ড্রোন বিধ্বস্ত করার পর ইসরায়েলের দাবি, 'ইরানের হামলা এখনো শেষ হয়নি'

বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা করছে ইরান। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার কয়েকদিন পর এই হামলা করলো দেশটি।

সরাসরি কভারেজ

  1. ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের ‘অতি জরুরি’ বৈঠক

    জোসেপ বরেল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জোসেপ বরেল

    ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা করতে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী মঙ্গলবার (১৬ এপ্রিল) একটি ‘অতি জরুরি’ বৈঠকে মিলিত হচ্ছেন।

    ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ বা পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল এই ‘এক্সট্রাঅর্ডিনারি’ বৈঠকটি ডেকেছেন।

    ‘এক্স’ প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জোসেপ বরেল লিখেছেন, “ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনে ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যাতে অবদান রাখতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।”

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যেই এই সংকট নিয়ে আলোচনা করতে জি-সেভেন জোটের বৈঠক ডেকেছেন, এখন দেখা যাচ্ছে কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান খোঁজার জন্য ইউরোপীয় ইউনিয়নও তৎপর হয়েছে।

  2. ‘বাইডেন মনে করেন না এটা পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াবে’

    আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন না যে ইসরায়েলের ওপর ইরানের চালানো হামলা একটা পুরোদস্তুর যুদ্ধে গড়ানোর কোনও কারণ আছে।

    এবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কাউন্সিলের মুখপাত্র জন কার্বির কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সংঘাত আগামীতে আরও তীব্র আকার নেবে, সেই সম্ভাবনা কতটা?

    জবাবে মি কার্বি বলেন, “যাই ঘটুক না কেন, প্রেসিডেন্ট আদৌ মনে করেন না বিষয়টা সেই দিকে যাওয়ার কোনও প্রয়োজন আছে।”

    সেই সঙ্গেই তিনি জানান, প্রেসিডেন্ট এই বিষয়টির ‘কূটনৈতিক দিকটি’ নিয়ে কাজ করছেন এবং সেই লক্ষ্যেই আজ দিনের আরও পরের দিকে জি-সেভেন জোটের একটি বৈঠকও ডেকেছেন।

    ইসরায়েল যেভাবে এই হামলাকে প্রতিহত করেছে, তাদের সেই ‘আত্মরক্ষার অবিশ্বাস্য ক্ষমতা’রও ভূয়সী প্রশংসা করেন তিনি।

    ইরানের চালানো হামলায় ক্ষয়ক্ষতি অতি সামান্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    জন কার্বি আরও বলেন, “প্রেসিডেন্টের অবস্থান এ ব্যাপারে খুব স্পষ্ট – তিনি চান না এই সংঘাত আরও তীব্র আকার নিক। পরবর্তী কয়েক ঘণ্টা বা কয়েক দিনে আমাদের কাছে আরও অনেক কিছু স্পষ্ট হবে।”

    জন কার্বি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জন কার্বি
  3. হামলার বিষয়ে ৭২ ঘণ্টা আগে প্রতিবেশীদের জানিয়েছে ইরান

    ইসরায়েলে পাল্টা হামলা চালানো হবে বলে ৭২ ঘণ্টা আগেই প্রতিবেশী দেশগুলোকে জানানো হয়েছিল বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান।

    ''আমাদের অভিযানের ৭২ ঘণ্টা আগে আমাদের বন্ধু এবং প্রতিবেশী দেশগুলোকে জানিয়েছি যে, ইসরায়েলের ওপর ইরান অবশ্যই জবাব দেবে, যা বৈধ এবং এড়ানোর উপায় নেই।''

    বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একটি বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে যে, ইসরায়েলে ইরানের হামলা হবে সীমিত এবং আত্মরক্ষামূলক।

  4. ইসরায়েলে ইরানের হামলার পর এখন পর্যন্ত যা ঘটেছে

    Skip YouTube post
    Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

    End of YouTube post

  5. এ পর্যন্ত যা যা ঘটেছে:

    প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা করেছে ইরান। শনিবার দিবাগত মধ্যরাতে ইসরায়েল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

    ইরান ছাড়াও ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকেও তিনশোর বেশি ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

    তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যে আঘাত করার আগেই ধ্বংস করে দেয়া হয় অথবা ভূপাতিত করা হয়। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জর্ডান এতে সহায়তা করেছে।

    শনিবার রাতে ইরানের রেভ্যুলশনারি গার্ড কোর জানিয়েছে, তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    লেবাননের হেজবুল্লাহ দাবি করেছে, গোলান হাইটসে ইসরায়েলি সামরিক ঘাটি লক্ষ্য করে তারাও রকেট হামলা করেছে।

    তবে ইসরায়েলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯ শতাংশ মাঝ আকাশে ধ্বংস করে দেয়া হয়েছে।

    ইরানের হামলার সমুচিত জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের একজন কর্মকর্তা।

    ইসরায়েলি ডিফেন্স ফোর্সের রিয়ার অ্যাডমিরাল হাগরি জানিয়েছেন, হাতেগোনা কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করতে পেরেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে আর ১২ জন আহত হয়েছে।

    তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় ইসরায়েলি নেভাতিম বিমান ঘাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের হামলা এখনো শেষ হয়নি।

    অন্যদিকে ইরান সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েল রাতের এই হামলার জবাব দেয়ার চেষ্টা করা হলে এর চেয়েও বড় হামলা চালানো হবে।

    রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অন্যদিকে ‘কূটনৈতিক প্রত্যুত্তর’ দেয়ার জন্য জি সেভেন নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

  6. ইরানের হামলার জন্য প্রস্তুত ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, জোনাথন বেল, প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতা

    যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের হামলা ঠেকাতে ভালোরকম প্রস্তুতি ছিল ইসরায়েলের।

    কয়েকদিন আগে থেকেই ইসরায়েলকে এই বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছিল। তার চেয়েও বড় কথা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একইরকম অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

    বহুদিন ধরেই গাজা থেকে হামাসের ছোড়া রকেট ধ্বংস করার অভিজ্ঞতা রয়েছে ইসরায়েলের।

    ইসরায়েলের রয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড’স শিলিং এবং অ্যারো অ্যারিয়েল ডিফেন্স সিস্টেম। অন্যদিকে লোহিত সাগরে বেশ কিছুদিন ধরেই ইয়েমেনের হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে একই রকমের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র।

    এক কথায় বলতে গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র- উভয়েই জানতো যে ইরানের ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার মতো সক্ষমতা তাদের আছে। সেজন্য তারা প্রস্তুতও ছিল।

  7. উভয় পক্ষকে সংযত হতে আহ্বান রাশিয়ার

    ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযত হতে আহ্বান জানিয়েছে রাশিয়া। উত্তেজনা বাড়তে থাকায় দেশটি উদ্বেগ প্রকাশ করেছে।

    রাশিয়া বলেছে, ''বর্তমান সমস্যার রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে আঞ্চলিক সব দেশকে এগিয়ে আসতে হবে।

    মস্কো বলেছে, তারা এর আগে অনেকবার সর্তক করে দয়েছে যে, সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

    ওই হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার আনা একটি প্রস্তাবের বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

    হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। ইসরায়েল যদিও হামলার দায় স্বীকার করেনি, আবার নাকচও করে দেয়নি।

  8. কোন দেশ কীভাবে ইসরায়েলকে সহায়তা করেছে

    যুদ্ধবিমান

    ছবির উৎস, PA Media

    ইসরায়েলের হামলার সময় ভূপাতিত একটি ড্রোনের ছবি পেয়েছে বিবিসি, যে ড্রোনটি জর্ডান নামিয়েছে। এর বাইরে বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে ইরানের হামলা ঠেকাতে সহায়তা করেছে।

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

    যুক্তরাজ্যের যুদ্ধবিমানও অংশ নিয়েছে। ইসরায়েলি একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, আকাশে পাহারা দিতে সহায়তা করেছে ফ্রান্স।

    অন্যদিকে এক বিবৃতিতে জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমার ভেতরে আসা কিছু বস্তুকে তারা বাধা দিয়েছে।

    ইরানকে কীভাবে কূটনৈতিকভাবে জবাব দেয়া যায়, এ নিয়ে আজ রোববার জি সেভেন নেতাদের সাথে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

  9. ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের দৃশ্য

    ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের দৃশ্য

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের দৃশ্য
  10. ইরানের হামলার জবাব কীভাবে দিতে পারে ইসরায়েল?, ফ্রাঙ্ক গার্ডনার, বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা

    ইরানের রাতভর হামলার 'সমুচিত জবাব' দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেটা হলে পরিস্থিতি আসলেই অনেক গুরুতর হয়ে উঠবে।

    কিন্তু কীভাবে ইসরায়েল সেই জবাব দিতে পারে? ইসরায়েলের সামরিক বাহিনী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা হয়তো সেই বিষয়টি নিয়েই এখন আলোচনা করছে।

    সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, ইরানের যে ঘাটি থেকে হামলা চালানো হয়েছে, সেখানে হামলা করা।

    কিন্তু ইসরায়েল হয়তো আরও একধাপ বেশি এগোতে পারে। তারা হয়তো ইরানের সামরিক ঘাটি এবং বিপ্লবী গার্ড কোরের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালাতে পারে, যাতে মানুষজন হতাহত হওয়া ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতি হবে।

    এরপর নিঃসন্দেহে ইরানও পাল্টা হামলা চালাবে, যেমনটা তারাও ঘোষণা দিয়েছে।

    সুতরাং আগের তুলনায় এই মুহূর্তে সারা বিশ্ব উত্তেজনার একটা বিপজ্জনক সন্ধিক্ষণে রয়েছে। মধ্যপ্রাচ্যের সরকারগুলোও অপেক্ষা করে আছে ইসরায়েল কী করে সেটা দেখার জন্য, যার ওপর অনেক কিছু নির্ভর করছে।

  11. ইসরায়েল জবাব দিলে আরও বড় হামলার হুঁশিয়ারি ইরানের

    ইরান আবারো ইসরায়েলকে সতর্ক করে বলেছে দেশটি যদি ইরানের হামলার কোন জবাব দেয়ার চেষ্টা করে তাহলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেবে তারা।

    বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর চীফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমাবর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া।

    দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে যে ইসরায়েলি প্রতিশোধকে সমর্থন দিলে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

    এদিকে জাতিসংঘে ইরানি মিশন জাতিসংঘ সনদে আত্মরক্ষার যে ধারা আর্টিক্যাল ৫১ সেটি উল্লেখ করে বলেছে, দেশটি মনে করেছে 'বিষয়টি ..শেষ হয়েছে'। একই সাথে দেশটি ইসরায়েলকে আর কোন ভুল না করার জন্য সতর্ক করেছে।

  12. ইরানি হামলা ঠেকাতে ফ্রান্স সহায়তা করেছে, জানালো ইসরায়েলি সামরিক বাহিনী

    ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে ইরানের হামলা ঠেকাতে যেসব দেশ সহযোগীতা করেছে তাদের মধ্যে ফ্রান্সও ছিলো। "ফ্রান্সের ভালো প্রযুক্তি আছে, যুদ্ধবিমান, রাডার এবং আমি জানি তারা আকাশসীমায় টহলে অবদান রেখেছে," ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান।

    তবে ফ্রান্সের যুদ্ধবিমান কোন ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কি না তা নিয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি।

  13. তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র

    ইসরায়েল বলেছে তিনশর বেশী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, যার বেশিরভাগই ইসরায়েলের আকাশসীমায় আসার আগেই ভূপাতিত করা হয়েছে। তবে এই ছবিতে একটি ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে তেল আবিবের আকাশে।

    তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র

    ছবির উৎস, Getty Images

  14. ইসরায়েলে হামলার পর তেহরানে ইরানিদের উল্লাস

    ইসরায়েলে হামলার পর তেহরানে ইরানিদের উল্লাস

    ছবির উৎস, Getty Images

  15. এটা এখনো 'শেষ হয়ে যায়নি': ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মিলে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

    "যুক্তরাষ্ট্র ও সহযোগীদের সঙ্গে মিলে আমরা ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের সুরক্ষা দিতে পেরেছি। খুবই অল্প কিছু ক্ষতি হয়েছে- এটা আইডিএফ এর কার্যক্রমের ফল," তিনি বলছিলেন।

    তবে তিনি বলেন, "অভিযান শেষ হয়ে যায়নি। আমাদের সতর্ক থাকতে হবে এবং আইডিএফ ও হোমফ্রন্ট কমাণ্ডের নির্দেশনার প্রতি মনোযোগী থাকতে হবে। যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকত হবে। আমরা সফলভাবে হামলার ঢেউ প্রতিহত করেছি।"

  16. যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে চাইবে, উইল ভারনন, ওয়াশিংটন থেকে

    যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সরাসরি এ হামলা নজিরবিহীন।

    ইরানের হামলার মাত্রা, ব্যবহৃত অস্ত্রের ধরন এবং ক্ষয়ক্ষতির মাত্রার ওপর নির্ভর করবে যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে। কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য জবাব কী হতে পারে তা নিয়ে আলোচনা করে থাকতে পারেন তাদের ফোনালাপের সময়।

    যুক্তরাষ্ট্র চাইবে যতটা সম্ভব উত্তেজনা কমিয়ে আনতে এবং ইসরায়েল তাদের জবাব ঠিক করার সময়ও দেশটি ভূমিকা রাখতে চাইবে।

    যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের জন্য এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে উত্তেজনা আরও বাড়লে সেটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে যেতে পারে।

  17. 'আমরা জিতবো: প্রধানমন্ত্রী নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে তার দেশ 'জয় লাভ করবে'।

    এর আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং বলেন 'সামরিক বাহিনী যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত'। ইরান রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি এ ভাষণ দেন।

  18. ইরাক ও ইয়েমেন থেকেও হামলা হয়েছে:আইডিএফ

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান তিনশোর বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ৯৯ শতাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে।

    একটি সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যাডিয়েল হাগরি বলেছেন, রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হয়েছে।

  19. জেরুসালেমে সাইরেন

    শনিবার সন্ধ্যায় যখন ইসরায়েলি বাহিনী ঘোষণা করে যে, তারা পূর্ণ সতর্কাবস্থায় রয়েছে এবং কয়েক ডজন যুদ্ধবিমান আকাশে উড়তে শুরু করে, তখনি সম্ভাব্য হামলার বিষয়ে আভাস পাওয়া যাচ্ছিল।

    জনসমাবেশ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়। এরপরেই সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান যে, ইরান ইসরায়েলের দিকে ড্রোন পাঠাতে শুরু করেছে।

    এরপর শহর জুড়ে সাইরেন বাজতে শুরু করে। আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশে ছুড়ে দেয়া হয়।

    যদিও ইরানের হামলায় খুব কম ক্ষতির বিবরণ পাওয়া যাচ্ছে। একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরী সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

    ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন সদস্য জানিয়েছেন, ''ভালোরকম জবাব দেয়া হবে''।

  20. জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ

    নিরাপত্তা পরিষদ

    ছবির উৎস, Getty Images

    ইসরায়েলে ইরানের হামলা নিয়ে রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

    ইসরায়েলের অনুরোধে কাউন্সিলের প্রেসিডেন্ট ভেনেসা ফ্রাজিয়ের বলেছেন, ''এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশাল হুমকি তৈরি করেছে।''

    নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির কলকাঠি নাড়ছে ইরান। দেশটির ইসরায়েলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনকানুন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না।

    ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরায়েল।