সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তির দাবিতে শেখ হাসিনার বিবৃতি, জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেই পদক্ষেপ নেয়ার আহ্বান জামায়াতের

পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন। ইসকন ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার যা যা ঘটেছে

    • চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবিও জানিয়েছেন তিনি।
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে গাড়ি চাপা দিয়ে ‘হত্যাচেষ্টার' অভিযোগের কয়েক ঘণ্টার মাথায় আবারো অভিযোগ উঠেছে যে, হাসনাত আব্দুল্লাহকে আবার 'গাড়ি চাপা দেয়ার চেষ্টা' করা হয়েছে।
    • নতুন করে সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই টাকা দিয়ে দেশের ছয়টি 'দুর্বল' ব্যাংককে তারল্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
    • বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৪৭-তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
    • বাংলাদেশে গত কয়েকদিন যেসব ঘটনা ঘটছে, তাতে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • হাইকোর্টের এজলাসে ডিম ছুড়ে বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ ও সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির (বার) সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন।
    • চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় 'গভীর শোক' প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস এক সংবাদ সম্মেলনে বলেন, চিন্ময় কৃষ্ণ 'বহিষ্কৃত'। তার "দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়৷"
    • আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকন নিষিদ্ধ হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের উচিত হবে না। ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে এর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেছিলেন আইনজীবী মো. মনির উদ্দিন। তার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টে এই মন্তব্য করেন।
    • মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনি জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেই পদক্ষেপ নেয়ার আহ্বান জামায়াতের

    শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।

    দেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাসমূহ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

    মি. রহমান বলেন, আলোচনায় কীভাবে কার্যকর নির্বাচনের দিকে এগোনো যায় তা নিয়েও কথা হয়েছে।

    জায়ামাত আমিরের সঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনও বৈঠকে অংশ নেন।

    জামায়াতের আমির শফিকুর রহমান

    ছবির উৎস, Screen Grab

  3. সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি করে শেখ হাসিনার বিবৃতি

    শেখ হাসিনা (ফাইল ছবি)

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা (ফাইল ছবি)

    চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    একই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবিও জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেইজে বিবৃতিটি প্রকাশ করা হয়।

    বিবৃতিতে বলা হয়েছে, "একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে।"

    এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

    চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করা হয়নি এতে। তবে লেখা হয়েছে, "সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।"

    আরো যোগ করা হয়, "চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

  4. বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার প্রাথমিক দায়িত্ব সেদেশের সরকারের, জানালো ভারত

    ভারতের পার্লামেন্টের ওপর পতাকা উড়ছে

    ছবির উৎস, Getty Images

    ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বৃহস্পতিবার বাংলাদেশের হিন্দু মন্দির ভাঙচুর এবং ‘অপবিত্র’ করার প্রসঙ্গ উঠেছে।

    এক প্রশ্নের জবাবে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, “গত কয়েক মাসে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনার খবর এসেছে যেখানে হিন্দু মন্দির ও মূর্তি ভাঙচুর ও অপবিত্র করা হয়েছে।"

    ভারত সরকার এই ঘটনাগুলোসহ গত দুর্গাপূজার সময়ে ঢাকার তাঁতিবাজারে একটি পূজামণ্ডপে আক্রমণ এবং সাতক্ষীরায় জহরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে।

    “বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার আবেদন জানিয়েছে যাতে তারা হিন্দু ও সংখ্যালঘুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলির সুরক্ষা নিশ্চিত করে। বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের,” জানানো হয়েছে ওই লিখিত জবাবে।

  5. হাসনাতকে আবার গাড়ি চাপা দেয়ার চেষ্টার অভিযোগ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে গাড়ি চাপা দিয়ে ‘হত্যাচেষ্টার' অভিযোগের কয়েক ঘণ্টার মাথায় আবারো অভিযোগ উঠেছে যে, হাসনাত আব্দুল্লাহকে আবার 'গাড়ি চাপা দেয়ার চেষ্টা' করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ অভিযোগ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। এক ফেসবুক স্ট্যাটাসে মি. মাসউদ দাবি করেন যে হাসনাত আবদুল্লাহকে “আরেকবার” ঢাকার যাত্রাবাড়ীতে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

    পরে সারজিস আলমও ফেসবুকে একই ধরনের স্ট্যাটাস দেন। মি. আলম লেখেন, "চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম ৷ এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে!"

    "এসব ষড়যন্ত্র করে আর কত ? কয়জন হাসনাত মারবেন ? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা ? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে ! কিন্তু পিছু হটে নি," যোগ করেন সারজিস আলম।

    ঢাকার ওয়ারী থানা সূত্রে জানা গেছে মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নামতে কাপ্তান বাজারের মুখে হাসনাতকে বহনকারী গাড়িটিকে আরেকটি গাড়ি ধাক্কা দেয় বলে তারা জানতে পেরেছেন।

    তবে, এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ।

    তিনি জানিয়েছেন, এ ঘটনায় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে।

    এই ঘটনাসমূহ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন - সারজিস-হাসনাতের গাড়ির সাথে কী হয়েছিলো?

    আব্দুল হান্নান মাসুদের ফেসবুক স্ক্রিনশট

    ছবির উৎস, FACEBOOK/ABDUL HANNAN MASUD

  6. সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক, দেয়া হবে দুর্বল ব্যাংককে

    ১০০০ টাকার নোটের ছবি

    ছবির উৎস, Getty Images

    নতুন করে সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    ওই টাকা দিয়ে দেশের ছয়টি 'দুর্বল' ব্যাংককে তারল্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    বৃহস্পতিবার তার কার্যালয়ে আর্থিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গভর্নর।

    গভর্নর বলেন, সবল ব্যাংকগুলো তারল্য সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে ঋণ সহায়তা দিচ্ছে।

    "এর পাশাপাশি ৬টি ব্যাংককে তারল্য সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়েছে," যোগ করেন মি. মনসুর।

  7. সাড়ে তিন হাজার পদের জন্য ৪৭-তম বিসিএসের বিজ্ঞপ্তি

    বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৪৭-তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    বৃহস্পতিবার কমিশেনর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

    তিন হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদের জন্য পরীক্ষা নেয়া হবে এই বিসিএসে।

    আবেদনের শেষ সময় চলতি বছরের ৩১শে ডিসেম্বর।

  8. গত কিছুদিনের ঘটনায় ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে - ফখরুল

    বাংলাদেশে গত কয়েকদিন যেসব ঘটনা ঘটছে, তাতে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার এক সেমিনারে তিনি বলেন ‘আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।’

    পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচারের পক্ষের শক্তিগুলো এ ধরনের পরিস্থিত সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

    'ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে তারা যেকোনো সময় ফিরে আসতে পারে,' যোগ করেন মি. আলমগীর।

    বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, Screen Grab

  9. ডিম ছোড়া আইনজীবীদের সনদ বাতিল করা হবে- বার সভাপতি

    হাইকোর্টের এজলাসে ডিম ছুড়ে বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ ও সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির (বার) সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন।

    বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মি. খোকন।

    বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালের দিকে এজলাশে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী।

    পরে এজলাস থেকে মি. কামালসহ অপর বিচারপতি নেমে যান।

    এ ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

  10. নয় দফা দাবি আদায়ে সচিবালয়ে মহাসমাবেশ ডেকেছে কর্মচারীরা

    বেতন বৈষম্য দূর করাসহ নয় দফা দাবিতে আগামী চৌঠা ডিসেম্বর মহাসমাবেশ করতে যাচ্ছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

    সচিবালয়েই এই কর্মসূচি পালন করবেন তারা।

    বৃহস্পতিবার পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

    কর্মচারি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা, সরকারি চাকরিতে বেতন গ্রেডের সংখ্যা ২০ এর বদলে ১০টিতে নামিয়ে আনা, অবসর গ্রহণের বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর নির্ধারণ করাসহ মোট নয়টি দাবি তুলে ধরা হয় কর্মসূচিতে।

  11. সাইফুল হত্যাকান্ডে ইসকনের 'শোক', দায় নেবে না 'বহিষ্কৃত' চিন্ময়ের কর্মকাণ্ডের

    চারু চন্দ্র দাস

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, ইসকন বাংলাদেশে সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় 'গভীর শোক' প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ।

    বৃহস্পতিবার সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, "তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে।"

    এ ঘটনায় ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে দাবি করছেন সংগঠনটির নেতারা৷

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চারু চন্দ্র দাস বলেন, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়ানোর ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

    "কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ-পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়" উল্লেখ করে মি. দাস দাবি করেন, "তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়৷"

    "গত তেসরা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত," যোগ করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক।

  12. এজলাসে বিচারপতিকে ডিম মারার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

    ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট।

    এতে বলা হয় বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত, একইসঙ্গে দেশের জেলা আদালতগুলোতেও যে অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়েছে- সে বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

    বুধবার ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরুপ মন্তব্য করার অভিযোগ তুলে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালের দিকে এজলাশে ডিম ছুড়ে মারেন একদল আইনজীবী।

    এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন। এ ঘটনায় সারাদেশের আদালতের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

    এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, সব প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালতসমূহে বিচারসেবা প্রদান অব্যাহত রয়েছে

    ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

    ছবির উৎস, আদালত

  13. বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জী, প্রিয়াঙ্কা গান্ধী

    প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধরা (বাঁয়ে), মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ডানে)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধরা (বাঁয়ে), মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ডানে)

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, “কোনও ধর্মের ওপরেই আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনের যিনি আছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা যেহেতু অন্য একটি দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি।“

    বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

    এর আগে তার দলের একজন সংসদ সদস্য, মি. সৌগত রায় দিল্লির সংসদ ভবনে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, “খুবই দুঃখজনক ঘটনা, চিন্তার বিষয়। হিন্দুদের ওপরে এই অত্যাচার হওয়া উচিত নয়। আমি এধরণের ঘটনার আমি নিন্দা জানাই।“

    তবে তৃণমূল কংগ্রেসের দল-নেত্রী ও মুখ্যমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা ও তার পরবর্তী সহিংসতা নিয়ে এই প্রথম মন্তব্য শোনা গেল।

    গত দুদিন ধরেই বিজেপির নেতা-নেত্রীরা প্রশ্ন তুলছিলেন যে পার্শ্ববর্তী দেশে যখন, তাদের কথায়, হিন্দুদের ওপরে অত্যাচার চলছে, তখন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া নেই কেন!

    এর আগে কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধরাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন।

    চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও “সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক”, লিখেছেন মিসেস ওয়াধরা।

    তিনি লিখেছেন, “আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে জোরালো ভাবে তুলে ধরা হয়।“

  14. ইসকন নিষিদ্ধ হবে কি-না সেই সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্টে রাষ্ট্রপক্ষ

    আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের উচিত হবে না।

    ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে এর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেছিলেন আইনজীবী মো. মনির উদ্দিন।

    তার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টে এই মন্তব্য করেন। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়।

    এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানান, ইসকনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

    এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিষয়ে সরকার যে পদক্ষেপ নিয়ে তাতে সন্তুষ্ট প্রকাশ করেছে হাইকোর্ট।

    হাইকোর্ট জানায়, দেশের সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই সবাই বসবাস করছে, সামনেও করবে।

  15. ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

    গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিনস লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়ক অবস্থান করে অবরোধ করে রাখে।

    এই অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

    ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে চলাচলের একমাত্র সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

  16. জামিন মেলেনি হলমার্ক গ্রুপের জেসমিনের

    অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদনটি তিন মাস পর শুনানির জন্য আসবে বলে আদেশে বলা হয়েছে।

    এর মধ্যে দুদকের তদন্ত প্রতিবেদন আদালতে দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

    আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান।

    এর আগে ২০২২ সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

    ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ই মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন।

    এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ই জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

    দুদক
  17. ইসকন ইস্যুতে বাংলাদেশের হাইকোর্ট যা বলেছে

    চট্টগ্রামে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ।

    এতে সন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে আইনজীবী হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার, তিনটি মামলায় ৭১ জনকে আসামি করা হয়েছে। শুধু চট্টগ্রাম না এ ধরনের ঘটনার বিষয়ে সারা দেশে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালত ইসকন নিষিদ্ধ বা এ সংক্রান্ত বিষয়ে কোন আদেশ দেয়নি।

    হাইকোর্ট মন্তব্য করেছে, 'রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে, তাতে আমরা সন্তুষ্ট। এটা রাষ্ট্রের দায়িত্ব। তারা এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, আদালতের আর কিছু করার নাই'।

    আইনজীবী মনির উদ্দিন আবারও ইসকনকে নিষিদ্ধ চেয়ে স্বতঃপ্রণোদিত আদেশ চাইলে আদালত তাকে বলেন, বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এ বিষয়ে তার দুশ্চিন্তার কোন কারন নেই।

  18. চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি।

    তার হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম আদালতে ভিন্ন চিত্র দেখা দেয়।

    অন্য সময় আদালত পাড়া যেখানে কর্মব্যস্ত থাকে সেখানে বৃহস্পতিবার কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা। এদিন এজলাসে কোনো মামলার শুনানি হয়নি।

    এক কথায় আদালতের সব ধরনের বিচারিক কার্যক্রম স্থগিত আছে। তবে আজকের দিনের নির্ধারিত যেসব মামলার শুনানি কথা রয়েছে, সেগুলোর তারিখ পরবর্তীতে ঠিক করে শুনানির নতুন তারিখ ধার্য হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

    এর আগে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার চট্টগ্রাম আদালতে আইনজীবীদের সব ধরনের কর্মসূচি স্থগিত রেখেছিল জেলা আইনজীবী সমিতি।

    মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন বান্ডিল সেবক কলোনি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

    ctg court

    ছবির উৎস, চট্টগ্রাম জেলা বাতায়ন

  19. আদালতে আত্মসমর্পণ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী, জামিন মঞ্জুর

    মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনি জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

    গত ৮ই অক্টোবর ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত তাপসী তাবাসসুম উর্মিকে ২৮শে নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ২৮শে নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক।

    এর আগে গণঅধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ৫ই অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটা পোস্ট দেন।

    সেখানে তিনি আবু সাঈদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।

    পরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়। তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

    তাপসী তাবাস্সুম

    ছবির উৎস, লালমনিরহাট জেলা

  20. তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

    বৃহস্পতিবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয় যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সামনের দিনগুলোয় শীত আরো তীব্র হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

    তবে স্থানীয়রা জানিয়েছেন দিন গড়ালে তাপমাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর থেকে আবার কুয়াশায পড়তে শুরু করে। এক পর্যায়ে ঘণ কুয়াশায় কয়েক ফুট দূর দৃশ্যমান হয় না।

    শীত আসার আগেই শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ।

    এদিকে ঠান্ডা বাড়তে থাকায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

    শীত

    ছবির উৎস, Getty Images