১৫ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারির দাবি হাসনাত আব্দুল্লাহর, 'বিদ্যুতের তারের 'লুজ কানেকশন' থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত'

বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিটি। আগামী ১৫ই জানুয়ারি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার ব্যত্যয় ঘটালে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবশেষ খবরাখবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বিদ্যুতের তারের 'লুজ কানেকশন' থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন

    বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি। এ ঘটনায় কোনো ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি বলে জানিয়েছে তারা।

    এর আগে ২৫ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে ৮ সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

    এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যতদ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়।

    গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে তদন্ত কমিটি
    ছবির ক্যাপশান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে তদন্ত কমিটি
  2. নাটোরে বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর

    নাটোরের সদর উপজেলায় বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামের আল চিশতী মাজারে এই ঘটনা ঘটে।

    মাজার কমিটির দাবি, চাঁদা না দেয়ার কারণে এই ভাঙচুর চালানো হয়েছে।

    কমিটির সভাপতি হোসেন কবিরাজ বিবিসি বাংলাকে বলেন, “তারা দুই লাখ টাকা চেয়েছিল। জমিজমা বিক্রি করে আমি সেই টাকা জোগাড় করেছিলাম। কিন্তু সাদা স্ট্যাম্পে সই চাওয়ায় আমি রাজি হইনি বলে তারা এই কাজ করেছে।”

    এর আগে, গতবছর তাদেরকে এক লাখ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। তবে নিরাপত্তার স্বার্থে দুর্বৃত্তদের পরিচয় জানাতে রাজি হননি তিনি।

    এই ঘটনায় আয়োজন স্থগিত করা হয়েছে।

    এদিকে পুলিশ বলছে, লালনভক্ত কিছু লোক বাৎসরিক ঔরসের মতো করে। কিন্তু সেখানে গানবাজনা করা হয় এবং মাদক ব্যবহারের অভিযোগ তুলে একটি পক্ষ গতকাল রাতে প্যান্ডেল ভাঙচুর করে।

    এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

    তবে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন বলে জানান তিনি। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থির যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সেখানে টহলে দেয়া হচ্ছে বলেও জানান মি. রহমান।

    প্রতিবছরই এই উৎসব আয়োজন হলেও এবারই কেন হামলার ঘটনা ঘটলো এমন প্রশ্নের জবাবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, “কেন যেন একটা গ্রুপ চাইছে এটা যেন না হয় – কী কারণ তা তারাই বলতে পারবে।”

  3. প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন সেটির আলোকেই প্রস্তুতি নিচ্ছি: সিইসি

    প্রধান উপদেষ্টার তার বক্তব্যে যে ইঙ্গিত দিয়েছেন সেটির আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে, নির্বাচন কবে হবে। আমরা নির্বাচনি প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করছি।’

    মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    "বড় রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে না। তারা প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে। তাই স্থানীয় সরকার নির্বাচন নয়; বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি, মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে," বলেন মি. উদ্দীন।

    সিইসি বলেন, "সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।"

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন

    ছবির উৎস, TV SCREEN GRAB

    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন
  4. ১৫ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে হবে: হাসনাত আব্দুল্লাহ, 'আগে আমরা দেখেছি সতীদাহ প্রথা, এখন দেখি নথিদাহ প্রথা'

    আগামী ১৫ই জানুয়ারি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

    মঙ্গলবার ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে একথা বলেন তিনি।

    সচিবালয়ে আগুন লাগার ঘটনা উল্লেখ করে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে যড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মি. আব্দুল্লাহ বলেন, “আগে আমরা দেখেছি সতীদাহ প্রথা, এখন দেখি নথিদাহ প্রথা।”

    তিনি আরও বলেন, “আপনাদের বলতে চাই রিয়ালিটি মাইনা নেন। আপনাদের আপা ফিরবে না। খুনি হাসিনার পুনর্বাসন হবে না।”

    দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কোনো ব্যবস্থা এখনো নেয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বিচার বহির্ভূত হত্যকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।

    “পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। লাইট নিভিয়ে আলেম-ওলামাকে মেরে ফেলা হয়েছে। সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ যে গুম-খুন করেছে তার বিচার করতে হবে,” বলেন তিনি।

    এসময় “আওয়ামী লীগ ছাড়া আমাদের আর কোনো শত্রু নাই,” বলেও উল্লেখ করেন তিনি।

  5. আন্দোলনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের

    সাম্প্রতিক সময়ে নানা দাবিদাওয়া নিয়ে মাঠে থাকা সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা উল্লেখ করে কেউ তার ব্যত্যয় ঘটালে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এর আগে, জনপ্রশাসন সংস্কার মন্ত্রণালয়ের সম্ভাব্য সুপারিশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর এ নিয়ে বেশ প্রতিক্রিয়া দেখা যায়।

    তারপর থেকেই পদ ও পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ২৬টি ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন। এরমধ্যে একটি পক্ষ প্রশাসন ক্যাডার আর অন্য পক্ষ হলো বাকি ২৫টি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

    সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ সংক্রান্ত নানা আলাপ-আলোচনা দেখা গেছে।

    এমন প্রেক্ষাপটেই মঙ্গলবার সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত বিধিমালার উল্লেখপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এরসঙ্গে সংশ্লিষ্টদের কঠোর বার্তা দিয়েছে সরকার।

    সাম্প্রতিক সময়ে বিভিন্ন পদমর্যাদার ‘কিছু সরকারি কর্মচারীর’ দাবিদাওয়া নিয়ে আয়োজিত কর্মসূচির কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে এতে বলা হয়েছে, “কোনো সরকারি কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে অসদাচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন।”

  6. ছাত্রশিবিরকে চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা সম্বোধন করে যা বললেন সারজিস আলম

    ছাত্রশিবিরকে 'চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা' হিসেবে আখ্যায়িত করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

    সারজিস আলম বলেন, “আজকের সমাবেশে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা এ চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকে এমন অনেকে রয়েছে, অনেক ব্যক্তি-অনেক গোষ্ঠী, তাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও যোগাযোগ করে উঠতে পারিনি।”

    “কিন্তু আজকে আমার সামনে যারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,” বলেন মি. আলম।

    “বিগত ষোলো বছরে খুনি শেখ হাসিনা তার পোটেনশিয়াল থ্রেট মনে করে যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল। অনেক নিরাপরাধ মানুষকে, আলেম-ওলামাকে শুধুমাত্র তার পোটেনশিয়াল থ্রেট মনে করার কারণে হত্যা করেছে,” বলেন মি. আলম।

    একইসাথে শিবিরকে “যেভাবে শেখ হাসিনা রিপ্রেজেন্টে করতে চেয়েছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম তা বিশ্বাস করে না” বলেও মন্তব্য করেন তিনি।

    সারজিস আলম
    ছবির ক্যাপশান, সারজিস আলম
  7. ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবারো কাতার সফরে

    এস জয়শঙ্কর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চলতি বছর এ নিয়ে চতুর্থবার কাতার সফরে গেলেন এস জয়শঙ্কর

    আবারো কাতার সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি বছর এ নিয়ে চতুর্থবার কাতার সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ক্ষমতায় আসার পর ২০১৫, ২০১৬ এবং ২০২৪ সালে কাতার সফর করেছিলেন।

    এছাড়া ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবং ২০২৩ সালের ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে মি. মোদী এবং শেখ মুহম্মদ বিন আবদুর রহমান আল থানির সাক্ষাৎ হয়েছিল।

    কাতার একাই ভারতে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় ৫০ শতাংশ এবং এলপিজির প্রায় ৩০ শতাংশ রফতানি করে।

    দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও মজবুত।

    এদিকে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ইউরোপ ও মধ্যপ্রাচ্য অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

    ডোনাল্ড ট্রাম্প আগামীদিনে কী অবস্থান নেবেন, ইরানের উপর নিষেধাজ্ঞা দেবেন কী-না সে নিয়েও প্রশ্ন রয়েছে।

    এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর বেশ উল্লেখযোগ্য বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

    মি. জয়শঙ্কর ৩০শে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত কাতারে থাকবেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।

  8. বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’তে বাধার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

    বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মাদ্রাসাঘাটে

    ছবির উৎস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    ছবির ক্যাপশান, বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মাদ্রাসাঘাটে হামলার ঘটনা ঘটে

    ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে ঢাকায় আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল।

    খুলনা থেকে ঢাকাগামী এমন একটি বাসের উপর বাগেরহাটে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    জুলাই-অগাস্ট মাসে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক অভিযোগ করেছেন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় মাদ্রাসাঘাটে ওই হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের লোকজন।

    মোল্লারহাট উপজেলার পুলিশ উপ-পরিদর্শক রামপ্রসাদ বিশ্বাস বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে মাদ্রাসাঘাট এলাকায় “একটি ঝামেলা চলছে এবং পুলিশের একটি টিম সেখানে গেছে।”

    তবে, কাদের সাথে কাদের মধ্যে ওই 'ঝামেলা' হচ্ছে, সে বিষয়ে তিনি সুস্পষ্ট তথ্য দিতে পারেননি।

    এদিকে, ওই এলাকায় সংঘর্ষ দুপুর পর্যন্ত চলছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে গিয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা মি. বিশ্বাস।

  9. বছর শেষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যয়ের হিসাব

    জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের জন্য ব্যয়ের হিসাব

    ছবির উৎস, CA Press Wing

    বছরের শেষ দিনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের ব্যয়ের হিসাব দিয়েছে।

    প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো তথ্য দেখা যাচ্ছে, জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত মোট প্রায় ৪৮ কোটি টাকা খরচ করা হয়েছে।

    ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত মোট দুই হাজার ২২৮ জনকে সহযোগিতা করা হয়েছে।

    এর মাঝে ৬৪৮ জন নিহতের পরিবারকে দেওয়া হয়েছে ৩২ কোটি ৪০ লাখ টাকা।

    আর বাকি ১৫৮০ জন হলেন আহত, তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ১৫ কোটি ৫৮ লাখের একটি বেশি।

    জুলাই-অগাস্ট মাসে আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ করা হয়।

    ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।

  10. হবিগঞ্জের বাহুবলে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত দুই, আহত আরও চার

    আগুন

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে ঘটনাস্থলে অন্তত দুইজন শ্রমিক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

    তবে স্থানীয় গণমাধ্যমে নিহতের সংখ্যা চারজন বলা হলেও, তা নিশ্চিত করেনি পুলিশ।

    বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বাহুবল থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।

    তিনি জানিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

    মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে।

    তবে কেন আর কীভাবে এ বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।

    জানা গেছে, গ্যাসের চাপ বাড়ানোর জন্য কাজ করছিলেন নিহত ও আহত শ্রমিকেরা।

  11. ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

    মমতা ব্যানার্জী

    ছবির উৎস, Getty Images

    ভারতের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, সম্পত্তির নিরিখে বর্তমানে দেশটির ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জী।

    এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) নামের এক বেসরকারি সংস্থা।

    এডিআরে তথ্য উদ্ধৃত করে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ১৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে।

    ধনীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, যার ৯৩১ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি আছে।

    তার পরেই রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকার বেশি।

    কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকার বেশি।

    এদিকে, দ্বিতীয় ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার মোট সম্পত্তি ৫৫লক্ষ টাকা মূল্যের।

    এডিআরের তথ্য বলছে, দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা।

    ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মাথা পিছু আয়ের গড় এক লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা।

    মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা, অর্থাৎ দেশের মাথা পিছু আয়ের গড়ের তুলনায় প্রায় সাড়ে সাত গুণ বেশি।

  12. ১৪ বছর পর শিবিরের প্রকাশ্য সম্মেলন

    শিবিরের সম্মেলন
    ছবির ক্যাপশান, ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনের উদ্বোধনী পর্বে

    বাংলাদেশে প্রায় ১৪ বছর পর জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । এতে সারা দেশ থেকে শিবিরের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেছেন।

    মঙ্গলবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আলী রায়হানের পিতা।

    সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে সম্মেলন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।

    এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

    এজন্য গত ২৯শে ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

    সংগঠনটি জানিয়েছে, মোট দুই সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    এদিকে আজ বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক এক কর্মসূচি পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

    শিবিরের সম্মেলন
    ছবির ক্যাপশান, শিবিরের সম্মেলনের আমন্ত্রণপত্র
    শিবিরের সম্মেলন
    ছবির ক্যাপশান, শিবিরের সম্মেলন
  13. 'মার্চ ফর ইউনিটি'তে বিভিন্ন জেলা থেকে আসছেন শিক্ষার্থীরা

    ভোর থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
    ছবির ক্যাপশান, ভোর থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন।

    অনেককে হাতে এবং মাথায় জাতীয় পতাকা বেধে মিছিল করতে দেখা গেছে।

    ইতোমধ্যে আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকায় প্রস্তুতি প্রায় শেষ করার কথা জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

    সোমবার রাতে সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির দফায় দফায় বৈঠক ও নানা নাটকীয়তার পর গভীর রাতে সংবাদ সম্মেলন করে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    মঙ্গলবার শহীদ মিনারে পূর্ব-ঘোষিত 'জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র' দেয়া না হবে বলেও জানানো হয়।

    তবে, মার্চ ফর ইউনিটি কর্মসূচি যোগ দিতে সারাদেশের ছাত্র জনতা ও সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ করা হয়।

    গভীর রাতে কর্মসূচি ঘোষণার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল ও জেলাগুলো থেকে মানুষজন কিছুটা দেরিতে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

    বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের কোন কোন দলকে ঘটনাস্থলেই অবস্থান নিতে দেখা গেছে।

    কেউ কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তাৎক্ষনিক ভাবে অবস্থান নিয়েছেন।

  14. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা এবং তানহা তাসনিম।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে