'জনগণতন্ত্রী বাংলাদেশ' নাম প্রস্তাব, সংবিধানের মূলনীতিসহ বেশ কিছু পরিবর্তনের সুপারিশ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা প্রতিহিংসার বশবর্তী হয়ে করা হয়েছিল বলে বলছে আপিল বিভাগ। চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে আজ। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেফতার। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ...

সার সংক্ষেপ

  • রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে চার কমিশন
  • জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ সবাই খালাস
  • দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল গ্রেফতার
  • গাজায় যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি ইসরায়েল ও হামাসের আলোচকরা

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের সংবিধানে 'প্রজাতন্ত্র' ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ ও ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ নাম চালুর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন।
    • গায়েবি মামলায় চার্জশিট দিলে ব্যবস্থা নেয়া, 'অজ্ঞতানামা আসামি' করার চর্চা বন্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পুলিশ সংস্কার কমিশন।
    • সংসদ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, ৪০ শতাংশ ভোট না পড়লে ওই আসনের ভোট বাতিল, ‘না’ ভোট বেশি পড়লে নতুন করে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
    • সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
    • অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত তিন দেশের সাথেই সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।
    • মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে বাংলাদেশের নৃ-গোষ্ঠীর একটি পক্ষের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
    • দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি

    জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিজেদের কাছে রাখতে বিদ্যমান জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

    বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন এই চিঠি পাঠিয়েছে সরকারের সংশ্লিষ্ট ওই দপ্তরগুলোতে।

    এতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতের কাজ নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। কিন্তু ২০২১ সালে এনআইডি কার্যক্রম ইসির পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বিগত আওয়ামী লীগ সরকার।

    কিন্তু নির্বাচন কমিশনের আপত্তি ছাড়াই ইসির হাত থেকে এনআইডি নিতে ২০২৩ সালে জাতীয় পরিচয় নিবন্ধন আইন সংশোধন করে বিগত সরকার। পরে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের হাতে ন্যস্ত করা হয়।

    চিঠিতে বলা হয়, তখন নির্বাচন কমিশন এ নিয়ে অনুরোধ জানালেও তা আমলে নেয়নি বিগত সরকার।

    এ অবস্থায় সংশোধিত জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে ২০১০ সালের আইন পুনর্বহাল করে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইসিতে পুনরায় ন্যস্ত করার আবেদন জানানো হয় নির্বাচন কমিশনের ওই চিঠিতে।

    নির্বাচন কমিশনের চিঠি
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনের চিঠি
  3. তিন দেশের সাথেই ব্যালান্স সম্পর্ক মেইন্টেন করবো: পররাষ্ট্র উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত তিন দেশের সাথেই সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।

    তিনি বলেন, “দেশের স্বার্থেই তিনটি দেশের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা তিন দেশের সাথেই ব্যাল্যান্স সম্পর্ক মেইন্টেন করবো। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না।

    বুধবার মন্ত্রণালয়ে আসন্ন চীন সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

    যুক্তরাষ্ট্রের নতুন সরকার আগামী ২০শে জানুয়ারি দায়িত্ব নিবে। নতুন সরকার দায়িত্ব নিলে বাংলাদেশের ওপর সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা মি. হোসেন বলেন, “যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।”

    মি. হোসেন জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২০শে জানুয়ারি চীন সফরে যাচ্ছেন তিনি।

    তিনি বলেন, “চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের অনেক প্রকল্পে তাদের বিনিয়োগ আছে। সেগুলো প্রধানত ঋণভিত্তিক। কিছু প্রকল্প চলমান আছে। আমাদের আরও কিছু বিষয় আছে। এর মধ্যে ঋণের শর্তাবলি নিয়ে আমরা কথাবার্তা বলবো।”

  4. গায়েবি মামলায় চার্জশিট দিলে ব্যবস্থা, 'অজ্ঞতানামা আসামি' করার চর্চা বন্ধের প্রস্তাব পুলিশ সংস্কার কমিশনের

    ভুয়া ও গায়েবি মামলায় চার্জশিট দিলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, মামলায় ‘অজ্ঞাতনামা আসামি’ করার চর্চা বন্ধ, চূড়ান্তভাবে দোষী প্রমাণিত না হলে গণমাধ্যমের সামনে হাজির না করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।

    বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ জমা দেয় পুলিশ সংস্কার কমিশন।

    আটক-গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদের বিধি-প্রণিধান সংশোধন ও পুলিশের দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেয়াসহ নানা সুপারিশ করেছে কমিশন।

    এতে চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে এনআইডির স্থায়ী ঠিকানা দেখে অনুসন্ধানের বাধ্যবাধকতা বাতিল, চাকরিপ্রার্থীদের যে কোনো ভেরিফিকেশনে পুলিশকে যুক্ত না করা, চাকরি প্রার্থীদের ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ যাচাই না করারও সুপারিশ করা হয়েছে।

    অপরাধীদের সন্ধানে তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে বা সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি সার্ভিসে ফোন দেয়ার পরামর্শ দিয়েছে কমিশন। রাতের বেলায় তল্লাশির ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি কিংবা সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করারও সুপারিশ করেছে সংস্কার কমিশন।

    এছাড়া ভুয়া বা গায়েবি মামলায় নাগরিকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের প্রমাণিত হলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে।

    বাংলাদেশের পুলিশি ব্যবস্থা সংস্কারে বেশ কিছু সুপারিশ দিয়েছে সংস্কার কমিশন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের পুলিশি ব্যবস্থা সংস্কারে বেশ কিছু সুপারিশ দিয়েছে সংস্কার কমিশন
  5. একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, ভোট ৪০ শতাংশ না পড়লে নতুন নির্বাচনের সুপারিশ

    জাতীয় সংসদ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে ওই আসনের ভোট বাতিল, কোনো আসনে ‘না’ ভোট বেশি পড়লে সেই আসনে নতুন করে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

    এছাড়াও প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই বার থাকা, দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা, একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা না হতে পারে সেই বিধান চালু করারও সুপারিশ করেছে এই কমিশন।

    জাতীয় সংসদের আসন সংখ্যা আরো ১০০ বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব করা হয়েছে সুপারিশে। যার মধ্যে ১০০ আসন নারীদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

    দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করারও প্রস্তাব দিয়েছে এই সংস্কার কমিশন।

    এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চারমাস নির্ধারিত করা, নির্বাচনে ইভিএম বাতিলের মতো সুপারিশ এসেছে সংস্কার কমিশনের প্রস্তাবে।

    প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ ও অনলাইন ভোটিং পদ্ধতি চালুরও সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

    সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, মোট ১৬টি ক্ষেত্রে ১৫০টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

    বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন
  6. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'সহ সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশ

    বাংলাদেশের সংবিধানে সংবিধানে 'প্রজাতন্ত্র' ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ ও ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ নাম চালুর প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন।

    একই সাথে সংবিধানের বর্তমান চার মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে গণতন্ত্রের সাথে নতুন চারটি মূলনীতি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও করেছে সংস্কার কমিশন।

    তাদের সুপারিশকৃত মূলনীতিগুলো হলো- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র।

    এছাড়াও সরকার ও জাতীয় সংসদের মেয়াদ চার বছর, প্রধানমন্ত্রী পদে দুই বারের বেশি না থাকা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর করার সুপারিশও করেছে এই কমিশন।

    এছাড়া সংসদে বিরোধী দল থেকেও ডেপুটি স্পিকার সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

    অর্থবিল ছাড়া সবক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলেও সুপারিশ করেছে সংস্কার কমিশন। রাষ্ট্রপতির মেয়াদ ধরা হয়েছে চার বছর।

    সংবিধান সংশোধন করতে দুই কক্ষে ভোট করারও প্রস্তাব করা হয়েছে কমিশনের সুপারিশে। ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ বিধানটি বিলুপ্তের সুপারিশও করা করেছে কমিশন।

    সংবিধান সংস্কার কমিশন বুধবার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে

    ছবির উৎস, Shafiqul Alam/Facebook

    ছবির ক্যাপশান, সংবিধান সংস্কার কমিশন বুধবার সুপারিশ জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে
  7. পাঠ্যপুস্তকে গ্রাফিতি ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত বেশ কয়েকজন

    ঢাকার মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের সামনে বাংলাদেশের নৃ-গোষ্ঠীর একটি পক্ষের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

    এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে গুরুত্বর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, নবম-দশম শ্রেণির বাংলা বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল।

    পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে গত ১২ই জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি ঘেরাও করে।

    পর ওইদিন রাতে বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।

    এর প্রতিবাদে বুধবার সকাল এগারোটার দিকে পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’ নামে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের একটি সংগঠন।

    একই সময় ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়।

    পাল্টাপাল্টি এই কর্মসূচীর সময় দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নৃ-গোষ্ঠীদের ওই সংগঠনের অন্তত ১১জন আহত হয়েছে বলে অভিযোগ করে সংগঠনটির কর্মীদের।

    মতিঝিল থানার উপ পরিদর্শক আসিবুল হক বিবিসি বাংলাকে বলেছেন, “দুপুর বারোটার দিকে কিছু হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

    মতিঝিলের পাঠ্যপুস্তক বোর্ডের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এই হামলায় গুরুত্বর আহত নৃগোষ্ঠী সংগঠনের সদস্য সাংবাদিক জুয়েল মার্কের বন্ধু নাবিল হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, জুয়েলসহ মোট এগারোজন এই হামলায় আহত হয়েছে।

    গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

  8. সংস্কার প্রস্তাব নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবে সরকার

    সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    বুধবার সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রকাশের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    এসময় উপদেষ্টা মিজ হাসান বলেন, “এই রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন বসবে। এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটি চূড়ান্ত করা হবে”।

    এসময় উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে”।

    প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে।

    আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কী -না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা মি. নজরুল বলেন, “জুলাইয়ে সংগঠিত বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি আমরা। রায়ে অপরাধের সাথে কোন দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটার আলোকে বহু সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাবো”।

    তবে তিনি জানান, কোন দলকে আগে থেকে নিষিদ্ধ করবে না সরকার।

    সংস্কার কমিশন রিপোর্ট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সংবাদ সম্মেলন

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, সংস্কার কমিশন রিপোর্ট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সংবাদ সম্মেলন
  9. চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

    রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে চার কমিশন।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বুধবার এক ফেসবুকে পোস্টে তা নিশ্চিত করেছেন।

    আজ বুধবার সকালে নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন— এই চার সংস্কার কমিশন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়।

    পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল নাগাদ প্রতিবেদনের বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরার কথা রয়েছে।

    রাষ্ট্র মেরামতের লক্ষ্যে গঠিত বাকি সাতটি কমিশন হলো— জনপ্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশন।

    সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন

    ছবির উৎস, Shafiqul Alam/Facebook

  10. ডেসটিনি ট্রি প্লান্টেশন মামলায় সব আসামিকে ১২ বছর সশ্রম কারাদন্ড

    ২০১২ সালের ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় সব আসামিকে ১২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

    আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় দেন।

    তবে ইতোমধ্যে নির্ধারিত সাজার থেকে বেশি কারাবাস করায় জেল কর্তৃপক্ষকে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে কারামুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    সেইসাথে, আগামী ছয় মাসের মাঝে আসামীদেরকে মামলায় উল্লেখিত অর্থের দ্বিগুণ অর্থাৎ, চার হাজার ৫১৫ কোটি ৫৭ লক্ষ ৫৪ হাজার ৪৫৪ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারক।

    আরও পড়তে পারেন...

  11. চার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিবে আজ

    রাষ্ট্র সংস্কারের উদ্দেশে যে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিলো, সেগুলোর চারটি কমিশন সুনির্দিষ্ট সুপারিশ সম্বলিত প্রতিবেদন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দিবে।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন— এই চার সংস্কার কমিশন প্রধানদের নেতৃত্বে এদিন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

    প্রেস সচিব জানিয়েছেন, প্রতিবেদন হস্তান্তরের পর কমিশনের সদস্যদের সঙ্গে দুপুর নাগাদ মিটিং হবে।

    রাষ্ট্র মেরামতের লক্ষ্যে গঠিত বাকি সাতটি কমিশন হলো— জনপ্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশন।

  12. দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল গ্রেফতার

    দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। ঐতিহাসিক এ ঘটনার মধ্য দিয়ে দেশটিতে এই প্রথম দায়িত্বে থাকা কোন প্রেসিডেন্টকে গ্রেফতার করা হলো।

    এর আগেও তাকে একবার গ্রেফতারের চেষ্টা করা হয়েছিলো। তবে সেবার তা সফল হয়নি।

    শেষ পর্যন্ত দ্বিতীয় বারের এই চেষ্টায় তাকে আটক করার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

    এ নিয়ে বিবিসি বাংলার বিস্তারিত প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন

    প্রেসিডেন্ট ইউন সুক ইউল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ইউন সুক ইউল
  13. ‘ছাগল-কাণ্ডে’ আলোচিত মতিউর গ্রেফতার

    বহুল আলোচিত ছাগল-কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ বুধবার সকালে জানিয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার বসুন্ধরা থেকে তাদেরকে গ্রেফতার করেছে।

    ডিএমপি’র উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বিবিসি বাংলাকে বলেন, তাদের দু’জনকে আজ বুধবার ভোরেই গ্রেফতার করা হয়েছে।

    মূলত, গতবছর ঈদ উল আযহা অর্থাৎ কোরবানির ঈদের আগে একটি এগ্রো ফার্ম থেকে কোরবানি উপলক্ষে '১৫ লাখ টাকার' একটি ছাগল কিনতে গিয়ে তুমুল আলোচনার জন্ম দেন মতিউর রহমান নামে এক রাজস্ব কর্মকর্তার ছেলে।

    ভাইরাল হওয়া খবরের সূত্র ধরে মতিউর রহমানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন এবং পরে একাধিক মামলা হয়।

    বিতর্কের সূত্রপাত সম্বন্ধে জানতে আরও পড়তে পারেন…

    ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার বিষয়টি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো।

    ছবির উৎস, Faribi Chowdhury/Facebook

    ছবির ক্যাপশান, ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার বিষয়টি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো।
  14. জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস

    বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ।

    আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয়।

    এই মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষে আজকের দিনটি রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিলো।

    গত সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন শুনানি হয়। এরপর গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছে।

    মূলত, ২০০৮ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। এই মামলাতেই সাজা পেয়ে দুর্নীতির দায়ে প্রথমবারের মতো কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে।

    ২০১৮ সালের আটই ফেব্রুয়ারি পুরনো ঢাকার বিশেষ আদালতের বিচারক তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ওইদিনই কারাগারে যান তিনি। পরবর্তীতে বিদেশে না যাওয়ার মতো শর্ত সাপেক্ষে নির্বাহী আদেশে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়, যা ছয় মাস পরপর মেয়াদ বৃদ্ধি করা হতো।

    এ মামলার অভিযোগ ছিল, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া দুই কোটি ১০ লাখের বেশি টাকা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টের দেয়া হলেও, তা এতিম বা ট্রাস্টের কাজে ব্যয় করা হয় নি। বরং সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

    রায়ে খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান, যিনি এখন ব্রিটেনে বসবাস করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বও পালন করছেন, তাকেও দশ বছর কারাদণ্ড দেয়া হয়।

    এই মামলা সম্বন্ধে আরও জানতে পড়তে পারেন…

    ২০১৮ সালে মামলায় হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে আসার সময় খালেদা জিয়া। (ফাইল ফটো)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০১৮ সালে মামলায় হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে আসার সময় খালেদা জিয়া। (ফাইল ফটো)
  15. বিবিসি বাংলার লাইভে স্বাগতম

    বুধবার সকালে খালেদা জিয়া, তারেক রহমানসহ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্তদের খালাস দিয়েছে আপিল বিভাগ।

    বাংলাদেশের সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য যেসব কমিশন গঠন করা হয়েছিল, তার মধ্যে চারটি কমিশন আজ প্রতিবেদন জমা দেবে।

    দিনের এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আমরা এই লাইভ পাতার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো।

    তাৎক্ষণিকভাবে এসব খবর জানতে লাইভ পাতায় যুক্ত থাকুন;