প্রধান উপদেষ্টা-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তা বাড়াতে জোর

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১৫ মিনিট ধরে টেলিফোনে কথা বলেছেন। অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইরানে হামলার শিকার পারমাণবিক স্থাপনা এলাকায় কর্মচাঞ্চল্য দেখা গেছে।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হল-

    • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে প্রায় ১৫ মিনিট কথা বলেছেন, যেখানে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের মতো বিষয়ে আলোচনা হয়েছে।
    • ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রধান করে কমিটি করার বিধান বাদ দিয়ে নতুন ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন।
    • যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ভুলে তার লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • গাজায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার কারণে শত শত ফিলিস্তিনি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
    • বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে চীন।
    • ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
    • টানা এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির পর অবশেষে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা – কর্মচারীরা।
    • জুলাই গণ অভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • বায়ুদূষণ রোধে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
    • কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ব্যক্তি ফজর আলীকে সোমবারও আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    বিবিসি বাংলা লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়

  2. ডিসি-ইউএনওদের কমিটি বাদ দিয়ে ভোটকেন্দ্র স্থাপনের নতুন নীতিমালা ইসির

    আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন।

    ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রধান করে কমিটি করার বিধান বাদ দেওয়া হয়েছে।

    অতীতের সব নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপনের কাজ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারাই করে আসছিলেন।

    কিন্তু গত সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন এই কাজের দায়িত্ব দেন স্থানীয় প্রশাসন ও পুলিশকে। সে সময় এ বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

    সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র এবং গড়ে ৫০০ পুরুষ ভোটারের জন্য ও ৪০০ নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণ করতে হবে। বিদ্যমান ভোটকেন্দ্রের স্থাপনা নদী ভাঙন বা অন্য কোনো কারণে বিলুপ্ত/ব্যবহারের অনুপযোগী হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে।

    এছাড়া ভোটার সংখ্যা বৃদ্ধির কারণে নতুন ভোটকেন্দ্র স্থাপনের প্রয়োজন হলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/নির্বাচিত প্রতিনিধি/রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভোটকেন্দ্র স্থাপন ও তালিকা নির্ধারণ করতে হবে।

    কোনো ভোটার এলাকার ভোটারদের যেন কাছাকাছি ভোটকেন্দ্র অতিক্রম করে দূরের কোনো ভোটকেন্দ্রে যেতে না হয়, সেটাও দেখতে বলা হয়েছে নতুন নীতিমালায়। এ ছাড়া বিদ্যমান ভোটকেন্দ্রগুলো যথাসম্ভব অপরিবর্তনীয় রাখার চেষ্টা করতেও বলা হয়েছে।

  3. প্রধান উপদেষ্টা- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তা বাড়ানোর জোর

    প্রধান উপদেষ্টা ও মার্কো রুবিও

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা ও মার্কো রুবিও

    বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    সেই টেলিফোন আলাপে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা জোরদারে গুরুত্ব দেয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

    সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোন করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার সাথে ১৫ মিনিটের আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ বহন করে।

    টেলিফোন আলোচনায় আর কী কী বিষয় গুরুত্ব পেয়েছে সেটি নিয়ে বিস্তারিত জানায় নি প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন। উভয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের প্রতি অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন’।

    চলতি বছর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসেন মার্কো রুবিও।

  4. ইরানের পারমাণবিক স্থাপনায় সর্বশেষ স্যাটেলাইট ইমেজে অনেক গাড়ির আনাগোনা

    ম্যাক্সার টেকনোলজি সরবারহকৃত ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার ২৯শে জুনের স্যাটেলাইট ইমেজ
    ছবির ক্যাপশান, ম্যাক্সার টেকনোলজি সরবারহকৃত ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার ২৯শে জুনের স্যাটেলাইট ইমেজ

    ম্যাক্সার থেকে পাওয়া সর্বশেষ স্যাটেলাইট ইমেজে ইরানের ফোর্দোর পারমাণবিক স্থাপনায় বিভিন্ন কার্যক্রম চালাতে ও গাড়ির আনাগোনা দেখা গেছে।

    স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ফোর্দোর পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চলছে। এই পারমাণবিক স্থাপনায় সম্প্রতি বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

    ২৯শে জুনের ওই এলাকার স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, একটি এক্সকাভেটর ও ক্রেন পারমাণবিক স্থাপনার অ্যাক্সেস রাস্তার ওপর কাজ চলছে। যেখানে মার্কিন ‘বাঙ্কার-বাস্টার’ বোমার হামলা হয়েছে।

    তার পাশেই পাহাড়ের আরও নিচের একটি ছবিতে দেখা যাচ্ছে একটি বুলডোজার ও ট্রাক।

    নির্মাণ সামগ্রী চালু রয়েছে পারমাণবিক স্থাপনার সাইটের প্রবেশপথেও। যেখানে মার্কিন হামলার পর আবার ইসরায়েলি বিমান হামলায়ও হয়েছিল।

    পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট ২৮শে জুনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বলেন, এই নির্মাণকাজের মধ্যে থাকতে পারে-বিস্ফোরণে তৈরি গর্ত ভরাট, ক্ষয়ক্ষতির প্রকৌশলগত মূল্যায়ন ও তেজস্ক্রিয় নমুনা সংগ্রহ।

    যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো “সম্পূর্ণ ধ্বংস” করে দিয়েছেন।

    এদিকে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার বলেন, ইরান চাইলে “মাত্র কয়েক মাসের মধ্যেই” পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করতে পারে।

  5. পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি-আপনি কেউই নিরাপদ নই: আসিফ মাহমুদ

    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

    ছবির উৎস, PID HANDOUT

    ছবির ক্যাপশান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে, পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি, আপনি কেউই নিরাপদ নই”।

    ব্যাগে পিস্তলের ম্যাগাজিন নিয়ে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার বিকেলে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্টে এ কথা বলেন।

    ২৩ লাখ ফলোয়ারের এই ফেসবুক আইডিটি যদিও মেটা ভেরিফাইড নয়। তবে উপদেষ্টা মাহমুদ তার অফিসিয়াল ফেসবুক পেজের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে এই ফেসবুক আইডিতে নিয়মিত স্ট্যাটাস ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকেন।

    শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে পিস্তলের ম্যাগাজিন উদ্ধারের সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, সেটি নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা মি. মাহমুদ।

    তিনি লিখেন, “যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারও হাতে পৌঁছে গেল, তা রীতিমত ভয়ংকর। এরা চাইলে যেকোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্তহত্যাকারী, কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল-টাইম লোকেশন, শিডিউল, সেনসিটিভ ইনফরমেশনসহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যেকোনো কিছু পাচার করে দিতে পারে”।

    তিনি প্রশ্ন তোলেন, “আমি সরকারে আছি। আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই বোঝা যায়। এই তথ্য সন্ত্রাসীদের শাস্তিই বা কী?”

    আসিফ মাহমুদ লিখেন, “যাদের দায়িত্ব শত্রুর ওপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, তারা এখন নিজেদের সব শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে, টার্গেটেড চরিত্রহননে। লেজিট কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে। দুর্ভাগ্যজনকভাবে গণ-অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনাপুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না”।

    এই ফেসবুক পোস্টের শেষে তিনি লিখেন, “তবে আশার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের যেকোনো সময়ের থেকে বেশি সচেতন। গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কারা ঘটিয়েছে তা কারোই বোঝার বাকি থাকার কথা না”।

    আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

    ছবির উৎস, ASIF MAHMUD/FACEBOOK

    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট
  6. আসিফ মাহমুদের ব্যাগে ভুলে তার লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন ছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ভুলে তার লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেকে বলছে তিনি (আসিফ মাহমুদ) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়। এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল”।

    উপদেষ্টা মি. চৌধুরী বলেন, “এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না”।

    তিনি জানান, ভবিষ্যতে কারো ক্ষেত্রে যেন বিমানবন্দরে বিশেষ সুবিধা দেয়া না হয়, সবার ক্ষেত্রে আইন যেন একইভাবে প্রয়োগ করে সে জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে।

  7. গাজায় ইসরায়েলি বিমান হামলায় গাজায় শত শত পরিবার বাস্তুচ্যুত

    যাইতুন এলাকা বারবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে (ফাইল ছবি)

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যাইতুন এলাকা বারবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে (ফাইল ছবি)

    গাজায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার কারণে শত শত ফিলিস্তিনি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

    স্থানীয় সূত্রগুলো বলছে, উদ্ধারকর্মীরা পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। আহত বহু সাধারণ মানুষকে গাজা শহরের আল-আহলি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

    যুদ্ধ বিরতির পর মার্চে আবারো গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

    গাজা শহরের বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী শহরের ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়, বিশেষ করে শুজাইয়া, তুফাহ এবং জাইতুনসহ ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাতের আকাশ জুড়ে বিস্ফোরণের আলো, আতঙ্কিত হয়ে গাজার বাসিন্দাদের ছুটোছুটি করা, বিস্ফোরণের পর কোথাও কোথাও আগুনও জ্বলতে দেখা গেছে।

    গাজার জাইতুন এলাকায় একটি স্কুলে হামলার খবর পাওয়া গেছে। যেখানে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।

    জাইতুন এলাকা থেকে সাত সন্তানের মা আবেয়ার তালবা বলেন, "সবকিছু ফেলে চলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না।"

  8. বাংলাদেশে নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে চীন: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে চীন।

    বিএনপি প্রতিনিধি দলের চীন সফর নিয়ে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

    চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ২২ থেকে ২৭শে জুন নয় সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চীন সফর করে।

    সফর শেষে আজ বিএনপি মহাসচিব এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মি. আলমগীর বলেন, “দেশের প্রয়োজন জানানোর পর চীন ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এ নিয়ে দেশটি প্রস্তাব দিলে ভবিষ্যতে ইতিবাচকভাবে দেখবে বিএনপি”।

    তিনি জানান, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তরিকতার সঙ্গে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করছে চীন।

    বিএনপি মহাসচিব “আমাদের পক্ষ থেকে পারস্পারিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতার আহ্বান জানিয়েছি, যেখানে জনগণ এবং জনকল্যাণের অগ্রাধিকার যেন থাকে সর্বোচ্চ স্থানে”।

    বিএনপি মহাসচিব বলেন,“আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং এর ব্যাপকতা দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি”।

    বিএনপি প্রতিনিধি দলের চীন সফরের সার্বিক বিষয় তুলে ধরে মি. আলমগীর বলেন, “বিগত ১৭ বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি। যেটা তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন”।

  9. শেখ হাসিনার বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই এগোচ্ছে: তাজুল ইসলাম

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনার বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই এগোচ্ছে: তাজুল ইসলাম

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

    মি. ইসলাম বলেন, “ বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে আগাচ্ছে। এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা এ দুটোকে মেইনটেইন করে আমরা চলছি।”

    এতে কতদিন সময় লাগছে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন।

    “কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মত মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয় ” বলেন মি. ইসলাম।

    তিনি বলেন,“বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এইটা আদালত নির্ধারণ করবেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবোওনা। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করবো। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার ওপর ” বলেন মি. ইসলাম।

    প্রসঙ্গত, আগামীকাল পহেলা জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

  10. কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা

    এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান

    টানা এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির পর অবশেষে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা – কর্মচারীরা।

    আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পর সোমবার সারা দেশের সব ট্যাক্স, ভ্যাট ও কাস্টম হাউজগুলোতে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।

    সকালে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

    তিনি বলেছেন, “গতকাল বিকেল থেকেই সব কাস্টম হাউজগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা ফিরে যাওয়ায় অপারেশন শুরু হয়েছে। যে কর্মবিরতি ছিল সেটা তারা প্রত্যাহার করায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি কাজ করছে বলে মনে করি। ট্যাক্স, ভ্যাট, কাস্টম হাউজ সবাই কাজ করছে।”

    'যা কিছু হয়েছে ভুলে গিয়ে' রাজস্ব আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান মি. খান।

    তিনি বলেন, “যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করবো। যে কাজগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করি আর এ ধরনের বড় কোন সমস্যার মধ্য দিয়ে যেতে হবে না।”

    রাজস্ব কর্মকর্তাদের অতীতের মত দক্ষতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম করে রাজস্ব আদায়ের কাজগুলো চলমান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

  11. আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    আবু সাঈদ

    ছবির উৎস, Sharier Mim

    জুলাই গণ অভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই।

    একইসাথে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

    সোমবার সকালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল- দুইয়ে জমা দেয়া হলে শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়েছে।

    গত ২৪শে জুন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

    এ মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় তাদের আসামি করা হয়েছে।

    একই সঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

    এ মামলার চারজন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

    সর্বশেষ গত ১৫ ই জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    গত ১৩ই জানুয়ারি নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    কোটা সংস্কারকে ঘিরে গত বছরের জুলাইতে প্রথমে যে আন্দোলন শুরু হয় সে সময়ই ১৬ই জুলাই গুলিতে নিহত হন আবু সাঈদ।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  12. বায়ুদূষণ রোধে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে দেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

    বায়ুদূষণ

    ছবির উৎস, Getty Images

    বায়ুদূষণ রোধে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    একইসাথে বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মত বিনিময়ের সময় পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

    পরিবেশ উপদেষ্টা মিজ হাসান বলেন, “বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।”

    পাশাপাশি জিরো সয়েল, নো ব্রিক ফিল্ডসহ এয়ার কোয়ালিটি নিয়ে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

    একইসাথে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।

    মিজ হাসান বলেন, “বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি। এছাড়া নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

  13. মুরাদনগরে অভিযুক্তকে আজও আদালতে হাজির করা যায়নি

    প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ব্যক্তি ফজর আলীকে আজও আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গতকাল রোববারও তাকে আদালতে হাজির করা হয়নি।

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, “ফজর আলী আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তাকে গ্রেফতার করা হইছে এই কথা বলে আদালতকে কালই জানানো হইছে। পরে কোর্ট অর্ডার দিয়ে জেল পুলিশ পাঠাইয়া দিছে ওখানে (হাসপাতালে )।”

    অভিযুক্ত ফজর আলীকে ঘটনার রাতেই জনগন মারধর করেছিল। ওইসময় তার হাত-পা ভেঙে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    রোববার গ্রেফতারকৃত অন্য আসামিদের পর্ণোগ্রাফি আইনের মামলায় আদালতে হাজির করা হয়েছিল। তাদের জামিন নাকচ করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    এর আগে রোববারই কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ঘটনার মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  14. আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

    নিহত আবু সাঈদ

    ছবির উৎস, Sharier Mim

    ছবির ক্যাপশান, আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

    জুলাই গণ অভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

    আজ সোমবার ডেপুটি প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, “ আবু সাঈদ মামলার ফরমাল চার্জ ট্রাইব্যুনাল - ২ এ জমা দেয়া হয়েছে।”

    গত ২৪শে জুন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এ মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় তাদের আসামি করা হয়েছে বলে জানাচ্ছে প্রসিকিউশন।

    একই সঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্রও প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

    এ মামলার চারজন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

    সর্বশেষ গত ১৫ ই জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    গত ১৩ই জানুয়ারি নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    কোটা সংস্কারকে ঘিরে গত বছরের জুলাইতে প্রথমে যে আন্দোলন শুরু হয় সে সময়ই ১৬ই জুলাই গুলিতে নিহত হন আবু সাঈদ।