মন্ত্রণালয়ের আশ্বাসে তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

রাজধানীর তিতুমীর কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি ঘিরে রেল যোগাযোগে বিপর্যয়, যাত্রী ভোগান্তি চরমে। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত। গণঅভ্যুত্থানের পর সাড়ে চার মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে সরকার। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ।

সরাসরি কভারেজ

  1. মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করলো তিতুমীরের শিক্ষার্থীরা

    সাত দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে সরকার পদক্ষেপ নিবে- শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করেছে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

    আন্দোলনকারীদের মধ্যে যারা অনশন করছিলেন তারা তাদের অনশন ভেঙেছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও তিতুমীর কলেজের অধ্যক্ষ শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন।

    রাত সাড়ে নয়টার পর মহাখালী রেলক্রসিংয়ে অনশন ভাঙার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যের’ নেতা ও অনশনরত শিক্ষার্থী আমিনুল ইসলাম।

    আন্দোলনের কর্মসূচি স্থগিতের পর ট্রেন ও যান চলাচল শুরু হয়েছে।

    গত বুধবার থেকে কলেজটিকে বিশ্ববিদ্যালয় করাসহ সাত দফা দাবিতে অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন তারা।

    তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রাতে আন্দোলনকারীদের কাছে এসে বিশ্ববিদ্যালয় ইস্যু বাদ রেখে বাকিগুলোর বিষয়ে আগামী সাত দিনের মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

    আন্দোলনকারীরা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে সড়ক অবরোধ করে। এতে শহরের যানচলাচলে চরম সংকট তৈরি হয়। সোমবার বিকেল থেকে তারা মহাখালীতে রেল লাইন অবরোধ করলে দেশজুড়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

    বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে বলেছেন ‘জনগণই তাদের একসময় উঠিয়ে দিবে রেললাইন থেকে’।

    “এরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে। দিনের পর দিনের দাবি দাওয়া বেড়েই চলেছে। তারা রাস্তা ছেড়ে দিক। জনগণের কোনো দুর্ভোগ যেন তারা সৃষ্টি না করে,” মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলছিলেন তিনি।

    বেশ কিছু দিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করতে দেখা গেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের।

    গত ২৬শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও তিতুমীর কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্তি থেকে সাত কলেজকে বাদ দেয়ার সিদ্ধান্ত জানান।

    পরে সরকারের দিক থেকে জানানো হয় যে এই সাত কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি চিন্তা করা হচ্ছে।

    এরপর নতুন করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন।

  2. এখনো চালু হয়নি ট্রেন, চরম যাত্রী ভোগান্তি

    তিতুমীর কলেজের আন্দোলনকারীরা মহাখালীতে রেলপথ অবরোধ করে রাখায় বিকেলে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ রাত সাড়ে নয়টা পর্যন্ত সচল হয়নি, ফলে দেশজুড়ে তীব্র ভোগান্তিতে পড়েছে রেল যাত্রীরা।

    রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানিয়েছেন 'রেলপথ ক্লিয়ার না হওয়ার কারণে' ট্রেন চলাচল এখনো শুরু করা যায়নি।

    ওদিকে ঢাকার কমলাপুরে রাত সাড়ে নয়টার দিকে স্টেশন ম্যানেজারকে ঘিরে ধরে টিকিটের টাকা ফেরত চাইতে দেখা গেছে যাত্রীদের। এ সময় বেশ কিছুক্ষণ যাত্রীরা স্টেশন ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখে।

    মহিউদ্দিন আরিফ অবশ্য বলেছেন ট্রেন না চললে যাত্রীদের টাকা ফেরত দেয়া হয়।

    “আজও অনেকে ফেরত নিয়েছেন। বাকিরাও পাবেন,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

    তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল চারটার দিক থেকে মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

    ঢাকায় কমলাপুর স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন ঢাকার উত্তরা ও বনানীর কাছে তিনটি করে মোট ছয়টি ট্রেন আটকা পড়ে আছে। শিডিউল বিপর্যয় ঘটেছে অন্তত বিশটি ট্রেনের।

    অন্যদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়ে অন্তত বিশটি ট্রেন যাত্রা পথের বিভিন্ন জায়গার স্টেশনগুলোতে অবস্থান করছে।

    ফলে ঘণ্টার পর ঘণ্টা ধরে রাস্তায় আটকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

  3. সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান সরকারের

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গণঅভ্যুত্থানের পর সাড়ে চার মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে সরকার।

    পুলিশ সদর দপ্তরকে উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে ২৩টি ঘটনার ২২টির প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গৃহীত হয়েছে।

    “যে ২২টি ঘটনার বিস্তারিত ইতিমধ্যে জানা গেছে তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ সাতটির সঙ্গে চুরি ও দস্যুতার সম্পর্ক রয়েছে।”

    প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেকটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

    “এই ২৩ ঘটনার দুটোতে যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা রয়েছে সেই দুটি পুলিশ ইতোমধ্যে তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। অপর ২১টি তদন্তাধীন মামলায় ইতিমধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জন নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

    এতে আরও বলা হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে অন্তর্বর্তী সরকার।

    এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা দেশের সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটাতে পারে বিবেচনায় সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার অভিযোগ তুলেছিলো।

  4. আইনশৃঙ্খলা মনিটরের জন্য কমান্ড সেন্টার প্রতিষ্ঠার নির্দেশ প্রধান উপদেষ্টার

    পুলিশ ও অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিবিড় মনিটরিংয়ের জন্য একটি কমান্ড সেন্টার প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সাথে উচ্চ পর্যায়ের এক সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে তার প্রেস উইং জানিয়েছে।

    বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশ, বিজিবি, ডিএমপি, কোস্ট গার্ড, র‍্যাব ও স্পেশাল ব্র্যাঞ্চের প্রধানরা উপস্থিত ছিলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দপ্তর প্রতিষ্ঠা করতে হবে, যা পুলিশ ও অন্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।”

    তিনি বলেন এই নতুন কমান্ড কাঠামো দক্ষতার সাথে সব এজেন্সি ও দেশজুড়ে সব পুলিশ স্টেশনসহ আইন প্রয়োগকারী সব কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

  5. জনগণই তাদের উঠিয়ে দিবে রেললাইন থেকে, তিতুমীরের শিক্ষার্থীদের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে বলেছেন ‘জনগণই তাদের একসময় উঠিয়ে দিবে রেললাইন থেকে’।

    “এরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে। দিনের পর দিনের দাবি দাওয়া বেড়েই চলেছে। তারা রাস্তা ছেড়ে দিক। জনগণের কোনো দুর্ভোগ যেন তারা সৃষ্টি না করে,” মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলছিলেন তিনি।

    সোমবার বিকেলে তিতুমীর কলেজের আন্দোলনকারীরা মহাখালীতে রেললাইন অবরোধের পর সাংবাদিকরা এ বিষয়ে তার কাছে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চেয়েছিলেন।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “তারা ক্যাম্পাসে গিয়ে তাদের দাবি দাওয়া তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে যাক।”

    সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “এটার পেছনে কারা জড়িত সেটা আপনারা জানেন। আপনার ডিটেইলস জানেন।”

  6. যুক্তরাষ্ট্রের শুল্কের সাথে ব্যথানাশক ফেন্টানিলের কী সম্পর্ক

    অতিরিক্ত ফেন্টানিল সেবনের কারণে অনেকের মৃত্যুও হয়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অতিরিক্ত ফেন্টানিল সেবনের কারণে অনেকের মৃত্যুও হয়, প্রতীকী ছবি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুধু অর্থনৈতিক কারণেই নয়, বরং ‘ফেন্টানিলের আঘাতের বিরুদ্ধে লড়াই’ করতেও তিনি শুল্ক প্রয়োগ করছেন।

    ফেন্টানিল একটি বৈধ ব্যথানাশক। তবে এটি অবৈধভাবেও উৎপাদন হয় এবং অপরাধী গ্যাংগুলো বিক্রি করে। এটা হেরোইনের চেয়েও শক্তিশালী।

    ২০২২ সালে প্রায় ৭০ হাজার আমেরিকান মারা গেছে অতিরিক্ত ফেন্টানিল সেবনের কারণে।

    চীনের ভূমিকা কী

    যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন ফেন্টানিলে যে ক্যামিকেল ব্যবহার করা হয়ে সেটি আসে চীন থেকে।

    হোয়াইট হাউজ বলেছে, চীনা কর্মকর্তারা এটি বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তবে চীন বলেছে, অবৈধ মাদক বাণিজ্যের বিষয়টি তাদের জানা নেই।

    মেক্সিকোর ভূমিকা কী

    মেক্সিকান মাদক ব্যবসায়ী গোষ্ঠী বা গ্যাংগুলোকে ফেন্টানিল সরবরাহের জন্য দায়ী করে থাকে মার্কিন কর্তৃপক্ষ।

    হোয়াইট হাউজ এই কাজের জন্য মেক্সিকান কার্টেলগুলোকে দায়ী করে এগুলোর সাথে মেক্সিকো সরকারের যোগসূত্র থাকার অভিযোগ করেছে।

    মেক্সিকোর প্রেসিডেন্ট এ অভিযোগকে ‘কুৎসা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

    কানাডার ভূমিকা কী

    যুক্তরাষ্ট্র বলছে, কানাডায় ফেন্টানিল ল্যাবরেটরি পরিচালনা করছে মেক্সিকান কার্টেলগুলো।

    কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রে যত ফেন্টানিল যায় তার ১ শতাংশেরও কম যায় কানাডা থেকে।

  7. তিতুমীরের আন্দোলনকারীদের মহাখালী অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

    রেল লাইনের ওপর আন্দোলনকারীদের অবস্থান
    ছবির ক্যাপশান, রেল লাইনের ওপর আন্দোলনকারীদের অবস্থান

    তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে।

    বেলা চারটার দিকে আন্দোলনকারীরা উপকূল এক্সপ্রেস নামের একটি ট্রেন আটকে দেয়। এরপর সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

    এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মহাখালীতে রেলপথ অবরোধ করেন। এতে আটকা পড়া ট্রেনটি পরে কর্তৃপক্ষের নির্দেশে উল্টোপথেই ফিরিয়ে নেয়া হয়।

    তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ব্যানারে গত কয়েকদিন ধরে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।

    এ কয়দিনে গুলশান ও মহাখালী এলাকা বারবার অবরোধের কারণে শহরজুড়ে তীব্র যানজটে নাকাল হতে হয়েছে মানুষকে। আজও মহাখালী রেল ক্রসিং এলাকা অবরোধ করায় একই ধরনের পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

    পরিস্থিতি মোকাবিলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

  8. অনলাইনে মামলা দায়ের চালুর নির্দেশনা প্রধান উপদেষ্টার

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা সম্পর্কিত উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে প্রেস উইং জানিয়েছে।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

    ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর, যাকে বলা হয় এজাহার, এটি দায়েরের জন্য এখন একজন ব্যক্তিকে নিকটবর্তী পুলিশ স্টেশন অর্থাৎ থানায় যেতে হয়। এই প্রক্রিয়াটি কষ্টসাধ্য বিষয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির সুযোগ তৈরি করে।

    প্রধান উপদেষ্টা বলেন, এফআইআর এর জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগ করার জন্য জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এর মতো পুলিশের একটি সুনির্দিষ্ট কল নম্বর থাকা দরকার।

    “এটি মামলা দায়ের করার ক্ষেত্রে হয়রানি কমাবে,” বলেন তিনি।

    এ সময় তিনি পুলিশপ্রধান বাহারুল আলমকে অনলাইন এফআইআর এর জন্য যত দ্রুত সম্ভব একটি নতুন ফোন নম্বর চালুর নির্দেশনা দেন।

    একইসঙ্গে তিনি অনলাইনে মামলা দায়েরের বিষয়ে বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দিতে একটি কল সেন্টার স্থাপনের নির্দেশনা দেন।

  9. বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটি, দুর্বার রাজশাহীর মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ

    বিপিএলে নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ করছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিপিএলের দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি তিন কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

    “দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে,” সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এতে আরও বলা হয়, দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি নিষ্পত্তির জন্য ফ্রাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টাকে দোসরা ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ।

    “বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩রা ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সংকট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।”

    এছাড়াও, প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেও জানিয়েছেন তিনি।

  10. ইউরোপজুড়ে শেয়ার মার্কেটের দরপতন

    ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করবে। তবে যুক্তরাজ্যের সাথে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

    এদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনার খবর বের হওয়ার পর আজ ইউরোপজুড়ে শেয়ার মার্কেটগুলোতে দর পতন ঘটেছে। ফ্রান্স ও জার্মানিতে শেয়ার সূচক দুই শতাংশ এবং লন্ডনে শেয়ার সূচক ১ দশমিক ২ শতাংশ কমেছে।

    এর মধ্যে গাড়ীর কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে গেছে।

    ধারণা করা হচ্ছে গাড়ী নির্মাণ শিল্প শুল্ক আরোপের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফিয়াট ও জীপের মতো কয়েকটি ব্রান্ডের শেয়ারের দাম পড়েছে প্রায় ৬ শতাংশ।

    অন্যদিকে ইউরোপিয়ান ব্রান্ড ভক্সওয়াগনের দাম ৫ দশমিক ৭, মার্সিডিজ ৪ দশমিক ৪ ও বিএমডব্লিউর শেয়ারের দাম ৪ শতাংশ কমেছে।

  11. যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের সময় দুয়োধ্বনি কানাডার হকি দর্শকদের

    আইস হকির একটি ম্যাচে দর্শকরা দুয়োধ্বনি দিয়েছেন

    ছবির উৎস, USA Today Sports

    ছবির ক্যাপশান, আইস হকির একটি ম্যাচে দর্শকরা দুয়োধ্বনি দিয়েছেন

    কানাডার অটোয়াতে ন্যাশনাল হকি লীগে যুক্তরাষ্ট্রের একটি আইস হকি দলের খেলায় যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুয়োধ্বনি দিয়েছে সেখানকার হকি সমর্থকরা।

    এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

    রবিবার ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশনের খেলার সময়েও একই ঘটনা ঘটেছে। টরেন্টো র‍্যাপটরস ও লস এঞ্জেলস ক্লিপার্স মধ্যকার ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতের পুরোটা সময় ধরেই বু ধ্বনি দিয়েছে দর্শকরা।

    এসব খেলায় সাধারণত দর্শকরা খুবই সম্মানজনক আচরণ করে। সেই দর্শকদের দিক থেকে এমন প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে পরিষ্কারভাবেই কানাডার মানুষের গভীর অসন্তুষ্টির বহিঃপ্রকাশ হিসাবে দেখা হচ্ছে।

    ট্রাম্পের শুল্ক আরোপের কারণে উত্তর আমেরিকাজুড়ে নজিরবিহীন বাণিজ্য যুদ্ধের হুমকি তৈরি হয়েছে।

    ডোনাল্ড ট্রাম্প সব ধরনের কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা মঙ্গলবার থেকেই কার্যকর হওয়ার কথা। এর আগে মি. ট্রাম্প কানাডাকে আমেরিকাকে ৫১তম রাজ্য হিসেবে যুক্ত করার কথা বলেছিলেন।

    অর্থনীতিবিদদের অনেকে মনে করেন শুল্ক আরোপের কারণে গ্যাস থেকে শুরু করে গ্রোসারি- আমেরিকানদের দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যাবে। কানাডা যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদার।

    এমন পরিস্থিতি কয়েক মাস চলতে থাকলে দেশটি অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে এবং দেশটির রাজনৈতিক নেতারা একযোগে এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

    “আমাদের অনেকেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের সামনে কঠিন সময়। সবাই পরস্পরের সাথে থাকুন,” প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার সন্ধ্যার ভাষণে বলছিলেন।

  12. অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় ঠিক করতে টাস্কফোর্স গঠন

    বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

    বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

    আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির কর্মপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ দেবে এ কমিটি।

    গঠিত কমিটি এ সংক্রান্ত বিষয়ের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে এবং প্রয়োজনে সুপারিশ প্রণয়ন করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপন।

  13. তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান: নাহিদ ইসলাম

    উপদেষ্টা নাহিদ ইসলাম

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান উল্লেখ করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

    তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান উল্লেখ করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    মি. ইসলাম বলেন, ''হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে সেই প্রক্রিয়া চলমান। আমি বলবো তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার জন্য এবং তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না''।

    শিক্ষার্থীদের জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে মি. ইসলাম বলেন, “জন ভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে”।

    একই সময়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও পূজা পরিদর্শন করেন।

    মি. মাহমুদ অভিযোগ করেন, পাঁচই অগাস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই যেকোনো সুযোগ খুঁজে বেড়াচ্ছে।

    ''এ ধরনের উস্কে দেয়ার মতো পরিস্থিতি পাঁচই অগাস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয় নি,'' বলেন মি. মাহমুদ।

    বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ''মানুষ চায় না আওয়ামী লীগ কোনভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে, একটা এরকম গণহত্যা ঘটানোর পর তারা আবারও ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ”।

    অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে তারা চেষ্টা করলেও এবার তারা বিশৃঙ্খলা ঘটাতে পারবে না বলে মন্তব্য করেন এই উপদেষ্টা।

    উল্লেখ্য, ফেব্রুয়ারিতে লিফলেট বিতরণ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ।

    এদিকে, ষষ্ঠ দিনের মতো তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে অনশন করছে কয়েকজন শিক্ষার্থী। একইসাথে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা মহাখালীতে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেছে।

  14. ঘন কুয়াশার কারণে ঢাকার ছয়টি ফ্লাইট নামলো সিলেট ও কলকাতায়

    বিমানবন্দর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঘন কুয়াশার কারণে ঢাকার ছয়টি ফ্লাইট নামলো সিলেট ও কলকাতায়

    ঘন কুয়াশার কারণে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট। বিমানগুলো সিলেট এবং কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

    গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশার কারণে আজ সোমবার রাত সাড়ে তিনটা থেকে ভোর চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ছয়টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা বিমান বন্দরে অবতরণ করে।

    পরবর্তীতে সকাল সাড়ে দশটার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে শাহজালাল বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে।

    ছয়টি ফ্লাইটের মধ্যে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে ইউএস বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ ও কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসছিল।

    এছাড়া ফ্লাইট বিলম্ব ছিল নয়টি ফ্লাইটের, দেরিতে পৌঁছেছে আরও সাতটি ফ্লাইট।

  15. দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু, মাঠের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন না ওড়ানোর নির্দেশ

    টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা।

    আজ সোমবার সকালে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা। দ্বিতীয় ধাপের এ ইজতেমা শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি।

    এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের ইজতেমা শুরু হবে।

    এদিকে, ইজতেমা মাঠের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

    গতকাল রোববার জিএমপি একটি গণবিজ্ঞপ্তি জারি করে।

    এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে আগতদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ২ থেকে ১৮ ই ফেব্রুয়ারি ড্রোন ও ড্রোন ক্যামেরা বা ভিডিওসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

    জিএমপির এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    রোববার সকালে টঙ্গীর ইজতেমা মাঠে ওপর থেকে একটি ড্রোন পড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে অন্তত ৬০ জন আহত হন।

  16. ইসলামের নবীকে কটূক্তির অভিযোগে এক শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার বুটেক্সের

    ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী এখন তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

    গতকাল রোববার রাতভর প্রায় চার ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

    তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামিম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, “ওই ছাত্রের বিরুদ্ধে অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে”।

    সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ''...ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে হলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।''

    রোববারের তারিখ দেয়া এই আদেশে ওইদিনই তাকে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

    একইসাথে এতে আরও বলা হয়েছে ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে থানা হেফাজতে এনে রাখা হয়েছে জানিয়ে ওসি মি. শামিম বলেন, “মাঝরাত আড়াইটায় তাকে আনা হয়। তার নিরাপত্তা নিশ্চিতের জন্য থানা হেফাজতে এনে রাখা হয়েছে। হলের পরিস্থিতি এখন শান্ত। তাকে হল থেকে বের করার সময় শিক্ষার্থীরা চড়-থাপ্পর দিয়েছিলো”।

    রোববার রাত আটটার দিকে আরেকজন শিক্ষার্থীর একটি ফেসবুক পোস্টে ইসলামের নবীকে নিয়ে তিনি ওই মন্তব্য করেন।

    তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।

    এই পুলিশ কর্মকর্তা জানান, রাত দশটা থেকে ওই শিক্ষার্থীর হল ঘিরে রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে খবর দিলে পুলিশ গিয়ে অভিযুক্তকে থানা হেফাজতে নিয়ে আসে।

    তবে এখন হলগুলোর পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি।

    ঠিক কখন ওই শিক্ষার্থীকে থানা থেকে ছেড়ে দেয়া হবে এমন প্রশ্নে মি.শামিম বলেন, “ ছেড়ে দিলে যদি শিক্ষার্থীরা যদি আবার মারধর করে। তাকে ছাড়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে”।