউ রাষ্ট্রদূত

    ছবির উৎস, CA press wing

  10. সয়াবিন তেলের দাম লিটার প্রতি বাড়ল আট টাকা

    সারাদেশে ভোজ্য তেলের সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয়েছে।

    আর খোলা সয়াবিন তেলের নির্ধারিত হয়েছে ১৫৭ টাকায়। এর আগে বোতলজাত তেলের দাম ছিল লিটারপ্রতি ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা।

    সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এ তথ্য জানানো হয়।

    এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “গত এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ কারণে স্থানীয় মজুতদারিও বেড়েছে।”

    যে কারণ সংকট নিরসনে বৈঠক করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

    বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বেড়েছে আট টাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বেড়েছে আট টাকা
  11. প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূতের বৈঠক

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বেলা ১২টার দিকে তেজগাঁও কার্যালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক শুরু হয়।

    এ বৈঠকে সমসাময়িক ইস্যু ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

    এছাড়া বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু পাশাপাশি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনার হতে পারে।

    এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই বৈঠকের বিষয়ে জানিয়েছিলেন।

    ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম।

    ইউনূস

    ছবির উৎস, CA Press wing

  12. আগামী দোসরা জানুয়ারির আগে ভোটার হওয়ার আহ্বান ইসির

    বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন

    ১৮ বা তার বেশি বয়সীদেরর মধ্যে যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তাদেরকে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

    আগামী দোসরা জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এতে বলা হয়, পহেলা জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে তারা ভোটার না হয়ে থাকলে তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হওয়ার অনুরোধ করা হল।

    এর আগে গত রোববার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে আগামী দোসরা জানুয়ারির আগে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে অনুরোধ জানিয়েছিল।

    সেই বিজ্ঞপ্তি ‘সংশোধন’ করে আজ গণমাধ্যমে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ইসি।

  13. পররাষ্ট্র সচিবদের বৈঠক শেষ, বিষয় জানা যাবে বিকালে

    বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি দুপুরে শেষ হয়েছে। বিকালে একটি সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরা হবে।

    পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। তাদের এই বৈঠক হলো এমন সময় যখন দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।

    সোমবার সকালে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেন।

    প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্ত বৈঠকে করেন।

    এরপরে তার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

    সোমবার সকালে বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

    সফর শেষে আজ রাতে তিনি দিল্লি ফিরে যাবেন।

  14. বুধবার আগরতলা অভিমূখে লংমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন

    আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

    আগামী বুধবার ঢাকা থেকে শুরু হয়ে আখাউরা সীমান্ত এলাকা পর্যন্ত যাবে এই লংমার্চ।

    সোমবার নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই কর্মসূচি ঘোষণা করে।

    কর্মসূচি ঘোষণা করে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, “ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আমাদের এই লং মার্চের কর্মসূচি”।

    তিনি জানান, বুধবার সকাল ৮টায় নয়া পল্টনে জমায়েত হয়ে সেখান থেকে লং মার্চ শুরু হয়ে শেষ হবে এবং শেষ হবে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে।

    এই কর্মসূচিতে অংশ নিতে সর্বস্তরের ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

    এর আগে রোববার এই তিন সংগঠন বারিধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। রামপুরা ব্রিজের কাছে নেতা-কর্মীর পদযাত্রা পুলিশ আটকে দিলে তিন সংগঠনের নেতৃবৃন্দ বারিধারায় দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

  15. চারটি টাকার নকশা বদলাবে, বাদ যেতে পারে শেখ মুজিবের ছবি

    বাংলাদেশের চারটি কাগুজে নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেয়া হয়েছে।

    বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নতুন ডিজাইনে শেখ মুজিবর রহমানের ছবি বাদ দেয়া হতে পারে।

    তবে শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

    আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

    মিস শিখা বসেন, “নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কিনা এমন কোন কথা বলা হয়নি। ডিজাইনের বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল।”

    বলা হচ্ছে সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হতে পারে।

    বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে।

    এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯শে সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে।

    অর্থ বিভাগের চিঠিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।”

    নতুন নোটগুলোয় জুলাই অগাস্ট আন্দোলনের গ্রাফিতি থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে কোন কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানায়নি।

    মূলত সরকার পতনের পর গত ৮ই আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।

    শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকা।
    ছবির ক্যাপশান, শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকা।
  16. পঞ্চগড়ের তাপমাত্রা দিনে দিনে পড়ছে

    প্রকৃতিতে এখনও পৌষ মাস না এলেও ইতোমধ্যে শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে।

    সোমবার সকাল ৯টায় সেখানকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস।

    আগের দিন রোববার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই পুরো এলাকা কুয়াশায় ছেড়ে যায়।

    তবে বেলা বাড়তে থাকলে তাপমাত্রাও বাড়তে থাকে। আবার সন্ধ্যা থেকে ঠাণ্ডা বাড়তে থাকে।

    এদিতে শীতের কারণে বেড়েছে জেলায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রতিদিন ভিড় করছেন শীতজনিত বিভিন্ন রোগী।

    বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি,কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

    শীত

    ছবির উৎস, Getty Images

  17. ‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় নিয়ে আপিলের শুনানি মঙ্গলবার

    ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

    সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ ধার্য করেন।

    ২০১৭ সালের ৪ঠা ডিসেম্বর ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট।

    এর তিন বছর পর ২০২০ সালের ১০ই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।

    পরে ২০২২ সালের ২০শে ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা।

    গত ২রা ডিসেম্বর ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তখন আপিল বিভাগ বলেন, এ বিষয়টা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

    আদালত

    ছবির উৎস, Getty Images

  18. বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

    ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর পদ্মায় প্রবেশ করে।

    ৫ই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এটিই ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।

    বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

    ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

    পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকালেই বিক্রম মিশ্রি ঢাকায় আসেন।

    সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের পররাষ্ট্রসচিব যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

    বাংলাদেশ ভারত

    ছবির উৎস, Getty Images

  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।

    দিনের গুরুত্বপূর্ণ সব খবর এই পাতার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো। লাইভ আপডেট পেতে যুক্ত থাকুন।

    সেই সাথে বিবিসি বাংলার অন্যান্য খবর রয়েছে আমাদের মূলপাতায়