রোহিঙ্গা প্রত্যাবাসন: 'চীনের প্রচেষ্টাকে স্বাগত জানাই'

দু’হাজার সতেরো সালের অগাস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সামরিক বাহিনী এক সহিংস অভিযান শুরু করেছিল। বেপরোয়া হত্যা, লুণ্ঠন, বাড়িঘরে অগ্নিসংযোগ আর উচ্ছেদের মুখে লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নেয় বাংলাদেশে।
প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশে কক্সবাজার-টেকনাফ অঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে এবং তাদের উপস্থিতি ঐ অঞ্চলে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যারও কারণ হয়েছে।
বাংলাদেশ প্রথম থেকেই চেষ্টা করছে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে নিতে।
এ নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার পর ২০১৮ ও ২০১৯ সালে দু’বার তারিখ ঠিক হলেও প্রত্যাবাসন শুরু হতে পারেনি।
কেন প্রত্যাবাসন শুরু হতে পারছে না এবং এক্ষেত্রে সর্বশেষ অগ্রগতিই বা কী?
এসব নিয়েই বিবিসি বাংলার পুলক গুপ্ত কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে।



