একই মাসে কুরবানি ও হজ: কারণ কী? ধর্ম ও ইতিহাস কী বলছে?

ভিডিওর ক্যাপশান, হজের সঙ্গে কুরবানির সম্পর্ক কী?
একই মাসে কুরবানি ও হজ: কারণ কী? ধর্ম ও ইতিহাস কী বলছে?

ঈদুল আযহা বা কুরবানির ঈদ সমাগত। এরই মধ্যে ঈদ উপলক্ষ্যে শুরু হয়ে গেছে নানা আয়োজন।

আবার একই সময়ে চলছে হজের প্রস্তুতিও। ইতোমধ্যেই অনেকেই যাত্রা করেছেন মক্কার উদ্দেশে।

ইসলাম ধর্মের এই দুইটি বিধান বরাবরই পালিত হয় প্রায় একই সময়ে। কিন্তু হজের সঙ্গে ঈদুল আযহা বা কুরবানি দেয়ার সম্পর্কটা আসলে কোথায়?

ধর্মীয় ও ঐতিহাসিকভাবে কী জানা যায়?

চলুন দেখে আসি তানহা তাসনিমের রিপোর্টে।